পুরাতন শীত পোশাকের যত্ন

পুরাতন শীত পোশাকের যত্ন

শীত চলেই এসেছে। আর শীত মানেই শীতের পোশাক অর্থাৎ গরম পোশাক। পুরাতন শীত পোশাকগুলোর সঠিকভাবে যত্ন না নিলে অনায়েসে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এসব পোশাকের যত্ন নেওয়ার জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় তথ্য জানা প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে পুরাতন শীত পোশাকের যত্ন নেবেন।

পুরাতন শীত পোশাকের যত্ন নেওয়া কেন প্রয়োজন

শীতের হিমেল হাওয়ার আনাগোনা হওয়ার সাথে সাথেই আলমারিতে তুলে রাখা পুরাতন শীত পোশাক গুলো প্রায় সকলেই নামিয়ে ফেলেছেন। আর শীতের পোশাক গায়ে জড়ানো যত আনন্দের, ঠিক ততই প্যারা হয়ে যায় এসব পোশাকের যত্ন নিতে গিয়ে। ভারি এবং ভিন্ন ভিন্ন উপাদানের হওয়ায় যত্ন নিতে হয় ভিন্ন ভাবে। আসুন জেনে নেই কিভাবে ভিন্ন ভিন্ন পুরাতন শীত পোশাকের যত্ন নেবেন।

পুরাতন শীত পোশাকের যত্ন _ wirebd.com

উলের সোয়েটার

শীতের সচেয়ে জনপ্রিয় গরম কাপড় হলো উলের সোয়েটার। শীতে আমাদের প্রতিদিনের সঙ্গী এই উলের সোয়েটার। শীতের এ সময়ে সবচেয়ে আরামদায়ক পোশাক হলো উলের পোশাক। সঠিকভাবে যত্ন না নিলে এই উলের সোয়েটার বা পোশাকগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। তাই এগুলোর প্রয়োজন বিশেষ যত্নের।

আসুন জেনে নেওয়া যাক পুরাতন শীত পোশাক উলের সোয়েটারের সঠিক যত্নের উপায়-

  •  উলের সোয়েটার ঠান্ডা পানিতে ডিটারজেন্ট দিয়ে কাচুন। তবে এসব দামি পোশাক ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো।
  • উলের সোয়েটার পরার আগে ব্রাশ দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিন।
  • উলের জামাকাপড় ভিজে গেলে গরম তাপে বা কড়া রোদে শুকাবেন না। এগুলো ছায়ায় শুকিয়ে নিন।
  • স্টিম দিয়ে ইস্ত্রি করার চেষ্টা করুন এবং ইস্ত্রি করার সময় অবশ্যই সোয়েটার বা শাল উলটে নিন। চেষ্টা করবেন গরম আয়রন উলে না লাগানোর।
  • উলের কাপড় ধোয়ার জন্য কম ক্ষারযুক্ত সাবান,শ্যাম্পু ও জেট পাউডার ব্যবহার করুন।
  • উলের কাপড় ধোয়ার সময় ব্রাশ ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারন ব্রাশ ব্যবহার করলে কাপড় নষ্ট হবার সম্ভবনা থাকে।
  • উলের জামাকাপড় বেশি ড্রাই ক্লিনিং করা থেকে বিরত থাকুন। এতে উল নষ্ট হয়ে যেতে পারে।
  • উলের জামাকাপড় গুলো ঝুলিয়ে রাখুন ভাঁজ না করে।

লেদার কাপড়ের যত্ন

শীতকাল এলেই লেদার জ্যাকেট বা কাপড়গুলি আলমারি থেকে নামিয়ে  আবার পরার পালা। শীতকালে এসব পোশাক ব্যবহার করতে ভালো লাগলেও এর প্রয়োজন বাড়তি যত্নের।

আসুন জেনে নেওয়া যাক পুরাতন শীত পোশাক লেদার কাপড়ের যত্নের সঠিক উপায়-

  • লেদারের কাপড়গুলো আর্দ্র পরিবেশে না রাখায় ভালো।
  • অমসৃণ কোনও কিছুর সাথে যেন ঘোষা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • লেদারের কাপড় ভাঁজ না করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। তাতে এর শেপ ভালো থাকবে।
  • নিত্যপ্রয়োজনীয় কাপড় ব্যবহারের পর একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে আলমারিতে রাখতে পারেন।
  • কাপড়ে যদি কোনও কারণে দাগ লাগে তাহলে মৃদু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারেন।
  • লেদারের কাপড় যদি খুব পাতলা হয় তাহলে হোয়াইট টিস্যুর প্যাডিং দিতে ব্যবহার করতে পারেন।

ভেলভেট কাপড়ের যত্ন

শীতের সময় শীতের পোশাক হিসেবে ভেলভেট কাপড়ের কদর অনেক। এই ভেলভেট কাপড় পরতেও যেমন আরামদায়ক এবং দেখতেও লাগে বেশ । তাই এই কাপড়ের দরকার বাড়তি যত্নের।

চলুন জেনে নেওয়া যাক পুরাতন শীত পোশাক ভেলভেট কাপড়ের যত্নের সঠিক উপায়-

  • ভেলভেট কাপড়গুলো ড্রাই ওয়াশ করা ভালো।
  • ভেলভেট কাপড়গুলো কখনো আইরন বা ইস্ত্রি করা উচিত নয়, এতে করে কাপড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
  • এই ধরনের কাপড় ভাঁজ করা থেকে বিরত থাকুন।

কাশ্মীরি কাপড়ের যত্ন

শীতে পোশাক হিসেবে কাশ্মীরি শাল বা সোয়েটার অনেক আরামদায়ক। এই পোশাকগুলোর একটু যত্ন নিলেই তা দীর্ঘদিন উজ্জ্বল ও টেকসই হয়ে থাকে।

নিচে পুরাতন শীত পোশাক কাশ্মীরি কাপড়ের যত্নের সঠিক উপায় দেওয়া হলো-

  • কাশ্মীরি কাপড়গুলো বাড়িতেই হাতে ধোয়া ভালো। তবে ঠান্ডা পানিতে বেবি শ্যাম্পু দিয়ে ধুতে হবে।
  • কাশ্মীরি শাল বা সোয়েটারগুলো শুকানোর জন্য সালাদ স্পিনার ব্যবহার করুন।
  • কাশ্মীরি শাল যদি ড্রাই ক্লিন করেন তাহলে অবশ্যই তা প্রটেক্টিভ প্লাস্টিক থেকে বের করে রাখতে হবে।
  •  এ ধরনের কাপড়গুলি কড়া রোদে মেলে দেওয়া যাবে না। এতে করে পোশাকের রঙ নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
  • আলমারিতে রাখার আগে ন্যাপথলিন দিন এবং অবশ্যই টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে ভুলবেন না।

লিলেন কাপড়ের যত্ন

শীতকালে সব পোশাকের পাশাপাশি লিলেন কাপড়ের যত্নেরও প্রয়োজন রয়েছে। যেভাবে যত্ন নিলে আপনার শখের লিলেন কাপড়গুলো নষ্ট হবে না তা জেনে নেওয়া যাক-

  • রঙ্গিন লিলেন কাপড় অল্প গরম পানিতে কাচবেন আর সাদা লিলেন কাপড় পানিতে কাচবেন।
  • লিলেন কাপড় ওয়াশিং মেশিনে না শুকিয়ে দড়িতে শুকানোর চেষ্টা করুন।
  • লিলেন কাপড় কাচার পর পানি ঝড়িয়ে, হালকা ভিজে ভিজে অবস্থায় আইরন করুন।
  • লিলেন কাপড় বেশিদিন না কেচে ব্যবহার করবেন না । চেষ্টা করুন  কিছু দিন পর পরই কাচার জন্য।

আমাদের দেশে শীত থাকে ২ মাসেরও কম। তাই এই শীতকালে আপনার পুরাতন শীত পোশাক গুলো উপরে উল্লেখিত সঠিক উপায়ে যত্ন নিলে থাকবে দীর্ঘদিন উজ্জ্বল এবং টেকসই। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়লে আপনিও পারবেন আপনার শখের শীত পোশাকগুলো সুন্দর রাখতে।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *