সুন্দর গানের ক্যাপশন । বাংলা গানের স্ট্যাটাস ২০২৪

সুন্দর গানের ক্যাপশন । বাংলা গানের স্ট্যাটাস ২০২৪

সুন্দর গানের ক্যাপশন, বাংলা গানের স্ট্যাটাস হলো এমন একটি লাইন বা বাক্য যা আপনি আপনার পছন্দের গানের মাধ্যমে নিজের আবেগ অনুভূতি প্রকাশ করতে পারেন। মানুষের শরীর ও মন দুইয়ে মিলে তৈরি জীবন। শরীরের খাদ্যের মতো মনেরও খাবার প্রয়োজন। আর মনের সবচেয়ে স্বাস্থ্যকর ও সকলের প্রিয় খাবার হল গান। গান ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। কারণ মানুষের হৃদয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায় গান। গানের কথা ও সুর মিলেই তৈরি হয় স্পন্দন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জন্য সুন্দর গানের ক্যাপশন ও বাংলা গানের স্ট্যাটাস তুলে ধরছি। আমি চাইলে যেকোন ক্যাপশন কপি করে সোস্যাল সাইটে শেয়ার করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক-

সুন্দর গানের ক্যাপশন

সুন্দর গানের ক্যাপশন

সোস্যাল মিডিয়াতে আজ-কাল সবাই নিজের মতো করে স্ট্যাটাস দিয়ে থাকে। একটি মানুষের মনের ভাব, অনুভূতি ও তাঁর রুচিবোধের সম্পর্কে তার দেওয়া স্ট্যাটাস টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধু-বান্ধব বা প্রিয়জনদের কাছে নিজের মনের ভাব সবসময় নিজের ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না ,তাই কখনো কখনো সুন্দর গানের ক্যাপশন এর সহায়তা নিতে হয়। আসুন বন্ধুরা জেনেই নেই কয়েকটি বিখ্যাত সুন্দর গানের ক্যাপশন সম্পর্কে-

আমার হৃদয় একটা আয়না। এই আয়নায় তোমার মুখটি ছাড়া আর কিছুই দেখা যায় না।

প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করল। ‌বৃথাই জীবনটা কাদামাখা মাখি করে অশ্রু ঘুম পাড়ালো।

তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

তোমার প্রেম যে বইতে পারি
এমন সাধ্য নাই।
এ সংসারে তোমার আমার
মাঝখানেতে তাই
কৃপা করে রেখেছ নাথ
অনেক ব্যবধান –
দুঃখসুখের অনেক বেড়া
ধনজনমান।

আমার সপ্ন যে সত্যি হল আজ কাছে এল এতদিন দূরে ছিল যে রঙ্গে রঙ্গে এ জীবন ভরে দিল সে আমার সপ্ন যে সত্যি হল আজ।

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো-
কুড়িয়ে তুমি নিও।

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।

ফাগুনের মোহনায়
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গীন এ বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়।

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ।

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা,
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।

হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই ৷
যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই ৷

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে!
বিরহ ছুটে যায় মনের দুয়ার!
দুচোখ নির্বাক আসো না ছুটে!!!

আমার এ দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।

অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল
বইয়ের ভাঁজে রয়ে যায়।

মনে পড়লে অকারণ
কাউকে বলা বারণ
রিমঝিম ঝিম বরষায়
তুই আজ ভেজার কারণ।

এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না।

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।

আমার একলা আকাশ
থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।

তুমি থাকো আর কিছুক্ষন
আজ ছুঁয়ে আমায়,
চলে যেতে চাইলেই কি
চলে যাওয়া যায়?

আমার পরান যাহা চায়,
তুমি তাই, তুমি তাই গো !

 

বাংলা ছায়াছবি সুন্দর গানের ক্যাপশন

বাংলা ছায়াছবি সুন্দর গানের ক্যাপশন

ছায়াছবি বা চলচ্চিত্র এক প্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। চলমান চিত্র তথা “মোশন পিকচার” থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে। এটি একটি বিশেষ শিল্প মাধ্যম। বাস্তব জগতের চলমান ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে বা এনিমেশনের মাধ্যমে কাল্পনিক জগৎ তৈরি করে চলচ্চিত্র বা ছায়াছবি নির্মাণ করা হয়। দর্শকদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য চলচ্চিত্রে সুন্দর সুন্দর গান যুক্ত করা হয়। আপনারা যারা ছায়াছবির সুন্দর গানের ক্যাপশন খুঁজে থাকেন তাদের জন্যই আমি কয়েকটি গানের ক্যাপশন তুলে ধরছি-

চিরদিনই তুমি যে আমারযুগে যুগে আমি তোমারইচিরদিনই তুমি যে আমারযুগে যুগে আমি তোমারই।

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।

আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে
যেন সাগরে মেশে ভরে দিলে মন তুমি এসে

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে।

আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।

শুধু গান গেয়ে পরিচয়
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়।

আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোলো বন্ধু আমার কেহ নাই।

সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…।

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।

চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা

ভালবাসি বড় ভালবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না।

হৃদয় ঝড়ে আকাশ ওঠে এত ডাকাডাকি।
তোমারই জন্য এই আমার এত কান্নাকাটি।

কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে,রেখে দে নয়তো দে উড়িয়ে। হো.. আমাদের প্রেমের পরোয়ানা জারি। হয়ে গেছে অনেক আগে…।

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবেনা
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও বিয়ে তুমি করছো না

বাংলা স্যাড গানের ক্যাপশন

বাংলা স্যাড গানের ক্যাপশন

আমরা অনেকেই আছি যারা দুঃখের সময় বিভিন্ন কষ্টের গান শুনে থাকি এবং সোস্যাল সাইট (ফেসবুকে) স্যাড গানের ক্যাপশন শেয়ার করি। অনেক সময় এই স্যাড গানের ক্যাপশন গুলো মনে আসে না, তাই আপনাদের মনে রাখার সুবিধার্থে আমি কয়েকটি স্যাড গানের ক্যাপশন নিচে তুলে ধরছি। আপনি চাইলে এখান থেকে শেয়ার করে ফেসবুকে পোষ্ট করতে পারেন-

বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পারে
মেঘের খেলা আজ আকাশ পারে
বড় একা লাগে এই আঁধারে
বড় একা লাগে এই আঁধারে
মেঘের খেলা আজ আকাশ পারে।

ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।

আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।

আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।

তুমি রবে নীরবে, হৃদয়ে মম,
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে (ভারতীয় বাংলা গান)।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম।

চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখির গানে গানে
তবু কেন মন উদাস হল

আমার একলা আকাশ
থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালবেসে।
আমার দিনগুলো সব
রঙ চিনেছে তোমার কাছে এসে।
শুধু তোমায় ভালবেসে।

ভ্রমর কইও গিয়া…
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে…
কইও কইও কইও রে ভ্রমর
কৃষ্ণ রে বুঝাইয়া
মুই রাধা মইরা জাইমু
কৃষ্ণহারা হইয়া রে!

সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,
কেমন করে এত অচেনা হলে তুমি,
কিভাবে এত বদলে গেছি এই আমি,
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে, চল বদলে যাই।

নিঃস্ব করেছ আমায়
কী নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়

ওরে মন, বোবা মন, বোকা মন
জানে না, শোনে না সে বারণ
খালি যায়, ছুটে যায় দিকে তোর
থেকে যায় চিন্তায় অকারণ
তাই পারবো না, আমি পারবো না
আমি পারবো না, আমি পারবো না।

কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল
কিছু কিছু মানুষের জীবনে
ভালবাসা চাওয়াটাই ভূল।

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যের হাত ধরে চলে গেছ দূরে
পারি না তোমায় ভুলে যেতে।

বধু বেশে কন্যা যখন এলো রে…
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে…
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।

বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন

বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন

বাংলায় অসাধারন কিছু রোমান্টিক গান রয়েছে। সেখান থেকেই আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন গুলো তুলে ধরতেছি। আপনার পছন্দ অনুযায়ী ক্যাপশন গুলো কপি করে ব্যবহার করতে পারবেন। আসুন জেনে নেই বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন গুলো-

সেই তুমি ধরা দেবে কাছে এসে,
তোমাকে জড়িয়ে নেব ভালবাসার আবেশে।

কিছুই পেলাম না তবু সব হারালাম,
মস্ত এই পৃথিবীতে এটুকুই কি আমার পাওয়ার ছিল?

কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা,
এত চেনা তবু কেন লাগে অচেনা।

তুমি চাইলে বৃষ্টি মেঘ ও ছিল রাজি অপেক্ষা শুধুই বর্ষনের।
সবার রঙের স্বপ্নগুলো দিল না তো ছুটি তাইতো আমি বসে একা।

তুমি এত কিছু বোঝো আর কেন মন বোঝো না,
আর কত কিছু খুঁজো আমায় কেন খোঁজো না।

রাত জাগা জোছনা তুমি ছাড়া কেউ না, আড়াল হলে যেন মরে যাই- সহেনা যাতনা কি করি বলো না।

তুমি কি জানো না তুমি কি বোঝ না, তোমারি বিহনে এ মন কাঁদে।

ভালো যদি বাসো আমাকে থাকো তাহলে কেন দূরে,
রেখেছি তোমাকে যতনে কতটা।

আলতো করে তোমার ছোঁয়া আর একটু করে ভালোবাসা,
তোমায় নিয়ে এই পৃথিবী নতুন এক আশা।

আলতো করে তোমার ছোঁয়া আর একটু করে ভালোবাসা,
তোমায় নিয়ে এই পৃথিবী নতুন এক আশা।

কতোটা কাছে এলে আমায় হতে হবে নিঃস্ব,
পৃথিবীর কাছে কি এতোটা দুর্মূল্য।

কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,
তুমি আসবে বলে…

কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,
তুমি আসবে বলে…

আমি কবি নই তবুও কাব্যের ভাষায় বলবো আজ,
তোমার হাসি শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই।

তোমাকে আলো ভেবে, চোখ চেয়ে থেকেছি আধাঁরে। নীরব থেকে, দেখেছি আমার একা নির্জনে!

বাংলা গানের স্ট্যাটাস

বাংলা গানের স্ট্যাটাস

গান স্ট্যাটাস এমন হতে পারে যা গানের মুড, মানসিকতা, ভাবনা, বা ব্যক্তিগত স্থিতি সম্পর্কে কথা বলতে পারে। যারা বাংলা গানের স্ট্যাটাস অনলাইনে খোঁজা খুঁজি করেন তাদেরভ জন্য আমি কয়েকটি বিখ্যাত বাংলা গানের স্ট্যাটাস নিচে তুলে ধরছি। পছন্দ অনুযায়ী আপনি সেগুলো কপি করে ফেসবুকে শেয়ার করতে পারেন।

জীবনের আমাবস্যায় সংগীত হলো পূর্ণিমার চাদসরূপ যা সকল দুঃখ কষ্টকে ঘুচিয়ে দেয় নিমেষেই।

গান যখন পরিপূর্ণতা দান করে, তখন মানুষের মন সংগীতকে অতিক্রম করে কোনো ঊর্ব্ধলোকে চলে যায়।

সংগীত যখন ভালোবাসার প্রাণ তখন উচ্চকণ্ঠে গান গেয়ে যাও।

যিনি জীবনকে ভালোবাসেন তিনি সংগীতকে ভালো না বেসে পারেন না।

যে সংগীত ভালোবাসে, তার জীবনে নিঃসঙ্গতা থাকে না।

একটা পুরানো সংগীত মানে তার সাথে জড়িয়ে থাকা হাজারো পুরানো স্মৃতি।

সুন্দরকে বলার এক অ্যাধাত্মিক উপায় হলো সংগীত এবং হৃদয়ের কাছে এক কাব্যিক ছন্দ।

জীবনের সকল সময়ই মধুর সংগীত দোল দেয় না, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীতের প্রয়োজন অনুভূত হয় ।

জীবনের সকল সময়ই মধুর গানে দোল দেয় না, সময় বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা সৃষ্টিকারী গানের প্রয়োজন অনুভূত হয়।

গান হচ্ছে শাশ্বত ভাষা, যার আবেদন দেশ, কাল, পাত্রভেদে অভিন্ন।

যেখানে গান আছে, সেখানে বেঁচে থাকার আনন্দ আছে।

তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, তেমনি গান দিয়ে শত্রুকে বন্ধু করা যায়।

জীবন আর সংগীত ওতপ্রোতভাবে জডিত। সংগীতের মাঝে মানুষ বেঁচে থাকার আনুপ্রেরণা পায়।

আজ সূরের জলে ভাসে আমার হৃদয়, গানের স্বরে মুখে সেই সুখে মেলা যায়।

গানের স্বরে মুখের বিভোর, আমি সব ভুলগুলো ভুলিয়ে যাই।

শেষ কথা

সুন্দর গানের ক্যাপশন ও বাংলা গানের স্ট্যাটাস আর্টিকেলে আমি যথা সম্ভব চেষ্টা করেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ক্যাপশন গুলো দেওয়ার। আশা করি সুন্দর গানের ক্যাপশন আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লাগবে। সুন্দর গানের ক্যাপশন আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আই রকম মজার মজার আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।

Author

More Reading

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রোজা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন

বিরহের স্ট্যাটাস, উক্তি ও বাংলা ক্যাপশন ২০২৪

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন, উক্তি ও বাংলা স্ট্যাটাস ২০২৪