গুগল ক্রোম _ wirebd.com

গুগল ক্রোম ব্রাউজারের যে ১০টি গোপন ট্রিক্স আপনাকে জানতেই হবে

গুগল ক্রোম এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড বা অন্য যেকোনো ডিভাইস সবজায়গাতেই আমরা গুগল ক্রোম ব্যবহার করি। ক্রোমের অনেক ফিচার বা শর্টকাট আছে যেগুলো না জানার কারণে আমরা গুগল ক্রোমের ফুল পটেনশিয়াল ব্যবহার করতে পারি না। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে গুগল ক্রোমের ১০ টি চমৎকার গোপন ট্রিক্স শেয়ার করবো যেগুলো জানার পরে আপনার ইন্টারনেট ব্রাউজিং অনেক বেশি সহজ হয়ে যাবে-

গুগল ক্রোম ব্রাউজারের ১০টি গোপন ট্রিক্স:

ক্রোম ব্রাউজারের অনেক ট্রিক্স আছে যা সবাই জানে না, অথবা খুবই কম জানে। তো আজকে আমি আপনাদের এই ব্রাউজারের সেরা ১০টি গোপন ট্রিক্স ও কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে বিস্তারিত ভাবে বলব। তাহলে চলুন ক্রোমের গোপন ট্রিক্স গুলো জেনে নেই-

ট্যাব গ্রুপিং করাঃ

অনেকেই আছে ৫০-৬০ টি ট্যাব একসাথে ওপেন করে ইন্টারনেট ব্যবহার করেন। তখন ট্যাবগুলো অনেক ছোট হয়ে যায়, ট্যাব সুইচ করার সময় ভুলক্রমে ট্যাব কেটে যায়। এটি দেখতে যেমন ভালো লাগে না, তেমনি প্রয়োজনীয় ট্যাব খুজে পেতেও অনেক বেশি ঝামেলা হয়। এরকম পরিস্থিতে আপনি ট্যাবগুলির জন্য আলাদা আলাদা গ্রুপ করতে পারেন। যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার ৫ টি ট্যাব যদি ওপেন থাকে সেগুলকে সোশ্যাল মিডিয়া নাম দিয়ে একসাথে গ্রুপ করতে পারেন। এতে করে ট্যাবের পরিমান কমে যাবে এবং খুজে পাওয়াও সহজ হবে। এজন্য-

  • যে কোন ট্যাবের ওপরে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করলে “Add tab to new group” অপশন পাবেন।

ট্যাব গ্রুপিং করা

  • তারপর গ্রুপের নাম ও পছন্দমতো রং দিয়ে গ্রুপ তৈরি করতে পারেন।
  • তারপরে আপনি এই গ্রুপে আরও ট্যাব অ্যাড করতে চাইলে জাস্ট যেকোনো ট্যাবের রাইট বাটনে ক্লিক করলে আপনার তৈরি করা গ্রুপটির অপশন শো করবে।
  • আপনি চাইলে আপনার তৈরি করা গ্রুপের সবগুলো ট্যাবকে নতুন উইন্ডোতে আনতে পারবেন।

গ্রুপিং ফিচারটা অনেক বেশি হেল্পফুল। সময় বাঁচাতে ও ওয়েব ব্রাউজিং এক্সপেরিয়েন্স আরো বেশি ভালো করার জন্য এটি ব্যবহার করে দেখতে পারেন।

টেক্সট হাইলাইট করে লিংক পাঠানো:

মনে করেন, কোন একজনকে একটি আর্টিকেলের স্পেসিফিক অংশ পড়তে দিতে চাচ্ছেন কিন্তু আসলে তাকে বুঝাতে পারছেন না যে কোন অংশটুকু পড়বে। এক্ষেত্রে আপনি আর্টিকেলের সেই অংশটুকু হাইলাইট করে তার কাছে লিংক পাঠাতে পারেন। এজন্য-

  • আর্টিকেলের স্পেসিফিক অংশটুকু সিলেক্ট করে মাউস এর রাইট বাটনে ক্লিক করলে “Copy link to highlight” অপশন পাবেন।

টেক্সট হাইলাইট করে লিংক পাঠানো

  • তারপরে লিংক কপি করে পাঠালে যখন কেউ সেই লিংক ওপেন করবে তখন আপনি যে স্পেসিফিক অংশটুকু সিলেক্ট করেছেন সেই অংশটুকু হাইলাইট হয়ে থাকবে।

সিঙ্ক্রোনাইজেশন:

গুগল ক্রোমের কাজের একটি ফিচার হল সিনক্রোনাইজেশন। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আলাদা আলাদা ডিভাইসে আপনার ক্রোমের ব্রাউজিং হিস্টোরি, বুকমার্ক, সেভ করা পাসওয়ার্ড, লোকেশন, অটোফিল ইত্যাদি সিনক্রোনাইজ করে ব্যবহার করতে পারবেন। এজন্য-

  • ডেস্কটপে গুগল ক্রোমের বামদিকে উপরে প্রোফাইল আইকন আছে, সেখানে ক্লিক করে “Turn on sync” অপশনটি সিলেক্ট করতে হবে

সিঙ্ক্রোনাইজেশন

  • তারপর জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে বলবে। আপনার জিমেইল একাউন্ট ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে মূলত আপনার সব ব্রাউজিং ডাটা সিনক্রোনাইজ হয়ে যাবে।

সিঙ্ক্রোনাইজেশন

এরপর আপনি আপনার যেকোনো ডিভাইস থেকে গুগল ক্রোম ব্যবহার করেন না কেন ব্রাউজিং হিস্টোরি, বুকমার্ক, সেভ করা পাসওয়ার্ড সবকিছু সহজেই পেয়ে যাবেন। এক্ষেত্রে একটি মজার বিষয় হচ্ছে আপনি যদি অন্য কারো গুগল ক্রোম ব্রাউজারে আপনার জিমেইল লগইন করেন তাহলে আপনার সব ডিটেলস সে ব্রাউজারে সিনক্রোনাইজ হয়ে যাবে এবং এরপর যদি আপনি সেখান থেকে লগ আউট করে দেন তাহলে আবার সব ডাটা মুছে যাবে। তো অন্য কারো ব্রাউজার ব্যবহার করে লগ আউট করার পর সেখানে ইনফরমেশন থেকে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।

ট্যাব পিন করা:

আপনি যখন ব্রাউজারে অনেক বেশি ট্যাব নিয়ে কাজ করবেন তখন আপনার প্রয়োজনীয় ট্যাবগুলো পিন করে রাখলে সেগুলো খুঁজে পাওয়া অনেক সহজ হবে। এছাড়া পিন করা ট্যাবগুলি সাধারণ ট্যাবের তুলনায় কম জায়গা নেয় এবং সহজে কেটে যায় না। ট্যাব পিন করার জন্য-

  • আপনি যেই ট্যাব পিন করবেন তার ওপরে মাউস নিয়ে রাইট ক্লিক করলে “Pin” অপশন পাওয়া যাবে। Pin এ ক্লিক করলে ট্যাবটি পিন হয়ে যাবে।

 

 

ক্রোমের ট্যাব রিস্টোর করা:

ইন্টারনেট ব্রাউজিং এর সময় যদি ভুলক্রমে কোন ট্যাব ক্লোজ করে ফেলেন তাহলে সেটাকে আবার পুনরায় রিস্টোর করতে পারবেন । এজন্য-

  • কি বোর্ড শর্টকাট  Shift + Ctrl + T

এই একই কাজ আপনি গুগল ক্রোমের ট্যাব বার থেকেও করতে পারেন। এজন্য-

  • ক্রোমের ট্যাব বার এ মাউস নিয়ে রাইট ক্লিক করলে Restore অপশন পাবেন, Restore এ ক্লিক করলে ক্লোজ করা বা কেটে দেওয়া ট্যাব গুলো পুনরায় রিস্টোর হয়ে যাবে।

ক্রোমের ট্যাব রিস্টোর করা

গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার:

গুগল ক্রোমের একটা দুর্নাম আছে যে অনেক বেশি র‌্যাম ও সিপিউ ব্যবহার করে। আপনি যদি জানতে চান গুগল ক্রোমের কোন ট্যাব বা কোন এক্সটেনশনটা বেশি র‌্যাম ব্যবহার করছে সেটা জানার জন্য ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে, এজন্য-

  • ক্রোম ব্রাউজার ওপেন থাকা অবস্থায় কি-বোর্ডের  Shift + Esc চাপতে হবে।

গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার

তাহলে আপনি দেখতে পাবেন কোন ট্যাব বা এক্সটেনশন বেশি র‌্যাম ব্যবহার করছে। যদি এখানে দেখেন কোনো ট্যাব অতিরিক্ত পরিমাণে র‌্যাম ব্যবহার করছে তা হলে সেই ট্যাব বন্ধ করে দিতে পারেন।

গুগল ক্রোম ফ্লাগস:

গুগল ক্রোম ফ্লাগস যে ফিচারগুলো থাকে সেগুলো ক্রোমের এক্সপেরিমেন্টাল বা বেটা ফিচার। এর মধ্যে কিছু ফিচার আছে যেগুলো কাজের। ক্রোম ফ্লাগস এর ফিচারগুলো ব্যবহার করার জন্য-

  • ব্রাউজার লিখতে হবে chrome://flags তাহলে এক্সপেরিমেন্টাল ফিচারগুলোর লিস্ট চলে আসবে।

গুগল ক্রোম ফ্লাগস

এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফিচারটি ব্যবহার করতে পারেন। কোন ফিচার সম্পর্কে ভালভাবে বুঝতে না পারলে সেটা ব্যবহার করার চেষ্টা না করাই ভালো। তবে প্যারালাল ডাউনলোড ফিচারটি চেক করে দেখতে পারেন, যেটা আমি নিজেও ব্যবহার করি। এই ফিচারটি অনেকটা IDM এর মত একটি ফাইলকে টুকরো টুকরো করে ডাউনলোড করে। ফলে তুলনামূলকভাবে ডাউনলোড স্পিড কিছুটা বেশি পাওয়া যায়।

শব্দ বা বাক্য সার্চ করাঃ

গুগলে ব্রাউজ করার সময় আমরা এমন কিছু শব্দ বা বাক্য পাই যেটা সম্পর্কে হয়ত আরো বেশি জানতে চাই, এক্ষেত্রে অনেকেই সেই শব্দ বা বাক্যটি কপি করে নতুন ট্যাব খুলে সেখানে সার্চ করে। এই প্রসেসটাকে খুব সহজেই গুগল ক্রোম ব্যবহার করে শর্ট করা যায়। এজন্য-

  • যেই শব্দ বা বাক্যটি সার্চ করবেন সেটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে “Search google for” অপশন পেয়ে যাবেন।
  • সেখানে ক্লিক করলে নতুন ট্যাব ওপেন হবে এবং গুগলে গিয়ে সেই শব্দ বা বাক্যটা সার্চ হয়ে যাবে।

শব্দ বা বাক্য সার্চ করা

স্পেসিফিক কিছু ওয়েবসাইট ওপেন করা:

আমরা অনেকেই কিছু ওয়েবসাইট যেমন Facebook, Youtube বা অন্যান্য কাজের কোন ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করে থাকি। আপনি চাইলেই ক্রোম ওপেন করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় সাইটগুলো ক্রোমে ওপেন করতে পারবেন। এজন্য-

  • গুগল ক্রোমের সেটিং থেকে “On startup” এ ক্লিক করবেন,

On startup

  • এরপরে “Open a specific page or set of pages” অপশনটিতে ক্লিক করে “Add a new page” থেকে আপনার প্রয়োজনীয় সাইট গুলোর লিংক এড করে দিন।

Add a new page

আপনি যখন ক্রোম ক্লোজ করে আবার ওপেন করবেন তখন যে সাইটের লিংকগুলো এড করেছেন সেগুলো ক্রোম ওপেন হওয়ার সাথে ওপেন হবে।

আমি মনে করি এতক্ষণ পর্যন্ত যেসকল গুগল ক্রোম ট্রিক্স নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অনেকে কিছু জানতেন আবার অনেকে জানতেন না। আশা করি এই গোপন ট্রিক্স বা ফিচারগুলো ব্যবহার করে আপনার ইন্টারনেট ব্রাউজিং আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *