WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home অ্যান্ড্রয়েড

৬টি বেস্ট অ্যান্ড্রয়েড রিমাইন্ডার অ্যাপ ২০১৮ | কোন কিছু ভুলে যাওয়া এখন অসম্ভব!

তাহমিদ বোরহানbyতাহমিদ বোরহান
11/01/2022
in অ্যান্ড্রয়েড, ৫ টি বেস্ট
0
৬টি বেস্ট অ্যান্ড্রয়েড রিমাইন্ডার অ্যাপ ২০১৮ | কোন কিছু ভুলে যাওয়া এখন অসম্ভব!

যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য ফোন ব্যবহার করা হয়, তবে কিছু মনে করিয়ে দেওয়াতে কেন ফোনের সাহায্য নেয়া নয়?—আমরা মানুষেরা, কিছু পারি আর নাইবা পারি, ভুলে যেতে কিন্তু ওস্তাদ আমরা! অফিস থেকে ফিরছেন ভালো কথা, কিন্তু ফেরার পথে বিদ্যুতের বিল পে করার কথা মনে আছে তো? কেমন হয়, যদি আপনার ফোনের অ্যাপ আপনাকে মনে করিয়ে দেয়, আপনি সেই জায়গা দিয়ে যাওয়ার সময় বা সে জায়গা ছেড়ে গেলে, আপনার ফোন আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে।

ADVERTISEMENT

এই আর্টিকেলে আমি এমনই কিছু বেস্ট অ্যান্ড্রয়েড রিমাইন্ডার অ্যাপ এর সাথে আপনাকে পরিচিত করিয়ে দেবো, যেগুলো আপনার ভুলে যাওয়া কাজ গুলো মনে করিয়ে দিতে আপনাকে সাহায্য করবে।


এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

  • গুগল কীপ (Google Keep)
  • গুগল অ্যালো (Google Allo)
  • জিওবেল (Geobells)
  • টুডুইস্ট (Todoist)
  • টু ডু লিস্ট (To Do List)
  • এনি.ডু (Any.do)

গুগল কীপ (Google Keep)

যেহেতু অ্যান্ড্রয়েড গুগলের প্রোডাক্ট, তাই অন্য অ্যাপ সাজেস্ট করার আগে আমি খুঁজে দেখতে পছন্দ করি, সেই কাজের জন্য গুগল নিজেই কোন অ্যাপ বানিয়ে রেখেছে কিনা। কারণ, গুগলের অ্যাপ গুলো ব্যবহার করতে সুপার ইজি এবং এক অ্যাকাউন্ট থেকেই সবকিছু নিয়ন্ত্রন করা যায়। গুগল কীপ—একটি সাধারণ নোট লেখার অ্যাপ, যেখানে লোকেশন নির্ভর অনুস্মারক ব্যবস্থা রয়েছে।

সাথে সবচাইতে ভালো কথা হচ্ছে, অ্যাপটি সম্পূর্ণ বিনামুল্যের! সাথে অ্যাপটি আপনার অনুস্মারক নোট’টি সকলের সাথে শেয়ার করার অপশন পাবেন। আপনার যে বন্ধুর কেবল মাত্র একটি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, তাকেই নোট সেন্ড করতে পারবেন। গুগল কীপ এর শুধু অ্যাপ নয়, https://keep.google.com —থেকে ওয়েব অ্যাপ ব্যবহার করেও আপনি নোট গুলোকে ম্যানেজ বা নতুন অনুস্মারক নোট তৈরি করতে পারবেন।

ডাউনলোড; গুগল কীপ

গুগল অ্যালো (Google Allo)

যদিও গুগল অ্যালো একটি ম্যাসেজিং অ্যাপ, কিন্তু তারপরেও এটি অনেক কিছু করতে পারে। এই অ্যাপটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেটা এই অ্যাপটির চ্যাটবট আকারে আচরন করে। আপনি এই চ্যাটবটকে যেকোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন বা যেকোনো ভার্চুয়াল কাজ এর দ্বারা করিয়ে নিতে পারেন।

 

আপনি লিখে বা ভয়েজ কম্যান্ড দেওয়ার মাধ্যমে ফোনে রিমেইন্ডার সেট করিয়ে নিতে পারেন, ফোন থেকে পরে আপনাকে সময় অনুসারে মনে করিয়ে দেওয়া হবে। যদিও এই অ্যাপটি এখনো এতোবেশি জনপ্রিয় নয়, তবে এতে গুগল অ্যাসিস্ট্যান্ট থাকার জন্য অনেক মজা নিতে পারবেন এই অ্যাপটির থেকে। সাথে রিমেইন্ডার সেট করার জন্য আপনার কাছে থাকলো এক ইউনিক অ্যাপ।

ডাউনলোড; গুগল অ্যালো

জিওবেল (Geobells)

জিওবেল অ্যাপটি কিছু অসাধারণ ফিচারে প্যাকেট করা একটি অসাধারণ অ্যাপ। আপনি কোন জায়গায় যাওয়ার সময় বা ঐ জায়গার পাশ কাটিয়ে যাওয়ার সময় রিমেইন্ডার সেট করে রাখতে পারবেন। আপনি যেকোনো জায়গাকে রিমেইন্ডার হিসেবে সেট করে রাখতে পারবেন, সেটার অ্যাড্রেস থাকারও কোন দরকার পড়বে না, কেনোনা অ্যাপটিতে আপনি ইন-বিল্ড ম্যাপ ফিচার পাবেন।

 

আবার আপনি যেকোনো লোকেশন সেখানে খুজেও পেতে পারবেন। ধরুন আপনি টাইপ করলেন, “রেস্টুরেন্ট” —তো অ্যাপটি আপনাকে আপনার আশেপাশের কিছু রেস্টুরেন্টের লোকেশন খুঁজে বেড় করে আপনাকে দেখাবে। বাসাতে ফেরার পথে আপনাকে কাঁচা বাজারে যেতে হবে সবজী কেনার জন্য, তো কাঁচা বাজারের কাছে যেতেই বা বাজার অতিক্রম করে চলে যেতেই অ্যাপটি আপনাকে অ্যালার্ট প্রদান করবে।

ডাউনলোড; জিওবেল

টুডুইস্ট (Todoist)

একটি টু ডু লিস্ট অ্যাপ হিসেবে যা যা থাকা প্রয়োজনীয়, সবকিছুই এই টুডুইস্ট অ্যাপটিতে পাবেন। শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ নয়; ক্রোম এক্সটেনশন, এবং পিসির জন্য এদের সফটওয়্যার রয়েছে। আপনি সকল ডিভাইজ গুলোর মধ্যে আপনার টু ডু লিস্ট গুলোকে আরামে সিঙ্ক করতে পারবেন, এবং যেকোনো ডিভাইজ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন।

 

কিন্তু এই অ্যাপটির একটি ডাউন সাইড হচ্ছে, কেবল এর প্রিমিয়াম ভার্সনেই আপনি রিমেইন্ডার ফিচারটি পাবেন। যাই হোক, এর ফ্রী ভার্সনটিও বেশ ভালো। যদি আপনার রিমেইন্ডার ফিচারটির দরকার না থাকে, তবে টু ডু লিস্ট হিসেবে এর ফ্রী ভার্সনই অসাধারণ।

ডাউনলোড; টুডুইস্ট

টু ডু লিস্ট (To Do List)

টু ডু লিস্ট —একটি সিম্পল লাইট ওয়েট টু ডু লিস্ট অ্যাপ; যাই হোক, এই টাইপের অ্যাপে যা যা থাকা প্রয়োজনীয়, সবকিছুই রয়েছে এতে। এখানে আপনি সহজেই যেকোনো টাস্ক ক্রিয়েট করতে পারবেন এবং সহজভাবে ব্রাউজ করার জন্য টাস্ক গুলোকে গ্রুপও করতে পারবেন। তাছাড়া এই অ্যাপটিকে গুগল টকের সাথে সিঙ্ক করতে পারবেন।

 

মানে ডিভাইজ চেঞ্জ করা পরে কিংবা নতুন ফোন কিনলে সেখানে একই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলে, আপনার লিস্ট গুলো ব্যাক পাবেন। নিঃসন্দেহে এটি একটি ভালো রিমেইন্ডার অ্যাপ। এর প্রিমিয়াম ভার্সনও রয়েছে, তবে ফ্রী ভার্সন দিয়েই অনেক কিছু করতে পারবেন। তাই আপনার মাস্ট ট্রাই করে দেখা প্রয়োজনীয়।

ডাউনলোড; টু ডু লিস্ট

এনি.ডু (Any.do)

এনি.ডু একটি টু ডু লিস্ট ভিত্তিক রেমিন্ডার অ্যাপ, অ্যাপটির সবচাইতে ভালো ব্যাপার হলো এর অসাধারণ ইন্টারফেস। এক কথায় বলতে, এটি অসাধারণ এক রিমেইন্ডার অ্যাপ। যেকোনো কিছু মনে রাখার জন্য বেস্ট অ্যাপ এটি, ধরুন দোকান থেকে চাল কিনে আনতে হবে, এসকল কাজের জন্য ক্যালেন্ডার অ্যাপ থেকেও এটি বেশি ব্যবহারে সহজ।

 

তাছাড়া অ্যাপটির ইন্টারফেসে ব্যবহার করা হয়েছে, ম্যাটেরিয়াল ডিজাইন (আমি ম্যাটেরিয়াল ডিভাইজের অনেক বড় এক ফ্যান), রিমেইন্ডারের সাথে সাথে আপনি এতে হোম টাস্ক গুলোও সেট করে রাখতে পারবেন। রিমেইন্ডার অ্যাপ হিসেবে, এটাকে একবার ট্র্যাই করা তো অবশ্যই উচিৎ, কে জানে, পছন্দও হয়ে যেতে পারে আপনার!

ডাউনলোড; এনি.ডু


তো বন্ধু, এই ছিল আপনার ভুলে যাওয়া কাজ গুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য কিছু অসাধারণ অ্যান্ড্রয়েড রিমাইন্ডার অ্যাপ নিয়ে তৈরি করা লিস্ট। আপনি নিচে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আপনি কোন অ্যাপটি ইউজ করতে বেশি পছন্দ করেন এবং কেন পছন্দ করেন। সাথে আপনার আর কোন ফ্রী অ্যান্ড্রয়েড রিমাইন্ডার অ্যাপ সম্পর্কে জানা থাকলে, যেগুলো সত্যিই অসাধারণ, নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

Images: Shutterstock.com

Tags: অ্যান্ড্রয়েড অ্যাপঅ্যাপরিমাইন্ডার অ্যাপরিমাইন্ডার অ্যাপ
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তাহমিদ বোরহান

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি! সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
৫টি বেস্ট উইন্ডোজ ফ্রী সফটওয়্যার ডাউনলোডিং ওয়েবসাইট

৫টি বেস্ট উইন্ডোজ ফ্রী সফটওয়্যার ডাউনলোডিং ওয়েবসাইট

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান