ইউটিউব মোবাইল অ্যাপের নতুন ৫ টি ফিচার ও টিপস অ্যান্ড ট্রিকস

গুগলের তৈরী সবথেকে জনপ্রিয় এবং মোস্টলি-ইউজড মোবাইল অ্যাপসগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউটিউব অ্যাপ। সম্প্রতি ইউটিউব তাদের মোবাইল অ্যাপে নতুন পাঁচটি ফিচার যোগ করেছে, যা ব্যাপারে অধিকাংশ ইউটিউব ইউজারই জানেন না। এই নতুন ফিচারগুলো মোবাইলে ইউটিউব ভিডিও দেখার এক্সপেরিয়েন্সকে অনেকটাই বেটার করে। ভিডিও প্লেব্যাক থেকে শুরু করে রোটেশন, জেসচার কনট্রোল, অ্যাসপেক্ট রেশিও এমন বেশ কিছু ক্ষেত্রে কিছু চেঞ্জ এবং ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে ইউটিউবের মোবাইল অ্যাপের নতুন আপডেটে। আপনিও যদি ইউটিউবের এই নতুন ফিচার বা ট্রিকসগুলো না জেনে থাকেন, তাহলে আজই জেনে নিন।

আপনি যদি অলরেডি ইউটিউব অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করেন, তবুও নিচের কোন ফিচার দেখতে না পান, তাহলে আপনি ইউটিউব অ্যাপের বেটা ভার্সন ইনস্টল করতে পারেন, অথবা আরও কয়েকদিন অপেক্ষা করতে পারবেন। এই ফিচারগুলো সকল ইউজারদের কাছে রোলআউট হতে কিছুটা সময়ের দরকার হতে পারে।


ভিডিও চ্যাপ্টার

আপনি যদি কোন ইউটিউব ভিডিও দেখার সময় ভিডিওর কোন একটি স্পেসিফিক পার্ট খুঁজে পেতে অনেক ঝামেলার সম্মুখীন হন, তাহলে এই ফিচারটি আপনার জন্য কাজের হতে পারে। এখন ইউটিউবের অধিকাংশ ভিডিও কয়েকটি করে চ্যাপ্টারে ভাগ করা হয়, যেই চ্যাপ্টারগুলো ইউজারদের ভিডিওর নিচের প্রোগ্রেসবারে দেখানো হয়। এর ফলে আপনি সহজেই ওই প্রোগ্রেসবারের স্পেসিফিক চ্যাপ্টারটিতে ক্লিক করে সরাসরি ওই চ্যাপ্টারে চলে যেতে পারবেন।

এখন আর আপনাকে ভিডিওতে আপনার ইচ্ছামত যেকোনো পার্টে যেতে চাইলে বারবার ১০ সেকেন্ড করে স্কিপ করতে হবে না অথবা, না জেনে আন্দাজ করে প্রোগ্রেস বার টানতে হবে না। একটি ভিডিওতে যদি ৪ টি চ্যাপ্টার থাকে, তাহলে আপনি সহজেই প্রোগ্রেসবারে থেকে ৩ নাম্বার চ্যাপ্টারে ক্লিক করে সরাসরি ভিডিও প্রিডিফাইন্ড থার্ড চ্যাপ্টারে ন্যাভিগেট করতে পারবেন। এই ফিচারটি ইউটিউবের ডেস্কটপ ইন্টারফেসে আরও আগে থেকেই ছিলো, তবে মোবাইলেও এই ফিচারটি নতুন যোগ করা হয়েছে।

নতুন প্লেয়ার কনট্রোলস

অ্যাপের নতুন আপডেটে ভিডিওর ওপরে আসা অন-স্ক্রিন প্লেয়ার কনট্রোলসে কিছু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ভিডিওর টপ রাইট সাইডে থাকা থ্রি ডট মেনুর ভেতরে থাকা কিছু মোস্টলি ইউজড প্লেয়ার কনট্রোলকে থ্রি ডট মেনুর বাইরে এনে সরাসরি ভিডিওর ওপরে ওভারলে হিসেবে প্লেস করা হয়েছে যাতে সেই প্লেব্যাক সেটিংসগুলো ইউজাররা আরও সহজেই খুঁজে পেতে পারেন। এখন ভিডিওর ক্যাপশন অন-অফ করার জন্য আপনাকে থ্রি ডট মেনু ওপেন করতে হবে না, সরাসরি ভিডিওর ওপরেই ক্যাপশন অন-অফ করার অপশন পেয়ে যাবেন।

এছাড়াও নেক্সট ভিডিও অটোপ্লে করার অন-অফ টগলটিও এখন ভিডিওর বাইরে থেকে এনে ভিডিও ওপরের সাইডে রাখা হয়েছে যাতে এই অপশনটি খুঁজে পাওয়া আরও সহজ হয়। এর ফলে এসব অপশন খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ইউজাররা। ইউটিউব এই নতুন ওভারলে সিস্টেমটা ডেস্কটপেও টেস্ট করবে। তাই আপনার টাচ-স্ক্রিন ল্যাপটপ থাকলে আপনার জন্য বেশ ভালো একটি ইমপ্রুভমেন্ট হতে পারে এটি।

জেসচার কনট্রোলস

ইউটিউব অ্যাপের নতুন আপডেটে বেশ কিছু নতুন জেসচার কনট্রোলসও অ্যাড করা হয়েছে যা মোবাইলে ইউটিউব অ্যাপের নেভিগেশনকে আরও সহজ করে। ফোনে অটো রোটেশন অফ রাখলে ইউটিউব ভিডিও ফুল-স্ক্রিন করা নিয়ে অনেকসময় ঝামেলা পোহাতে হয়, যেহেতু ভিডিও ফুল-স্ক্রিন করার বাটনটি ভিডিওর একেবারে নিচে কোনায় রাখা হয়। তবে এখন ভিডিও ফুল-স্ক্রিন করার জন্য বাটন ব্যবহার করতে হবে না এবং ফোনের রোটেশন সেটিংসও আপনাকে চেঞ্জ করতে হবে না।

ভিডিও ওপেন করার পরে ভিডিওর ওপরে সোয়াইপ-আপ করলেই ভিডিও ফুল-স্ক্রিন হবে এবং ভিডিও ফুল-স্ক্রিন থাকা অবস্থায় ভিডিওর ওপরে সোয়াইপ ডাউন করলেই ভিডিও আবার ফুল-স্ক্রিন থেকে রিভার্ট হবে। আপনিও যদি আমার মত অলস ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা বেশ কাজের একটি ফিচার হতে পারে।

সাজেস্টেড কনট্রোল

ওপরের জেসচার কনট্রোল ফিচারটিও যদি আপনার কাছে ঝামেলার মনে হয়ে থাকে, তাহলে আপনার জন্যই নতুন আরেকটি নেভিগেশন ফিচার এটি। এক্ষত্রে ভিডিও ফুল স্ক্রিন করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনি যে ভিডিও প্লে করবেন, সেই ভিডিওর ওপরে বেজ করে ইউটিউব অ্যাপ নিজেই আপনাকে কিছু কনট্রোলস সাজেস্ট করবে।

যেমন, আপনি কোনো ল্যান্ডসকেপ ভিডিও প্লে করলে ইউটিউব অ্যাপ নিজেই আপনাকে ভিডিওর ভিউপোর্ট রোটেট করতে সাজেস্ট করবে যা ওই সাজেশনের ওপরে ক্লিক করেই আপনি করতে পারবেন। এছাড়াও ভিআর অপটিমাইজড ভিডিও দেখার সময় ভিআর মোড এনাবল করারও সাজেশন দেওয়া হবে। আপাতত এই রোটেশন সাজেশনগুলোই থাকছে। তবে সামনে আরও অনেক সাজেস্টেড কনট্রোল যোগ করা হবে ইউটিউব অ্যাপে।

বেডটাইম রিমাইন্ডার

বর্তমানে এই ধরনের Digital Welbeing ফিচারস প্রায় সব স্ট্রিমিং অ্যাপেই যোগ করা হচ্ছে। ইউটিউব অ্যাপে অনেক আগে থেকেই Take a Break নামের একটি রিমাইন্ডার ফিচার ছিলো, যা একটানা অনেক্ষন ধরে ইউটিউব ভিডিও দেখলে আপনাকে একটি পপআপ নোটিফিকেশনের মাধ্যমে কিছুক্ষন ব্রেক নেওয়ার ফ্রেন্ডলি রিমাইন্ডার দিতো। তবে সেই ফিচারটির পাশাপাশি নতুন আরেকটি বেডটাইম রিমাইন্ডার যোগ করা হয়েছে ইউটিউবের মোবাইল অ্যাপে, যা আপনাকে সিম্পলি রাতে ঘুমানোর সময় আপনাকে ইউটিউব ভিডিও দেখা বাদ দিয়ে ঘুমাতে যাওয়ার সাজেশন দেবে। যদিও আপনি, আমি আমাদের কারোরই এই সাজেশনে কিছুই যায় আসে না, তবে এমন একটি রিমাইন্ডার ফিচার থাকা হয়তো না থাকার থেকে ভালো!

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories