টেলিটক আগামীঃ আগামী সিম কিভাবে নিবেন ও অফার

টেলিটক আগামীঃ আগামী সিম কিভাবে নিবেন ও অফার

টেলিটক আগামী সিম সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন বা অনলাইনে গিয়ে খোঁজাখুঁজি করতেছেন তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি। টেলিটক আগামী সিম কিভাবে নিবেন বা রেজিস্ট্রেশন করবেন এবং টেলিটক আগামী সিমের অফার সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। টেলিটক আগামী সিম কিভাবে নিবেন ও অফার সম্পর্কে বিস্তারিত জানার আগে জেনে নেই টেলিটক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য-

টেলিটক

টেলিটক

টেলিটক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং একমাত্র দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবা দানকারী প্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বাংলাদেশের শহরাঞ্চল ও গ্রামীণ জনপদের পাশাপাশি হাওর, সুন্দরবন, বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপ জনপদ, বিভিন্ন পর্যটন এলাকা ও পার্বত্য চট্টগ্রাম-এর অনেক দুর্গম জায়গাতে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক পরিসেবা চালু রয়েছে। আগস্ট ২০২১ অনুযায়ী, টেলিটক বাংলাদেশের চতুর্থ বৃহৎ মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ৬২ লাখ।

টেলিটক আগামী সিম কারা নিতে পারবে

টেলিটক আগামী সিম কারা নিতে পারবে

টেলিটক বাংলাদেশে একমাত্র সরকারি মোবাইল অপারেটর। তাই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে টেলিটক আগামী সিম। টেলিটক আগামী সিম নিতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্টুডেন্ট হতে হবে। শুধু স্টুডেন্ট হলেই হবে না, সকল পাবলিক পরীক্ষ্লিকভাল রেজাল্ট করতে হবে। আসুন টেলিটক আগামী সিম কারা নিতে পারবে জেনে নেই বিস্তারিত-

  • ২০১৮ সালে এসএসসি তে জিপিএ ৫.০০ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী টেলিটক আগামী সিম ক্রয় করতে পারবে।
  • ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ ৫.০০ প্রাপ্ত যে সকল ছাত্র-ছাত্রী পূর্বে আগামী সিম গ্রহণ করেন নাই তারা আবেদন করতে পারবে।
  • ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয়ে প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।

আরও জানতে ভিজিটঃ-  www.teletalk.com.bd

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন পদ্ধতি

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন পদ্ধতি

টেলিটক আগামী সিম ক্রয় এর জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে ক্রয় করতে হবে। টেলিটক আগামী সিম ক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন এর জন্য আপনার যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে; আগামী স্পেস বোর্ডের প্রথম তিন সংকেত স্পেস পাসিং ইয়ার স্পেস আপনার কন্টাক্ট নাম্বার স্পেস যে জায়গা থেকে সিম উত্তোলন করতে চান এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। তাছাড়া অনলাইন থেকেও টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। নিচে আপনাদের সুবিধার্থে উদাহরণ সহ তুলে ধরা হলো-

  • প্রথমে, আপনাকে যেকোন টেলিটক নাম্বার থেকে  জিপিএ<স্পেস>বোর্ড<স্পেস> রোল <স্পেস>এসএসসি পাসিং ইয়ার<স্পেস>মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷
  • উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015********।
  • টেলিটক গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
  • যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷
  • এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য agami.teletalk.com.bd ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷
  • অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
  • গ্রাহকগণ টেলিটকের agami.teletalk.com.bd/public/saf_form.pdf থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ করতে পারবে৷

সিম উত্তোলনের সময় যে ডুকুমেন্ট গুলো আনতে হবে

সিম উত্তোলনের সময় টেলিটক গ্রাহককে অবশ্যই প্রয়োজনীয় ডুকুমেন্ট গুলো সাথে আনতে হবে। কেননা ডুকুমেন্ট ছাড়া আপনি কোন নতুন সিম উত্তোলন করতে পারবেন না। যে ডুকুমেন্ট গুলো আনতে হবে তা নিচে পয়েন্ট আকারে তুলে ধরা হলো-

  • অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি।
  • এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মূল কপি এবং ফটোকপি।
  • যার নামে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার ২ কপি ছবি।
  • টেলিটক আগামী সিম যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি।
  • অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ USER REGISTRATION FORM এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার কেয়ার থেকে USER REGISTRATION FORM সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে।

টেলিটক আগামী সিমের অফার

টেলিটক আগামী সিমের অফার

টেলিটক অফার ২০২৪ এর সব থেকে সেরা অফার টেলিটক আগামী সিমের অফার। টেলিটক বাংলাদেশের অন্যান্য মোবাইল অপারেটর থেকে সস্তা দামে ইন্টারনেট প্যাকেজ ও মিনিট প্যাকেজ সরবরাহ করে থাকে। আপনারা যারা টেলিটক আগামি সিমের অফার সম্পর্কে জানতে চান, তাদের জন্য নিচে আগামী সিমের ইন্টারনেট এর কয়েকটি অফার দেওয়া হলো-

আগামী সিমের ইন্টারনেট অফার

টেলিটক বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রী কথা ভেবে তাদের আগামী সিমের ইন্টারনেট অফার চালু করেছে। বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে অনেক শিক্ষা কার্যক্রম চালু আছে। এর জন্য বর্তমান যুগের ছাত্র ছাত্রীদের সব সময় ইন্টারনেট সাথে সংযুক্ত থাকতে হয়। তাই বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী সিমের ইন্টারনেট অফার চালু করা হয়েছে। অফার গুলো নিচে উল্লেখ করা হলো-

অফার টাকা মেয়াদ কোড
১ জিবি ২২ টাকা ৭ দিন *১১১*৬০০#
১ জিবি ৪৫ টাকা ৩০ দিন *১১১*৬০১#
২ জিবি ৮১ টাকা ৩০ দিন *১১১*৬০২#
৩ জিবি ৫৫ টাকা ১০ দিন *১১১*৬০৩#
৫ জিবি ৯১ টাকা ১৫ দিন *১১১*৬০৫#
১০ জিবি ১৭৭ টাকা ৩০ দিন *১১১*৬১০#

টেলিটক আগামী সিমের রিচার্জ অফার

টেলিটক আগামী সিম আকর্ষণীয় রিচার্জ অফার দিয়ে থাকে। নিচে কয়েকটি টেলিটক আগামী সিমের রিচার্জ অফার গুলো দেওয়া হলো। এই অফারের আওতায় টেলিটক আগামী সিমের মিনিট এবং এসএমএস অফার গুলোও অন্তর্ভুক্ত থাকছে।

  • সিম চালু হওয়ার পর ১০০ টাকা রিচার্জে থাকছে ৩০ দিন মেয়াদে- ফ্রি ১০০ মিনিট টকটাইম, ফ্রি ৫ জিবি ডাটা এবং ফ্রি ১০০ এস এম এস। রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।
  • সিম চালু করার পর স্টার্ট আপ বোনাসটি কেবল একবারেই পাওয়া যাবে।
  • গ্রাহকের ইন্টারনেট ব্যালেন্স শেষ হবার পর পে-পার-ইউজ রেট প্রযোজ্য হবে। পে পার ইউজ রেট- ১৫ কেবি/ ১ পয়সা (সর্বোচ্চ ৫ টাকা)।
  • ২৫ টাকা রিচার্জে- গ্রাহক পাবেন ফ্রি ২৫মিনিট (অননেট), ২৫ এসএমএস (অননেট) ও ৫০ এমবি (মেয়াদ ৩ দিন) । রিচার্জকৃত ২৫ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে।

শেষ কথা

আশা করছি এই আর্টিকেল থেকে টেলিটক আগামি সিম কিভাবে নিবেন ও অফার সম্পর্কে  বিস্তারিত জানতে পেরেছেন। আপনার কাছে যদি আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। টেলিটক সিমের অন্যান্য সকল অফার পেতে আমাদের এই সাইটটি ভিজিট করতে পারেন। পরবর্তিতে আমাদের অন্যান্য আর্টিকেল সবার আগে পেতে এই সাইটটি সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

টেলিকম সম্পৃক্ত আরও পোস্ট পড়তে আমাদের সাইট ভিজিট করুন

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৪