ফেসবুকের প্রাইভেসি স্ক্যান্ডাল এবং ডাটা মাইনিং প্র্যাকটিসের ব্যাপারে জানেনা এমন ইন্টারনেট ইউজার বর্তমানে খুব কমই আছেন। ফেসবুকই সম্ভবত সিলিকন ভ্যালির অন্যতম কোম্পানি, যাদের বিরুদ্ধে অসংখ্য বার অবৈধভাবে ইউজার ডাটা কালেক্ট করার এবং ব্যাবহার করার অভিযোগ উঠেছে। এসব কারনে ফেসবুকের প্রতিষ্ঠাতাকেও ব্যাক্তিগতভাবে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। ফেসবুকের এই প্রাইভেসি স্ক্যান্ডাল এবং ডাটা মাইনিং প্র্যাকটিসের আরেকটি হচ্ছে […]
আপনি ইন্টারনেটে প্রত্যেক মুহূর্ত সময় কাটাচ্ছেন, আপনার প্রত্যেকটি অ্যাকশনে ইন্টারনেট ডাটাবেজ আরো বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠছে। আজকের বিশ্বে যদি এটা প্রশ্ন করা হয়, সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিষ কি? — তবে এর উত্তর হবে ডাটা, ইনফরমেশন। আসলে তথ্যই টাকা, যতোবেশি তথ্য আপনার কাছে রয়েছে আপনার কোম্পানিকে ততোবেশি সফল করতে পাড়বেন। আর এই কৌশল কাজে […]