গুগল এখন পর্যন্ত তাদের সবচেয়ে সস্তা এয়ার বাডস “পিক্সেল বাডস এ সিরিজ” বাজারে আনতে চলেছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯ ডলার। জানা গেছে চলতি বছরের ১৭ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গুগল তাদের এ-সিরিজের বাড্সটি বাজারে রিলিজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, এতো সস্তা ইয়ার বাড্সে ক্রেতারা কেমন পারফরম্যান্স পাবেন। এ-ব্যাপারে গুগল জানিয়েছে যে তারা বাজেটের ক্ষেত্রে প্রোডাক্টটিতে কোন আপোস করেনি। মূলত ইয়ার বাড্স এর বাজারে নিজেদের প্রতিনিধিত্ব বাড়াতেই গুগলের এমন উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাটি।
কি থাকছে পিক্সেল বাড্সে? পিক্সেল বাড্স এ-সিরিজে কাস্টম ডিজাইন করা ১২ মিমি ডায়নামিক স্পিকার ড্রাইভার রয়েছে, যা একদম পরিষ্কার এবং ন্যাচারাল শব্দ সরবরাহ করতে সক্ষম। তাছাড়াও মিউজিক উপভোগ করার জন্য ইয়ার বাড্সটিতে বুস্ট বেস মোড রাখা হয়েছে। ইয়ার বাড্সটিতে গুগল ভয়েস কমান্ড তো থাকছেই, এমনকি কথা বলার সময় বাহিরের শব্দের জন্য নয়েজ ক্যানসিলেশন হিসেবে একটি শক্ত এবং সুরক্ষিত সিল ও ব্যবহার করা হয়েছে। যাতে কোন ব্যবহারকারী দীর্ঘক্ষণ ধরে ইয়ার বাড্স গুলি ব্যবহার করে অস্বস্তি বোধ না করে তা নিশ্চিত করার জন্য গুগল ইয়ার বাড্সে একটি ছোট্ট ভেন্ট যুক্ত করা হয়েছে। যার ফলে কানের চাপ অনেকাংশেই কমে যাবে।
সাধারণত গুগলের এয়ার বাড্স গুলি সাদা ও কালচে রঙের হয়ে থাকে যা পিক্সেল বাড্স এর ক্ষেত্রেও একই রকম রাখা হয়েছে। তবে গুগল এক্ষেত্রে তাদের লো প্রাই ট্যাগ ঠিক রাখার জন্য ইয়ার বাড্সের কর্নার কেটে দিয়েছে। পিক্সেল বাড্স এর ব্যাটারি লাইফ নিয়ে গুগল দাবি করছে যে, পিক্সেল বাড্স এ-সিরিজ এক চার্জে প্রায় পাঁচ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। তবে চার্জিংয়ের সাথে মিলিয়ে মোট ২৪ ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে। তাই বলাই চলে সম্ভবত আসছে সময়ে গুগলের “পিক্সেল বাড্স” বাজারের নামি-দামি ইয়ার বাড্স বা ইয়ার পড্স গুলিকে টেক্বা দিতে পারে।
No Comment! Be the first one.