কোয়ালকম গত বছরের ডিসেম্বর মাসে তাদের ফ্ল্যাগশিপ চিপসেট স্নাপড্রাগন ৮৮৮ রিলিজ করে যা শাওমি Mi ১১, ৫ জি ডিভাইসে প্রথম ব্যাবহার করা হয়। জানা যাচ্ছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে সংস্থাটি ৮৮৮ এর একটি ‘প্লাস’ সংষ্করণ বাজারে আনতে চলেছে। খুব সম্ভবত, স্নাপড্রাগন ৮৮৮+ চিপসেটটি ২০২১ সালের সংস্থাটির এক মাত্র ফ্ল্যাগশিপ চিপসেট হতে চলেছে। স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্মের কোডনেম রাখ হয়েছে “লাহাইনা”। স্পেসিফিকেশন হিসাবে, আসন্ন (SoC) এসওসিতে ১.৮০ গিগাহার্জ এ চারটি লো-পাওয়ার কোর কাজ করছে, ২.২৪ গিগাহার্টজ এ তিনটি কর্টেক্স-এ ৭৮ (Cortex-A78) ক্লাস্টার এবং একটি হাই পারফরমেন্স কোর রয়েছে যা ৩.০ গিগাহার্টজ এর ক্লকিং স্পিড দিতে সক্ষম।
বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে টেস্টিং ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮৮৮+ কে ৬ জিবি RAM এর সাথে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়। চিপসেটটি যথাক্রমে গিকবেঞ্চের একক-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায় ১১৭১ এবং ৩৭০৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। এছাড়াও, চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক এক পোস্ট অনুসারে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের তিনটি ভেরিয়েন্টে আসতে পারে। যেমন, স্ন্যাপড্রাগন ৮৮৮, ৪ জি, স্ন্যাপড্রাগন ৮৮৮ ওয়াই-ফাই এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রো। ধারণা করা হচ্ছে এবছরের শেষ প্রান্তে স্ন্যাপড্রাগন ৮৮৮+দ্বারা নিয়ন্ত্রিত নতুন স্মার্টফোন বাজারে দেখা যেতে পারে।
No Comment! Be the first one.