মনিষীদের বিখ্যাত সব সফলতার উক্তি ও বাণী

মনিষীদের বিখ্যাত সব সফলতার উক্তি ও বাণী

সফলতার উক্তি গুলো জীবনকে বদলে দেয় এবং জীবনে সফলতা নিয়ে আসে। আমরা সবাই জীবনে সফল হতে চাই। কিন্তু সবাই কি সফল হতে পারি? পারি না। তার কারণ হচ্ছে, বেশিরভাগ মানুষ নিজেই জানে না তার ভেতরে কত রকমের প্রতিভা রয়েছে বা তিনি কি করতে পারেন। আবার এমনও অনেকে আছেন যারা প্রতিভা জানা স্বত্বেও চেষ্টা, অনুপ্রেরণা, আত্মবিশ্বাস এবং ধৈর্যের অভাবে জীবনে সফল হতে পারে না।

যাঁরা সফলতা নিয়ে উক্তি ও বাণী দিয়েছেন, তাঁরা খুব কাছ থেকে সফলতাকে দেখেছেন। তাঁরা জানেন জীবনে কিভাবে সফল হতে হয়। তাই জীবনে সফলকাম হতে মনিষীদের দেওয়া বিখ্যাত সব উক্তি ও বাণী গুলো আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তুলতে সাহায্য করে। আজকের আর্টিকেলে রেখেছি, মনিষীদের বিখ্যাত সব সফলতার উক্তি ও বাণী। এই বাণী গুলো মনে ধারণ করে নিতে পারলে আপনার পথচলা অনেকেটা সহজ হবে।

সফলতার উক্তি

সফলতার উক্তি

বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক, লিনাস টরভাল্ডস, মার্ক জুকারবার্গের মতো প্রযুক্তি নেতারা নেতৃত্বে দক্ষ বলে ইতিমধ্যে বিশ্বের কাছে প্রমাণিত। এছাড়াও এরিস্টটল, হযরত মুহাম্মদ (সাঃ) এর ইসলামি জীবনাদর্শ, নেলসন ম্যান্ডেলা এর পরোপকারিতা, হুমায়ূন আহমেদ এর রসায়ন, বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বিল গেটস এর জীবনের সফলতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা প্রত্যেকে তাদের নিজেদের সফলতার পিছনের গল্প শুনিয়েছেন, এবং দিয়ে গেছেন কিছু মূল্যবান উক্তি ও বাণী। যা আমাদের সামনের চলার পথ সহজ করে দিয়েছে।

এরিস্টটল এর সফলতার উক্তি

এরিস্টটল এর সফলতার উক্তি

এরিস্টটল জীবনে অনেক কাজ হারিয়েছিলেন।তার পরেও তিনি একজন সফলকাম  প্রাচীন গ্রীক দার্শনিক এবং বিজ্ঞানী। যিনি এখনও রাজনীতি, মনোবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ হিসেবে বিবেচিত হন। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় অধ্যয়ন, শিক্ষাদান এবং লেখালেখিতে কাটিয়েছিলেন। এরিস্টটল আনুমানিক ২০০টি রচনা লিখেছিলেন। যার বেশিরভাগই যুক্তি, অলঙ্কারশাস্ত্র, রাজনীতি, নীতিশাস্ত্র, বিজ্ঞান এবং মনোবিজ্ঞান। তাঁর দেওয়া কিছু সফলতার উক্তি ও বাণীসমূহ____

  • ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই।
  • কাজে আনন্দ থাকলে তা নিখুঁত হয়।
  • শিক্ষা হল সমৃদ্ধির অলঙ্কার এবং প্রতিকূলতার আশ্রয়।
  • বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন।
  • দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
  • ভেবে উত্তর দাও নতুবা লজ্জিত হবে।
  • তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয়।
  • দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে।
  • মানুষ জন্মগত ভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।
  • নিজেকে জানা হচ্ছে সকল জ্ঞানের শুরু।
  • শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
  • জেগে স্বপ্ন দেখাই হচ্ছে আশা।
  • বৃদ্ধ বয়সের শেষ রুযীই হলো শিক্ষা।
  • জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।
  • জ্ঞানীরা ধন সঞ্ছয় করেন অর্থ পিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য।

হযরত মুহাম্মদ (সাঃ) এর সফলতার উক্তি

হযরত মুহাম্মদ (সাঃ) এর সফলতার উক্তি

যখন আমি মানব ইতিহাসের সবচেয়ে সফল নেতা নির্বাচন করতে যাচ্ছি, তখন আমি ইসলামের নবী মুহাম্মদ (সাঃ)-কে সবার উপরে বেছে নিবো। তাকে মানব ইতিহাসের সবচেয়ে সফল এবং প্রভাবশালী নেতা হিসেবে ঘোষণা করেছিলেন। হযরত মুহাম্মদ (সাঃ) মানবজাতির সর্বকালের সেরা নেতাদের মধ্যে একজন। তাঁর দিকনির্দেশনাগুলো আমাদের সুন্দর ও উত্তম জীবন গঠনে সহায়তা করে। তিনি আধুনিক নেতৃত্বের দক্ষতা সম্পূর্ণ সফল ব্যক্তি হিসেবে প্রমাণিত।

তিনি শুধুমাত্র একজন ধর্মীয় নেতাই ছিলেন না, তিনি একজন ভালো পিতা, স্বামী, সেনাপতি, রাষ্ট্রপ্রধান, চিন্তাবিদ, আলোচক এবং রাজনীতিবিদদের উদাহরণও ছিলেন। তাঁর ইসলামি জীবনাদর্শ  ছিল বিশ্বব্যাপী এবং এখন পর্যন্ত সমস্ত জাতি, সমস্ত লিঙ্গ, সমস্ত অঞ্চল এবং সমস্ত প্রজন্মের মানুষের কাছে প্রয়োগ করা যেতে পারে। তাঁর সফলতার উক্তি ও বাণী আপনার জীবনের পথ চলা সহজ করে দিবে।

  • শক্তিশালী সে, যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
  • যে ব্যক্তি সব সময় ওজুর সঙ্গে থাকে, আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন।
  • ঐ ব্যক্তির সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যে ব্যক্তি সব সময় হারাম থেকে বেঁচে থাকে।
  • যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি নেয়, তারাই সবচেয়ে বুদ্ধিমান।
  • দুনিয়ার বিপদাপদে যে ব্যক্তি সবর বা ধৈর্য ধারণ করবে, ঐ ব্যক্তির দ্বারা জাহান্নামের আগুণ নেভানো সম্ভব হবে।
  • গরিব-অসহায়কে অতি গোপনে সাদকা তথা দান-সহযোগিতা করবে।
  • রোজাদারদের পুরষ্কার আল্লাহ নিজ হাতে দিবেন।
  • আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।
  • সে ব্যক্তির ধ্বংস নিশ্চিত, যে ব্যক্তি অন্যদের হাঁসাতে জন্য মিথ্যা কথা বলে।
  • মৃত্যু হচ্ছে অনন্ত পথযাত্রার প্রথম ধাপ।
  • যে ব্যক্তি পৃথিবীতে মিথ্যা কথা বলবে, কেয়ামতের দিন তার ২টি আগুনের জিব্বা হবে।
  • মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে ও শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত।
  • তোমাদের মাঝে উত্তম চরিত্র, সত্য কথা বলা, আমানত রক্ষা করা, হালাল রুজি, এই ৪ টি জিনিস থাকলে, দুনিয়ার সকল কিছু হারিয়ে গেলেও তোমাদের ক্ষতি নেই।
  • সত্যবাদী ও বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কারোও সঙ্গ কামনা করো না।
  • সেই ব্যক্তিই হলো শ্রেষ্ঠ মানুষ, যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী।

নেলসন ম্যান্ডেলা এর সফলতার উক্তি

নেলসন ম্যান্ডেলা এর সফলতার উক্তি

নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন বর্ণবাদ বিরোধী বিপ্লবী এবং রাজনৈতিক নেতা। সেইসাথে তাঁর ছিল শিশুদের প্রতি অটল ভালবাসা। তিনি একজন পরোপকারীও ছিলেন। প্রতিরোধ যুদ্ধে তাঁর পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনিও স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজের অবদান রাখবেন। আজ বিশ্বের জাতি বিদ্বেষ, অসহিষ্ণুতা, হতাশা এবং যাবতীয় অসাম্যের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার মূল্যবান উক্তি বা বাণীগুলো একবার স্মরণ করা উচিত।

  • আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।
  • সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়।
  • প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।
  • কেউ যদি নিজের লক্ষে স্থির থাকে তবে সে অবশ্যই বিজয়ী হবেই।
  • কোনো বিশাল পাহাড়ের চূড়ায় ওঠার পর একজন দেখতে পায়, আরোহণের মতো আরও পাহাড় রয়েছে।
  • শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়।
  • হাতের রেখায় ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে।
  • তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে তোমার আশাগুলো প্রকাশ পায়।
  • সবসময়, যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।
  • অসন্তোষ ও বিরক্তি হচ্ছে বিষপানের মতো এবং আশা করা যায় যে সেই বিষ আপনার শত্রুদের মেরে ফেলবে।
  • আমি যেকোনো ধরনের বর্ণবাদী বৈষম্যকে সবচেয়ে তীব্রভাবে ঘৃণা করি। সারা জীবন আমি এর বিরুদ্ধে লড়েছি; আমি এখনো লড়াই করি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বর্ণবাদের বিরুদ্ধে লড়ে যাব।
  • আমাদের অবশ্যই সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে এবং চিরকালের জন্য উপলব্ধি করতে হবে যে সময়টি সর্বদা সঠিক করার জন্য উপযুক্ত।
  • একজন বিজয়ী একজন স্বপ্নদ্রষ্টা যিনি কখনো হাল ছাড়েন না।
  • আমি আমার ভাগ্যের কর্তা, আমি আমার আত্মার অধিনায়ক।
  • জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একা কিভাবে লড়তে হয় তা শিখে নাও।

হুমায়ূন আহমেদ এর সফলতার উক্তি

হুমায়ূন আহমেদ এর সফলতার উক্তি

হুমায়ূন আহমেদ শুধু ঔপন্যাসিকই ছিলেন না,  তিনি মানুষের মন খুব ভালো বুঝতে পারেন। তার উপন্যাসগুলো পড়ার মাধ্যমে তা ভালোভাবে বোঝা যায়। আপনি তাকে দার্শনিকও বলতে পারেন। তিনি সব বয়সী মানুষের মনের কথা বুঝতে পারতেন। সুন্দরভাবে  লিখেছেন জীবনের নানা অজানা সত্য। এ কারণে হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক ছিলেন। তাঁর লেখা আমাদের জীবনে সফলতা হওয়ার অনুপ্রেরণা জোগায়। আসুন এক নজরে দেখে নেই হুমায়ূন আহমেদের সফলতার উক্তি গুলোঃ-

  • যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না।
  • একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।
  • তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।
  • এ জগতে যুক্তিহীন কিছু ঘটে না। অযুক্তি হল অবিদ্যা। এ পৃথিবীতে অবিদ্যার স্থান নেই।
  • কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়।
  • বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।
  • প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধুতা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে।
  • মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না। পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়।
  • পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
  • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
  • মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।

বিল গেটস এর সফলতার উক্তি

বিল গেটস এর সফলতার উক্তি

বিল গেটস একজন সুপরিচিত আমেরিকান ব্যবসায়ী, সমাজসেবী এবং কম্পিউটার প্রোগ্রামিং বিশেষজ্ঞ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় ধনী ব্যক্তি। মাইক্রোসফটের স্রষ্টা হওয়ার ফলে গেটস তার বেশিরভাগ সম্পদ অর্জন করেছেন। তিনি চিকিৎসা সরবরাহ এবং বিতরণের জন্য ১.৭৫ বিলিয়ন ডলার অনুদান দিয়ে কোভিড -19 ত্রাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গেটসকে প্রায়শই স্ব-নির্মিত সাফল্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় এবং তার মানবিক কাজের কারণে সারা বিশ্বে প্রশংসিত।  বিল গেটস তার জীবনে সফলতা অর্জনের দিক থেকে বেশ কিছু বিখ্যাত উক্তি ও বাণী শেয়ার করেছেন। যেগুলি আমাদের সফলতার শীর্ষে পৌছানোর জন্য যথেষ্ট।

  • একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
  • আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।
  • সফলতা উৎযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে।
  • জীবনে বড়ো ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও সাফল্যের অন্যতম মূলমন্ত্র।
  • ধৈর্য্যই হলো সফলতার প্রধান শর্ত।
  • সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষের চিন্তায় তারা কখনো ব্যর্থ হবে না এটি ঢুকিয়ে দেয়।
  • আমি ক্লাসে মাঝে মধ্যে ফেল করতাম, আজ আমি মাইক্রোসফটের চেয়ারম্যান। আএ আমার ক্লাসের ফার্স্টবয় আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার।
  • আপনি যদি কোন কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।
  • আমি কোনও কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো, কারণ সে ঐ কাজটি করার একটি সহজ উপায় বের করবে।
  • আমি যা করেছি তোমরা তার চেয়ে অনেক বেশী কিছু করতে পারবে। যদি তোমরা এতে তোমাদের মন প্রাণ ঢেলে দাও। আমি সেই প্রত্যাশায় রইলাম।
  • কিছু লোক হয়তো আমাকে বোকা বলবে। তবে আমি এটি গর্বের সাথে মেনে নেবো।
  • যতই বড়ো হও না কেনো, নিজের অতীতকে কখনো ভুলবে না।
  • পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি।
  • মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায়। তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়। তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত। তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সব সময় নতুনকে বরন করে নিতে ভয় পেয়েছে। একটু সরাসরি বলতে গেলে, অজ্ঞতাই ভয়ের জন্ম দেয়।

শেষ কথা

সমস্ত মানুষই একটি লক্ষ্য চায়, তা হয় সাফল্য না হয় সুখ। সত্যিকারের সাফল্য অর্জনের একমাত্র উপায় হল নিজেকে সম্পূর্ণভাবে সমাজের সেবায় নিয়োজিত করা। আশা করছি, আমাদের আর্টিকেলে উল্লিখিত সফলতার উক্তি ও বাণীগুলো আপনাদের ভালো লেগেছে।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন ২০২৪

১০০+ সেরা হুমায়ুন আহমেদের উক্তি ও বাংলা স্ট্যাটাস

প্রিয় শিক্ষক নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন