বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার সঠিক নিয়ম ২০২৪

কয়েক বছর আগেও বিদ্যুৎ বিল দেবার জন্য আমাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হত। কিন্তু বর্তমানে বিদ্যুৎ ই-সেবার মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ এর অনেকগুলো সেবা পাওয়া যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে সুবিধার সেবাটি হলো বিকাশে বিদ্যুৎ বিল দেওয়া।

বিকাশের পে বিল সুবিধা ব্যবহার করে দেশের যেখানেই থাকুন না কেন, ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন। লাইনে দাঁড়ানোর কোন ঝামেলা নেই আর বিল পরিশোধ করার পরে বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনি বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি পার্সোনাল বিকাশ একাউন্ট হয় তবে প্রতি মাসে ৫ টি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কোন ফি দিতে হবে না, তবে বিলারভেদে নির্দিষ্ট বিকাশ চার্জ প্রযোজ্য হবে। বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমত আপনার বিকাশ একাউন্টে টাকা থাকতে হবে, আপনার বিলের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার মিটার প্রিপেইড নাকি পোস্টপেইড তা জানতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে আপনি বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে চলুন বিল দেওয়ার ধাপগুলো দেখে নেইঃ-

বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড বিল দেওয়ার নিয়ম

  • বিকাশ অ্যাপ ওপেন করে স্ক্রিন থেকে ‘পে বিল’ অপশন সিলেক্ট করুন।

বিকাশে বিদ্যুৎ বিল

  • প্রতিষ্ঠানের ধরন থেকে “বিদ্যুৎ” অপশন সিলেক্ট করুন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • এরপরে নিচে যে কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন তা সিলেক্ট করুন। যেমন ধরুন আপনি Desco (Prepaid) বিল দিবেন তাহলে Desco (Prepaid) সিলেক্ট করুন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • এরপরের অপশনে বিলের মাস সিলেক্ট করতে হবে। আপনি যেই মাসের বিল পরিশোধ করবেন তা সিলেক্ট করুন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • কনজ্যুমার নাম্বার দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে ব্যবহারের সুবিধার জন্য রেফারেন্স নাম দিয়ে সেইভ করে রাখতে পারবেন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • বিলের তথ্য দেখে নিয়ে পরের ধাপে যান।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • এরপরে নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।

bkash pay bill

  • পে বিল সম্পন্ন হলে কনফার্মেশন মেসেজ পাবেন।

বিকাশে পে বিল

  • ডিজিটাল রিসিট ডাউনলোড করুন বাটনের উপরে ক্লিক করুন।

বিকাশে পে বিল

  • তাহলে আপনি আপনার ডিজিটাল রিসিট বা আপনার বিল দেওয়ার প্রমাণ পেয়ে যাবেন।

বিকাশে পে বিল

প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করার কিছুক্ষণ পরে এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। যদি এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে 04445616247 নাম্বারে মেসেজ করুন।

  • এই টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিকাশে বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে এবং মিটারে আপডেট হবে।

চলুন এবার কিভাবে পোস্টপেইড বিল পরিশোধ করবেন তা দেখে নেই:-

বিকাশ অ্যাপ দিয়ে পোস্টপেইড বিল দেওয়ার নিয়ম

অ্যাপ দিয়ে পোস্টপেইড বিল দেওয়ার পদ্ধতি প্রিপেইড বিল দেওয়ার মতই। প্রিপেইড বিল দেওয়ার সময় প্রিপেইড অপশন সিলেক্ট করতে হবে এবং পোস্টপেইড বিল দেওয়ার সময় পোস্টপেইড সিলেক্ট করতে হবে। তারপরের ধাপগুলো সব একই-

  1. বিকাশ অ্যাপের স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন
  2. বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের পোস্টপেইড অপশন সিলেক্ট করুন।বিকাশে পে বিল
  3. বিলের সময়সীমা সিলেক্ট করে একাউন্ট নাম্বার দিন।
  4. বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন।
  5. তারপরে অ্যাপে দেখে নিন আপনার বিলের ডিজিটাল রিসিট।

আপনি যদি *247# ডায়াল করে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তাহলে চলুন সেই ধাপগুলো দেখে নেই:-

  1. প্রথমে *২৪৭# ডায়াল করুন।
  2. bkash মেনু থেকে ৬ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করুন।
  3. আপনার যদি প্রিপেইড মিটার হয় তাহলে Electricity (Prepaid) সিলেক্ট করুন।
  4. আপনার যদি পোস্টপেইড মিটার হয় তাহলে Electricity (Postpaid) সিলেক্ট করুন।
  5. এরপর আপনার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির নামের লিস্ট থেকে আপনি যে বিদ্যুৎ কোম্পানি ব্যবহার করেন তা সিলেক্ট করুন।
  6. এরপরে Make Payment এ ক্লিক করুন।
  7. পরের অপশন থেকে Input Account Number সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিন।
  8. বিলের মাস ও বছর দিন।
  9. যদি প্রিপেড গ্রাহক হন তাহলে আপনার ইচ্ছামতো টাকা রিচার্জ করতে পারেন।
  10. যদি পোস্টপেইড গ্রাহক হন তাহলে এই মাসে আপনার কত টাকা বিল এসেছে সেই এমাউন্টটি দেখাবে।
  11. বিলের এমাউন্টটি বসিয়ে পিন নাম্বার দিয়ে বিল পরিশোধ করুন।

বিকাশে পে বিল

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় অবশ্যই আপনার বিল নাম্বারটি এবং প্রিপেইড মিটারের কার্ড নাম্বারটি ভালো করে চেক করে নিবেন, কারণ ভুল হয়ে গেলে বিকাশ টাকা আর ব্যাক দিবে না। আশা করি কিভাবে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তা বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা হয় তাহলে-

  1. বিকাশ হেল্পলাইন – ১৬২৪৭
  2. [email protected]
  3. লাইভ চ্যাট : https://livechat.bkash.com/

বিকাশ নিয়ে আমাদের অন্যান্য আর্টিকেল দেখুনঃ- বিকাশে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়ার পদ্ধতি

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *