অ্যান্ড্রয়েড গেমস : যেগুলো ভালো লাগার মত। (পর্ব-১)

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

পর্ব-১

আমরা সবাই তো গেমস খেলি। এখনকার পৃথিবীতে গেমস চেনেনা বা কখনো গেমস খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। হাই এন্ড গেমস বা গ্রাফিক্স ইন্টেনসিভ গেমস মূলত আমরা ডেস্কটপেই খেলে থাকি, কিন্তু গেমস খেলার সুবিধার দিক থেকে এখনকার স্মার্টফোনগুলোও পিছিয়ে নেই। যে ধরনের হাই এন্ড ৩ডি গেমস আমরা আগে ডেস্কটপ বা পিসি ছাড়া খেলার কল্পনাই করতে পারতাম না, সেই ধরনের হাই এন্ড গেমস এখন খুব সহজেই স্মার্টফোনে খেলা যায় (যেমন : Asphalt 8, Modern Combat ইত্যাদি)। স্মার্টফোন বর্তমানে সহজলোভ্য হওয়ায় এবং স্মার্টফোনেও এখন অনেক বড় বড় গ্রাফিকস ইন্টেনসিভ গেম খেলার সুবিধা থাকায় বর্তমানে স্মার্টফোনেই মানুষের গেম খেলার চাহিদা বেশি থাকে। এমনকি গেম খেলার জন্য Razer গেমিং স্মার্টফোনও তৈরি করে ফেলেছে। যাদের বাসায় হাই এন্ড গেমিং সেটআপ আছে, তাদের কথা আলাদা, কিন্তু বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্মার্টফোনেই বেশি গেম খেলে থাকেন। আজকে আলোচনা করব এই অ্যান্ড্রয়েড গেমস নিয়ে।

হাই এন্ড গেমস যেমন Asphalt 8, Modern Combat 5 ইত্যাদি তো আছেই, এছাড়া অ্যান্ড্রয়েডে অসংখ্য ছোট ছোট গেমসও রয়েছে যেগুলো খেলতে বড় গেমসগুলোর থেকে আরও বেশি মজা। অন্যদের কথা জানিনা, আমার বড় বড় হাই এন্ড গেমসগুলোর থেকে এসব ছোট ছোট মিনি গেমস খেলতেই বেশি ভালো লাগে। এছাড়া যারা লিমিটেড ইন্টারনেট ইউজার, তাদের জন্য অনেক বড় বড় হাই এন্ড গেমস খেলা সম্ভব নাও হতে পারে। আজকে এমন ৫ টি ছোট ছোট মজার অ্যান্ড্রয়েড গেমস এর কথা বলব যেগুলো ডাউনলোড করতে আপনাকে হাজার হাজার মেগাবাইট ইন্টারনেট খরচ করতে হবেনা এবং এসব গেমস খেলে হাই এন্ড গেমসগুলোর থেকে আরও বেশি মজা পাবেন। হতেই পারে আপনি এর মধ্যে কয়েকটি গেমস এর ব্যাপারে জানেন এবং আগে খেলেছেন। যদি তেমন হয়, তাহলে আপনি ওই গেমটি এড়িয়ে যেতে পারেন।

আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি বেশ কয়েকটি মজার অ্যান্ড্রয়েড গেমস এর নাম জানতে পারবেন যেগুলো ডাউনলোড করলে আপনাকে রিগ্রেট করতে হবেনা। তো আর কথা না বাড়িয়ে, চলুন শুরু করা যাক এই অ্যান্ড্রয়েড গেমস সিরিজের প্রথম পর্ব।


Stack

প্রথমেই শুরু করি একটি বেসিক এবং সহজ গেম দিয়ে। এই গেমটির নাম হয়ত আপনি শুনে থাকবেন বা আগে খেলেও থাকবেন হয়ত এই গেমটি। যদি আগে খেলে থাকেন, তাহলে নিশ্চই ব্যাখ্যা করার দরকার নেই যে কি আছে এই গেমে। কিন্তু যদি না খেলে থাকেন, তাহলে শুনুন, এই গেমে আপনাকে মূলত একটি ইটের ওপরে আরেকটি করে ইট সাজাতে হবে। একটি ইটের ওপরে আরেকটি ইট দ্রুত মুভ করতে থাকবে এবং আপনাকে শুধু প্রত্যেকবার স্ক্রিনে ট্যাপ করে ওই ইটটিকে নিচেরটির ওপরে প্লেস করতে হবে।

একটি ইটকে আরেকটি ইটের ওপরে বসানোর পরেই আরেকটি ইট আসবে। আপনি যদি নিখুঁতভাবে প্লেস করতে না পারেন তাহলে ইটটির বাড়তি অংশ ভেঙ্গে যেতে থাকবে এবং ইটগুলো আরও ছোট হতে শুরু করবে। আপনি যত বেশি ইট প্লেস করতে থাকবেন, গেমটি আস্তে আস্তে তত বেশি কঠিন হতে থাকবে। এই গেমটিকে মুলত এই লিস্টে রাখলাম এর অভারল প্লেইং এক্সপেরিয়েন্স এর কারণে। ইটগুলো প্লেস করার পরের যে সাউন্ড ইফেক্টস, এনিমেশনস এবং প্রত্যেকটি সেশনের আলাদা আলাদা থিমস ও কালার কম্বিনেশন সবগুলোই অনেক স্যাটিসফাইং। আপনি একবার খেলা শুরু করতে সহজে থামতে পারবেন না।

গেমটি পাবেন : এখানে

Racey Rocket

এটিও বেশ মজার একটি গেম। এই লিস্টের সবগুলো গেমের মধ্যে এটি আমার নিজের সবথেকে পছন্দের গেম। এই গেমে মূলত আপনাকে একটি ছোট্ট  দ্রুতগতির রকেট দেওয়া হবে এবং দেওয়া হবে কয়েকটি ট্র্যাক যেখানে এই রকেটটি চলবে। এই গেমটি Gesture বেসড। আপনার কাজ হবে আঙ্গুল সোয়াইপ করার মাধ্যমে এই রকেটটিকে নিয়ন্ত্রন করা। আপনি আঙ্গুল দিয়ে যেদিকে সোয়াইপ করবেন, সেদিকেই রকেটটি যাবে। যাবে না বলে বলা উচিৎ, সেদিকে রকেটটিকে শুট করা হবে। ট্র্যাকটিতে কিছু লাল রঙের লাইন থাকবে। কোনভাবে ওই লাইনগুলোতে যদি আপনার রকেট স্পর্শ করে, তাহলে রকেটটি ধ্বংস হয়ে যাবে। আপনার কাজ হবে, লাল রঙ্গের লাইন অ্যাভয়েড করে রকেটটিকে ফিনিশিং লাইনে নিয়ে যাওয়া।

যত বেশি খেলতে থাকবেন ততো বেশি কঠিন লেভেল পাবেন এবং ততো বেশি কঠিন হয়ে পড়বে রকেটটিকে নিয়ন্ত্রন করা। রকেটটি এমনিতেই এত দ্রুতগতিতে চলে যে আপনি সহজেই এটাকে নিয়ন্ত্রন করতে পারবেন না। আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন, গ্লোবাল র‍্যাঙ্কিং-এ আপনি ততো বেশি এগিয়ে থাকবেন। আপনি চাইলে আপনার পয়েন্ট দিয়ে নতুন নতুন রকেট কিনতে পারবেন। আর, এই গেমটির রকেট চলার এনিমেশন, গেমপ্লের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিটেইলস এর এনিমেশন, রকেট বাস্ট হওয়ার এনিমেশন, ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সবকিছু এক কথায় অসাধারন। এই গেমের গেমপ্লে এবং এই এনিমেশনের কারনেই গেমটির প্রতি অ্যাডিকশন তৈরি হয়।আপনি একটি লেভেল কমপ্লিট করলে পরের লেভেলও কমপ্লিট করতে চাইবেন।

গেমটি পাবেন : এখানে

Smash Hit

এই গেমটি বেশ জনপ্রিয়। আপনি হয়ত আগে এই গেমটি খেলে থাকবেন। যদি না খেলে থাকেন, তাহলে আপনি এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েডের সবথেকে মজার গেমগুলোর মধ্যে একটি এখনো খেলেন নি। এই গেমটিতে আপনাকে মেটালের তৈরি বল ব্যাবহার করে কাঁচ ভাংতে হবে। আপনাকে মুলত গেমের ট্র্যাকে ফার্স্ট পারসন ভিউ তে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আপনার সামনে বারবার বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকারের কাঁচের তৈরি বাধা চলে আসবে এবং আপনাকে কাঁচগুলোকে ভাংতে হবে হাত দিয়ে স্ক্রিনে ট্যাপ করার মাধ্যমে কাঁচগুলোর ওপরে মেটাল বল শুট করে।

আপনি যত সামনে এগিয়ে যেতে থাকবেন, কাঁচ ভাঙ্গা ততই কঠিন হতে শুরু করবে। আপনার সামনে আরও বেশি বাধা এবং আরও বিভিন্ন ধরনের নতুন নতুন বাধা আসবে। আপনি বিভিন্ন ধরনের পাওয়ার আপগ্রেডও পাবেন, যেমন, বলকে আরও বেশি স্ট্রং করা বা একসাথে ৫ টি বল শুট করা ইত্যাদি। আপনি যত বেশি খেলতে থাকবেন, গেমপ্লে আরও দ্রুত হবে এবং আরও কঠিন হবে। এই গেমটির কাঁচ ভাঙ্গার সময় যে এনিমেশনটি দেখায় এবং ভাঙ্গার সময় যে সাউন্ড ইফেক্ট দেখা যায় সেগুলো বেশ স্যাটিসফাইং।

গেমটি পাবেন : এখানে

BLUK

 

এটিও বেশ মজার একটি গেম। এই গেমটি মুলত ফিজিক্স বেসড। এই গেমে আপনার সামনে কয়েকটি ছোট ছোট পিলার বা খুঁটি থাকবে যেগুলো বিভিন্ন সাইজের। কোনোটি অনেক নিচু আবার কোনোটি অনেক উঁচু। প্রথম পিলারের ওপরে একটি ব্লক থাকবে। আপনার কাজ হবে ওই ব্লকটিকে হাত দিয়ে পেছনের দিকে টেনে সামনের দিকে আস্তে করে শুট করা। শুট করার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্লকটি গিয়ে সামনের পিলারের ওপরে পড়ে। ব্লকটি যদি নিচে পড়ে যায়, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এভাবে ব্লকটিকে শুট করে যতদুর পর্যন্ত রাখতে পারবেন, ততো বেশি পয়েন্ট পাবেন। ব্লকটি শুট করার সময় প্রত্যেকবার আপনাকে কিছুটা হিসাব করে বুঝে নিতে হবে যে কতো জোরে করলে ব্লকটা ঠিক পরের পিলারের ওপরে গিয়ে পড়বে এবং বাইরে পড়ে যাবেনা। এছাড়া এই গেমটির এনিমেশনস এবং সাউন্ড ইফেক্টগুলোও ভালো।

গেমটি পাবেন : এখানে

Into The Dead 2

এই গেমটি এই লিস্টের অন্যান্য গেমসগুলোর তুলনায় সাইজে একটু বড়। তাই এটিকে ঠিক মিনি গেম বলা যায়না। গেমটির সাইজ মিনি গেম এর তুলনায় একটু বড়, কিন্তু হাই এন্ড গেমগুলোর মত এত বড় নয় যদিও গেমটির গেমপ্লে এক্সপেরিয়েন্স হাই এন্ড গেমসগুলোর থেকে কম নয়। এটি মূলত PikPok গেমসের সবথেকে জনপ্রিয় গেম, Into The Dead এর দ্বিতীয় সংস্করণ। এই গেমের প্রথম সংস্করণটিও যথেষ্ট ভালো এবং মজার।

এটি মূলত একটি শুটিং গেম। এই গেমে আপনি অন্ধকারের মধ্যে শুধুমাত্র প্রাণপণে দৌড়াতে  থাকবেন এবং আপনার সামনে অসংখ্য জম্বি আপনাকে মেরে ফেলার জন্য দাড়িয়ে থাকবে। তাদের প্রত্যেককে পাশ কাটিয়ে দৌড়ে যেতে হবে আপনাকে। কেউ যদি আপনাকে কোনভাবে ধরে ফেলে তাহলে আপনাকে মেরে ফেলবে এবং গেম প্রথম থেকে শুরু করতে হবে আবার। আপনি পথের মধ্যে কোনো জায়গায় গুলি, ছুরি ইত্যাদি বিভিন্ন ধরনের অস্ত্র খুঁজে পাবেন। সেগুলো ব্যাবহার করে আপনি জম্বিগুলোকে হত্যাও করতে পারবেন। এছাড়া আপনি আপনার পয়েন্ট এবং রিসোর্স ব্যাবহার করে নতুন নতুন অস্ত্র এবং গুলি কিনতে পারবেন যেগুলোর সাহায্যে আপনি জম্বিগুলোকে শুট করবেন। এই গেমের প্রথম সংস্করণেও কনসেপ্টটা একই ছিল। দ্বিতীয়টিতে স্টোরিলাইন আরো ভালো করা হয়েছে, গ্রাফিক্স আরও ইম্প্রুভ করা হয়েছে এবং গেমপ্লেতেও কিছু পরিবর্তন আনা হয়েছে যেগুলো আপনি খেলতে শুরু করলেই বুঝবেন। এই গেমের সবথেকে ভালো ব্যাপারটি হচ্ছে এর অসাধারন সাউন্ড ইফেক্ট। একবার খেলতে শুরু করলে আপনার এই গেমটি ভালো লাগতে বাধ্য।

গেমটি পাবেন : এখানে


তো, আজকের মত এগুলোই ছিল ৫ টি মজার অ্যান্ড্রয়েড গেমস যেগুলো ইন্সটল করলে আপনি রিগ্রেট করবেন না। যদি হাতে যথেষ্ট অবসর সময় থাকে, তাহলে এই গেমগুলো সময় নিয়ে খেলে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। শুধু এই ৫ টি নয়, আরও অনেক অনেক মজার গেমস আছে। পরবর্তী পর্বে আরও ৫ টি মজার অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আলোচনা করব

আজকের মত এখানেই শেষ করছি। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন  মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories