WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home কম্পিউটিং

ইন্টিগ্রেটেড সার্কিট কি? দিনদিন কম্পিউটারকে এতো ছোট কে বানাচ্ছে? [ওয়্যারবিডি ব্যাখ্যা!]

তাহমিদ বোরহানbyতাহমিদ বোরহান
12/01/2022
in কম্পিউটিং, হার্ডওয়্যার
0
ইন্টিগ্রেটেড সার্কিট কি? দিনদিন কম্পিউটারকে এতো ছোট কে বানাচ্ছে? [ওয়্যারবিডি ব্যাখ্যা!]

১৯৪০ সালের কম্পিউটার গুলোর সাইজ ৩-৪টা ডবল-ডেকার বাসের সমান ছিল আর সেখানে লাগানো থাকতো ১৮,০০০ শোঁশোঁ শব্দ করা ইলেক্ট্রনিক সুইচ যেগুলো ভ্যাকুয়াম টিউব (Vacuum Tubes) নামে পরিচিত। আজকের ল্যাপটপ গুলো আঁকারে ঐদিনের কম্পিউটার থেকে প্রায় ১০০ গুন ছোট এবং প্রায় ১,০০০ গুন কম পাওয়ারে চলে। কম্পিউটারের ইতিহাস অনেকটা রোমাঞ্চকর আবার জাদুর মতোও বটে, এতো বিরাট সাইজের জিনিস কীভাবে মাত্র কয়েক বছরে পকেটে এসে ঢুঁকে পড়েছে? এই অদ্ভুদ আবিষ্কার শুধু ইন্টিগ্রেটেড সার্কিট (Integrated Circuits) বা আইসি (IC) এর ফলেই সম্ভব হয়েছে। একটি আঙ্গুলের সমান চিপে লাখো, বলতে পারেন কোটি ইলেক্ট্রনিক যন্ত্রাংশ এঁটে যায়। তো কীভাবে এরকমটা সম্ভব হয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক…

ADVERTISEMENT

ইন্টিগ্রেটেড সার্কিট কি?

কোন টেলিভিশন বা রেডিও খুলে ফেললে দেখা যাবে একটি প্রিন্টেড সার্কিট বোর্ডের (Printed Circuit Board (PCB) উপর সকল যন্ত্রাংশ গুলো সাজানো রয়েছে। এই সার্কিট বোর্ডকে কাছ থেকে দেখলে মনে হবে আপনি কোন শহরের উপর থেকে গুগল ম্যাপ দিয়ে একে দেখছেন। সার্কিটের উপর অনেক ছোট রেজিস্টর এবং ক্যাপাসিটর লাগানো থাকে, আর একটি কপারের লাইন এই সকল যন্ত্রাংশ গুলোকে একে অপরের সাথে লিঙ্ক করে যেটা দেখতে মনে হয় কোন শহরের মেটালের সড়ক।

সার্কিট বোর্ড দিয়ে কোন জেনারেল ইলেক্ট্রনিক্স বানানো অনেক সহজ কিন্তু যদি কোন কমপ্লেক্স ইলেক্ট্রনিক মেশিন তৈরি করার কল্পনা করা হয়, যেমন- কম্পিউটার, তবে আপনি অনেক সহজেই নিরাশ হয়ে পড়বেন। কেনোনা কম্পিউটারের ১বাইট সেভ করার মতো ব্যবস্থা তৈরি করতে ৮টি ইলেক্ট্রনিক সুইচ লাগানোর প্রয়োজনীয়তা পড়বে। ধরুন আপনি একটি কম্পিউটার তৈরি করতে চান একটি সার্কিট বোর্ডের উপর যেটি শুধু মাত্র এই প্যারাগ্রাফটি সেভ করতে পারবে, তাহলেও আপনাকে কয়েক হাজার সুইচ লাগাতে হবে। আর এক একটি সুইচের আঁকার প্রায় আপনার বুড়ো আঙ্গুলের সমান—তাহলে এবার একটু কল্পনা করে দেখুন ১ মেগাবাইট ডাটা প্রসেস করতে পারবে এরকম কম্পিউটার বানাতে কতোবড় সিস্টেম উন্নতি করতে হবে?

এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানীরা ট্র্যানজিস্টর আবিষ্কার করেন, যেটা ভ্যাকুয়াম টিউব থেকে বহু গুনে ছোট হওয়ার পরেও একই আচরণ করে এবং অনেক কোন এনার্জিতে কাজ করতে পারে। কিন্তু আগের দিনের সবচাইতে বড় সমস্যা ছিল এই ট্র্যানজিস্টর গুলোকে একটি কমপ্লেক্স সার্কিটে সকলের সাথে লিঙ্ক করা। এজন্য ট্র্যানজিস্টর আবিস্কারের পরেও কম্পিউটার গুলোতে হাজারো তারের মাঝে জট পাকিয়ে রাখার প্রয়োজন পড়তো।

তবে ইন্টিগ্রেটেড সার্কিট আসার পরে এই সমস্ত বিষয়টিই সম্পূর্ণভাবে পরিবর্তন করা সম্ভব হয়েছে, এখানে লাখো যন্ত্রাংশের মধ্যে লিঙ্ক তৈরি করে একটি সম্পূর্ণ সার্কিট তৈরি করা হয় একটি সিলিকন পৃষ্ঠে। আর এই অত্যন্ত চালাক আইডিয়া কাজে লাগিয়েই আজকের প্রত্যেকটি মাইক্রো-ইলেক্ট্রনিক্স গ্যাজেট বানানো সম্ভব হয়েছে। পকেট ক্যালকুলেটর থেকে শুরু করে, কম্পিউটার চিপ, ডিজিটাল হাত ঘড়ি, এমনকি চাঁদে ল্যান্ড করা রকেটেও ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়।

প্রথমে ইঞ্জিনিয়াররা একটি চিপের মধ্যে ডজন খানেক যন্ত্রাংশ জুড়ে দেন আর এটাকে স্মল-স্কেল ইন্টিগ্রেশন (Small-Scale Integration (SSI) বলা হতো। তারপরে খুব শীঘ্রই একই সাইজের চিপের উপর শতাধিক যন্ত্রাংশ লাগানো সম্ভব হয়ে উঠে, যাকে মিডিয়াম-স্কেল ইন্টিগ্রেশন (Medium-Scale Integration (MSI) বলা হয়। এভাবে একই আকারের চিপের উপর হাজার যন্ত্রাংশ জুড়ে দেওয়া হয় যেটাকে লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (Large-Scale Integration (LSI), ১০ হাজার যন্ত্রাংশ জুড়ে দিয়ে ভেরি-লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (Very-Large-Scale Integration (VLSI), এবং আগের চেয়ে অনেক ছোট আকারের চিপে মিলিয়ন যন্ত্রাংশ লিঙ্ক করিয়ে তৈরি করা হয় আলট্রা-লার্জ-স্কেল (Ultra Large Scale)। গর্ডন মুর (Gordon Moore) আর তার ইনটেল কোম্পানি—যারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিপ মেকার— তারা লক্ষ্য করলেন যে, প্রত্যেক কয়েক বছরে একই সাইজের চিপের উপর ডবল যন্ত্রাংশ লাগানো যাচ্ছে। তাই তারা প্রত্যেক বছর বা কয়েক বছর পরপরই তাদের চিপে আরো বেশি যন্ত্রাংশ লাগাতে সক্ষম হচ্ছে এবং আরোবেশি শক্তিশালি কম্পিউটার চিপ তৈরি করছে।

ইন্টিগ্রেটেড সার্কিট কীভাবে তৈরি হয়?

আমরা জানি, সকল ম্যাটেরিয়াল (Materials) দুই শ্রেণির মধ্যে পড়ে, এক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে যারা নিজের মদ্ধ দিয়ে ইলেক্ট্রিসিটি পরিবহন করতে পারে, এদের কন্ডাক্টর (Conductors) বা পরিবাহী বলা হয়, এবং আরেক ধরনের ম্যাটেরিয়াল ইলেক্ট্রিসিটি পরিবহন করতে পারে না, এদের ইন্সুলেটর (Insulators) বা অপরিবাহি বলা হয়। সকল ধাতু সাধারনত পরিবাহী হয়ে থাকে, কিন্তু অধাতু যেমন- প্ল্যাস্টিক, কাঠ, কাঁচ —এগুলো অপরিবাহি হয়ে থাকে। সাধারন নজরে দেখলে যেকোনো ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য অনেক পরিষ্কার মনে হবে, হয়তো কেউ পরিবাহী আর না হলে অপরিবাহি, তাই না? কিন্তু ব্যস্তবিকভাবে ম্যাটেরিয়ালরা এতোটাও সহজ না, বিশেষ করে পর্যায় সারণীর মাঝের দিকের ম্যাটেরিয়াল গুলো, যেমন- সিলিকন এবং জার্মেনিয়াম। এখানে এই অপরিবাহি গুলোকে পরিবাহীর মতো আচরণ করানো সম্ভব, শুধু এতে কিছু পরিমানে অমেধ্য মিশ করে দেওয়া প্রয়োজনীয়, আর এই প্রসেসকে ডোপিং (Doping) বলা হয়। যদি আপনি সিলিকনের সাথে রসাঁজন যোগ করে দেন, এর মানে আপনি এতে সাধারনের চেয়ে আরো বেশি ইলেকট্রন যোগ করিয়ে দিলেন—এবং এতে ইলেক্ট্রিসিটি পরিবহন করার ক্ষমতা যোগ করিয়ে দিলেন। এই উপায়ে ডোপ হওয়া সিলিকনকে এন-টাইপ (N-Type) বলে।

কিন্তু এতে যদি রসাঁজনের পরিবর্তে বোরন মিশিয়ে দেওয়া হয় এবং সিলিকন থেকে কিছু ইলেকট্রন নিয়ে নেওয়া হয়, তবে এটি নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে। আর এই ধরনের সিলিকনকে পি-টাইপ (P-Type) বলা হয়। পি-টাইপ এবং এন-টাইপ সিলিকনকে পরস্পরের সাথে রাখার মাধ্যমে একটি সংযোগস্থল তৈরি হয় এবং ইলেকট্রন গুলো মজাদারভাবে আচরণ করতে থাকে। আর এইভাবেই আমরা ইলেক্ট্রনিক সেমি-কন্ডাক্টার নির্ভর যন্ত্রাংশ যেমন- ডায়োড (Diodes), ট্র্যানজিস্টর (Transistors), এবং মেমোরি (Memories) তৈরি করি।

একটি চিপের ভেতরে

ইন্টিগ্রেটেড সার্কিট তৈরির শুরুর দিকটাতে একটি বিশাল আকারের সিলিকন ক্রিস্টাল নেওয়া হয়, যেটার আঁকার কোন নলের মতো, কিন্তু এটা ফাঁপা হয় না। এবার এই নলের আকারের সিলিকনকে অনেক পাতলা করে কাঁটা হয়, যার ফলে এক একটি কাঁটা অংশ ডিস্কের ন্যায় আঁকার ধারণ করে, অনেকটা সিডি’র মতো। এই ডিস্কের গায়ে অনেক গুলো চারকোনা এবং আয়তকার দাগ টানা হয় এবং দাগ টানার ফলে এতে লাখো কোটি আলাদা এরিয়া তৈরি হয়। আর এই এরিয়া গুলোকে পি-টাইপ অথবা এন-টাইপ তলে পরিণত করা হয়।

অবশ্যই ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হওয়াটা যতো সহজে বুঝালাম, এর প্রসেসটি কিন্তু মোটেও তেমন সহজ নয়, কেনোনা আপনার আঙ্গুলের চেয়েও ছোট জায়গাতে এখানে কোটিকোটি যন্ত্রাংশ থাকতে পারে। আবার চিন্তা করে দেখুন, আপনি এমন কিছু নিয়ে কাজ করছেন যেটার আঁকার মাইক্রোস্কপিক বা ন্যানস্কপিক। চিপ গুলোকে তৈরি করার পরে প্রত্যেকটি চিপকে কম্পিউটার দ্বারা পরীক্ষা করানো হয়, যদি কোন চিপ না কাজ করে তবে একে রিজেক্ট করে দেওয়া হয়। আর যে চিপ গুলো ঠিকঠাক মতো কাজ করে, সেগুলো কম্পিউটারে বা যেকোন ইলেক্ট্রনিক উপকরণে ব্যাবহারের জন্য রেডি হয়ে যায়।


ইন্টিগ্রেটেড সার্কিট বানানোর জন্য এর আবিষ্কারকগনদের ধন্যবাদ না জানালেই নয়। আজকের দিনে কোটিকোটি কম্পিউটার মেশিন, সেলফোন, এবং অন্যান্য ইলেক্ট্রনিক্স এ এটি ব্যবহার করা হয়। ইন্টিগ্রেটেড সার্কিট ছাড়া কম্পিউটারের সাইজ কখনোয় এতোটা ছোট এবং দ্রুতগতির করা সম্ভব হয়ে উঠত না। তার সাথে ধন্যবাদ জানাই অ্যাপেল, ইনটেল, আইবিএম, এবং মাইক্রোসফটকে, যারা সিঙ্গেল-চিপ কম্পিউটারের ডিজাইন উন্নতি করেছে এবং কম্পিউটারকে বাড়ির ব্যাবহারে সস্তায় উপযোগী করে তুলেছে।

Images: Shutterstock.com

Tags: ইন্টিগ্রেটেড সার্কিটইন্টিগ্রেটেড সার্কিট কিইলেক্ট্রনিক্সকম্পিউটার চিপকম্পিউটিংসার্কিটহার্ডওয়্যার
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তাহমিদ বোরহান

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি! সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
অ্যাপাচি ওয়েব সার্ভার কি? পৃথিবীতে অর্ধেকের বেশি ওয়েব সার্ভার যার উপর নির্ভরশীল!

অ্যাপাচি ওয়েব সার্ভার কি? পৃথিবীতে অর্ধেকের বেশি ওয়েব সার্ভার যার উপর নির্ভরশীল!

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান