গ্রামীণফোন মিনিট অফার ২০২৪ । গ্রামীণফোন রিচার্জ, বান্ডেল ও স্পেশাল মিনিট অফার

গ্রামীণফোন মিনিট অফার ২০২৪ । গ্রামীণফোন রিচার্জ, বান্ডেল ও স্পেশাল মিনিট অফার

আজকে আমরা আপনাদের সাথে গ্রামীণফোন মিনিট অফার ২০২৪ নিয়ে আলোচনা করবো। কারণ, গ্রামীণফোন দিচ্ছে তাদের সকল গ্রাহকদের জন্য বিশেষ মিনিট অফার। সেখান থেকে আপনিও পেতে পারেন গ্রামীণফোন রিচার্জ, বান্ডেল ও স্পেশাল মিনিট অফার। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি সিম অপারেটর হচ্ছে গ্রামীণফোন। তাই গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে সেবা নিশ্চিত করতে।আপনি শহর বলেন বা গ্রাম, যুবক অথবা বৃদ্ধ প্রায় সব ধরণের মানুষের কাছে গ্রামীণফোন সিমটি অনেক বেশি জনপ্রিয়।

গ্রামীণফোন সিমের জনপ্রিয়তা অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা উন্নত মানের ভালো নেটওয়ার্ক প্রোভাইড করে। বর্তমান সময়ে প্রায় সকল সিম অপারেটর কল রেট বাড়িয়ে দিয়েছে, যার জন্য গ্রামীণফোন সবসময় চেষ্টা করেছে আকর্ষণীয় নতুন কিছু মিনিট অফার যুক্ত করার জন্য। অর্থাৎ আপনি কম টাকায় বেশি মিনিট কিনতে পারবেন এবং আপনি তার মাধ্যমে সকল অপারেটরের সবার সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক গ্রামীণফোন মিনিট অফার ২০২৪ সম্পর্কে বিস্তারিত-

গ্রামীণফোন পরিচিত

গ্রামীণফোন পরিচিত

গ্রামীণফোন হল নরওয়ের কোম্পানি টেলিনর এর জিএসএম ভিত্তিক একটি মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি। যা বাংলাদেশে ও টেলিকমিউনিকেশন বা টেলিযোগাযোগ এর সেবা প্রদান করে থাকে। বাংলাদেশে ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে টেলিযোগাযোগ সেবা কার্যক্রম শুরু করে এই প্রতিষ্ঠানটি। আর বাংলাদেশে এই গ্রামীনফোনের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর ইউনুস।

গ্রামীণফোন মিনিট অফার ২০২৪

গ্রামীণফোন সিম অপারেটর তাদের সকল গ্রাহকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন মিনিট অফার ও প্যাকেজ চালু করে থাকে। গ্রামীণফোন মিনিট অফার ২০২৪ সম্পর্কিত গ্রামীণফোন রিচার্জ, বান্ডেল ও স্পেশাল মিনিট অফার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো, যাতে করে আপনারা এই জনপ্রিয় গ্রামীণফোন মিনিট অফার থেকে খুব সহজেই যেকোন একটি প্যাকেজ ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেই গ্রামীণফোন মিনিট অফার গুলো কি কি-

জিপি রিচার্জ মিনিট অফার

জিপি রিচার্জ মিনিট অফার

গ্রামীণফোন বা জিপি রিচার্জ মিনিট অফার ২০২৪ সম্পর্কে আপনারা যারা জানতে চেয়েছেন তাদের জন্য নিম্নে জিপি রিচার্জ এর মাধ্যমে যে সকল মিনিট অফার গুলো উপভোগ করা যায় তা বিস্তারিত আলোচনা করা হলো-

 টাকা মিনিট মেয়াদ
১৪ টাকা ২৩ মিনিট ১৬ ঘন্টা
২৪ টাকা ৪০ মিনিট ২৪ ঘন্টা
৪৪ টাকা ৭০ মিনিট ৪ দিন
৫৩ টাকা ৮৫ মিনিট ৭ দিন
৫৯ টাকা ১০০ মিনিট ৭ দিন
৭৮ টাকা ১২৫ মিনিট ৭ দিন
৯৯ টাকা ১৬০ মিনিট ৭ দিন
১১৭ টাকা ২০০ মিনিট ১০  দিন
১৯৯ টাকা ৩৩০ মিনিট ৩০ দিন
২৩৩ টাকা ৪০০ মিনিট ১৫ দিন
২৮৮ টাকা ৫০০ মিনিট ৩০ দিন

গ্রামীণফোন বান্ডেল মিনিট অফার

গ্রামীণফোন বান্ডেল মিনিট অফার

গ্রামীণফোন সবসময় তার গ্রাহকদের কথা চিন্তা করেই বিভিন্ন বান্ডেল মিনিট অফার দিয়ে থাকে। আপনারা যারা জিপি সিম বা গ্রামীণফোন বান্ডেল মিনিট অফার কিনে থাকেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য এখানে জিপি বান্ডেল মিনিট অফার এবং অফারের কোড সহ দেওয়া হলো। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বান্ডেল মিনিট অফার ক্রয় করে ব্যবহার করতে পারবেন।

টাকা মিনিট মেয়াদ
২১৮ টাকা ৩০০ মিনিট ৩০ দিন
২৮৮ টাকা ৩৭৫ মিনিট ৩০ দিন
২৯৯ টাকা ৪৫০ মিনিট ৩০ দিন
৩১৮ টাকা ৫০০ মিনিট  ৩০ দিন
৩৪৮ টাকা ৫৫০ মিনিট  ৩০ দিন
৩৯৮ টাকা ৬৫০ মিনিট  ৩০ দিন
৪৮৮ টাকা ৮০০ মিনিট  ৩০ দিন
৬৩৯ টাকা ১০৫০ মিনিট  ৩০ দিন
৮৯৯ টাকা ১৪৯৯ মিনিট  ৩০ দিন

জিপি স্পেশাল মিনিট অফার

জিপি স্পেশাল মিনিট অফার

আপনারা যারা গ্রামীণফোন সিম ব্যবহারকারী তাদের জন্য গ্রামীণ সিম কোম্পানি ২০২৪ সালে স্পেশাল গ্রামীণফোন মিনিট অফার নিয়ে এসেছে। স্পেশাল গ্রামীণফোন মিনিট অফারে আপনারা পাচ্ছেন কম টাকায় বেশি মিনিট এবং অনেক দিন ব্যবহারের সুযোগ। তাই দেরি না করে আপনারা লুফে নিতে পারেন স্পেশাল গ্রামীণফোন মিনিট অফার সমূহ। কত টাকা দিয়ে কত মিনিট কত দিন মেয়াদে ক্রয় করবেন, যদি না জেনে থাকেন তাহলে এই আর্টিকেল পড়তে থাকুন আর জেনে নিন জিপি স্পেশাল মিনিট অফার সমূহ গুলো কি কি-

টাকা /রিচার্জ অফার/ মিনিট মেয়াদ কোড
৫ টাকা ৮ মিনিট ৪ ঘণ্টা *১২১*৪০২২#
৭ টাকা ১১ মিনিট ৪ ঘণ্টা *১২১*৪০২৩#
১৪ টাকা ১৮ মিনিট ১২ ঘণ্টা *১২১*৪০০১#
১৯ টাকা ২৭ মিনিট ২৪ ঘণ্টা *১২১*৪৪০২#
২৯ টাকা ৪৫ মিনিট ৩ দিন *১২১*৪৪০৫#
৪৮ টাকা ৮০ মিনিট ৩ দিন *১২১*৪৪০৬#
৫৯ টাকা ৮০ মিনিট ৫ দিন *১২১*৪২০৫#
৭৪ টাকা ১১০ মিনিট ৭ দিন *১২১*৪৪০৩#
১০৮ টাকা ১৮০ মিনিট ৭ দিন *১২১*৩২৬০#
১২৪ টাকা ২০০ মিনিট ৭ দিন *১২১*৪৪০৭#
১২৮ টাকা ২১০ মিনিট ৭ দিন *১২১*৪০০৮#
১৩২ টাকা ২০০ মিনিট ১০ দিন *১২১*৪৪০৮#
১৫৭ টাকা ২০০ মিনিট ১৫ দিন *১২১*৫০৭৪#
১৭৪ টাকা ২০০ মিনিট ৩০ দিন *১২১*৪৪১০#
২১৮ টাকা ৩৩০ মিনিট ৩০ দিন *১২১*৪৪০০#
২৫৮ টাকা ৪০০ মিনিট ৩০ দিন *১২১*৪৪১৪#
৩৭৮ টাকা ৬০০ মিনিট ৩০ দিন *১২১*৪৪১১#
৪৯৮ টাকা ৭৫০ মিনিট ৩০ দিন *১২১*৪৬৫৭#
৭৯৯ টাকা ৪০ জিবি + ৮০০ মিনিট ৩০ দিন *১২১*৩৪৬৯#

গ্রামীণফোন মিনিট অফার শর্তাবলী

জিপি মিনিট অফার গুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই জিপি মিনিট অফার শর্তাবলী মনে রেখে তা ব্যবহার করতে হবে। কিন্তু আপনারা যারা জিপি মিনিট অফার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানেন না তাদের জন্য নিচে জিপি মিনিট অফার শর্তাবলী দেয়া হল-

  • জিপি মিনিট অফার গুলো উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে মিনিট অফার গুলো উপভোগ করতে হবে।
  • জিপি মিনিট অফার উপভোগ করার জন্য আপনারা যে কোন সময় এই মিনিট অফার গুলো ক্রয় করতে পারবেন।
  • আমরা আপনাদের সামনে যে সকল জিপি মিনিট অফার গুলো উপস্থাপন করেছি সেগুলো জিপি স্কিটো সিম ব্যবহারকারীদের জন্য নয়।
  • জিপি সকল গ্রাহকরা এ ধরনের অফার গুলো যত খুশি ততো ব্যবহার করতে পারবেন।
  • আপনারা যদি জিপি সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা জিপি মাই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন।

gp minute check code

গ্রামীণফোন মিনিট অফার চেক কোড

নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কিং সুবিধার কারণে দেশের বেশিরভাগ মানুষই জিপি সিম ব্যবহার করে থাকে। এছাড়াও জিপি সিমে বাজেট বন্ধব ভালো ভালো মিনিট অফার সমূহ পাওয়া যায়। এগুলোর মধ্যে থেকে ভালো কিছু মিনিট অফার আপনাদেরকে উপরের ছকে দেখিয়েছি। তবে আপনারা অনেকেই হয়তো জানেন না জিপি সিমে মিনিট চেক করতে হয় কিভাবে?

জিপি সিমে মিনিট চেক করা খুবই সহজ। আপনি শুধু *১২১*১*২# ডায়াল করবেন। এটি ডায়াল করলেই জিপি কোম্পানি আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স জানিয়ে দিবে। অথবা মাইজিপি অ্যাপ এ লগিন করে খুব সহজেই মিনিট চেক করতে পারবেন।

শেষ কথা

গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ও গ্রামীণফোন মিনিট অফার সহ যাবতীয় কোড গুলো উপরে উল্লেখ করা হয়েছে, যেগুলো সঠিকভাবে পড়ে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। এছাড়াও গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেয়ার চেষ্টা করব। আর আমাদের এই ওয়েব সাইটটি সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। গ্রামীণফোন মিনিট অফার সম্পর্কে আরও জানতে দেখুনঃ গ্রামীণফোন

আরও পড়ুনঃ- গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড । গ্রামীণফোন মিনিট, ইন্টারনেট ও ব্যালেন্স চেক

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ই-সিম কি? ই-সিম কিভাবে কিনবো? ই-সিম নিয়ে যত প্রশ্ন

গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড । গ্রামীণফোন মিনিট, ইন্টারনেট ও ব্যালেন্স চেক