বিষহীন সাপ কামড়ালে কি হয় । বিষহীন সাপের কামড়ের লক্ষণ

বিষহীন সাপ কামড়ালে কি হয় । বিষহীন সাপের কামড়ের লক্ষণ

কিছু কিছু বিষহীন সাপ রয়েছে যেগুলো দেখতে বিষধর সাপের মতই। প্রতিবছর বিশ্বে অনেক মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং মারা যায়। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসব প্রায়ই ঘটে। তবে সাপে কাটলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণত চন্দ্রবোড়া, শঙ্খচূড়, গ্রীন ইট ভাইপার, রাসেল ভাইপার, কিং কোবরা ইত্যাদি বিষধর সাপ। তবে আমাদের দেশে এসব বিষধর সাপের চেয়ে বিষহীন সাপের সংখ্যা বেশি।

তাই আতঙ্কিত না হয়ে প্রতিবেদনটি পড়ুন এবং বিষহীন সাপ কামডড়ালে তার লক্ষণ ও করণিয় কি তা সম্পর্কে জানুন।

সাপের বিষে কি থাকে

সাপের বিষ হলো মূলত এক ধরনের লালা জাতীয় পদার্থ। এই লালা জাতীয় পদার্থের প্রধান উপাদান হলো প্রোটিন যা সাপের বিষের সবচেয়ে ক্ষতিকর উপাদান। এ উপাদানে শুধু প্রোটিন নয়, রয়েছে এনজাইম ও। এই এনজাইম সাপের বিষের একটি বড় ক্ষতির কারণ হতে পারে। বিষের মধ্যে থাকা উপাদান এনজাইম মানুষের দেহের কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিয়টাইড, ফসফোলিপিডকে ভাঙতে ভূমিকা রাখে।

এছাড়া এই বিষ রক্তের লোহিত কণিকা ভেঙে দেহের রক্তচাপ কমিয়ে দেয় এবং পেশির নিয়ন্ত্রণে বাধা প্রদান করে। প্রোটিনও এনজাইম ছাড়াও সাপের বিষে রয়েছে নিউরোটক্সিন ও জিংক সালফাইট এর মত অন্যান্য রাসায়নিক যৌগ যা খুবই বিষাক্ত এবং ক্ষতিকর একটি উপাদান।

বিষহীন সাপ কামড়ালে কি হয়

বিষহীন সাপে কামড়ালে তেমন কোন ক্ষতি হয় না। অনেকে গ্রামগঞ্জে বা রাতে অন্ধকারে রাস্তায় চলাচল করে থাকেন। এমন সময় সাপে কামড় দিতে পারে। রাতের অন্ধকারে কামড় দিলে তখন এটি নির্ধারণ করা মুশকিল হয়ে যায়। আসলে সাপ কামড় দিয়েছে নাকি পায়ে সুচ ফুটেছে। যদি বিষহীন সাপ কামড় দিয়ে থাকে তবে এর কিছু লক্ষণ দেখে বোঝা যাবে।

সে ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ মেনে চললে বা হাসপাতালে যোগাযোগ করলে এর সমাধান বেরিয়ে আসবে। বিষধর সাপের মত বিষহীন সাপ কামড়ালে শরীরের খুব একটা ক্ষতি হয় না। তারপরেও সবাইকে এ বিষয়ে সম্পর্কে সচেতন থাকা উচিত।

বিষহীন সাপ চেনার উপায়

বিষহীন সাপ চেনার উপায়

বিষহীন সাপ চেনার বেশ কিছু উপায় নিচে লক্ষ করুন:-

  • এসব সাপের চোখের মনি দেখতে অনেকটা গোল আকৃতির হয়।
  • এসব সাপের বিষদাত রয়েছে কিন্তু বিষ গ্রন্থি নেই।
  • বিষাক্ত সাপের মতো বিষহীন সাপের লম্বাটে বিষদাঁত নেই।

বিষহীন সাপের কামড়ের লক্ষন

  • বিষহীন সাপের কামড়ের দাগ অনেকটা হালকা হয়।
  • কামড়ের দাঁতের দাগ অনেকটা অর্ধচন্দ্রাকৃতির মত দেখা যায়।
  • এমন সাপ কামড়ালে খুব একটা জ্বালা-যন্ত্রণা হয় না যেমনটা বিষাক্ত সাপ কামড়ালে হয়।
  • এ ধরণের  সাপ কামড়ানোর পর ক্ষতস্থানটি নীল রংয়ের হতে পারে।
  • কামড়ানোর জায়গা অর্থাৎ ক্ষতস্থান থেকে হলদেটে একটা রস বা রক্ত ছড়িয়ে পড়তে পারে। বিষহীন সাপে কামড়ালে টাটকা রক্ত বের হয় যা জমাট বেঁধে কালচে রং এর হয়।

বিষহীন সাপ কামড়ালে করণীয়

বিষহীন সাপ কামড়ালে করণীয়

বিষহীন সাপ কামড়ালে যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তা নিচে লক্ষ করুন:-

  • প্রথমেই সাপটিকে ধরা বা ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। এতে করে বারবার কামড় খাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
  • কামড়ের স্থানটি কাটাকাটি বা অপসারণের চেষ্টা করবেন না।
  • ক্ষতস্থানটি সাবান বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ক্যাফেইন বা অ্যালকোহল পান করবেন না।
  • ব্যথারসাও ঔষধ গ্রহণ করবেন না যেমন এসপিরিন,প্যারাসিটামল,  আই বু প্রফেন ইত্যাদি খেলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।
    কামড়ের স্থান ফুলে গেলে সমস্ত আংটি ঘড়ি খুলে ফেলুন এবং টাইট পোশাক পড়া থাকলে তা খুলে আরামবাগ পোশাক পরিধান করুন।
  • সম্ভব হলে নিরাপদ দূরত্ব থেকে সাপের ছবি নিয়ে রাখুন। সাপ সনাক্ত করা গেলে সাপের কামড়ের চিকিৎসা করতে সুবিধা হয়।
  • মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করবেন না।
  • প্রথাগত প্রাথমিক চিকিৎসা পদ্ধতি ভেষজ ঔষধ এবং অন্যান্য অপ্রমানিত ও নিরাপদ প্রাথমিক চিকিৎসা এড়িয়ে চলুন।
  • আক্রান্ত ব্যক্তিকে সবার আগে ভয় কাটিয়ে সাহস দিতে হবে। বলতে হবে সাপের কামড়ের মধ্যে ৭০% রয়েছে নির্বিষ সাপ যা বেশি পরিমাণ বিষ ঢালতে পারে না।
  • ক্ষতস্থানের জায়গাটি স্থির রাখতে হবে নড়াচড়া করা যাবে না। নাড়াচাড়া করলে বিষ সারা দেহে ছড়িয়ে পড়তে পারে। এজন্য ক্ষতস্থানটি ব্যান্ডেজ বা কাপড় দিয়ে হালকা করে বেঁধে নিতে হবে।
  • ক্ষতস্থান টি বুকের থেকে নিচের দিকে রাখতে রাখতে হবে।
  • ক্ষতস্থানটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
  • এরপর রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যেখানে দিবারাত্রি ডাক্তার থাকে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। অবশ্যই যেটি কাছে হবে দ্রুত সেখানে নিয়ে যেতে হবে। হাসপাতালে যাওয়ার সাথে সাথে যে যে উপসর্গ বা লক্ষণ প্রকাশ পেয়েছে তা ডাক্তারকে জানাতে হবে।
  • বিশ্রাম করুন এবং শান্ত থাকুন।

সাপের কামড়ে প্রতিরোধ

সাপের কামড়ে প্রতিরোধ

সাপে কামড়ানোর সম্ভাবনা এড়াতে সাপের বসতি এলাকা এড়িয়ে চলাই শ্রেয়। তারপরও অনেক সময় সেটি সম্ভব না হলে সাপের কামড় এড়াতে নিচের পদক্ষেপ গুলো মেনে চলুনঃ-

  • সাপ থাকতে পারে এমন জায়গাগুলি এড়িয়ে চলুন। আপনি যদি কোথাও সাপ দেখতে পান ধীরে ধীরে এটি থেকে দূরে সরে যান এবং ভুলেও এটিকে মারা বা বিরক্ত করার চেষ্টা করবেন না।
  • লম্বা ঘাস জাতীয় এলাকায় গেলে মোটা চামড়ার বুট ব্যবহার করুন যাতে করে সাপের কামড় পায়ে না লাগে।
  • রাতে বাইরে হাঁটার সময় একটি টর্চ লাইট ব্যবহার করুন।
  • বাড়িতে সাপ দেখতে পেলে দ্রুত প্রাণী নিয়ন্ত্রণ সংস্থা কে ফোন করুন।

বিষহীন সাপ কামড়ালে কি হয়, এর করণীয়, লক্ষন সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি আপনি উপকৃত হয়েছেন।

সোর্সঃ উইকি

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের পরিচয় ও বিষাক্ত সাপ কামড়ালে করণীয়

রাসেল ভাইপার সাপ কিভাবে চিনবেন । রাসেল ভাইপার নিয়ে যত অজানা তথ্য