অনলাইনে বাস টিকেট কাটুন খুব সহজে

অনলাইনে বাস টিকেট কাটুন খুব সহজে

জরুরী কাজে অথবা ভ্রমণের জন্য দূরে কোথাও যেতে চাচ্ছেন কিন্তু কাউন্টারে গিয়ে বাসের টিকেট কাটার সময় নেই? কিংবা কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ঝামেলা করতে চান না? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এখানে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনার মূল্যবান সময় বাঁচিয়ে অনলাইন বাস টিকেট কাটতে পারেন-

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

আপনি বাংলাদেশে দুইভাবে অনলাইন বাস টিকেট কাটতে পারবেন, প্রথমত ওয়েবসাইট ব্যবহার করে এবং দ্বিতীয়ত অ্যাপস ব্যবহার করে। আপনি আপনার কম্পিউটার/স্মার্টফোন ব্যবহার করে ওয়েবসাইট থেকে অনলাইন বাস টিকেট কাটতে পারবেন। অথবা আপনার স্মার্টফোন ব্যবহার করে সহজ অ্যাপ থেকে বাস টিকেট কাটতে পারবেন। আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেলে আমি দুই পদ্ধতিতেই টিকেট কাটার ধাপগুলো সহজ ভাবে দেখিয়ে দেব।

তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে ওয়েবসাইট থেকে অনলাইন বাস টিকেট কাটবেনঃ-

ওয়েবসাইট থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

বাংলাদেশে অনলাইনে বাস টিকেট বুকিং দেওয়ার জন্য একাধিক ওয়েবসাট আছে, যেমন Shohoz , bdtickets , busbd , greenlinebd , saintmartinplus

এক আর্টিকেলে সবগুলো ওয়েবসাইট থেকে টিকেট বুকিং দেওয়ার পদ্ধতি দেখানো সম্ভব নয় তাই শুধু  Shohoz থেকে কিভাবে অনলাইনে বাসের টিকেট কিনবেন সেই পদ্ধতি ধাপে ধাপে দেখাবো। Shohoz এর ওয়েবসাইট থকে আপনি মোটামুটি দেশের সব প্রথমসারির বাসগুলোর টিকেট কাটতে পারবেন। নিচের ছবিতে Shohoz থেকে যে বাসগুলোর টিকেট কাটতে পারবেন তার একটা তালিকা দেওয়া হলঃ

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

এছাড়া Shohoz এর ওয়েবসাইটে দেশের সব রুটের বাস টিকেট পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য Shohoz এর বাস রুটের একটি তালিকা দেওয়া হলঃ

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

তাহলে চলুন এবার অনলাইনে টিকেট কাটার ধাপগুলো দেখে নেইঃ-

  • প্রথমে আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে Shohoz এর ওয়েবসাইট ভিজিট করতে হবে, ওয়েবসাইট লিংক https://www.shohoz.com/bus-tickets
  • ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনার সামনে বাস সার্চ দেওয়ার হোমপেজ ওপেন হবে।

From – যেখান থেকে বাসে উঠবেন

To – যেখানে যাবেন বা গন্তব্যস্থল

Date of Journey – যেই তারিখে যাত্রা করবেন

Date of Return – যদি ফেরার টিকেট কিনতে চান তাহলে ফেরার তারিখ (পূরণ করার দরকার নাই)

  • সবগুলো ঘর ঠিকমতো পূরণ করে Search Buses এ ক্লিক করতে হবে।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

মনে করেন, আপনি ডিসেম্বর মাসের ১০ তারিখে বগুড়া থেকে ঢাকা যাবেন। তাহলে From – বগুড়া,  To – ঢাকা এবং Date of Journey ১০ ডিসেম্বর।

  • Search Buses এ ক্লিক করার পরে আপনার সামনে বাসের লিস্ট চলে আসবে। লিস্ট থেকে আপনি আপনার পছন্দমতো ভাড়া, সময় ও অন্যান্য বিষয়ের উপরে ভিত্তি করে বাস খুঁজে নিতে পারেন।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

  • আপনি চাইলে বাম সাইডে থাকা ফিল্টার অপশন ব্যবহার করে AC/Non AC ছাড়াও আরও অনেক বিষয় ফিল্টার করতে পারবেন।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

যেমন ধরেন আপনি শুধু ১০ তারিখে বগুড়া থেকে ঢাকাগামী হানিফ বাসগুলো দেখতে চান। তাহলে ফিল্টারে হানিফ সিলেক্ট করলে শুধু হানিফ পরিবহনের বাসগুলো শো করবে। আশা করি বুজতে পেরেছেন।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

  • বাস সিলেক্ট করা হয়ে গেলে ডান পাশে থাকা View Seats অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে বাসের সিটের লিস্ট শো করবে।
  • লিস্টের সাদা সিটগুলো থেকে পছন্দ মতো সিট বেছে নিয়ে তার উপরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপরে বাসে উঠার জায়গা বা Boarding Point সিলেক্ট করতে হবে। পছন্দ মতো সিট ও Boarding Point সিলেক্ট করার পর Continue বাটনে ক্লিক করতে হবে।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

  • পরের পেজে যাত্রীর নাম, ফোন নাম্বার, E-mail দিতে হবে। এরপরে নিচে দিকে স্ক্রল করলে পেমেন্ট করার অপশন পাবেন।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

  • পেমেন্ট এর জন্য মেবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ব্যবহার করতে পারবেন। পছন্দমতো পেমেন্ট করার মাধ্যম সিলেক্ট করে Proceed To Payment এ ক্লিক করতে হবে।

অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি Shohoz

একটা বিষয় বলে রাখি Shohoz থেকে অনলাইনে টিকেট কাটলে টিকেটের দামের সাথে এক্সট্রা ৩০ টাকা চার্জ দিতে হয়।

  • এরপরে আপনার যে নাম্বারে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বার দিয়ে কনফার্ম করলে ফোন নাম্বারে একটা কোড আসবে। সেই কোড সাবমিট দিলে পেমেন্ট করা হয়ে যাবে।

  • পেমেন্ট করা হয়ে গেলে আপনার কাজ শেষ। এরপরে টিকেটের PDF ডাউনলোড করে নিতে হবে।

আশা করি Shohoz এর ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইন বাস টিকেট কাটবেন তা বুঝতে পেরেছেন। আপনি চাইলে আমি যেই অন্যান্য ওয়েবসাইট এর নাম উল্লেখ করেছি সেগুলো থেকে একই ভাবে টিকেট কেটে নিতে পারবেন। এই ওয়েবসাইটগুলো থেকে টিকেট কাটার পদ্ধতি অনেকটা একই।

যদি আপনি ওয়েবসাইট থেকে টিকেট কাটতে না চান তাহলে Shohoz এর মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন বাস টিকেট কাটতে পারবেন।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি-

  • প্রথমে প্লে স্টোর থেকে Shohoz অ্যাপ ডাউনলোড দিতে হবে। অ্যাপ ডাউনলোডের জন্য প্লে স্টোরে Shohoz লিখে সার্চ দিতে পারেন অথবা এই লিংক (Shohoz App) থেকেও ডাউনলোড দিতে পারেন।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • অ্যাপ ডাউনলোড দিয়ে ওপেন করলে শুরুতেই বাস সার্চ দেওয়ার অপশন পাবেন।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • From – যেখান থেকে যাত্রা করবেন, To – যেখানে যাবেন, Journey Date – যাত্রার তারিখ দিয়ে SEARCH বাটনে ক্লিক করতে হবে।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • তাহলে আপনার সামনে বাসের লিস্ট ওপেন হবে। সময়, ভাড়া ইত্যাদি বিষয় বিবেচনা করে বাস পছন্দ করে তার উপরে ক্লিক করতে হবে।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • এবার সিট পছন্দ করার পালা। সাদা রং চিহ্নিত যেকোনো সিট পছন্দ করে তার উপরে ক্লিক করতে হবে। এরপরে Boarding Point থেকে আপনার পছন্দমতো বাসে উঠার স্থান সিলেক্ট করে CONTINUE BOOKING এ ক্লিক করতে হবে।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • আপনার নাম, জিমেইল, মোবাইল নাম্বার দিয়ে CONTINUE BOOKING এ ক্লিক করতে হবে।

Shohoz অ্যাপ থেকে অনলাইন বাস টিকেট কাটার পদ্ধতি

  • এরপরে টিকেটের মূল্য শো করবে। টিকেটের মূল্যের সাথে ৩০ টাকা Shohoz সার্ভিস চার্জ এবং ১০ টাকা ইনস্যুরেন্স ফি (আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারবেন) দিতে হবে।

Shohoz সার্ভিস চার্জ

  • আপনি যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যদি আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করে CONTINUE বাটনে ক্লিক করতে হবে।

বিকাশ দিয়ে পেমেন্ট

  • এরপরে আপনাকে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার ফোনে কোড যাবে। কোডটি নিয়ে ওয়েবসাইটে দিলে আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

বিকাশ দিয়ে পেমেন্ট

  • পেমেন্ট করার পরে টিকেটের PDF ডাউনলোড করে নিলে আপনার কাজ শেষ।

 

Shohoz থেকে টিকেট কাটা বা এই সম্পর্কিত কোন সমস্যা হলে Contact Us এ ক্লিক করে আপনার অভিযোগ বা সমস্যার কথা বলতে পারেন, অথবা কল করতে পারেন 16374 নাম্বারে।

শেষ কথা

আশা করি এই আর্টিকেল পড়ার পরে আপনি নিজে থেকে আপনার অনলাইন বাস টিকেট কাটতে পারবেন, যা আপনার অনেক মূল্যবান সময় বাঁচাতে সহায়তা করবে।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *