বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৪

বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৪

আপনি কি বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকার আর্টিকেলটি আপনার জন্য। সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তালিকায়, আমরা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেমন, কত সালে প্রতিষ্ঠিত সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি উচ্চশিক্ষার জন্য নিম্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বেছে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে আসি বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা।

বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা

বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা

যে সব বিশ্ববিদ্যালয় সরকার দ্বারা পরিচালিত হয় না তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলে। এ  ধরনের ইউনিভার্সিটি গুলো সাধারণত সরকার থেকে আর্থিক সাহায্য পায় না। বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ মানের শিক্ষা প্রদান করে এবং শিক্ষার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। নিচে বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলোঃ

ক্রঃ নং বাংলা নাম ইংরেজি নাম প্রতিষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় North South University (NSU) ১৯৯২ সাল
ব্র্যাক বিশ্ববিদ্যালয় BRAC University (BRACU) ২০০১ সাল
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি East West University (EWU) ১৯৯৬ সাল
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ Independent University, Bangladesh (IUB) ১৯৯৩ সাল
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Ahsanullah University of Science and Technology (AUST) ১৯৯৫ সাল
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ American International University-Bangladesh (AIUB) ১৯৯৪ সাল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি Daffodil International University (DIU) ২০০৩ সাল
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি United International University (UIU) ২০০৩ সাল
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ University Of Liberal Arts Bangladesh (ULAB) ২০০২ সাল
১০ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক University of Asia Pacific (UAP) ১৯৯৬ সাল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (North South University) বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এটি NSU নামেও পরিচিত। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বাংলাদেশের ঢাকা ১২২৯ এ অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হল “উচ্চশিক্ষার উৎকর্ষ কেন্দ্র।” বর্তমান তথ্যানুযায়ী এতে ২০,০২৫ জনের বেশি শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ে দশটি বিভাগ রয়েছে। এর মধ্যে চারটি স্কুলে সংগঠিত হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মতো আমেরিকান স্বীকৃতি পেয়েছে।

প্রতিষ্ঠাকাল: 1992 সাল

প্রতিষ্ঠাতা: মুসলেহউদ্দিন আহমদ

ঠিকানা: বসুন্ধরা, ঢাকা-১২২৯, বাংলাদেশ

টেলিফোন নম্বর:  +880-2-55668200

ফ্যাক্স নম্বর:  +880-2-55668202

ইমেল ঠিকানা:  [email protected]

ওয়েবসাইট:  http://www.northsouth.edu/

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয় (BRAC University) বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এটি BRACU নামেও পরিচিত। বিশ্ববিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা শহরের বারিধারাস্থ বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজলে হাসান আবেদ। স্নাতকার্থীদের জন্য ব্র্যাক ইউনিভার্সিটি একটি বাধ্যতামূলক ত্রৈমাসিক সেমিস্টারের ব্যবস্থা করেছে। এটি টার্ক নামে পরিচিত। এই ইউনিভার্সিটিতে প্রায় ৯,৮৩০ জন শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠাকাল: 2001 সাল

প্রতিষ্ঠাতা: স্যার ফজলে হাসান আবেদ

ঠিকানা:  66 মহাখালী, ঢাকা 1212 বাংলাদেশ ( নতুন ঠিকানা মেরুল বাড্ডায় যদিও এখনো ক্যাম্পাস চালু হয়নি )

ফ্যাক্স নম্বর:  +880-2-58810383

যোগাযোগের নম্বর:  +880-2-9844051-4

ইমেইল ঠিকানা:  [email protected]

ওয়েবসাইট: https://www.bracu.ac.bd/

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (East West University) বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হল EWU। ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং এটি আফতাবনগর, ঢাকা, বাংলাদেশে অবস্থিত। এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হলেন ডঃ মোহাম্মদ ফরাসউদ্দিন। এতে প্রায় ১০,৪০০ শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠাতা: 1993 সাল

প্রতিষ্ঠাতা: ডঃ মোহাম্মদ ফরাসউদ্দিন

ঠিকানা:  A/2, জহুরুল ইসলাম এভিনিউ জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর ঢাকা-1212

টেলিফোন নম্বর: +880 9612-939393

ফ্যাক্স নম্বর: +88-02-8431991

ইমেইল ঠিকানা:  [email protected]

ওয়েবসাইট: http://www.iub.edu.bd/

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর একটি হচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হল IUB। বিশ্ববিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর হলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মোহাম্মদ ওমর এজাজ রহমান। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হল “মানুষকে শিক্ষা দেয় যা সে জানত না”।

প্রতিষ্ঠাকাল: 1993 সাল

ঠিকানা: প্লট ১৬ ব্লক বি, আফতাবউদ্দিন আহমেদ রোড বসুন্ধরা আর/এ, ঢাকা, বাংলাদেশ

টেলিফোন নম্বর:  +880 9612-939393

ফ্যাক্স নম্বর: +88-02-8431991

ইমেইল ঠিকানা: [email protected]

ওয়েবসাইট: http://www.iub.edu.bd/

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Ahsanullah University of Science and Technology) বাংলাদেশের প্রথম প্রাইভেট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম AUST।বিশ্ববিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ঢাকা শহরের 141 ও 142, লাভ রোড, তেজগাঁ এ অবস্থিত। ভারতীয় উপমহাদেশে ৭৭ তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হয়েছে এই আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠাকাল: 1995 সাল

প্রতিষ্ঠাতা: ঢাকা আহ্ছানিয়া মিশন

ঠিকানা: 141 ও 142, লাভ রোড, তেজগাঁ

টেলিফোন নম্বর: (8802) 8870422

ফ্যাক্স নম্বর:  (8802) 8870417-18

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: http://www.aust.edu/

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (American International University-Bangladesh) প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম সেরা একটি ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম AIUB। ১৯৯৪ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঢাকা শহরের কুড়িল, খিলক্ষেত – ১২২৯ এ অবস্থিত। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে কার্যকরী ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠাকাল: 1994 সাল

প্রতিষ্ঠাতা: ড. আনোয়ারুল আবেদীন

ঠিকানা: ৪০৮/১ (পুরাতন কেএ ৬৬/১), কুড়াতলী, কুড়িল, খিলক্ষেত – ১২২৯, ঢাকা, বাংলাদেশ

টেলিফোন নম্বর: +88028414046-9

ফ্যাক্স নম্বর: 880-2-8813233

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: http://www. aiub.edu/

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাংলাদেশের সেরা ১০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (Daffodil International University) হল অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম DIU। ২০০৩ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ঢাকার ধানমন্ডি এবং আশুলিয়া মিলে ২টি ক্যাম্পাস রয়েছে। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য।

প্রতিষ্ঠাকাল: 2002 সাল

প্রতিষ্ঠাতা:  সবুর খান

ঠিকানা: স্থায়ী ক্যাম্পাস, দত্তপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা

ফোন নম্বর: 01833102806, 01713493050, 01847140068

ফ্যাক্স নম্বর:  88-02-9138234-5, 9116774, 9136694

ইমেল ঠিকানা: [email protected]

ওয়েবসাইট: https://faculty.daffodilvarsity.edu.bd

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (United International University) বাংলাদেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম UIU। ২০০৩ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার বাড্ডাতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হল “উৎকর্ষের সন্ধান।” বিশ্ববিদায়লয়টি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করে থাকে।

প্রতিষ্ঠাকাল: 2003 সাল

চেয়ারম্যান: জনাব মোঃ হাসান মাহমুদ রাজা

ঠিকানা: ইউনাইটেড সিটি, মাদানী এভিনিউ, বাড্ডা, ঢাকা 1212, বাংলাদেশ।

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: http://www.uiu.ac.bd

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (University Of Liberal Arts Bangladesh) বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা লিবারেল আর্টস-ভিত্তিক। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম ULAB। ২০০২ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হল “উচ্চ শিক্ষায় একটি নতুন দৃষ্টিভঙ্গি”। বিশ্ববিদ্যালয়টি ডিউক অফ এডিনবার্গের অ্যাওয়ার্ড প্রোগ্রামের সদস্য।

প্রতিষ্ঠাকাল: 2002 সাল

চ্যান্সেলর: রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঠিকানা: হাউস 56, Rd 4/A @ সাতমসজিদ রোড ধানমন্ডি, ঢাকা-1209, বাংলাদেশ।

যোগাযোগের নম্বর: +88-02-9661255, +88-02-9661301

ইমেইল: [email protected]

ভর্তির ইমেইল: [email protected]

ওয়েবসাইটhttp://www.uap-bd.edu/

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (University of Asia Pacific) বাংলাদেশের একটি বহুল পরিচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম UAP। ১৯৯৬ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হল “উৎকর্ষে প্রতিশ্রুতিবদ্ধ”। বর্তমান সময়ে UAP বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রাম শুরু করে।

প্রতিষ্ঠাকাল: 1996 সাল

চ্যান্সেলর: জামিনুল রেজা চৌধুরী

ঠিকানা: 74/A, গ্রীন রোড, ঢাকা – 1205, বাংলাদেশ

ফোন নম্বর:  +8802-58157091-4,6

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: http://www.uap-bd.edu/

শেষ কথা

প্রিয় পাঠক আপনি যদি একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার একটি খুব ভালো প্রতিষ্ঠানে পড়া উচিত। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের সেরা ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় যে যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *