হুমায়ুন ফরিদী উক্তি ও মূল্যবান কিছু বাণী

হুমায়ুন ফরিদী উক্তি ও মূল্যবান কিছু বাণী

হুমায়ুন ফরিদী উক্তি গুলো এখনো অন্তর্জালে আলোড়ন তোলে। বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদি শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্যই পরিচিত নন, তিনি ভক্তদের মাঝে তার বিখ্যাত কিছু উক্তির মাধ্যমে বেঁচে আছেন। হুমায়ুন ফরিদী উক্তিগুলো মন্ত্রমুগ্ধের মতো সবাই শোনে। হুমায়ুন ফরিদী উক্তি পড়েনি এমন মানুষ খুব কমই রয়েছে। বিশেষ করে হুমায়ূন ফরিদীর প্রেম ও ভালোবাসার উক্তি।

অনেকে হুমায়ুন ফরিদী উক্তিগুলো অনুসন্ধান করার জন্য অনলাইনে সার্চ করে থাকেন। আপনাদের সুবিধার জন্য আজকে এই পোস্টের মাধ্যমে হুমায়ুন ফরিদী উক্তি ও মূল্যবান কিছু বাণী নিয়ে আলোচনা করবো-

হুমায়ুন ফরিদী

হুমায়ুন ফরিদী

হুমায়ুন ফরিদী ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা ও নাট্য সংগঠক, যিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন। একজন দক্ষ জ্ঞানী মানুষ ছিলেন তিনি। তিনি ২৯ মে ১৯৫২ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে মঞ্চ নাট্যে কাজ করেন। তাঁর অভিনীত কিছু প্রখ্যাত মঞ্চ নাটক হলো শকুন্তলা, কির্তনখোলা, কেরামত মঙ্গল, মুন্তাসীর ফ্যান্টাসি এবং ফণীমনসা, ধূর্ত উইঁ। তিনি টেলিভিশন নাটকের মধ্যে সংসপ্তক নাটকের কান কাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন।

তিনি চলচ্চিত্রে আর্ট ফিল্ম এবং বাণিজ্যিক ধারার উভয় ধরনের চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত কিছু প্রখ্যাত চলচ্চিত্র হলো হুলিয়া, ব্যাচেলর, আহা, মাতৃত্ব, বহুব্রীহী, জয়যাত্রা, শ্যামল ছায়া, একাত্তরের যিশু, দহন, সন্ত্রাস, বিশ্বপ্রেমিক, ত্যাগ, মায়ের মর্যাদা ইত্যাদি। তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তিনি ১৩ ফেব্রুয়ারি ২০১২ সালে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। (wiki)

হুমায়ুন ফরিদের প্রেমের উক্তি

হুমায়ুন ফরিদী উক্তি

হুমায়ুন ফরিদী একজন বিখ্যাত ও জনপ্রিয় বাংলাদেশী অভিনেতা ছিলেন, যিনি অনেক সিনেমা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি তার জীবনের অনেক অভিজ্ঞতা ও বোধ থেকে কিছু উক্তি বলেছেন, যেগুলো প্রেম, ভালোবাসা, মানুষের স্বভাব, জীবনের সত্যি ও অনেক কিছু নিয়ে ছিল। হুমায়ুন ফরিদী উক্তিগুলো অনেকের কাছে অনুপ্রেরণা ও শিক্ষা দিয়েছে। হুমায়ূন ফরিদির কিছু প্রেমের উক্তি রয়েছে। নিচে হুমায়ূন ফরিদির প্রেমের উক্তি উল্লেখ করা হল-

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।

কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছো না৷ অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো – কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই, ভালোবাসাটি এমন।

প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা, আপনি কেন প্রেমে পড়েছেন? সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতোই সমান।

মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।

কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই!

এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।

কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

কাউকে ভালোবাসতে হলে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।

প্রথম প্রেম সত্যি হয়! তবে সেটা ভুল মানুষের সাথে, ভুল সময়ে হয়।

কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই।

চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই।

কারো সাহায্যের আশায় বসে থাকবেন না! কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে।

কাউকে কাঁদানোর আগে মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়।

কাউকে কষ্ট দিয়ে প্রেমে পড়ার মতো ঘৃণিত কাজ যেন পৃথিবীতে আর নেই।

তুমি যখন কাউকে ভালোবাসবে, একবুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। তানাহলে সে প্রেমের কোন অর্থ নেই।

প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না। দুটি মনের মিলনেই ভালোবাসা হয়।

হুমায়ুন ফরিদীর বাণী

হুমায়ুন ফরিদীর বাণী

হুমায়ুন ফরিদী একজন অভিনেতা ছিলেন। অভিনেতার পাশাপাশি তিনি একজন দক্ষ জ্ঞানী মানুষ ছিলেন। তিনি কবিতা লেখার পাশাপাশি কবিতা পড়তে অনেক ভালবাসতেন। শুধু তাই নয় তিনি অনেকগুলো বই ও লিখেছিলেন। হুমায়ুন ফরিদী উক্তি ও কিছু বিখ্যাত বানী রয়েছে। নিচে তার বানিগুলো উল্লেখ করা হল-

এখনো হুমায়ূন ফরদীর বিখ্যাত উক্তি মন্ত্রমুগ্ধের মতো সবাই শোনে। বিশেষ করে হুমায়ূন ফরিদীর ভালোবাসার উক্তি। ফরিদীর মতো এত সুন্দর করে ভালবাসাকে ব্যাখ্যা করা সবার কাজ নয়। হুমায়ূন ফরিদীর ভালোবাসা নিয়ে উক্তি শুনলে, প্রেম-ভালোবাসাকে অপার্থিব মনে হয়। মনে হয় যেন, প্রেমের মতো সত্য-সুন্দর আর কিছু নেই।

উটে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এতো গভীর, সুন্দর আর কিছু নেই কারন মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো – গ্রহন করো, বরণ করে নাও।

যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে, জেনো‌ তুমি কিছু একটা করছো। যা ওরা করতে পারছেনা। মাথায় নিও না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।

Life is nothing but a journey towards death, আপোষ করে তো ভিতু মানুষ। আপোষ করে তো মেরুদন্ড হীন প্রাণী। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। মানুষ কখনও বৃদ্ধ হয়না। মানুষ তার মনে মনে সারাজীবনই ২৮ বছর বছরে থাকে। তুমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।

আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসি টুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি।

জীবন নিয়ে হুমায়ুন ফরিদের উক্তি

জীবন নিয়ে হুমায়ুন ফরিদী উক্তি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরিদি ২০১৮ সালের একুশে পদক (মরণোত্তর) লাভ করেন। নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ- সবখানেই ছিল তাঁর অবাধ বিচরণ। মারা যাওয়ার ১০ বছর পরেও ভক্তদের মনে এখনো একই ভাবে অমর হয়ে আছেন তিনি। শুধু অভিনয়ই নয় তাঁর চিন্তাধারা, প্রেম সম্পর্কেও উক্তি ও মূল্যবান কথা এখনো নাড়া দেয় ভক্তদের মন। শুধু তাই নয় জীবন নিয়ে তার কিছু উক্তি রয়েছে। নিছে হুমায়ুন ফরিদী উক্তিগুলো দেওয়া হল-

পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই..!!! তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রনাতেও হাসতে পারে।না।

উঠে দাঁড়াতে একটা হাত লাগে! আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।না।

যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবী করবেন না..! এবং যারা বোঝেন না তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন না।না।

সব থেকে খারাপ নেশা হলো, কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা।না।

মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়..? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।না।

আমিতো ধরতে চেয়েছি তাকে, যে আমাকে ফেলে চলে গিয়েছে।না।

ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না। দুটি মনের মিলনেই ভালোবাসা হয়।না।

আমারে ছাইড়া গেলে তুমি অন্যরকম এক জীবন পাইবা! আফসোস আমারে পাইবা না!না।

বন্ধুত্ব নিয়ে হুমায়ুন ফরিদের উক্তি

বন্ধুত্ব নিয়ে হুমায়ুন ফরিদের উক্তি

বন্ধুত্ব নিয়ে অনেকে হুমায়ুন ফরিদী উক্তি জানতে চায়। হুমায়ুন ফরিদি ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা, যিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। হুমায়ুন ফরিদি তার জীবন নিয়ে বলে যাওয়া বিভিন্ন উক্তি দিয়ে চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে। তিনি বন্ধুত্ব নিয়ে কিছু উক্তি দিয়েছেন। যেমন-

চলে গেলেও আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে!না।

পরিচিতি অজুহাতে যে হারিয়ে যায়… সে তোমাকে কখনো সত্যিকারের ভালোবাসেনি।না।

নিজেকে ২ দিন আড়াল করে দেখুন, ৩ দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসেনা।না।

সেই পুরুষই সুন্দর! যে রাগের মাঝেও নারীর সাথে ভালোভাবে কথা বলতে পারে।না।

এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক; সে আমার না হোক।না।

তুৃমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।না।

সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না। সুখী হবেন অবশ্যই।না।

মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি!না।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গিয়েছে! আমি যাকে স্নেহ দিতে চেয়েছি সে আমাকে ঘৃণা করেছে।না।

বেইমান কখনো কাঁদেনা আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না!না।

স্যার হুমায়ুন ফরিদী চিরকাল মানুষের মনে বেঁচে থাকবেন। বিশেষ করে তাহার বিখ্যাত বিখ্যাত উক্তি

গুলির জন্য। নীচে তেমন কিছু হুমায়ুন ফরিদীর উক্তি তুলে ধরা হলো।না।

কেউ যদি তোমাকে অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের! কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো।না।

হুমায়ুন ফরিদী কবিতা

হুমায়ুন ফরিদী কবিতা

হুমায়ুন ফরিদী একজন বাংলাদেশী অভিনেতা ছিলেন, যিনি নাটক, চলচ্চিত্র এবং মঞ্চে অভিনয় করেছিলেন। তিনি কবিতা লেখার পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসতেন। হুমায়ুন ফরিদী উক্তির পাশাপাশি কবিতা লিখতে দেখা যেত যা, তিনি বিভিন্ন পত্রিকা ও সাহিত্যিক সংকলনে তার কবিতা প্রকাশ করেছিলেন। তার কবিতাগুলি মানুষের জীবন, ভালোবাসা, মৃত্যু, সমাজ ও রাজনীতি নিয়ে লেখা হয়েছিল। তার কিছু কবিতার লাইনগুলো হলো-

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে “আকাশে কী মেঘ করেছে দেখো?”,
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে “চুলে জট বেধেছে”;
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগে না,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে ” আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে”,
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,”কেমন আছো?”
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

হুমায়ুন ফরিদের সেরা উক্তি

হুমায়ুন ফরিদী সেরা উক্তি

হুমায়ুন ফরিদী যেমন সেরা অভিনেতা তেমনই হুমায়ুন ফরিদী উক্তিগুলোও সেরাদের মধ্যে রয়েছে। হুমায়ুন ফরিদী উক্তির মধ্যে কিছু সেরা বাছাইকৃত উক্তি ও বাণী এখানে সংগ্রহ করেছি যা আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কাজে লাগার মত।

  হুমায়ূন ফরিদের অনেকন গুলো উক্তি রয়েছে। তার মধ্যে সেরা কিছু উক্তি নিচে দেওয়া হল-

জীবনে চাইলেই কাউকে কখনও নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়।

সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না – অবশ্যই সুখী হবেন।

জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনােই চায় না, বা আশা করে না।

কাউকে ভালোবাসতে হলে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।

একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো – বিশ্বাস ঘাতকতা করে না।

ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে – সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।

যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে, জেনো‌ তুমি কিছু একটা করছো। যা ওরা করতে পারছেনা। মাথায় নিও না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।

তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।

আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসি টুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি।

জীবনে চাইলেই কাউকে কখনও নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়।

সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না – অবশ্যই সুখী হবেন।

জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনােই চায় না, বা আশা করে না।

কাউকে ভালোবাসতে হলে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।

একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো – বিশ্বাস ঘাতকতা করে না।

ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে – সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।

প্রথম প্রেম সত্যি হয়,তবে সেটা ভুল মানুষের সাথে,ভুল সময়ে হয়।

সবাই তোমাকে ছেড়ে চলে যাবে,কিন্তু, বন্ধু তোমাকে কখনো ছেড়ে যাবেনা।

আমাকে তুমি চিনো নাই? চিনবা চিনবা।আজকে না চিনলে কালকে চিনবা।কাল না চিনলে পরশু চিনবা।চিনতে আমারে হইবোই।

প্রেমের অনুভূতি একেবারে ‘ই অন্যরকম,একেবারে’ই;এটা একাক জনের কাছে একাক রকম; যেটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না!

আপোষ করেতো ভিতু মানুষ, আপোষ করে তো মেরুদণ্ডহীন প্রাণী।

মৃত্যুর মত এতো স্নিগ্ধ, এতো গভীর সুন্দর আর কিছু নাই

মানুষ কখনো বৃদ্ধ হয় না,মানুষ তার মনে মনে সারা জীবন ২৮ বছরে থাকে।

তুৃমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।

কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আছে যেটা সে কখনোই চায় না বা আশা করে না

যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে যেন তুমি কিছু একটা করছো যা ওরা করতে পারছে না। মাথায় নিও না তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে ; জয়ী হবে ।

প্রেমে পড়লে মনে হয় যেন পেটের ওপর প্রজাপতি নাচছে। সুড়সুড়ির মতো কিছু একটা। এটা ভাষায় প্রকাশ করা কঠিন।’

আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের বঙ্গবন্ধু আছেন, পদ্মা আছে, মেঘনা আছে, কাজ করার মানুষ আছে। আমরা এগিয়ে যাবই।’

আজকের আর্টিকেলে হুমায়ুন ফরিদী উক্তি এবং কিছু বানী নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই হুমায়ুন ফরিদী উক্তি ও বাণী সম্পর্কে জেনে অনেক খুশি হয়েছেন। এমন মজার মজার উক্তি ও বাণী দেখতে আমাদের সাইটে চোখ রাখুন।

আরও পড়ুনঃ- ১০০+ সেরা হুমায়ুন আহমেদের উক্তি ও বাংলা স্ট্যাটাস।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *