৫ টি বেস্ট টরেন্ট ওয়েবসাইট [২০২১]

বর্তমানে কোভিড ১৯ এর জন্য অধিকাংশ ইন্টারনেট ইউজাররাই আগের থেকে বেশি সময় বাসায় থাকেন। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর টরেন্ট ওয়েবসাইটগুলোর ভিজিটর সংখ্যাও অনেকটাই বেড়েছে। VOD এবং স্ট্রিমিং সার্ভিসগুলোর চাহিদার পাশাপাশি পাইরেটেড কন্টেন্টের চাহিদাও আগের তুলনায় ভালো পরিমান বেড়েছে।

আর পাইরেটেড কন্টেন্ট ডাউনলোড করার সবথেকে সহজলভ্য এবং সবথেকে সহজ উপায় হচ্ছে টরেন্ট। অনেকসময় এমন অনেক মুভি এবং সিরিজ থাকে যেসব কোনো মেজর স্ট্রিমিং সার্ভিসে এভেইলেবল থাকে না। আবার আমাদের দেশ থেকে এসব কন্টেন্ট লিগ্যালি পারচেজ করারও উপায় থাকেনা। সেক্ষেত্রে এইধরনের কন্টেন্ট পাইরেসি করা ছাড়া আর কোনো উপায়ই থাকেনা।

যাইহোক, এখানে পাইরেসি করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার দরকার নেই। আজকে মূলত ৫ টি বেস্ট টরেন্ট ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো আপনি ব্যাবহার করতে পারেন পাইরেটেড এবং লিগ্যাল সবধরনের কন্টেন্ট ডাউনলোড করার জন্য। তাই আর ভূমিকা না করে সরাসরি মেইন টপিকে আসা যাক।

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

1337X

টরেন্ট ডাউনলোড করার জন্য বর্তমানে সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট এটি। এই ওয়েবসাইটটির জনপ্রিয়তার কারণ হচ্ছে এটির মিনিমাল ইউজার ইন্টারফেস এবং খুব সহজ ন্যাভিগেশন। যদিও এটিতে অনেক বেশি পপআপ অ্যাডস আছে, তবে একটি টরেন্ট ওয়েবসাইটে তা থাকা খুবই নরমাল। অন্যান্য অধিকাংশ টরেন্ট ওয়েবসাইটের মতোই এটিতে আপনি মুভি, টিভি সিরিজ থেকে শুরু করে সফটওয়্যার, গেমস, মিউজিক সবকিছুই পাবেন। অন্যান্য অধিকাংশ টরেন্ট ওয়েবসাইটের থেকে এটির লাইব্রেরি অনেক বড়। আপনার যখন যা প্রয়োজন, তার প্রায় সবকিছুই অন্য কোথাও না পেলেও এখানে পেয়ে যাবেন।

 

এছাড়া এই ওয়েবসাইটটিতে কিছু ক্যাটাগরিতে টরেন্ট সাজানো থাকে যেগুলো আপনি অন্যান্য অধিকাংশ ওয়েবসাইটে পাবেন না। যেমন- এটির ট্রেন্ডিং সেকশনে আপনি প্রতি মাসের টপ ১০০ টি টরেন্ট, প্রতি সপ্তাহ এবং প্রতিদিনের সবথেকে বেশি ডাউনলোড হওয়া টরেন্টগুলো আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবেন। অনেকসময় নতুন নতুন কন্টেন্ট ডিসকভার করার জন্য 1337X এর এই ট্রেন্ডিং এবং টপ ১০০ সেকশনগুলো অনেক কাজে আসে। তাছাড়া এখানে আপনি অনেক পুরোনো টরেন্টও পাবেন যেগুলো অন্যন্য জায়গায় পাবেন না। যদিও খুব পুরোনো টরেন্টগুলোতে ভালো সিডার এবং লিচার থাকে না, তবে অধিকাংশ টরেন্টেই ভালো পারিমান সিডার এবং লিচার থাকে, যার ফলে আপনি ভালো ডাউনলোড স্পিড পাবেন।

YTS

এটি অত্যন্ত জনপ্রিয় একটি টরেন্ট ওয়েবসাইট। তবে অন্যন্য টরেন্ট সাইটের সাথে এটির পার্থক্য হচ্ছে, এটিতে আপনি শুধুমাত্র মুভি ডাউনলোড করতে পারবেন, অন্য কোনো কন্টেন্ট নয়। তবে সত্যি কথা বলতে, মুভি ডাউনলোড করার জন্য এটাই বেস্ট টরেন্ট প্লাটফর্ম। তবে, এখানে আপনি মেইনলি হলিউড এবং আরও কয়েকটি ফরেইন ইন্ডাসট্রির মুভি পাবেন। বাংলা এবং হিন্দি বা বলিউডের মুভি পাবেন না। যারা ইংলিশ মুভি বেশি দেখেন, তাদের জন্য বেস্ট টরেন্ট ওয়েবসাইট এটি।

প্রায় প্রত্যেকটি মুভিরই এইচডি, ফুল এইচডি এবং ব্লুরে ভার্সন ডাউনলোড করতে পারবেন আপনি এই ওয়েবসাইট থেকে। আবার যেসব মুভির ৪কে রেজুলেশন রয়েছে, সেসব মুভির ৪কে ভার্সনও ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটির ইউজার ইন্টারফেস খুবই মিনিমাল এবং ন্যাভিগেশনও খুবই সহজ। ট্রেন্ডিং মুভি ডিসকভার করা, জন্রা এবং অ্যাক্টর সার্চ করে মুভি বের করা এবং সরাসরি মুভির নাম লিখে মুভি সার্চ করা, সবধরনের ফিচারসই আছে এখানে।

এছাড়া এখান থেকে ডাউনলোড করা প্রত্যেকটি টরেন্টের ডাউনলোড স্পিডও আপনি খুবউ ভালো পাবেন। টরেন্টের সিডার এবং লিচারের সংখ্যা নিয়ে আপনাকে কখনোই ভাবতে হবে না। আর হ্যা, YTS থেকে ডাউনলোড করা অধিকাংশ মুভিতেই আপনি এম্বেডেড সাবটাইটেল পেয়ে যাবেন, যার ফলে আলাদাভাবে সাবটাইটেল খুঁজে এবং সিংক করে সময় নষ্ট করতে হবে না।

TorrentBD

নাম শুনেই বুঝতে পারছেন যে এটি বাংলাদেশের একটি টরেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি বাংলাদেশের ব্রডব্যান্ড ইউজারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তবে এটি পাবলিক টরেন্ট ওয়েবসাইট নয়। এটি একটি প্রাইভেট টরেন্ট প্লাটফর্ম। টরেন্টবিডির এর কোনো এক্সিস্টিং মেম্বার যদি আপনাকে ইনভাইট না করে, তাহলে আপনি টরেন্টবিডি ব্যাবহার করতে পারবেন না এবং টরেন্টবিডি থেকে কিছুই ডাউনলোড করতে পারবেন না। বাট ইনভাইটেশন নেওয়ার জন্য টরেন্টবিডির বিভিন্ন গ্রুপ আছে, যেগুলোতে জয়েন করে আপনি সহজেই ইনভাইটেশন পেতে পারবেন।

তবে প্রাইভেট টরেন্ট প্লাটফর্ম হওয়ায় আপনাকে এখানে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন- আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজার না হলে আপনি এটি ব্যাবহার করতে পারবেন না। কোনো টরেন্ট ডাউনলোড করার পরে সর্বনিম্ন ৩ দিন ধরে টরেন্টটি আপনাকে অ্যাক্টিভলি সিড করতে হবে, ইত্যাদি। এমন আরও কিছু নিয়ম-কানুন আছে এই প্লাটফর্মের। এসব নিয়ম-কানুন মেনে না চলতে পারলে আপনার অ্যাকাউন্ট খুব দ্রুত সাসপেন্ড করে দেওয়া হয় ।

আর কন্টেন্টের কথা বলতে গেলে আপনি সবকিছুই পাবেন এখানে। মুভি এবং টিভি সিরিজ থেকে শুরু করে সফটওয়্যার, গেমস, অপারেটিং সিস্টেম সবকিছুই আপনি এখানে পাবেন এবং টরেন্ট ক্লায়েন্ট ব্যাবহার করে সহজেই ডাউনলোড করতে পারবেন। যেহেতু আপনার আমার মত বাংলাদেশের ইউজাররাই সবকিছু আপলোড করছেন, তাই আপনার যা যা প্রয়োজন হবে, তার প্রায় সবকিছুই আপনি টরেন্টবিডিতে পেয়ে যাবেন। আবার আপনি চাইলে নিজেও নতুন টরেন্ট আপলোড করতে পারবেন।

এই সব কন্টেন্ট তো আপনি 1337X ওয়েবসাইটেও পাবেন, বরং আরও বেশি পাবেন। কিন্তু টরেন্টবিডির স্পেশালিটি হচ্ছে, এখান থেকে ডাউনলোড করা সব টরেন্টে আপনি বিডিআইএক্স ডাউনলোড স্পিড পাবেন। আপনার যদি নরমাল ইন্টারনেট স্পিড ৫ এমবিপিএস এবং বিডিআইএক্স স্পিড ৫০ এমবিপিএস হয়, আপনি টরেন্টবিডি থেকে ডাউনলোড করা সব টরেন্টে ৫০ এমবিপিএস ডাউনলোড স্পিডই পাবেন। অনেক বড় কোনো টরেন্ট ডাউনলোড করার ক্ষেত্রে এই এক্সট্রা স্পিড অনেক বড় একটি অ্যাডভান্টেজ হতে পারে। যদিও ভালো স্পিড অনেকটাই ডিপেন্ড করছে টরেন্টের হেলথ, অর্থাৎ টরেন্টটির সিডার এবং লিচারের সংখ্যার ওপরে।

EZTV

এটিও একটি জনপ্রিয় টরেন্ট ওয়েবসাইট, তবে আমাদের দেশে খুব বেশি ইউজার এটি ব্যাবহার করেন না। এই ওয়েবসাইটটিতে আপনি শুধুমাত্র এক ক্যাটাগরিরই কন্টেন্ট পাবেন, তা হচ্ছে টিভি সিরিজ। সিরিজ ছাড়া আর কোনো ধরনের টরেন্ট আপনি খুঁজে পাবেন না এই ওয়েবসাইটে। এটির ইউজার ইন্টারফেসও তেমন আকর্ষণীয় নয়। খুবই সাধারন এবং বোরিং ডিজাইনের এই ওয়েবসাইটটির কন্টেন্ট কালেকশন খুবই ভালো। যেসব টিভি সিরিজ আপনি অন্যান্য মেজর টরেন্ট ওয়েবসাইটগুলোতে খুঁজে পাবেন না, তার প্রায় সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন।

শুধু রিলিজ হওয়া টিভি সিরিজই নয়, এখানে আরেকটি স্পেশাল ফিচার আছে যেখানে আপনি আপকামিং টরেন্টের কাউন্টডাউন দেখতে পাবেন, যার থেকে নতুন নতুন টিভি সিরিজের টরেন্টের ব্যাপারেও জানতে পারবেন। যদিও এখানে সিডার-লিচার বিহীন অনেক টরেন্টও আছে, তবে অধিকাংশ টরেন্টের হেলথই ভালো। যারা অনেক বেশি সিরিজ দেখেন, তাদের জন্য এটি বেস্ট টরেন্ট ওয়েবসাইট হতে পারে।

LimeTorrent

এটিও 1337X এর মতোই আরেকটি টরেন্ট ওয়েবসাইট যেখানে আপনি মুভি, টিভি সিরিজ থেকে শুরু করে সফটওয়্যার, গেমস প্রায় সবকিছুই পাবেন। তবে LimeTorrent এর ইউজার ইন্টারফেস TorrentBD বাদে এই লিস্টের অন্যান্য সব ওয়েবসাইটের থেকে অনেক বেশি সুন্দর এবং অর্গানাইজড। LimeTorrents এ একটা healthy টরেন্ট খুঁজে বের করা অন্যান্য অধিকাংশ টরেন্ট ওয়েবসাইটের থেকে সহজ।

এছাড়া এখানে সকল কন্টেন্ট প্রতিদিনই আপডেট হয় এবং যেকোনো নতুন টরেন্ট আপলোডের ক্ষেত্রে LimeTorrents অন্যগুলোর থেকে বেশি ফাস্ট। 1337X এর মতো এটিরও একটি টপ ১০০ টরেন্টের লিস্ট আছে, যা রেগুলার বেসিসে আপডেট করা হয়। এর ফলেই এখানে পর্যাপ্ত পরিমান সিডার-লিচারযুক্ত টরেন্ট খুঁজে পাওয়া অনেক সহজ হয়। এটিকে আপনি 1337X এর সাবস্টিটিউট একটি ওয়েবসাইটই বলতে পারেন, যার ইউজার ইন্টারফেস আরেকটু বেশি মিনিমাল এবং ক্লিন।

নোটঃ টরেন্ট ডাউনলোড করার আগে মনে রাখবেন, আনট্রাস্টেড টরেন্ট ডাউনলোড করার ফলে আপনি খুব সহজেই ভাইরাস এবং ম্যালওয়্যারের শিকার হতে পারেন। কোনো টরেন্ট ওয়েবসাইটই আপনাকে ভাইরাস বা ম্যালওয়্যারের ব্যাপারে নিশ্চয়তা দেবে না। তাই টরেন্ট ডাউনলোড করার সময় অবশ্যই কমন সেন্স ব্যাবহার করুন এবং সাবধান থাকুন!

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories