রিয়ট গেমস এ, লিগ অফ লেজেন্ডস ইউনিভার্স নামের এক দল ডেভলপার গত বছর ভেলোর্যান্ট নামের একটি এফপিএস শ্যুটিং গেম রিলিজ করে, যা পিসি গেমিং জগতে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু গেমটি এখন পর্যন্ত শুধু পিসি গেমারদের জন্যই সীমাবদ্ধ রয়েছে। তবে জানা যাচ্ছে যে রিয়ট গেমটির প্রথম অ্যানিভারসারি উপলক্ষ্যে ভেলোর্যান্টের মোবাইল ভার্সন আনতে চলেছে। ভেলোর্যান্ট মূলত একটি আক্রমণাত্মক ও কৌশলগত এফপিএস (aggressive & tactical FPS) গেম যা CS: GO এবং Overwatch এর মতো জনপ্রিয় গেম গুলি থেকে অনুপ্রেরিত হয়ে তৈরি করা হয়েছে।
ভ্যালোরেন্ট এর সহকারী প্রযোজক নিশ্চিতভাবে জানিয়েছেন যে ভ্যালোরেন্ট খুব তাড়াতাড়ি মোবাইল প্ল্যাটফর্মে আসতে চলেছে। তবে কবে নাগাদ গেমটিকে মোবাইল প্ল্যাটফর্মে দেখা যেতে পারে তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি সময়ে গেমটির মোবাইল ভার্সন দেখা যেতে পারে। তিনি আরো জানান, গেমটির মোবাইল ভার্সন ও পিসি ভার্সন সম্পূর্ণ আলাদা হবে।
এক সাক্ষাতকারে ভ্যালোরেন্ট এর সহকারী প্রযোজক “ডনলন” বলেন, “আমরা মোবাইল প্লেয়ারদের জন্য কোন বাজে অভিজ্ঞতার কিছু তৈরি করতে চাইনা, সাথে আমরা পিসি গেমিং এক্সপেরিয়েন্স নিয়েও কোনো আপোস করব না। আমরা ভ্যালোরেন্ট পিসির প্লেয়ারদেরকে ভেলোর্যান্ট মোবাইল প্লেয়ারে রুপান্তর করার চেষ্টাও করছি না। বর্তমানে পিসি গেমিং এক্সপেরিয়েন্স যে পর্যায়ে আছে তার চেয়ে উচ্চতর পর্যায়ে গেমিং এক্সপেরিয়েন্স তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং মোবাইল গেমিং জন্য আমরা এটির সাথে কোনো আপস করব না।” তবে দেখার বিষয় এই যে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম গুলির (PUBG, Freefire, COD Mobile ) বিপরীতে ভেলোর্যান্ট নিজের অবস্থান তৈরির ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।
No Comment! Be the first one.