অংকের ধাঁধা উত্তর সহ । মজার সব অংকের ধাঁধা

অংকের ধাঁধা উত্তর সহ । মজার সব অংকের ধাঁধা

আজকের এই আর্টিকেলে আমি আপনাদের কে অংকের ধাঁধা উত্তর সহ দেওয়ার চেষ্টা করবো। অংকের ধাঁধা আমাদের মানব মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং এর সাথে আমদের স্মৃতি শক্তি ও চিন্তা শক্তিকে সবল করে। নিয়মিত অংকের ধাঁধা প্রশ্ন ও উত্তর এর সমাধানের মাধ্যমে খুব সহজেই মস্তিষ্কের স্মৃতি শক্তিকে উন্নতি করা সম্ভব। নিচে বেশ কিছু অংকের ধাঁধা উত্তর সহ সহ দেওয়া হলো। এখান থেকে যেকোন ধাঁধা পছন্দ হলে আপনি আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের কে ধরতে পারেন। চলুন তাহলে অংকের ধাঁধা উত্তর সহ জেনে নেওয়া যাক–

আর্টিকেলটির সূচিপত্র

অংকের ধাঁধা উত্তর সহ

অংকের ধাঁধা এক প্রকার রহস্যপূর্ণ রচনা। মানুষের কৌতূহলী ও বিচক্ষণ মননের দ্বারা সৃষ্ট যে ছন্দবদ্ধ কৌশলী রচনায় শ্রোতার কাছে উত্তর জানতে চাওয়া হয় তাকেই ধাঁধা বলে। অর্থাৎ এতে একটি জিজ্ঞাসা থাকে এবং তার উত্তরটিও পরোক্ষভাবে এরই মধ্যে বিদ্যমান থাকে। মূল বিষয়কে আড়াল করে শব্দের জাল বুনে তা রচনা করা হয়। তাই উত্তরদাতাকে উপমা-রূপক-প্রতীকের সাহাজ্যে রহস্যভেদ করে বুঝে শুনে উত্তর দিতে হয়। আপনাদের সুবিধার্থে নিচে অংকের ধাঁধা উত্তর সহ তুলে ধরা হলোঃ-

১. ২০ টি আপেল এবং ১০ টি ঝুড়ি আছে। প্রতিটি ঝুড়িতে কতটি আপেল থাকবে?

উত্তরঃ ২ টি আপেল

২. যদি ৪ টি আইসক্রিম ২০ টাকা করে তাহলে ৫ টি আইসক্রিম কত টাকা করবে?

উত্তরঃ ২৫ টাকা
ব্যাখ্যা : একটির দাম ২০/৪ = ৫ তাহলে ৫ টি আইসক্রিমের দাম ৫x ৫=২৫

৩. ৩ গুণ ৫ যত?

উত্তরঃ ১৫

৪. যদি ২০ টি প্রাপ্তির মাধ্যমে ৪০ বৃদ্ধি হয়, তবে প্রতি প্রাপ্তির সাথে কতটি বৃদ্ধি হল?

উত্তরঃ ২ গুণ

৫. ১২৫ টি বড় গোলাপ সহ ৫ টি ছোট গোলাপ আছে। কতগুলি মোট গোলাপ আছে?

উত্তরঃ ১২৫ টি

অংকের ধাঁধা উত্তর সহ

৬. যদি ৬ টি পর্যায় সহ ১৮ বস্তি থাকে, তবে প্রত্যেক বস্তির সংখ্যা কত?

উত্তরঃ ৩

৭. ১৫ টি সংখ্যা আছে, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা যদি তৈরি করতে হয়, তবে কি সংখ্যা বড়?

উত্তরঃ ১৫ সংখ্যা বড়

৮. যদি ৩ সাঁতারে দিয়ে ৩ মিনিটে ৩ পিঠা তৈরি হয়, তবে ১০০ সাঁতারে কতটি পিঠা তৈরি হবে?

উত্তরঃ ৩ পিঠা
ব্যাখ্যা : ৩ মিনিট এ ৩ টি পিঠা তৈরী হওয়ার পর র পিঠা তৈরী হবেনা। কারণ সাঁতার বাড়ালে পিঠা বাড়বে না। সময় টাও বাড়াতে হবে।

৯. যদি ৫ লোক ৫ মিনিটে ৫ দোকানে পৌঁছে, তাদের ৫০ লোক কত সময়ে পৌঁছতে পারে?

উত্তরঃ ৫ মিনিটে

১০. আমি তিনটি অক্ষরের একটি শব্দ জানি। দুই যোগ এবং কম হবে?

উত্তরঃ “কয়েক” শব্দ

১১. দুই বাবা এবং দুই ছেলে একটা বেঞ্চে বসে আছে, অথচ সেখানে মাত্র তিনজন বসে আছে। কিভাবে?

উত্তরঃ তারা দাদা, পিতা এবং পুত্র

১২.  এগারো যোগ দুই সমান এক হলে, নয় যোগ পাঁচ সমান কী হবে?

উত্তরঃ ১১ টা বাজে ২ ঘন্টা = ১ টা, ৯ টা বাজে ৫ ঘন্টা = ২ টা

১৩. অলিভিয়া তার মেয়ের চেয়ে চারগুণ বয়সী। 20 বছরের মধ্যে, তিনি তার মেয়ের চেয়ে দ্বিগুণ বয়সী হবেন। তাদের বয়স কত?

উত্তরঃ অলিভিয়ার বয়স ৪০ এবং তার মেয়ের বয়স ১০

১৪. মরিয়মের চারটি কন্যা রয়েছে এবং তার প্রতিটি কন্যার একটি ভাই রয়েছে৷ মেরির কত সন্তান আছে?

উত্তরঃ পাঁচটি। প্রতিটি কন্যার একই অবিবাহিত ভাই আছে

১৫. কিভাবে আপনি পাঁচ থেকে দুটি দূরে নিতে পারেন এবং চারটি বাকি থাকতে পারেন?

উত্তরঃ পাঁচটি থেকে ২ টি অক্ষর F এবং E সরান এবং আপনার কাছে Iv আছে যেটি রোমান সংখ্যা IV।

১৬. একটি চার পায়ের টেবিলে, একজন ঠাকুমা, দুই মা, দুই মেয়ে এবং একটি নাতনি থাকে। টেবিলের নিচে কয়টি পা আছে?

উত্তরঃ ১০ টি পা টেবিলে বসে আছে ৩ জন। দাদী (যিনি একজন মা), তার মেয়ে (যিনি একজন মা এবং কন্যা), এবং একজন নাতনি (যিনি একজন কন্যা এবং নাতনিও)
সুতরাং টেবিলের ৪ পা এবং মানুষের ৬ পা ১০ করে।

১৭. ২০ মিটার গাভীর একটি কুয়ায় একটি শামুক বাস করে। শামুকটি প্রতিদিন দিনের বেলা কুয়ার গভীর থেকে ৫ মিটার উপরের দিকে উঠে আসে কিন্তু রাতের বেলা ৪ মিটার নিচের দিকে পিছলিয়ে যায়। শামুকটি কত দিন পর খাবারের সন্ধানে কুয়া থেকে বেরিয়ে আসতে পারবে?

উত্তরঃ ১৬ দিনে

অংকের ধাঁধা উত্তর সহ

১৮. নির্বাচনে মনোনিত প্রার্থী জয়লাভ করায় একটি মিছিলে ৩০০০ জন লোক সাইকেল ও রিকশায় চড়ে আনন্দ মিছিল করছিল। প্রতিটি সাইকেল ও প্রতিটি রিকশায় চালক সহ ২ জন করে লোক ছিল এবং ঐ মিছিলে যত গুলো সাইকেল ও রিকশা ছিল তার মোট চাকার সংখ্যা ছিল ৩৮০০ টি। ধাঁদার প্রশ্ন হলো, ঐ মিছিলে কতটি সাইকেল ও কতটি রিকশা ছিল?

উত্তরঃ ৭০০ টি সাইকেল ও ৮০০ টি রিকশা ছিলো

১৯. ১ = ১,
৪ = ৮,
৯ = ২৭,
১৬ = ৬৪,
২৫ = ১২৫,
??? = ???
পরের সমীকরণটি কি হবে বা ??? চিহ্ন এর স্থানে কি বসবে?

উত্তরঃ ৩৬= ২১৬

২০.

১ + ৪ = ৫,

৫ + ২ = ১২,

৩ + ৬ = ২১,

৭ + ৪ = ৩২,

১১ + ৮ = ???শেষ সমীকরণ টিতে ??? চিহ্ন এর জায়গাতে কত হবে?

উত্তরঃ ৯৬

২১. a-1 রাশিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তবে উৎপাদকে গুলো কি হবে?

উত্তরঃ (√a+1)(√a-1)

২২. ৫ ফুট লম্বা একটি দড়ির এক প্রান্তে একটি গরু বাধা আছে। ধাঁদার প্রশ্ন হলো, গরুটি তার থেকে ১৫ ফুট দূরে থাকা ঘাস কিভাবে খাবে?

উত্তরঃ গরুটি অপর প্রান্তে বাধা ছিলো না তাই সেখানে গিয়ে ঘাস খেতে পারবে।

২৩. ২ আর ২ কখন ৫ হয়?

উত্তরঃ গণিত ভুল হলে

২৪. এমন তিনটি স্বাভাবিক সংখ্যা বল যাদের যোগফলো যা গুণফলো তা।

উত্তরঃ ১,২,৩

২৫. এমন একটি স্বাভাবিক সংখ্যা বল যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা তার সাথে সেই সংখ্যা যোগ করলে গুণফল ও যোগফল একি হয়।

উত্তরঃ ২

২৬. ৩১ দিন সহ বছরের শেষ মাস কোনটি?

উত্তরঃ ডিসেম্বর

২৭. ৩৩৪×৭+৩৩৫ কোন সংখ্যার সমান?

উত্তরঃ ২৬৭৩

২৮. ১২০৩+৮০৬+৪০৯ কোন সংখ্যার সমান?

উত্তরঃ ২৪১৮

২৯. ব্যাংকে নগদ রেখে যে অর্থ উপার্জন করেন তাকে কী বলে?

উত্তরঃ স্বার্থ

৩০. কোন দুটি অক্ষর একটি মিলিমিটারের প্রতীক?

উত্তরঃ Mm

৩১. কত একর সমান এক বর্গ মাইল হয়?

উত্তরঃ ৬৪০

৩২. একটি সমকোণ সমান কত ডিগ্রি?

উত্তরঃ ৯০ ডিগ্রি

৩৩. পিথাগোরাস কোন আকার সম্পর্কে একটি তত্ত্ব তৈরি করেছিলেন?

উত্তরঃ ত্রিভুজ

৩৪. এক ভদ্রলোককে একটি ছেলে তার বয়স জিজ্ঞেস করেছিল। তিনি উত্তর দিলেন এ রকম করে
তোর যে দিনে জন্ম তখন আমার বয়সখানি, এখনকার তোর বয়সের সমান ছিল জানি। আরও বলি হোক না ক্রমে চৌদ্দ বছর গত। তোর বয়সটি হবে আমার এই বয়সের মতো। ভদ্রলোকটির বয়স কত?

উত্তরঃ ২৮ বছর

৩৫. বলো তো আমার কাছে কয়টি ফুল আছে? যদি ২টা বাদে সবগুলোই গোলাপ, ২টা বাদে সবগুলোই জুঁই এবং ২টা বাদে সবগুলোই রজনীগন্ধা হয়।

উত্তরঃ ৩ টা ফুল

৩৬. রাছেল সুপার মার্কেটে যায় এবং ১০ টি টমেটো কিনে নেয়। দুর্ভাগ্যবশত, বাড়ি ফেরার পথে, ৯ ব্যতীত সবাই ধ্বংস হয়ে যায়। কয়টি টমেটো ভালো অবস্থায় আছে?

উত্তরঃ ৯ টি

অংকের ধাঁধা উত্তর সহ

৩৭. ঢাকা থেকে চিটাগাং এর ট্রেন বেলা ২ টা থেকে ৩ টার মাঝে আসবে শুনে তাড়া হুড়ো করে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। স্টেশনে পৌছে বুঝতে পারলাম বাসা থেকে তাড়া হুড় করে রওনা দেওয়ায় মিনিটের কাটাকে ঘন্টা এবং ঘন্টার কাটাকে মিনিট ভেবে ফেলায় ঘড়িতে সঠিক সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখিয়েছে। এখন ধাঁধার প্রশ্ন হচ্ছে, বাসা থেকে বের হওয়ার সময় ঘড়ির সঠিক সময় কত ছিল?

উত্তরঃ ২ টা বেজে ৫ মিনিট

৩৮. যে কোনো স্থানে যোগ বিয়োগ গুণ ভাগ বসিয়ে চারটি ৯ ব্যবহার করে ১০০ বানাতে হবে, তাহলে উত্তর কি হবে?

উত্তরঃ ৯/৯+৯৯= ১০০

৩৯. একটি মেয়ের বয়স ১৬ হলেও সে এ পর্যন্ত তার জন্মদিন মাত্র ৪ বার করতে পেরেছে। ধাঁদার প্রশ্ন হলো, মেয়েটি এ পর্যন্ত মাত্র ৪ বার কেন জন্মদিন পালন করেছে এবং তার জন্ম দিন কত তারিখে?

উত্তরঃ ফেব্রুয়ারির ২৯ তারিখে জন্মদিন এবং ফেব্রুয়ারির ২৯ তারিখ ৪ বছর পর পর মাত্র একবার করে হয়।

৪০. 06, 68, 88,???, 98 ধাঁধার প্রশ্ন হলো,??? স্থানে কোন সংখ্যা হবে?

উত্তরঃ ৮৭ হবে, কারন খাতা উল্টা করে ধরলেও এটায় হবে।

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধুরা আপনাদের কাছ থেকে আশা করছি আজকের এই অংকের ধাঁধা উত্তর সহ আর্তিকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি চাইলে এখান থেকে কিছু অংকের ধাঁধা উত্তর সহ আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে মজা করতে পারেন। এই রকম আরও মজার মজার ধাধার আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

আরও ধাঁধাঁ শিখতেঃ-(pinterest)

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *