মেয়েদের ইসলামিক নাম । অর্থসহ মেয়েদের সুন্দর সুন্দর ইসলামিক নাম

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ – ২০২৪

মেয়েদের ইসলামিক নাম নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। একটি সুন্দর ও অর্থপূর্ণ নাম সন্তানের জন্য আশীর্বাদস্বরূপ। ইসলামিক নামের অর্থ ভালো ও সুন্দর হওয়া উচিৎ। এটি সন্তানের জন্য একটি অনুপ্রেরণা ও পথ নির্দেশ হতে পারে। আপনার সন্তানের জীবনে যে নাম ব্যবহার করা হবে তার অর্থ জেনে রাখা খুবই জরুরী।

সন্তান জন্মের পর তার একটি সুন্দর নাম উত্তম। আর যদি সেই সন্তান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তাহলে তার নামটি অবশ্যই ইসলামিক নাম হওয়া আবশ্যক। কন্যা বা মেয়ে শিশু সন্তান জন্মের পর প্রত্যেক পিতা-মাতা চায় তার মেয়ে সন্তানের নামটি ইউনিক, সুন্দর বা আধুনিক রাখতে এবং এর পাশাপাশি নামটি যেন ইসলামিক হয়।  এখান থেকে আপনার সন্তানের জন্য যেকোনো একটি ইসলামিক সুন্দর নাম নির্বাচন করতে পারেন।

আর্টিকেলটির সূচিপত্র

মেয়েদের ইসলামিক নাম

একটি বাচ্চার জন্মগ্রহণের ৭ দিন পর আকিকা করতে হয়। আকিকা করার সময় মুসলিম শিশুর জন্য একটি ইসলামিক নাম রাখতে হয়। শুধু একটি নাম রাখলেই হবে না। আমাদেরকে সেই নামের অর্থ জানতে হবে। নামের অর্থ না জেনে সন্তানের নাম রাখা উচিত না।

তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জানাবো সব অক্ষর দিয়ে মেয়েদের সুন্দর সুন্দর অর্থসহ ইসলামিক নাম। এই আর্টিকেলটি সাজানো হয়েছে আপনার পছন্দের ভিত্তিতে যাতে আপনি আপনার আদরের মেয়ে শিশুর ইসলামিক নাম সঠিকভাবে রাখতে পারেন। নিচে সকল অক্ষরের মেয়েদের ইসলামিক নাম উল্লেখ করে দিলাম। প্রত্যেকটি নামের অর্থ পাশেই পেয়ে যাবেন।

মেয়েদের ইসলামিক নাম

‘অ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

আপনি যদি আপনার কন্যা শিশু সন্তানের জন্য অ দিয়ে মেয়েদের ইসলামিক নামের সন্ধান করে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। নিচে অ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো:-

  • অহিদা= অদ্বিতীয়, অনুপমা
  • অনীশা= কেউ রহস্যময় বা খুব ভাল বন্ধু বলতে পারেন
  • অজেদা= প্রাপ্ত, সংবেদনশ
  • অশীতা= অনেকের দ্বারা পছন্দ করা হয় এমন কেউ
  • অসিলা= উপায় বা মাধ্যম
  • অনান= একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি মেঘের ছায়া
  • অসীমা= রমনীয়া, সুন্দরী, সুন্দর মুখশ্রী
  • অহিনুদ= একক বা অদ্বিতীয়
  • অজিফা= মজুরী বা ভাতা
  • অনিন্দিতা= সুন্দরী

‘আ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কথা মাথায় রেখে নিচে আ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর এক অক্ষরের ও দুই অক্ষরের নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • আকিলা= বুদ্ধিমতি
  • আরীকাহ= কেদারা
  • আনিকা= রূপসী
  • আসিফা= শক্তিশালী
  • আনজুম= তারা
  • আলিমা= বুদ্ধিমান নারী
  • আতিয়া আদিবা= দালশীল শিষ্টাচারী
  • আতিয়া উলফা= সুন্দর উপহার
  • আফরা নাওয়ার= সাদা ফুল
  • আদিবা= লেখিকা
  • আনিফা= রুপসী
  • আজরা রাশীদা= কুমারী বিদুষী
  • আফরা গওহর= সাদা মুক্তা
  • আফিয়া আবিদা= পুণ্যবতী ইবাদতকারিনী
  • আসমা গওহার= অতুলনীয় মুক্তা
  • আনতারা খালিদা= বীরাঙ্গনা অমর
  • আতকিয়া আনিকা= ধার্মিক রূপসী
  • আতকিয়া মুনাওয়ারা= ধার্মিক দীপ্তিমান
  • আনিসা শার্মিলা= সুন্দর লজ্জাবতী
  • আরিফা= প্রবল বাতাস
  • আতকিয়া আনজুম= ধার্মিক তারা
  • আমীনা= আমানত রক্ষাকারণী
  • আনতারা মাসুদা= বীরাঙ্গনা সৌভাগ্যবতী
  • আফিয়া মুবাশশিরা= পুণ্যবতী সুসংবাদ বহনকারী
  • আফরা ইয়াসমিন= সাদা জেসমিন ফুল
  • আশরাফী= সম্মানিত
  • আলমাস= হীরা
  • আতকিয়া আদিবা= ধার্মিক শিষ্টাচারী
  • আনতারা হামিদা= বীরাঙ্গনা প্রশংসাকারিনী
  • আতকিয়া হামিদা= ধার্মিক প্রশংসাকারিনী
  • আফসানা= উপকথা
  • আতিয়া হামিদা= দানশীল প্রশংসাকারিনী
  • আফরা আসিয়া= সাদা স্তম্ভ
  • আজিজা= সাহসী
  • আজরা আদিলা= কুমারী ন্যায় বিচারক
  • আজরা মাহমুদা= কুমারী প্রশংসিতা
  • আতিয়া শাকেরা= দানশীল কৃতজ্ঞ
  • আদীবা= মহিলা
  • আফিয়া আনতারা= পুণ্যবতী বীরাঙ্গনা
  • আতকিয়া গালিবা= ধার্মিক বিজয়ীনি
  • আতিয়া শাহানা= দানশীল রাজকুমারী
  • আনিসা রায়হানা= সুন্দর সুগন্ধী ফুল
  • আতকিয়া মোমেনা= ধার্মিক বিশ্বাসী
  • আতকিয়া আয়মান= ধার্মিক শুভ
  • আজরা মালিহা= কুমারী নিস্পাপ
  • আফনান= গাছের শাখা-প্রশাখা
  • আনতারা আনিকা= বীরাঙ্গনা সুন্দরী
  • আজরা আদিবা= কুমারী শিষ্টাচার
  • আতিয়া মাহমুদা= দানশীল প্রসংসিতা
  • আফিয়া সাইয়ারা= পুণ্যবতী তারা
  • আফরা বশীরা= সাদা উজ্জ্বল
  • আফিয়া মুনাওয়ারা= পুণ্যবতী দিপ্তীমান
  • আতকিয়া মালিহা= ধার্মিক রূপসী
  • আতিয়া হামিনা= দানশীল বান্ধবী
  • আতকিয়া আনতারা= ধার্মিক বীরাঙ্গনা
  • আতিয়া উলফা= সুন্দর উপহার
  • আনতারা সাবিহা= বীরাঙ্গনা রূপসী
  • আজরা মায়মুনা= কুমারী ভাগ্যবতী
  • আক্তার= ভাগ্যবান
  • আতিয়া আয়েশা= দানশীল সমৃদ্ধিশালী
  • আকলিমা= দেশ
  • আফিয়া বিলকিস= পুণ্যবতী রানী
  • আতিয়া রাশীদা= দানশীল বিদূষী
  • আতিয়া আকিলা= ধার্মিক বুদ্ধমতী
  • আনিসা শামা= সুন্দর মোমবাতি
  • আতকিয়া আজিজাহ= ধার্মিক সম্মানিত
  • আনওয়ার= জ্যোতিকাল।
  • আতকিয়া জালিলাহ= ধার্মিক মহতী
  • আসিলা= নিখুঁত

‘ই’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। ই দিয়ে নামগুলো সাধারণত ইংরেজি অক্ষর I দিয়ে শুরু হয়। তবে কিছু কিছু নামের উচ্চারণ ইংরেজিতে Y দিয়েও শুরু হয়েছে। নিচে ই দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলোঃ-

  • ইন্তিজার= অপেক্ষা করা
  • ইসমাত মাকসুরাহ= সতী পর্দানিশীন স্ত্রীলোক
  • ইজা= অভিবাদন, সম্মান
  • ইলিজা= বহুমূল্য
  • ইশানা= সমৃদ্ধশালিনী
  • ইয়ামীনা= সৌভাগ্য
  • ইশফাকুন নেসা= মাতৃ/ জাতির দয়া
  • ইয়ামিনা= উত্তিষ্ঠমান
  • ইফফাত সানজিদা= সতী চিন্তাশীলা
  • ইফফাত যাকিয়া= পবিত্ৰা বুদ্ধিমতী
  • ইজদিহার= সমৃদ্ধা, উন্নতশীল
  • ইনিভির= বুদ্ধিমতী, মেহবৎসল
  • ইফাত= উত্তম / বাছাই করা
  • ইফফাত হাসিনা= সতী সুন্দরী
  • ইফফাত= পবিত্রা নারী
  • ইসমাত বেগম= সতী-সাধ্বী মহিলা
  • ইদেন্যা= প্রশংসনীয় নারী
  • ইনসিয়া= সফল
  • ইশরাত= উত্তম আচরণ
  • ই-নিকা= প্রত্যাশা পূরণ
  • ইশরত= অন্তরঙ্গতা
  • ইসমাত মাহমুদা= সতী প্রশংসিতা
  • ইফাত হাবীবা= সতী প্রিয়া
  • ইমিনা= সৎ, সম্ভ্রান্ত মহিলা
  • ইনায়া= সাহায্য, যত্ন
  • ইবাবল্লী= সুখী রমণী
  • ইশরাত সালেহা= উত্তম আচরণ পুণ্যবতী
  • ইফতিখারুন্নিসা= নারী সমাজের গৌরব
  • ইদবা= উদ্ভাবনী, নতুনত্ব
  • ইয়াসমিন= ফুলের নাম/ জেছমিন
  • ইমান= বিশ্বাস রাখার পূর্ণ
  • ইবা= শ্রদ্ধা, সম্মান, গর্ব
  • ইব্বানি= কুহেলী, কুয়াশা
  • ইয়ুমনা= আশীষ / সৌভাগ্য
  • ইসমত= প্রতিরোধ / সাধুতা / সতী
  • ইসরা= নৈশ যাত্রা
  • ইসমাত আবিয়াত= সতী সুন্দরী স্ত্রীলোক
  • ইসমাত আফিয়া= পূর্ণবতী।
  • ইশফাক= করুণা
  • ইশরাত জামীলা= সদ্ব্যবহার সুন্দরী
  • ইফতি খারুন্নিসা= নারী সমাজের গৌরব
  • ইফফাত ফাহমীদা= সতী বুদ্ধিমতী
  • ইয়াসমীন যারীন= সানোলী জেসমীন ফুল
  • ইবতেহাজ= পুলক, আনন্দ
  • ইয়াকীনাহ= নিশ্চয়তা
  • ইশাআত= আলোক রশ্মির বিকিরণ
  • ইরফানা= বিশ্বাসী
  • ইফফাত কারিমা= সতী দয়াবতী
  • ইলহাম= অবগত করানো
  • ইফফাত মুকাররামাহ= সতী সম্মানিতা
  • ইশতিমাম= ঘ্রাণ নেয়া
  • ইজরা= উদার হৃদয়, সাহায্যকারিণী
  • ইসমাত আফিয়া= পূর্ণবতী।
  • ইকমান= এক আত্মা এক মন হৃদ
  • ইতিকা= অশেষ
  • ইরাম= স্বর্গ, স্বর্গের দরজা।
  • ইবশার= সুসংবাদ প্রাপ্ত হওয়া
  • ইয়াসমীন জামীলা= সুগন্ধিফুল সুন্দর
  • ইবতিসাম= হাসি
  • ইজ্জত= প্রতিপত্তি / সম্মান
  • ইয়াকূত= মূল্যবান পাথর
  • ইয়ারা= সফল বা বিজয়ী
  • ইফফাত তাইয়িবা= সতী পবিত্রা
  • ইরতিজা= অনুমতি
  • ইসমাত আফিয়া= সতী / পুণ্যবতী
  • ইয়াসীরাহ= আরাম / স্বাচ্ছন্দ
  • ইনবিহাজ= আনন্দ
  • ইসতিনামাহ= আরাম করা

‘ঈ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিচে ঈ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • ঈতা= দান
  • ঈনা= পরিপক্বতা
  • ঈফা= যৌবন
  • ঈমা= পছন্দ
  • ঈশা= জীবিকা
  • ঈলা= দান
  • ঈশাত= সুসংবাদ প্রাপ্ত হওয়া / বসবাস
  • ঈফাত= উত্তম বা বাছাই করা
  • ঈফাত হাবীব= সতী প্রিয়া
  • ঈশরাত= উত্তম আচরণ
  • ঈশরাত সালেহা= উত্তম আচরণ পুণ্যবতী
  • ঈসমাত মাকসুরাহ= সতী / পর্দানিশীল মহিলা
  • ঈলিয়ুন= সম্ভ্রান্ত মুসলীম / স্বর্গের সর্বোচ্চ স্থান
  • ঈলমা= জয়জয়কার / সাফল্য / জ্ঞান
  • ঈহা= আশা, প্রচেষ্টা, প্রত্যাশা
  • ঈলাফ= রক্ষাকারিণী
  • ঈহাম= স্বত:লব্ধ জ্ঞান
  • ঈজা= যাকে ভরসা করা যায় / নিশ্চিত
  • ঈদাঈ= প্রেম / জগরণ

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

‘উ’ এবং ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিচে বাংলা অক্ষর উ (ইংরেজিতে U) এবং ঊ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • উষানা= ইচ্ছুক
  • উনজা= একমাত্র, যার মতো কেউ নেই
  • উসোয়া= প্রেম, সাদা পায়রার মতো সুন্দর যে
  • উম্লোচা= অপ্সরা
  • উথীশ= সত্যবাদী, সৎ
  • উচ্চলা= অনুভূতি, সংবেদন
  • উজমা= সব থেকে মহান, সবচেয়ে ভালো
  • উমামা= তিনশো উট
  • উদুলা= উচিত, ন্যায়
  • উল্কা= আগুন, প্রদীপ, প্রতিভাশালী
  • উরুদ= ফুল, গোলাপ
  • উম্মে আইমান= আশীর্বাদ
  • উর্ভী= রাজকুমারী
  • উতারা= উচ্চতর, উত্তর, একটি তারা
  • উদীতী= উদিত হচ্ছে যে, উন্নতি, ওঠা, বৃদ্ধি
  • উষ্ণা= সুন্দর নারী
  • উত্তমপ্রীত= ঈশ্বরের ভক্তিতে পূর্ণ
  • উম্মে হামদি= যিনি সৃষ্টিকর্তার প্রশংসা করেন
  • উসমানা= শিশু সাপ
  • উমতি= যে অন্যদের সাহায্য করে
  • উডেলা= সম্পন্ন, ধনী, ধনবান
  • উমরাহ্= হজের দিন ছাড়া মক্কায় যাত্রা
  • উতাইকা= উদারতা, ধার্মিকতা, পূণ্য
  • উমনিয়া= আশা, ইচ্ছা, অভিনব
  • উধয়রনী= সম্রাজ্ঞী, যে রাণী সবসময় সফল হয়
  • উসরী= একটি নদী
  • উরূষা= বধূ, খুশী
  • উথামী= সৎ, সত্য, কপটহীন
  • উম্রিয়া= উপহার
  • উজ্জ্বলরূপা= একজন পবিত্র ও ধর্মবতী নারী
  • উরুষা= উদার, ক্ষমা, পর্যাপ্তভাব
  • উৎপলিনী= পদ্ম ফুলে পূর্ণ পুকুর
  • উলিমা= চতুর, বুদ্ধিমান
  • উল্বিয়ত= গৌরব, প্রতিষ্ঠা
  • উজয়াতি= বিজয়ী
  • উত্তরা= উত্তর দিক
  • উন্নী= নেতৃত্ব, বিনয়ী
  • উৎপোলাক্ষী= যার চোখ পদ্মের মতো
  • উর্শিতা= দৃঢ়, মজবুত
  • উম্মুল হানা= সুখ এবং শান্তির উৎস
  • উমীকা= সুন্দর নারী
  • উদরঙ্গা= যার শরীর সুন্দর
  • উদীপ্তি= আলো থেকে বেরিয়ে আসে যে
  • উক্তি= কথা, বাণী
  • উমারাণী= রাণীদের রাণী, মহারাণী
  • উস্রা= প্রথম রশ্মি, সূর্যোদয়, পৃথিবী
  • উমায়রা= দীর্ঘ আয়ু যার
  • উদারমতি= বুদ্ধিমান, উদার
  • উদ্ভবী= সৃষ্টি
  • উৎপত্তি= সৃষ্টি, রচনা, নির্মাণ
  • উজ্জ্বলা= উজ্জ্বল
  • উঞ্জালী= আশীর্বাদ
  • উযাইযা= পরাক্রমশালী, শক্তিশালী
  • উত্তরিকা= কিছু দেওয়া, প্রদান করা
  • উন্মুক্তি= মুক্তি, উদ্ধার
  • উরাইদা= ছোট ফুল
  • উযরাত= কুমারীত্ব, সতীত্ব, বিশুদ্ধতা
  • উর্ণা= আবরণ
  • উমায়ের= দীর্ঘায়ু বৃক্ষ
  • উর্বশী= স্বর্গের অপ্সরা, খুব সুন্দর নারী
  • উপমা= প্রশংসা, সব থেকে ভালো
  • উপাধি= স্তর, পদবী, উপনাম
  • ঊলা= সমুদ্রে পাওয়া যায় এমন রত্ন
  • ঊর্জা= এনার্জি, শক্তি, ক্ষমতা, শ্বাস
  • ঊবাহ= এক ফুল
  • ঊর্মিলা= তরঙ্গের মালা
  • ঊষাশ্রী= সুন্দর, সুখদায়ী
  • ঊনী= যে সাথে থাকে
  • ঊজূরী= সৌন্দর্য
  • ঊর্বা= বৃহৎ, বিশাল
  • ঊষার্বী= সকালে গাওয়া হয় এমন রাগ
  • ঊর্মিমালা= তরঙ্গের মালা, স্রোতময়ী, নদী
  • ঊর্বীনা= সখী, বন্ধু
  • ঊর্মিষা= সংবেদনায় পূর্ণ নারী
  • ঊন্যা= তার, স্রোতযুক্ত, তরঙ্গময়
  • ঊষাকিরণ= ভোরের সূর্যের কিরণ

‘এ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিচে এ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • একা= একমাত্র, অদ্বিতীয়
  • এশা= প্রেম, সমৃদ্ধ জীবন
  • একতারা=  একটি মাত্র তার বিশিষ্ট বাদ্যযন্ত্র
  • এরিনা= রঙ্গভূমি, কর্মক্ষেত্র, শান্তি
  • একতা= ঐক্য, মিলন
  • এলা= এলাচ গাছ
  • এলিনা= উন্নত চরিত্রের নারী,  দয়ালু
  • এষা= যাকে কামনা করা হয়
  • এনা=  প্রদীপ্ত , ছোট্ট আগুনের শিখা
  • একান্তা= শান্ত, একাকী
  • এজা= আত্মসম্মানী, উচ্চ মর্যাদা
  • এতাশা= যাকে প্রত্যাশা করা হয়েছে
  • এলী= বুদ্ধিদীপ্তা
  • এমিলী= ইচ্ছুক
  • একধনা= সম্পদের একটি ভাগ
  • এতা= উজ্জ্বল, ভাস্বর
  • এধা= জীবন
  • এলীলি= সুন্দর
  • এইমান= বিশ্বস্তা
  • এহানি= সঙ্গীত
  • এনীত= বিশুদ্ধ, সুন্দর
  • এলিজাবেথ= অপরিমেয় সৃষ্টি
  • এলেন= হেলেন এর আরেক নাম
  • এলভা= সুন্দর শিশু
  • এভিতা= জীবন
  • একদা= সর্ব প্রথম
  • এয়ানা= স্নেহময়ী, মমতা
  • এলীনা= উজ্জ্বল আলয়, চাঁদের ন্যায়
  • এদিত= দামী উপহার
  • এমিলিয়া= প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো নারী
  • এলসা= তুষার এবং বরফ
  • এসটার= একজন সুন্দরী নারী
  • এলমিনা= মহিয়সী
  • এবাদত= প্রার্থনা
  • এলিজা= সৃষ্টিকর্তার প্রাচুর্য
  • এর= আবেশ
  • এশরাত= আনন্দ
  • এনায়া= দয়াময়ী
  • এহসানা= দানশালিনী
  • এহজাজুন্নিসা= সম্মানীয়া নারী
  • এরাজ= সতেজতা
  • এমা= সার্বোভৌম
  • এলান= বন্ধুত্ব
  • একনূর= সৌন্দর্যতা
  • এঞ্জেলিনা= পবিত্র
  • এদিতা= ধনী
  • এবনী= এক ধরণের গাছ
  • এভেলিনা= আলো

‘ঐ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

অনেক বাবা-মা আছেন যারা তাদের প্রানের প্রিয় শিশুকন্যাটির নাম ঐ বর্ণ দিয়ে  রাখতে চান। তাদের কথা মাথায় রেখে নিচে ঐ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • ঐশী= ঐশ্বরিক ক্ষমতা সম্পন্না
  • ঐশ্বর্য= দেবত্ব
  • ঐশিকী= ঈশ্বরের উপহার
  • ঐন্দ্রিলা= ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীর আরেক নাম
  • ঐরাবতী= একটি নদীর নাম
  • ঐন্দ্রী= ইন্দ্রের স্ত্রী
  • ঐক্যতা= সংযুক্তা
  • ঐশনয়া= সুন্দর জীবন
  • ঐঙ্গিনী= দ্যুতিময়ী
  • ঐত্রী= তারার মিটমিট কয়রা আলো
  • ঐনীতী= অনন্ত
  • ঐশীতা= পবিত্র জল
  • ঐশিনী= লক্ষ্মী দেবী, ধনবতী
  • ঐরাম= স্বর্গ
  • ঐনী= বসন্ত ঋতু
  • ঐরা= সূচনা কয়রা
  • ঐনম= বসন্ত ঋতু, প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর
  • ঐমল= আশা

‘ও’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিচে ও দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • ওয়াফীয়া মুকারমা= অনুগতা সম্মানিতা
  • ওয়াজীহা মুবাশশিরাহ= সম্ভ্রান্ত সুসংবাদ বহন কারিণী
  • ওরদাহ ক্কাসিমাত= গোলাপী চেহারা
  • ওয়াসীমা তায়্যেবা= সুন্দরী পবিত্রা
  • ওয়াফীয়া জিন্নাত=  অনুগতা সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • ওয়াদীয়াত খালিসা= কোমলমতী উত্তম স্ত্রীলোক
  • ওয়াফিয়া তায়িবা= অনুগতা পবিত্রা
  • ওয়াসিফা আনিকা= গুনবতী রূপসী
  • ওয়াসীকা= বিশ্বাস
  • ওয়াজীহা= সুন্দরী
  • ওয়াজিয়া= সুন্দরী
  • ওয়াহীদা= একক
  • ওয়াসীমা= সুন্দরী
  • ওয়াসীমা জান্নাত= সুন্দরী সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • ওয়াফিয়া সাদিকা= অনুগতা সত্যবাদিনী
  • ওয়াসীমা মাকসূরা= সুন্দরী পর্দানশীন স্ত্রীলোক
  • ওয়াজীহা শাকেরা= স্মভ্রান্ত কৃতজ্ঞতা প্রকাশকারিণী
  • ওয়াজদিয়া= আবেগময়ী
  • ওয়াফা= অনুরক্ত
  • ওরদাত= গোলাপী
  • ওয়াদীফা= সবুজঘন বাগান

‘ক’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ক দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো-

  • কাদিরা= শক্তিশালী
  • কাদিমা= অগ্রসর, আগত
  • কুদরত= শক্তি, ক্ষমতা
  • কুদওয়া= আদর্শ
  • কাদীরা= শক্তিশালী, সমর্থ
  • কুররাতুল আইন= নয়নমনি
  • কারীনা= সঙ্গিনী স্ত্রী
  • কাসীদা= গীত, কবিতা
  • করিবা= নিকটবর্তী, ঘনিষ্ঠ
  • করিরা= আনন্দিতা
  • করিনা= সঙ্গিনী
  • কামরা= জোৎস্না, শুভ্র
  • কাসিমাত= সৌন্দর্য, চেহারা
  • কাত্বরুন্নাদা= মহত্বের বিন্দু
  • ক্বিসমাত= ভাগ্য, অংশ, ভাগ
  • কামারুন= চাঁদ
  • কাতরুন= মহত্ব
  • কাসিবা= উপার্জনকারী
  • কাবীসা= আঁচার
  • কাবশা= দুম্বা
  • কুবরা= বৃহৎ, বড়
  • কুহল= সুরমা
  • কুলছুম= দানশীলা
  • কাওকাব= তারকা
  • কারীমা= দানশীলা, উচ্চমনা
  • কালিমা= কথোপকথন কারিনী
  • কানিজ= অনুগতা
  • কাজেমা= ক্রোধ স্মরণকারিণী
  • কামেলা= পরিপূর্ণ, পূর্ণাঙ্গ
  • কিনানা= সাহাবীর নাম
  • কাওকাবাত= সন্ধ্যা-তারা
  • কাতেমা= যে নারী অপরের দোষ গোপন রাখে
  • কাওছার= জান্নাতের ঝরনা
  • কায়েদা= নেত্রী, প্রধান, লিডার
  • কামরুন্নিসা= মহিলাদের চাঁদ
  • কানিজ ফাতিমা= অনুগতা নিষ্পাপ
  • কাসিদা মুকাররামা= সংবাদ বহনকারিনী সম্মানিত
  • কাসিমাতুুত তায়্যিবাহ= পবিত্র চেহারা
  • কাসিমাতুন নাযীফাহ= পরিচ্ছন্ন চেহারা
  • কালিমাতুন্নিসা= কথোপকথনকারিণী রমণী
  • কুলছুম বেগম= দানশীলা মহিলা
  • কানিজ মাহফুজা= অনুগতা সুরক্ষিতা
  • কারিমা দিলশাদ= উচ্চমনা মনোহরিনী
  • করিনা হায়াত= জীবন সঙ্গিনী
  • কাওকাব হাসনা= চমৎকার তারকা
  • কিসমত গালিবাহ= ভাগ্য বিজয়ীনি
  • কুবরা মারজানা= বড়মুক্তা, বৃহৎ প্রবাল
  • কালিম মুশতারী= কথোপকথনকারিনী বৃহষ্পতি গ্রহ

‘খ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কথা মাথায় রেখে নিচে খ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেন-

  • খাদেমা= সেবিকা
  • খালেদা= অমর, চিরন্তন
  • খাবীরা= অবগত, অভিজ্ঞ
  • খাদীজা= রাসূলুল্লাহ (স)-এর প্রথমা পবীত্র স্ত্রীর নাম
  • খাযীনা= ধন ভান্ডার, কোষাধ্যক্ষ
  • খাতীবা= বাগ্মী
  • খেলআ’ত= উপহার
  • খালীলা= বান্ধবী, সাথী
  • খানসা= সাহাবীয়ার নাম, খাঁদানাক
  • খাওয়ালা (খাওলা)= সাহবীয়ার নাম, খেদমতগার
  • খালেছা= বিশুদ্ধা, সরল
  • খাইরাতুন= সৎকর্মশীল নারী
  • খাইরিয়া= দানশীলা
  • খীফাত= হালকা
  • খামিরা= আটার খামিয়া
  • খুরশিদা= সূর্য, আলো
  • খালেদা সাদিয়াহ= অমর সৌভাগ্যশালিনী
  • খালিদা রিফাত= অমর উচ্চ মর্যাদাবান
  • খালিদা মাহযুযা= অমর ভাগ্যবতী
  • খায়রুন্নিসা= উত্তম রমণী
  • খুরশিদা জাহান= সূর্য রশ্মিনী পৃথিবী
  • খাদেমা হুসনা= পূণ্যবতী সেবিকা
  • খালীলা রেফা= উত্তম বান্ধবী
  • খাতীবা মাজীদা= মর্যাদা সম্পন্না বাগ্মী
  • খীফাত আনজুম= হালকা তারা
  • খালেছা দিলরুবা= বিশুদ্ধ প্রেমিকা
  • খালেদা মাহফুজা= চির সংরক্ষিত

‘গ’ এবং ঘ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

অনেক বাবা-মা আছেন যারা তাদের প্রানের প্রিয় শিশুকন্যাটির নাম গ এবং ঘ বর্ণ দিয়ে  রাখতে চান। তাদের কথা মাথায় রেখে নিচে বাংলা অক্ষর গ (ইংরেজিতে G) এবং ঘ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেন-

  • গালিবা= বিজয়িনী, শক্তিশালী
  • গালীয়া= মূল্যবান
  • গাজালা= হরিণছানা, ‍উদীয়মান সূর্য
  • গানীয়া= কমনীয়, সুন্দরী
  • গাফারা= মাথার ওড়না
  • গাফীরা= বিপুল সমাবেশ
  • গাওসিয়া= সাহায্য প্রার্থনা
  • গালিয়াহ= মহার্য, মূল্যবান
  • গানিয়াহ= সুন্দরী, সুশ্রী
  • গুজাইলা= সাহাবীয়ার নাম
  • গালিশাহ= আবরণ
  • গফিফাহ= সবুজবর্ণের ঘাস
  • গিশাওয়াহ= আবরণ
  • গরিফা= ঘন বাগান
  • গরিজাহ= অভ্যাস
  • গালিবা হাসিনা= বিজয়িনী সুন্দরী
  • গালিবা আওরাহ= বিজয়িনী নারী
  • গালিবা বিলকিস= বিজয়িনী রানী
  • গালিবা আমীরা= বিজয়িনী সর্দারণী
  • গালিবা আনতারা= বিজয়িনী বীরাঙ্গনা
  • গালিবা আয়েশা= বিজয়িনী ভাগ্যবতী
  • গালিবা ফাহমিদা= বিজয়িনী বুদ্ধিমতি
  • গাজালা সুবাহ= প্রভাতে উদীয়মান সূর্য
  • গানিয়া নার্গিস= কমনীয় ফুল
  • গালীয়া রওজা= মূল্যবান বাগান
  • গানিয়াহ মাহবুবা= সুন্দরী প্রিয়া
  • গালিয়াহ রুম্মান= মূল্যবান যমিন
  • গাফারা জেবা= যথার্থ মজার ওড়না
  • ঘুশম= গাছের একটি নরম শাখা

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

‘চ’ এবং ‘ছ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

অনেক বাবা-মা আছেন যারা তাদের প্রানের প্রিয় শিশুকন্যাটির নাম চ এবং ছ বর্ণ দিয়ে  রাখতে চান। তাদের কথা মাথায় রেখে নিচে চ  এবং ছ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • চামেলি= একটি সুগন্ধি ফুল।
  • চামিনী = অজ্ঞাত, অজানা।
  • চম্পা= চাঁপা ফুল।
  • চাঁপা= ফুল।
  • চম্পিকা= ছোট চাঁপা ফুল।
  • চনস্যা= খুশী, মনোরম, আশ্চর্যজনক।
  • চঞ্চরী= পাখি।
  • চন্দনা= পাখি।
  • চন্দনিকা= ছোট, অল্প।
  • চন্দ্রকা= চাঁদ।
  • চন্দ্রকলা= চাঁদের কলা বা কিরণ।
  • চন্দ্রিমা= চাঁদের মতো।
  • চনায়া= প্রসিদ্ধ, প্রখ্যাত।
  • চরিত্রা= যার চরিত্র খুব ভালো।
  • চিত্রা= ছবি, চিত্র।
  • চিত্রাবলী= অনেকগুলি ছবি বা চিত্র।
  • চৈত্রা= নতুন উজ্জ্বল আলো।
  • চৈত্রিকা= খুব সুন্দর।
  • চকোরী= চাঁদের প্রেমে মগ্ন পাখি।
  • চক্রণী= চক্রের শক্তি।
  • চাহা= ইচ্ছা, কামনা, কোন কিছু পাওয়ার ইচ্ছা।
  • চৈতী= জাগ্রত, আদুরে।
  • চাইনা= শান্তি।
  • চন্দা= চাঁদ।
  • চন্দ্রা= চাঁদ।
  • চিত্রিতা= যার চিত্র তৈরি করা হয়েছে।
  • চিহ্নিতা= যাকে চিহ্নিত করা হয়েছে, নির্দিষ্ট।
  • চারুমতী= বুদ্ধিমান, সুন্দর।
  • চিরশ্রী= সর্বদা সুন্দর।
  • চিত্রার্থী= একটি উজ্জ্বল রথ।
  • চম্পাবতী= একটি নগরের নাম।
  • চারুপ্রভা= সুন্দর।
  • চান্দিয়া= করুণাময়।
  • চাফিয়া= যত্ন নেওয়া।
  • চিরাজ= আলো।
  • চায়েশা= উজ্জ্বল, সুন্দর।
  • চাফিকা= চাফিকা।
  • চাহিদা= প্রিয়।
  • চাকিলা= সুন্দর, সুশ্রী।
  • চারিভা= সুন্দর।
  • ছন্দা= কবিতা বা গানের ছন্দ।
  • ছায়া= প্রতিবিম্ব।
  • ছায়াবতী= একটি রাগের নাম।
  • ছবি= প্রতিবিম্ব, চিত্র, আকৃতি।
  • ছুটকী= ছোট মেয়ে।
  • ছব= সুন্দরতা, প্রতিভা।
  • ছব্বা= সোনা–রূপার গহনা।
  • ছৈলা= সুন্দর।

‘জ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে জ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলোঃ-

  • জাযিবা= আকর্ষণীয়
  • জাবীন= কপাল, ললাট
  • জাসীমা= মোটা, বিরাট আকার
  • জালওয়াত= ঘোমটা উন্মোচন, প্রত্যক্ষ করা
  • জালীলা= মহতী
  • জামীলা= সুন্দরী
  • জান্নাত= বেহেশত, স্বর্গ
  • জারিয়াহ= বালিকা, নৌকা
  • জিবলা= প্রকৃতি, নিসর্গ
  • জাদীদাহ= নবীন, নতুন
  • জুমানা= মুক্তা, সাহাবীয়ার নাম
  • জামীমা= এক ধরনের লতার নাম
  • জিন্নাত= পাগলামি
  • জুনাইনাহ= ক্ষুদ্র বাগান
  • জাওহারা= হীরা, মূল্যবান পাথর
  • জুওয়াইরিয়া= ছোট মেয়ে
  • জাফনাহ= দানশীলা
  • জুহানাত= যুবতী মেয়ে
  • জালীসা= সাহায্যকারী, স্বজন
  • জুনুন= বান্ধবী, সহকর্মী
  • জাহানারা= পাগলামি, হালের ব্যান্ড দল
  • জাফনুন= জগতের সৌন্দর্য
  • জালীসাতুন সাদিকা= সৎকর্মী সত্যবাদীনি
  • জামীলাতুন সাদিয়াহ= রূপসী সৌভাগ্যশালীনী
  • জালীসা সানজিদা= বান্ধবী সহযোগিনী
  • জামিলা মুবাশশিরা= সুন্দরী সুসংবাদ বহনকারিনী
  • জামীলা ওয়াহিদা= সুন্দরী তুলনাহীন
  • জামীলা তায়্যিবা= সুন্দরী পবিত্র
  • জাহেকা= হাসিন
  • জাবিয়া= হরিণ
  • জাহীরা= উদ্যান
  • জফিরা= উটের পিঠের ওপর
  • জিন্নাতুন (জিন্নাত)= সফল ব্যক্তি, উত্তীর্ণ ব্যক্তি
  • জিন্নাত মামদূহা= প্রশংসিতা সম্ভ্রান্ত স্ত্রীলোক
  • জহুরা হামীদা= প্রকাশ্য প্রশংসাকারিণী
  • জুহরাহ= সম্ভ্রান্ত স্ত্রীলোক

‘ট’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিচে ট দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • টিয়োনা= পরীদের রানী, একজন দেবী
  • টাকিয়া= উপাসক, সঠিক পথে চলে যে
  • টিয়শা= রূপা, সম্পদ
  • ট্বিশী= আলো, শক্তি, প্রতিভা, সংকল্প
  • ট্রয়ম্বিকা= দেবী দুর্গা
  • টিয়া= একটি পাখি
  • টনিরিকা= একটি ফুল, সোনা, দেবী
  • টিফনী= ঈশ্বরের অভিব্যক্তি, প্রভুকে বর্ণনা করা
  • টাকুল= বুদ্ধিমান
  • টিয়ানা= দেবী, প্রধান
  • টিশা= বলিষ্ঠ সাহসী, যার ইচ্ছাশক্তি প্রবল
  • টিমা= সততা, ভালো গুণ
  • টেগন= সুন্দর, যাকে সবার পছন্দ হয়, খুব আকর্ষণীয়
  • টনিস্কা= সোনার মতো, একজন দেবদূত, দেবী
  • টিউলিপ= একটি ফুল, পুষ্প
  • টোরা= বিদ্যুৎ, বাঘ
  • টুনিল= তেজ, চালাক, মন
  • টাবলীং= ভগবানের ভক্তিতে লীন
  • টরা= পাহাড়, একজন পৌরাণিক দেবী
  • টিম্সী= তারার মতো জ্বলজ্বলে, উজ্জ্বল, ঝলমলে
  • টুসি= পুনরুজ্জীবন
  • টিনা= ছোট, মাটি, নিযুক্ত
  • টানিকা= অপ্সরা, দড়ি
  • ট্বিশা= তেজ, আলো, প্রতিভা
  • টানসিন= স্তুতি, সৌন্দর্যায়ন
  • টিনেসিয়া= যার সাথে ভগবান আছে, ঈশ্বরের আশীর্বাদ
  • টিশায়া= শুভকামনা, এমন এক তারা যার মধ্যে শুভকামনা রয়েছে

‘ড’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

অনেক বাবা মায়েরাই তাদের সন্তানের একটি ভালো ইসলামিক নাম রাখতে চান। তাদের কথা চিন্তা করে নিচে ড দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • ডুরি= হাতে বাঁধার মন্ত্রপুত সুতো, কোরিয়ান অর্থ হল একটি জুটি
  • ডেমী= গ্রীক দেবী ডেমিট্রিয়ার ভক্ত
  • ডুরে= ডোরা যুক্তা
  • ডুয়া= প্রার্থনা
  • ডিম্পল= হাসিখুশি, টোলযুক্তা
  • ডিলরাবা= ভাগ্যবতী
  • ডিনা= ঈশ্বর বিচার দিয়েছেন
  • ডেল্টা= নদীর সঙ্গম
  • ডেলফিনা= ডলফির মহিলা
  • ডেলিজা= আনন্দদায়িণী
  • ড্যানিকা= সকালের তারা
  • ডোজা= সৌভাগ্য
  • ড্যানিয়েলীন= ঈশ্বরের সেবিকা
  • ডালি= উপহার, ভেট
  • ড্যাফোডিল= এক ধরণের ভারী সুন্দর ফুল
  • ডাকোটা= বন্ধুসুলভ
  • ডেলা= উন্নত
  • ডরিস= উপহার
  • ড্রীয়া= উন্নত মহিলা
  • ডায়না= ঐশ্বরিক, স্বর্গীয়, রোমানদের চন্দ্রদেবী
  • ডিয়া= ল্যাটিন ভাষায় যার অর্থ হল দিন
  • ডেইজি= ঘাসের ফুল
  • ডাগর= বৃহৎ, প্রকাণ্ড
  • ডাহুকী= ডাক পক্ষিণী
  • ডলি= ছোট্ট পুতুলের ন্যায়, অতীব মিষ্ট, পরমানন্দের প্রতীক
  • ডোরথী= ঈশ্বর প্রদত্ত উপহার
  • ডাগেন= কালো কেশবতী কন্যা
  • ডালিয়া= এক ধরণের ফুল
  • ডঙ্কা= দুন্দুভি
  • ডিডো= ভ্রমণকারিণী
  • ডুমুর= ডুম্বুর
  • ডোরা= ভিন্ন ভিন্ন রঙের চিত্র
  • ডোমো= মানবী
  • ডুলি= ছোট পালকি বা শিবিকা বিশেষ

‘ত’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ত দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলোঃ-

  • তহুরা= পবিত্রা
  • তবীবা= ডাক্তার, হেকীম
  • তুরফা= বিরল বস্তু
  • তাহামিনা= মূল‌্যবান
  • তানমীর= ক্রোধ প্রকাশ করা
  • তান্নুর= ভূ-পৃষ্ঠ
  • তিন্নীন= ধূমকেতু
  • তানভীম= সম্মোহিতকরণ
  • তাবি’য়া= অনুগত
  • তাবাস্‌সুম= মুচকি হাসি
  • তাতিম্মা= সমাপ্তিকা
  • তাসনিয়া= প্রশংসা
  • তাহসীনা= সুন্দর, উত্তম
  • তাহিয়‌্যাহ্‌= অভিবাদন, শুভেচ্ছা
  • তাখমীনা= অনুমান
  • তায্‌কিরা= স্মরণ, টিকেট
  • তায্‌কিয়া= পবিত্রতা, বিশুদ্ধতা
  • তারান্নুম= গুণগুণ শব্দ, সঙ্গীত
  • তাসলীমা= সম্পূর্ণ
  • তাসমিয়া= নামকরণ
  • তাসনীম= বেহেশতের ঝর্ণা
  • তাসফিয়া= পরিষ্কার-পরিচ্ছন্নতা
  • তাস্‌কীনা= স্থিরতা, সান্তনা
  • তাসমীম= দৃঢ়তা
  • তাশ্‌বীহ= উপমা, দৃষ্টান্ত
  • তাকিয়া= শুদ্ধ চরিত্র
  • তাক্‌মিলা= পরিপূর্ণ
  • তাসফীয়া রিফা= উত্তম সমাধানকারী
  • তাসনিম যারীন= বেহেশতী সোনালী ঝর্ণা
  • তামান্না রিফা= উত্তম আকাঙ্কা
  • তায়‌্যিবা ফারহানা= পবিত্রা আনন্দিতা
  • তাহসীন নাবীহা= বুদ্ধিমতি সুন্দরী
  • তাবাসসুম নওশীন= মিষ্টি হাসি
  • তারাননুম নওশীন= গুণ গুণ বৃষ্টি শব্দ
  • তাবাসসুম নাফিসা= পরিচ্ছন্ন হাসি
  • তাবাসসুম নিশাত= আনন্দময় মুচকি হাসি
  • তাহমিনা মারইয়াম= চুপথাকা কুমারী
  • তাহেরা হামীদা= পবিত্রা প্রসংশাকারিনী
  • তাহেরা খাতুন= সতী পবিত্রা ও সম্মানিতা স্ত্রীলোক
  • তাহেরা আনতারা= পবিত্রা বিরাঙ্গনা
  • তাহেরা আঞ্জুম= পবিত্রা তারা
  • তাহেরা হাবীব= পবিত্রা বান্ধবী
  • তাসফিয়াত জিন্নাত= বিশুদ্ধ কারিণী সম্ভ্রান্ত মহিলা
  • তাহেরা ওয়াসীমাত= পবিত্রা সুন্দরী স্ত্রীলোক

‘দ’ এবং ‘ধ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হলো সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা। নিচে দ এবং ধ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেন-

  • দাইফা= মেহমান
  • দারীম= প্রেমিক
  • দিলরুবা= প্রিয়া
  • দিলারা= মনোহর
  • দাহিকা= হাসিখুশি
  • দুজাজা= সাহাবীর নাম
  • দুরদানা= ছোত মুক্তারদানা
  • ধী= জ্ঞানী
  • ধনিকা= সমৃদ্ধশালী যুবতী
  • ধন্যি= দুরন্ত
  • ধুনী= নদী
  • ধরিত্রী= মাটি, পৃথিবী
  • ধারা= স্রোত
  • ধীরা= সাহসী

‘ন’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ন দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলোঃ-

  • নাঈমা= নরম
  • নাবা= খবর
  • নাদা= ধার্মিকতা
  • নাদ্দা= উদার
  • নাদিয়া= আহ্বানকারী
  • নাঈমাত= আনন্দ
  • নাফাহাত= উপহার
  • নাফিজাহ= প্রভাবশালী
  • নাফিসা= মূল্যবান
  • নাফলাহ= ইচ্ছাকৃত ভালো কাজ
  • নাহার= দিন
  • নাহজাহ= পরিস্কার
  • নাহরান= নদী
  • নাহওয়াহ= জ্ঞান
  • নাইফাহ= উন্নত
  • নাইরা= প্রভাশালী
  • নাজাত= পরিত্রাণ
  • নাজদাহ= যুদ্ধে বীরত্ব
  • নাজদিয়াহ= যে ব্যক্তি উচ্চভূমি থেকে আসে
  • নাজিদাহ= সিংহী
  • নাজিমাহ= উজ্জ্বল
  • নাজিয়াহ= বেঁচে থাকো
  • নাজম= তারকা
  • নাজমা= তারকা
  • নাজমিয়্যাহ= তারকা
  • নামা= বিলাসী
  • নকীবা= প্রতিনিধি
  • নাখলা= খেজুর গাছ
  • নাকিলাহ= পরিবহনকারী
  • নারাতাইন= ফুল
  • নরীন= তাজা
  • নারিনা= তাজা
  • নারুন= ডালিম
  • নারভান= এলম গাছ
  • নসিবা= যথাযথ
  • নাসিফা= গোপন বক্তৃতা
  • নাসিরা= সাহায্যকারী ও সমর্থক
  • নাশিয়া== যুবতি
  • নাসিহাহ= উপদেশ প্রদানকারী
  • নাসিকা= ইবাদতকারী
  • নাসিখা= অনুলিপিকারী
  • নওরাতান= =ফুল
  • নাসরা== সহায়ক
  • নাওয়াল= আর্শীবাদ
  • নাওয়াত= বীজ
  • নুরতাজ= আলোর মুকুট
  • নুসাইবা= উপযুক্ত
  • নুসাইরাহ= জয়
  • নুশুর= পুনরুত্থান
  • নুসরাহ= সমর্থন করা
  • নুজাইরাহ= উজ্জ্বল

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

‘প’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে প দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • পদিদা= আশ্চর্যজনক
  • পানিয়া= অভিভাবক
  • পানিজ= চিনি
  • পারন্দ= রেশম, নরম, সুন্দর
  • পারানদিস= রেশমের মত, সুন্দর, নরম
  • পারানসা= রেশমের মতো, নরম, সুন্দর
  • পরাসতেশ= প্রার্থনা
  • পারাস্তু= গলা
  • পারদিস= স্বর্গ
  • পরী= পরী, অত্যন্ত সুন্দর
  • পরীসা= পরীর মতো সুন্দর
  • পরীরোখ= পরীমুখ, “অত্যন্ত সুন্দর
  • পারজিন= বেড়া
  • পেগাহ= ভোর
  • পিনার= বসন্ত
  • পিরায়া= অলঙ্করণ
  • পিরুজা= ফিরোজা
  • পোরগু= ফুলে পূর্ণ
  • পোরুশত= সুখ পূর্ণ
  • পারদাজ= জাঁকজমক
  • পরী= পরী
  • পশমিনা= পশমী
  • পারখা= শিশির
  • পাতাসা= সাজানো মিছরি
  • পেরিডট= একটি রত্ন

‘ফ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ফ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো অর্থযুক্ত নামটি আপনার নবজাতক মেয়ে শিশুর জন্য নির্বাচন করে রাখতে পারেনঃ-

  • ফাহিমা= সুক্ষ্মদশির্নী
  • ফরিদা= অনুপম
  • ফাতেহা= আরম্ভ, কুরআনুল করিমের সূরার নাম।
  • ফাখেতাহ= সাহাবীয়ার নাম।
  • ফাখেরা= মর্যাদা বান, অহংকারী।
  • ফাদিয়াহ= আত্ম ত্যাগিনী, সাহাবীয়ার নাম।
  • ফাজেলা= বিদুষী।
  • ফারহানা= প্রাণ চঞ্চল।
  • ফারিহা= সুখী।
  • ফিরোজা= পাথর।
  • ফারহাত= আনন্দ।
  • ফাল্গুনি= সুন্দরী।
  • ফাহমিদা= বুদ্ধিমতী।
  • ফারিবা= সুন্দর।
  • ফাইজা= সফল।
  • ফারিয়া= লম্বা।
  • ফারিকা= পার্থক্যকারী।
  • ফাদিয়া= আত্মত্যাগী।
  • ফাদওয়া= আত্মত্যাগ
  • ফাদওয়াহ= আত্মত্যাগ।
  • ফারজানা ফাইজা= বিদুষী বিজয়নী।
  • ফাইরুজ ইয়াসমিন= সমৃদ্ধশীলা সুন্দর।
  • ফাওজিয়া আবিদা= সকল এবাদতকারিনী।
  • ফারহা আফিয়া= অত্যান্ত ভালো পুণ্যবতী।
  • ফারহা আতেরা= অন্ত্যান্ত ভালো সুগন্ধী।
  • ফারহা উলফাত= আনন্দ উপহার।
  • ফাইরুজ সাদাফ= সমৃদ্ধিশীলা ঝিনুক।
  • ফাইরুজ ওয়াসিমা= সমৃদ্ধিশীলা সুন্দরী।
  • ফাইরুজ নাওয়ার= সমৃদ্ধিশীলা ফুল।
  • ফাইরুজ লুবনা= সমৃদ্ধিশীলা বৃক্ষ।
  • ফাবিহা লুবনা= অত্যন্ত ভালো শুভ সংবাদ।
  • ফাহমিদা ফাইজা= বুদ্ধিমতী বিজয়িনী।
  • ফাবিহা আফাফ= অত্যন্ত ভালো চারিত্রিক শুদ্ধতা।
  • ফাবিহা লামিসা= আনন্দ অনুভূতি।
  • ফাইরুজ আনিকা= সমৃদ্ধিশীলা সুন্দরি।
  • ফাবিহা বুশরা= অত্যন্ত ভালো ও শুভ নির্দশন।
  • ফাইরুজ বিলকিস= সমৃদ্ধিশীলা রানী।
  • ফাইরুজ মাসুদা= সমৃদ্ধিশীলা সৌভাগ্যবতী।
  • ফাইরুজ হোমায়রা= সমৃদ্ধিশীলা মুক্তা।
  • ফাইরুজ মালিহা= সমৃদ্ধিশীলা সৌভাগ্যবতী।
  • ফরীদা হুমায়রা= একক সুন্দরী।
  • ফাহীমা মাসউদ= জ্ঞানবান ভাগ্যবতী।
  • ফারিহা বিলকিস= আনন্দিত রাণী।
  • ফাইরুয শাহানা= সমৃদ্ধিশীলা রাজকুমারী।
  • ফিরদাউসী রহমান= করুনাময়ের বেহেশ্ত।
  • ফিরোজা খাতুন= নীলকান্ত সমস্ত্রীলোক।
  • ফাহমিদা সুলতানা= বুদ্ধিমতী রানী।

‘ব’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ব দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো অর্থযুক্ত নামটি আপনার নবজাতক মেয়ে শিশুর জন্য নির্বাচন করে রাখতে পারেনঃ-

  • বাসেলাহ= বীরাঙ্গনা।
  • বাসেরা= দৃষ্টি শক্তি, প্রথ্যক্ষ কারিনী।
  • বাতুল= যযকুমারী।
  • বাদর= পূর্ণিমার চাঁদ।
  • বাদিয়াহ= অভিনব, আশ্চর্যজনক, বিস্ময়কর।
  • বুরাইদা= বাহক, ছোট চাদর।
  • বারক= বিদ্যুৎ।
  • বুবায়রা= সাহাবীয়ার নাম, পুণ্যবতী।
  • বিসমিল্লাহ= আল্লাহর নামে, (প্রচলিত নাম)।
  • বাসসাম= মৃদু হাসিমুখ।
  • বুশরা= সুসংবাদ, শুভ লক্ষণ।
  • বসীরত=  সূক্ষ্ম দৃষ্টি শক্তি।
  • বালীগা= প্রাঞ্জল ভাষিণী।
  • বিলকীস= সাবা দেশের রাণী।
  • বাহীজা= সুন্দরী চিত্তা কর্ষক।
  • বাহার= বসন্ত কাল।
  • বারীরা= উপকারী, সাহাবীয়ার নাম।
  • বারীয়া= নির্দোষ, নিরপরাধ।
  • বাশীরাহ= উত্তল।
  • বাশা-শাত= প্রানোচ্ছেলতা।
  • বাসীমাহ= হাস্যোজ্জল।
  • বুছাইনা= সুন্দরী স্ত্রীলোক।
  • বদিহা= অন্তর্দৃষ্টি, উপলব্ধি।
  • বদরা= পূর্ণিমা।
  • বদরিয়া= পূর্ণিমার চাঁদের মতো।
  • বাহার= বসন্ত, তারুণ্যের প্রস্ফুটিত।
  • বাহারবানো= প্রসফুটিত রাজকুমারী।
  • বাহিজা= সুখী।
  • বাহিয়া= চমৎকার।
  • বাহরা= সুন্দর, চকচকে।
  • বাজিলা= সম্মানিত, মর্যাদাপূর্ণ।
  • বাকারাহ= কুমারীত্ব।
  • বখিতা= ভাগ্যবান।
  • বলবালা= পাখির নাম, বুলবুল।
  • বালসাম= বালসাম, বালাম।
  • বানো= ভদ্রমহিলা, রাজকুমারী।
  • বানুজা= আল মাহদীর কন্যা।
  • বারেয়া= নির্দোষ।
  • বরখা= বৃষ্টি।
  • বাসারিয়া = সুন্দর, আগে।
  • বশিরা= সুসংবাদ আনয়নকারী, জয়।
  • বাসমা= হাসি।
  • বীণা= পরিস্কার দেখা, দেখা।
  • বেগম= সম্মানজনক উপাধি, রানী।
  • বাজরিকা= মহৎ।
  • বিবি= পদমর্যাদার মহিলা।
  • বুদুর= পূর্ণিমা।
  • বুসাইনা= বাসনার ক্ষীণ।
  • বুস্তান= বাগান।
  • বুকাইরাহ= হাদীসের বর্ণনাকারী।
  • বদরাহ= পূর্ণিমা।
  • বাদেলা= প্রতিস্থাপন।
  • বাদেদা= উদাহরণ।
  • বদরান= চাঁদ আর চাঁদের আলো।
  • বারিরাহ= ধর্মপরায়ণ।
  • বাশাশাত শামা= প্রানোচ্ছল প্রদীপ।
  • বদরুন্নেসা= পূর্ণিমার চাঁদ তূল্য মহিলা।
  • বদরুন নাহার= চাঁদের আলোর দিন।
  • বাসীমাহ মারইয়াম= হাস্যোজ্জল কুমারী।
  • বাসেরা খাতুন= প্রত্যক্ষকারিনী মহিলা।
  • বারীয়া তাহসীন= উপকারী সুন্দর।

‘ম’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে ম দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • মাহফুজা= নিরাপদ।
  • মুতাহারা= পবিত্র।
  • মালিহা= রুপসী।
  • মুকারামী= সন্মানিত।
  • মাশকুরা= কৃতজ্ঞতা প্রাপ্ত।
  • মালিয়াত= সম্পদ।
  • মেহজাবিন= সুন্দরী।
  • মাইমুনা= ভাগ্যবতী।
  • মিনা= স্বর্গ।
  • মাহিয়া= নিবারনকারিনি।
  • মনিরা= জ্ঞানী।
  • মুনতাহা= পরিক্ষিত।
  • মহাসেন= সৌন্দর্য।
  • মায়মনা= ভাগ্যবতী।
  • মাহমুদা= প্রশংসিত।
  • মাবুবা= প্রিয়া।
  • মুরশিদা= প্রশংসিতা।
  • মাসুমা= নিষ্পাপ।
  • মোমেনা= বিশ্বাসী।
  • মালিহা= রুপসী।
  • মায়মুনা= ভাগ্যবতী।
  • মাদেহা= প্রশংসাকারিনী।
  • মাহমুদা= প্রশংসিতা।
  • মাসুমা= নিষ্পাপ।
  • মারিয়া= শুভ্র।
  • মাহবুবা= প্রেমিকা।
  • মাজেদা= সন্মানিয়া।
  • মাদেহা=প্রশংসাহিতকারিণী।
  • মাবশূরাহ= সম্পদশালী।
  • মারজানা= মুক্তা।
  • মাহজুজা= ভাগ্যবতী।
  • মুকাররামা= সন্মানিত।
  • মুমতাজ= মনেনীত।
  • মাসুদা= সৌভাগ্যবতী।
  • মাছুরা=  নল।
  • মাহেরা= নিপুনা।
  • মোবারাকা= কল্যাণীয়।
  • মুবতাহিজাহ= উৎফুল্লতা।
  • মাবশূ রাহ= অত্যাধিক সম্পদ শালীনী।
  • মুবীনা= সুষ্পষ্ট।
  • মুজিবা= গ্রহণ কারিনী।
  • মাজীদা= গোরব ময়ী।
  • মহাসেন= সৌন্দর্য।
  • মুনাওয়ারা= দীপ্তিমান।
  • মালিহা= রূপসী।
  • মুয়জ্জামা= মহতী।
  • মায়িশা= সুখী জীবন।
  • মুথারী= সম্পদ।
  • মাশিয়াত= আনন্দ।
  • মুজবা= গ্রহণকারিণী।
  • মুবাশশিরা= সুসংবাদ।
  • মুনীরা= প্রজ্জ্বলিত।
  • মুয়িাতা= ইচ্ছা।
  • মামদূহা= প্রশংসিতা।
  • মুসাররাত= আনন্দ।
  • মাশকুরা= কৃতজ্ঞতাপ্রাপ্ত।
  • মাইমুনা= ভাগ্যবতী।
  • মেহেরিন= দয়ালু।
  • মুমতাজ= মনোনীত।
  • মাহিয়া= নিবারণকারীনি।
  • মমতাজ= উন্নত।
  • মনিরা= জ্ঞানী।
  • মুনতাহা= পরিক্ষিত।
  • মুহসিনাত= অনুগ্রহ।
  • মুহতারামাত= সম্মানিতা।
  • মুহতারিযাহ= সাবধানতা অবলম্বন কারিনী।
  • মহাসেন= সৌন্দর্য।
  • মুতাকাদ্দিমা= উন্নতা।
  • মুবতাহিজাহ= উৎফুল্লতা।
  • মোবারাকা= কল্যাণীয়।

‘য’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে য দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো-

  • যাকেরা= মেধা
  • যাবীহা= উৎসর্গীকৃত, কুরবানী
  • যারিয়া= মাধ্যম, উপায়
  • যাকিয়াহ= তীব্র সুগন্ধি যুক্ত কস্তুরী
  • যুবায়দা= খোদা ভীরু, পরহেজগার খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম
  • যাহেদা= সাধক মহিলা
  • যা’য়িমা= নেত্রী
  • যাকিয়া= পুণ্যবতী
  • যমহারীর= শীতল বায়ু স্তর
  • যাহরা= রূপবতী, ফুটন্ত ফুল
  • যায়নাব= সুগন্ধি যুক্ত মনোরম বৃক্ষ বিশেষ
  • যীনাত= সৌন্দর্য, শোভা
  • যুলায়খা= ইউসুফ (আ)-এর পত্নীর নাম
  • যরিনা= গোলাপি রঙের কারু কাজকৃত
  • যুলফা= বাগান
  • যুহরা= তারকার নাম
  • যীবা= যথার্থ
  • যিয়ান= অলংকার
  • যায়তুন= কোরআনে বর্ণিত একটি ফল
  • যীরাত= রেশমি কাপড়ের টুকরো
  • যায়েদা= অতিরিক্ত
  • যোবেদা খাতুন= আল্লাহ ভীরু মহিলা
  • যাকিয়া তহিরা= পুণ্যবতী সতী
  • যাকিয়া আনিকা= পুণ্যবতী সুন্দরী
  • যাহরা সানিয়া= রূপবতী প্রশংসিত
  • যাকিয়া আদিবা= পুণ্যবতী শিষ্টাচারি
  • যাকিয়া ইয়াসমিন= পুণ্যবতী পুষ্প
  • যাকিয়া হামিনা= পুণ্যবতী বান্ধবী, সখী
  • যাকিয়া বিলকিস= পূণ্যবতী রাণী
  • যেবা তাহসিন= যথার্থ সুন্দরী

‘র’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

এমন অনেক অভিভাবকই আছেন যারা নিজের কন্যা সন্তানের নাম আরবিতে রাখতে চান। তাদের কথা চিন্তা করে নিচে র দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নাম নিয়ে আপনার বাবুর জন্য রাখতে পারেনঃ-

  • রীমা= সাদা হরিণ।
  • রহিমা= দয়ালু
  • রাইসা= নিরাপদ ।
  • রাফা= সুখ
  • রায়হানা= সুগন্ধি ফুল
  • রাইসা= রাণী
  • রামিসা= নিরাপদ
  • রুম্মান= ডালিম
  • রাজিয়া= সন্তুষ্টি
  • রামিছা= নিরাপদ।
  • রাবেয়া= নিঃস্বার্থ
  • রুকাইয়া= উচ্ছতর
  • রুম্মন= ডালিম
  • রুমালী= কবুতর
  • রোশনী= আলো
  • রশীদা= বিদূষী
  • রাওনাফ= সৌন্দর্য
  • রওশন= উজ্জ্বল
  • রীমা= সাদা হরিণ
  • রোমানা= ডালিম
  • রাফিয়া= উন্নত
  • রাইসা= রাণী
  • রামিসা= নিরাপদ
  • রাশীদা= বিদুষী
  • রায়হানা= সুগন্ধি ফুল
  • রহিমা= দয়ালু
  • রাবিয়াহ= বাগান
  • রিফাহ= ভাল
  • রুম্মান= ডালিম
  • রেওয়ানা= সন্তোষ
  • রাফিয়া= উন্নত
  • রানা= সুন্দর, কমনীয়
  • রাহাত= শান্তি
  • রাশীদা= বিদূষী
  • রাইদাহ= নেত্রী
  • রাদেআহ= সন্তুষ্টি
  • রাবআহ= বাগান
  • রাবাব= সাদা মেঘ
  • রাওনাক= সৌন্দর্য
  • রাবিয়াহ= বাগান
  • রাহিলা= পাত্রী
  • রাফিয়া= উন্নত
  • রওশান= উজ্জ্বল
  • রাফা= সুখ
  • রাবেয়া= নিঃস্বার্থ
  • রুকাইয়া= উচ্চতর
  • রাওনাফ= সৌন্দর্য
  • রশীদা= বিদূষী / পথর্শিকা
  • রামিসা= নিরাপদ
  • রাফনি= রাজকুমারী
  • রাফসা= আল্লাহের কন্যা, আল্লাহের প্রিয়
  • রাফিকা= সঙ্গী, প্রণয়ী, বন্ধু
  • রাফিয়া= রাফিয়ার বৈচিত্র, উন্নত
  • রিফা= উত্তম
  • রুবি= একজাতীয় মুক্তকে বোঝানো হয়েছে
  • রেজিয়া= সুখী ব্যক্তি
  • রওশন তাবাসসুম= উজ্জ্বল হাসি
  • রামিসা মালিহা= নিরাপদ সুন্দরী
  • রামিসা মালিয়াত= নিরাপদ সম্পদ
  • রামিসা গওহর= নিরাপদ মুক্তা
  • রামিসা ফারিহা= নিরাপদ সুখী
  • রামিসা বিলকিস= নিরাপদ রাণী
  • রামিসা আনাম= নিরাপদ মেঘ
  • রামিসা আনজুম= নিরাপদ তাঁরা
  • রানা ইয়াসমিন= সুন্দর জেসমিন ফুল
  • রানা তাবাসসুম= সুন্দর কমনীয় হাসি
  • রানা তারান্নুম= সুন্দর গুঞ্জন
  • রানা সালমা= সুন্দর প্রশান্ত
  • রানা সাইদা= সুন্দর নদী
  • রানা শারমিলা= সুন্দর লজ্জাবতী
  • রানা শামা= সুন্দর প্রদীপ।
  • রানা রায়হানা= সুন্দর সুগন্ধি ফুল
  • রানা রুমালী= সুন্দর কবুতর
  • রানা নাওয়ার= সুন্দর ফুল
  • রানা নাওয়াল= সুন্দর উপহার
  • রানা লামিসা= সুন্দর অনুভূতি
  • রানা গওহর= সুন্দর মুক্তা্
  • রানা আনজুম= সুন্দর তাঁরা
  • রানা আদিবা= সুন্দর শিষ্টাচারী
  • রানা আতিয়া= সুন্দর উপহার
  • রানা আবরেশমী= সুন্দর সিল্ক
  • রানা সুবাহ= সুন্দর কমনীয় প্রভাত

‘ল’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

এমন অনেক অভিভাবকই আছেন যারা নিজের কন্যা সন্তানের নাম আরবিতে রাখতে চান। তাদের কথা চিন্তা করে নিচে ল দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো অর্থযুক্ত নামটি আপনার নবজাতক মেয়ে শিশুর জন্য নির্বাচন করে রাখতে পারেনঃ-

  • লাইবা= লাইবা সব জান্নাতের সবচেয়ে সুন্দরী নারী তিনি জান্নাতুল ফিরদৌসে থাকবেন।
  • লাল= মুক্তা।
  • লাব্বানাহ= দুধ।
  • লাবিবাহ= জ্ঞানী মহিলা,একজন সাহাবীয়ার নাম।
  • লাবিকা= বুদ্ধিমান।
  • লাদান= একটি ফুল।
  • লাফিজা= সমুদ্রের মতো গভীর।
  • লাহিফা= সাহায্যকারী।
  • লাইবা= বেহেশতের দূত।
  • লাইহা= চকচকে।
  •  লাইল= রাত্রি।
  • লায়লা= রাতে, একজন সাহাবিয়ার নাম।
  • লাইকা= যোগ্য, মার্জিত।
  • লক্ষা= চকচকে।
  • লাক্তা= কানের আংটি।
  • লালা= ফুল।
  • লালজারি= লাল-রুবি।
  • লামা= ঠোঁটের অন্ধকার।
  • লামাহ= উজ্জ্বলতা।
  • লিমা= চোখ।
  • লিবা= জান্নাতের সবচেয়ে সুন্দর হুর।
  • লিনা= পাম গাছ।
  • লিয়ানা= নরম, কোমলতা।
  • লিজা= আল্লাহর জন্য নিবেদিত“।
  • লুবাবা= অন্তর্নিহিত সারাংশ।
  • লুবাব= সেরা অংশ।
  • লুবাবাহ= অন্তর্নিহিত সারাংশ।
  • লুবান= পাইন গাছ।
  • লুবানা= ইচ্ছা, কামনা।
  • লুবানাহ= ইচ্ছা, কামনা।
  • লুবেনা= বিশুদ্ধতা।
  • লুবলুবাহ= স্নেহময়, কোমল।
  • লুবনা= এক ধরনের গাছ।
  • লুজা= মহান গভীরতার।
  • লুজাইন= সোনা।
  • লুজাইনা= রূপা।
  • লুনা= চাঁদ।
  • লুলু= মুক্তা।
  • লুৎফানা= দয়ালু, সাহায্যকারী।
  • লুৎফিয়া= সুক্ষ্ম, করুণাময়।
  • লিয়ানা= আলোর চোখ।

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

‘স’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নাম রাখার সময় বা নাম নির্বাচনের সময় দয়া করে তাড়াহুড়ো না করে সময় নিয়ে  আরবী নাম এবং নামের বাংলা অর্থ ভালো করে দেখে নিন। তারপর বাচ্চার নাম নির্ধারণ করুন। নিচে স দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলোঃ-

  • সাবি= তরুণী।
  • সীনা= একটি নদী।
  • সেমা= একটি পরিচিত প্রতীক।
  • সিমা= যিনি ধনবান, একটি পুরস্কার।
  • সোনা= সোনালী।
  • সৌমি= মিষ্টি, স্মাইলি, কিউট।
  • সুহা= একটি নক্ষত্রের নাম।
  • সাফা= স্পষ্টতা, বিশুদ্ধ, নির্দোষ।
  • সখী= সত্যিকারের বন্ধু, বহুতল, জীবনসঙ্গী।
  • সান্না= সত্য, লিলি, একটি ফুলের নাম।
  • স্বপ্না= স্বপ্ন, পরাক্রমশালী, ইচ্ছা শক্তি।
  • সাথী= জীবন সঙ্গী।
  • সাথা= সুগন্ধযুক্ত, হাদীসের বর্ণনাকারী।
  • সৌমা= ধর্মীয় স্থান।
  • সায়া= বন্ধ দিন, ছায়া, আশ্রয়। মালয় ভাষায় সায়া অর্থ আমি বা আমাকে।
  • সেবা= পুরস্কার।
  • সুজা= শান্ত, নিস্তব্ধতা, সাহসী, বীরত্ব।
  • সিফা= বিশুদ্ধতা, সত্যবাদী, পরিক্রাণ।
  • সিম্মি= কিউট মেয়ে।
  • সিসা= আয়না।
  • সিশা= হৃদয়ের টুকরা, কাচ।
  • সোমা= চদ্র রশ্মি, এক প্রকার মদ।
  • সুফি= সাহসী, প্রজ্ঞা।
  • সোফি= প্রজ্ঞা, দক্ষতা, সৌন্দর্য, বুদ্ধিমান।
  • সুবা= সকাল, সুন্দর।
  • সাজেদা= ধার্মিক, সিজদা কারিনী।
  • সাহেরা= যাদুকরী।
  • সায়েদা= সাহায্য কারিনী, রাজুবন্দ, বাহু।
  • সারাহ= হযরত ইবরাহিম (আঃ) এর স্ত্রীর নাম, খুমী
  • সামিয়া= উন্নত, মহতী ।
  • সাহিরা= বিনিদ্র, রাতযাপন কারিনী।
  • সুরূর= আনন্দ সুখ
  • সা’দিযা= সৌভাগ্যবান।
  • সারীদা= পুন্যবতী
  • সাকিনা= প্রশান্তি।
  • সালমা= প্রশান্ত।
  • সামীহা= দানশীল, মহামতী, উদার।
  • সামী্যা= শ্রবণ কারিনী।
  • সামীরা= রাতের কথকী।
  • সুম্বুল= শীষ।
  • সিতারা= পর্দা, আবরণ।
  • সাকীনা= বাসস্থান, শান্তি কুটির।
  • সাহলা= সহজ, কোমর।
  • সারাফ= গানরত।
  • সামরা= শ্যামলী।
  • সাদেরা= প্রকাশ বা ইস্যকারিনী।
  • সাদেফা= কাকতালীয় ভাবে মিলে যাওয়া।
  • সাদেকা= সত্যবাদিনী।
  • সাফিয়া= পরিস্কার উজ্জল।
  • সালেহা= পূর্ণবতী।
  • সায়েমা= রোযাদার।
  • সাবা= পূবালী বাতাস।
  • সাবাবা= প্রেম, ভালোবাসা।
  • সাবিহা= রূপসী, সুন্দরী, প্রভাব।
  • সাবহা= সুন্দরী।
  • সাদাফ (সদফ)= ঝিনুক।
  • সিদ্দিকা= সত্যবাদিনী।
  • সাদাকা (সদকা)= উৎসর্গ, দান।
  • সগীরা= কনিষ্ঠা।
  • সাফিয়া= নির্বাচিত, সিংহ ভাগ।
  • সনুবর= দেবদারু পাইন গাছ।
  • সান্দাল= চন্দন।
  • সুফিয়া= আধ্যাত্মিক সাধনা-কারিনী।
  • সওলা= প্রভাব, বীরত্ব।
  • সাহবা= লোহিত বর্ণের শরাব বিশেষ।
  • সিয়ানা= রক্ষা বেক্ষণ।
  • সুবহা= সুন্দরি।
  • সেহনাজ= সুন্দর, উজ্জ্বল।
  • সাইরিন= মেলা, করুণা, সহায়ক ধরনের।
  • সাইরিশ= যাদু, ফুল, একটি গোলাপ।
  • সাইয়াদা= প্রধান।
  • সাজদাহ= আল্লাহর কাছে সিজদা করা।
  • সাজিরিন= সুন্দর দেখতে।
  • সাজমিন= হাসি।
  • সজনিয়া= প্রিয়।
  • সাজরাত= সৌন্দর্য, তাজা, বেশ।
  • সাকিনাহ= প্রশান্তি।
  • সামাইরা= মোহনীয়।
  • সামারাহ= মৃদু আলো।
  • সামাভিয়া= ফেরেশতা।
  • সামায়রা= মোহনীয়, সৌন্দর্যের দেবী।
  • সামারিয়া= পর্বত।
  • সানাবিল= সানবুলের বৈচিত্র।
  • সানাইরা= ফুল, সুন্দর।
  • সানফিয়া= ঈশ্বরের দান।
  • সানজিদা= নীরব, ওজনযুক্ত, প্রহরী।
  • সানোফিয়া= ঈশ্বরের দান।
  • সানজানা= বুদ্ধিমান।
  • সারহানা= প্রশংসা।
  • সারিয়াহ= নবী (সাঃ)-এর একজন মহিলা সাহাবীর নাম।
  • সাভারিন= সুন্দর, অন্ধকার।
  • সাওয়াইরা= সকাল।
  • সাওয়ালিহা= ধার্মিক, পুণ্যময়, ভাল।
  • সাওয়ানা= বর্ষা, বসন্ত।
  • সিমরান= স্মরণ।
  • সিদ্দিকাহ= সত্যবাদী, ধার্মিক।
  • সিফানিয়া= মুক্তা, নির্দোষ।
  • সিনথিয়া= ভালবাসা, রেশম, নরম মন, ঈশ্বরের দান।
  • সিসবান= গাছ।
  • সা’য়িক্বাহ (সায়িকা)= বজ্র।
  • সাইনুর= ঈশ্বরের আলো, আনন্দের বার্তা।
  • সাফওয়াত= শ্রেষ্ঠ, ক্রীম, ফুল।
  • সাফওয়ান= খাঁটি মর্যাদা।
  • সানজিদাহ= বিবেচিকা।
  • সালওয়া= কোয়েল, সান্ত্বনা।
  • সামাইরা= মোহনীয়, অভিভাবক, ঈশ্বর দ্বারা সুরক্ষিত।
  • সামাইয়া= যিনি ক্ষমা করেন।
  • সামিয়াহ= উচ্চ, উত্তোলিত, উন্নত।
  • সামরিন= বেশ সুন্দরী মেয়ে।
  • সানিয়াহ= সময়ের একটি সংরক্ষিত মুহূর্ত।
  • সারহানা= প্রশংসা।
  • সারিয়াহ= কলাম।
  • সুহাইলা= ভদ্র, সহজ, একটি তারার নাম।
  • সুহায়লা= মসৃণ, নরম (স্থল), সাবলীল, প্রবাহিত (শৈলী)।
  • সুহায়লাহ= মসৃণ, নরম।

‘শ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা। নিচে শ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো অর্থযুক্ত নামটি আপনার নবজাতক মেয়ে শিশুর জন্য নির্বাচন করে রাখতে পারেনঃ-

  • শাহ= মূল, শিকড।
  • শিফা= ভদ্রতা, আভিজাত্য।
  • শামা= শরীরের যতি চিহ্ন, উল্কা।
  • শামা= শিশির।
  • শাদা= সুগন্ধযুক্ত।
  • শাথা= সুগন্ধযুক্ত।
  • শেবা= প্রতিশ্রুতি; শপথ; রাণী; সুন্দর।
  • শাজ= অনন্য, সুবাস।
  • শাবা= ছবি, তরুণ, ভোরের হাওয়া, গোলাপ।
  • শেনা= সুন্দর।
  • শাফা= সুন্দর।
  • শাম= সন্ধ্যা।
  • শাজি= সুন্দর, প্রেমময়।
  • শামা= প্রদীপ।
  • শাম্মী= ঘ্রাণ, বিশ্বস্ত, গন্ধের অনুভূতি।
  • শর্ণা= যিনি পাহারা দেন, আশ্রয়।
  • শুভা= সৌন্দর্য।
  • শুহা= প্রেমময়।
  • শুলা= জ্বলন্ত, উজ্জ্বল।
  • শুরা= পরিষদ।
  •  শাহানা= সুগন্ধ।
  • শাকেরা= রাজ কুমারী।
  • শায়েরা= কৃতজ্ঞতা প্রকাশ কারিনী।
  • শাফাত= বুদ্ধিমতী, মহিলা কবি।
  • শাহিদা= বাদশাহ।
  • শাবানা= উপস্থিত।
  • শাজীয়া= রাত্রি মধ্যে।
  • শারীফা= বাজগর্ব ।
  • শার্মিলা= মর্যাদা।
  • শাফীয়া= অনুগ্রহ, স্নেহ, মমতা।
  • শাফীকা= সুপারিশ কারিনী।
  • শাকীলা= স্নেহশীলা।
  • শাকুরা= সুশ্রী, প্রেমিকা।
  • শাহীদা= সূর্য, রবি।
  • শাহীরা= দুলহান।
  • শিরীন= প্রসিদ্ধ।
  • শায়মা= মিষ্টি, প্রিয়।
  • শাহবা= ছাতা।
  • শাহলা= বাঘিনী।
  • শামিখা= সুন্দরী।
  • শারিকা= দৃঢ়, উচ্চ, উন্নত, মহিরূপ।
  • শামীমা=  গোলাপ ফুলের সুবাস
  • শূরাফাত= লজ্জাবতী।
  • শাফাকাত= আরোধ্য।
  • শামসুন= অত্যন্ত কৃতজ্ঞ।
  • শাহনাজ= সাক্ষী।
  • শামসিয়া= প্রদীপ।
  • শানিমুন= মেজাজ, অভ্যাস।
  • শবনম= অশ্রুর ফোঁটা, পানি মেশানো।
  • শামশাদ= নাকের অলংকার।
  • শারমিনা= লাজুক, ভাগ্যবান।
  • শালিকুয়া= যিনি একজন বোন।
  • শারমিন= লাজুক, বিনয়ী, রাজার কন্যা।
  • শাফিয়াহ= অ্যাডভোকেট, পৃষ্ঠপোষক, একজন মধ্যস্থতাকারী।
  • শাহীনাহ= রাজকীয় সাদা বাজপাখি।
  • শাদমণি= আনন্দ, সুখ।
  • শবনম= শিশির ফোঁটা।
  • শাবরিন= সর্বদা হাসি।
  • শেহারিন= সুবর্ণ সকাল, সুন্দর।
  • শেহেনাজ= একজন রাজার স্ত্রী।
  • শেহজাদী= রাজকুমারী।
  • শেহনাজ= সুন্দর।
  • শেহনিলা= নক্ষত্রের ছায়াপথ।
  • শেহজিন= আরাধ্য।
  • শেফালিকা= একটি ফুল।
  • শামিম আরা বেগম= সুগন্ধি যুক্ত মহিলা।
  • শামীমা আফরোজ= সুগন্ধি যুক্ত আলোকময় সুন্দর।
  • শাহিদা আখতার= উপস্থিত তারকা।
  • শামসুন নাহার= দিনের সূর্য।
  • শফীকুন্নিসা= স্নেহ শীলা মহিলা।
  • শাকীল হাসনা= চমৎকার প্রেমিকা।
  • শিরিন আখতার= মিষ্টি, প্রিয় তারা।
  • শারমীলা তাহিরা= লজ্জাবতী পবিত্রা।
  • শাহানা আনিকা= রাজকুমারী রূপসী।
  • শওকাতুন্নিসা= মর্যাদাবান মহিলা।
  • শাফাকাত তাইয়্যিবা= অনুগ্রহ পবিত্র।
  • শাকিলা বানু= সুন্দরী তরুণী।
  • শামস জাহান= সুন্দর।
  • শামসুন নিসা= নারীর পুত্র।
  • শামসুন নাহার= দিনের সূর্য।
  • শেহর বানু= রাজকুমারী, এক ধরনের ফুল।
  • শুহরাহ মুবাশ্বশিরা= এক প্রকার বৃক্ষ, বিশ্বখ্যাত সুসংবাদ।
  • শারীফা খাতুন= ভদ্র সম্ভ্রান্ত মহিলা।
  • শওকত আরা= শক্তিশালী।
  • শরীফুন নেসা= ভদ্র মহিলা।

‘হ’ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

পিতা-মাতা ও অভিভাবকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে সন্তানের সঠিক অর্থবহ আরবী নাম রাখা। নিচে হ দিয়ে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ইসলামিক নামের তালিকা বাংলা অর্থ সহকারে লেখা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো অর্থযুক্ত নামটি আপনার নবজাতক মেয়ে শিশুর জন্য নির্বাচন করে রাখতে পারেন-

  • হারেছা= কিষাণী।
  • হারেসা= পাহারাদার।
  • হাফেজা= সংরক্ষণী কারিণী, পবিত্র কুরআন মুখস্থ কারিনী।
  • হাবীবা= প্রিয়, প্রেয়সী।
  • হাদীসা= নতুন, অল্প বয়সী।
  • হুররা= স্বাধীন মহিলা।
  • হাদীকা= উদ্যান।
  • হাসিবা= অভিজাত বংশীয়া।
  • হামীনা= রূপসী, সুন্দরী।
  • হাফসা= সিংহী।
  • হাফীজা= পাহারাদার, রক্ষক।
  • হালীমা= সহনশীল, দয়ালু।
  • হালাওয়াত= স্বাদ, আস্বাদন।
  • হামীদা= প্রশংসিতা।
  • হামীমা= বান্ধবী।
  • হুমায়রা= সুন্দরী, লোহিত বর্ণা।
  • হানজালা= সাহাবীর নাম, বিরোচক ঔষুধ।
  • হান্নানা= দয়ালু।
  • হেন্না (হেনা= মেহেদী।
  • হান্না= হযরত মরিয়ামের মাতা নাম
  • হাওয়্যা (হাওয়া)= প্রথম মানব জননীর নাম।
  • হুর= বেহেশতের সুন্দরী কুমারী।
  • হাযিক্বা= বুদ্ধিমতি।
  • হুজ্জাত= প্রমাণ, দলিল।
  • হাদীকা= বাগান।
  • হুসনা= সৌন্দর্য, কমনীয়তা।
  • হাসানা= সুকর্শম, সুকীতি।
  • হুসনা= সুনামম উত্তম পরিনতি।
  • হানুনা= স্নেহশীলা, দয়াবতী।
  • হামামা= কবুতর, সাহাবীয়ার নাম।
  • হাকীমা= বিচক্ষণা, বুদ্ধিমতী।
  • হাসনা= পুণ্যবতী নারী।
  • হুশাইমা= কম বা অল্প লম্বা।
  • হিশমা= লজ্জা, শরম।
  • হাসিনা= পরমা সুন্দরী।
  • হাসীবা= উচ্চ বংশীয়।
  • হায়াত= জীবন, সজীবতা।
  • হাসিনা= সুন্দরী, শ্রীমতি।
  • হাজেরাহ= মধ্যহৃ , দুপুরবেলা।
  • হাজেরা= চমৎকার, ঈসমাঈল (আঃ)-এর মা।
  • হাদীয়া= নির্দেশিকা, হেদায়াত প্রাপ্তা।
  • হানীয়াহ= সুখী, আনন্দিতা।
  • হিবাত= দান করা।
  • হাদবা= লম্বা ভ্রুবিশিষ্টা।
  • হাদিয়াহ= উপহার।

 

আশা করি এই আর্টিকেলে আপনি আপনার মেয়ে শিশুর জন্য ইসলামিক নাম অর্থসহ খুঁজে পেয়েছেন। এখান থেকে আপনার যে নামটি পছন্দ হয়েছে সেটিকে নবজাতক সন্তানের নামকরণের জন্য ব্যবহার করতে পারেন। সাথে ছেলে শিশুর ইসলামিক নাম গুলো অর্থসহ দেখে নিন।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ । সকল অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নাম