ঢাকা মেট্রোরেল সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৪

ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৪ [Updated]

আপনারা যারা অনলাইনে গিয়ে ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা খোঁজ করে থাকেন, তাদের জন্য আমি আজকের এই আর্টিকেলে জানাবো, ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সমূহ। ঢাকা মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আপনারা যারা ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে চান, তারা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন-

ঢাকা মেট্রোরেল

ঢাকা মেট্রোরেল

ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।

ঢাকা মেট্রোরেল সময়সূচি ও ভাড়ার তালিকা

ঢাকা মেট্রোরেলের সময়সূচি

মেট্রোরেল কতৃপক্ষ, ঢাকা মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে ও মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে একটি নির্দিষ্ট সূচি প্রকাশ করেছে। সে অনুযায়ী ঢাকা মেট্রোরেলের সময়সূচি সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত। আসুন জেনে নেই ঢাকা মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য সমূহ-

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • সকাল ১১.০১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত, ১২ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।

শনিবারের Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত, ১২ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • সকাল ১১.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি অতিরিক্ত মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass/Rapid Pass ধারী যাত্রীগণ চলাচল করতে পারবে।

ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা

ঢাকা মেট্রোরেলের ভাড়ার তালিকা

ঢাকা মেট্রোরেলে চড়তে হলে অবশ্যই টিকিট কেটে ভাড়া মিটাতে হবে। মেট্রোরেলের ভাড়া দূরত্ব অনুযায়ী নির্ধারিত হয়েছে। প্রতি কিলোমিটারে জনপ্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ভাড়া মওকুফ করা হয়েছে। আর প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

উৎস  গন্তব্য  টিকিট মূল্য 
উত্তরা নর্থ থেকে উত্তরা সেন্টার ২০ টাকা
উত্তরা নর্থ থেকে উত্তরা সাউথ ২০ টাকা
উত্তরা নর্থ থেকে পল্লবী ৩০ টাকা
উত্তরা নর্থ থেকে মিরপুর-১১ নম্বর ৩০ টাকা
উত্তরা নর্থ থেকে মিরপুর-১০ নম্বর ৪০ টাকা
উত্তরা নর্থ থেকে কাজীপাড়া ৪০ টাকা
উত্তরা নর্থ থেকে শেওড়াপাড়া ৫০ টাকা
উত্তরা নর্থ থেকে আগারগাঁও ৬০ টাকা
উত্তরা নর্থ থেকে বিজয়সরনী ৬০ টাকা
উত্তরা নর্থ থেকে ফার্মগেট ৭০ টাকা
উত্তরা নর্থ থেকে কারওয়ানবাজার ৮০ টাকা
উত্তরা নর্থ থেকে শাহবাগ ৮০ টাকা
উত্তরা নর্থ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০ টাকা
উত্তরা নর্থ থেকে সচিবালয় ৯০ টাকা
উত্তরা নর্থ থেকে মতিঝিল ১০০ টাকা
উত্তরা নর্থ থেকে কমলাপুর ১০০ টাকা

বিদ্রঃ কমলাপুর স্টেশন থেকে উত্তরার দিকে যেতে ভাড়ার তালিকা একই হারে নির্ধারিত হবে।

ঢাকা মেট্রোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ

ঢাকা মেট্রোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ

ঢাকা মেট্রোরেল ব্যবস্থা ঢাকা শহরের গতিশীলতাকে ব্যাপকভাবে উন্নত করবে, ভ্রমণের সময় হ্রাস করবে এবং বায়ুর গুণমান উন্নত করবে । ফলে শহরের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। নিচে ঢাকা মেট্রোরেল প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো, আপনারা চাইলে পড়ে নিতে পারেন-

  • প্রথম কাজ শুরু হয় – ২০১৭ সালে।
  • সহযোগী প্রতিষ্ঠান জাইকা – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
  • মেট্রো প্রকল্পের ব্যায়ের পরিমান ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
  • মেট্রোর সবোর্চ গতি ১০০কিমি/ঘন্টা পর্যন্ত হবে।
  • মেট্রোর ভাড়া সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত হবে।
  • মেট্রো রেলপথের দৈর্ঘ্য উত্তরা স্টেশন থেকে কমলাপুর প্রায় ২২ কিলোমিটার।
  • মোট ষ্টেশন সংখ্যা ১৭ টি (উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ,পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর)।
  • মেট্রোর যাত্রী পরিবহন ক্ষমতা সর্বোচ্চ প্রতি ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ।
  • শীতাতপ নিয়ন্ত্রন মেট্রোর প্রতিটি কোচ এসি সংযুক্ত হবে।
    সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার)।
  • অর্থ বন্টন বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।
  • সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার)।

সর্বশেষ কথা

আশা করছি আজকের এই আর্টিকেল থেকে ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার সোস্যাল সাইটে শেয়ার করতে পারেন। এই রকম আরও মেগা প্রকল্প সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের এই সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও পরুনঃ- অনলাইনে ট্রেন টিকিট কাটার পদ্ধতি

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর