গেমিং ওয়ার্ল্ডের লিডিং ইন্ডাসট্রি সনি তাদের কিছু আইকনিক প্লেস্টেশন গেমস মোবাইলের জন্য আনতে চলেছে। আজ থেকে প্রায় এক মাস আগে প্লেস্টেশন মোবাইল সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়েছিল। তবে সম্প্রতি সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্টের পরিচালক জিম রায়ান এই বিষয়টি নিশ্চিত করেছেন। সনি’র প্লেস্টেশন ইতিমধ্যেই অনেক বেশি জনপ্রিয় গেমিং কনসোল হিসেবে পরিচিত। সনি বলছে যে, তারা প্লেস্টেশনের পাশাপাশি মোবাইল গেমিং এর মাধ্যমে প্রায় কয়েক মিলিয়ন গেমারদের কাছে পৌঁছাতে চায়। জানা গেছে যে, সংস্থাটি এই বছরই মোবাইলের জন্য কিছু প্লেস্টেশন ফ্র্যাঞ্চাইজি আনতে শুরু করবে।
ইতিমধ্যেই বেশ কিছু ব্যাটেল রয়্যাল ফ্র্যাঞ্চাইজির মোবাইল ভার্সন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে যেমন, Fortnight , PUBG মোবাইল, কল অফ ডিউটি: মোবাইল ইত্যাদি। ধারণা করা হচ্ছে বর্তমানে সনির লক্ষ্য হয়ে উঠেছে মোবাইলে আইকনিক প্লেস্টেশন আইপির মাধ্যমে মোবাইল গেমিং এ নিজেদের রাজত্ব কায়েম করা। বিনিয়োগকারীদের জন্য রিলেশন ডে নামক এক অনুষ্ঠানে সনির প্লেস্টেশন বিভাগের প্রতিনিধি, জিম রায়ান বলেন, “২০২১ সালের মধ্যে আমাদের প্লেস্টেশন আইপি মোবাইলে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
তিনি আরো জানান, “এফআইওয়াই ২১-(FY21) এ আমরা আমাদের আইকনিক প্লেস্টেশন আইপিটি মোবাইলে রিলিজ করতে শুরু করব এবং আমরা অনুমান করছি যে ২০২১ সালে এটি উল্লেখযোগ্য লাভের মুখ না দেখলে ও, আমরা সেই অভিজ্ঞতা থেকে যেমন শিখব, তেমনই আমরা আমাদের প্লেস্টেশন এর সংখ্যাও বাড়তে সক্ষম হবো।” ভিডিও গেমস ক্রোনিকেলসের প্রতিবেদন অনুসারে, সনি তাদের প্রথম পক্ষের আইপি ক্যাটালগটিকে মোবাইল প্ল্যাটফর্মে পার করার পরিকল্পনা করেছে। ধারণা করা হচ্ছে সংস্থাটির কিছু জনপ্রিয় গেম যেমন, গড অফ ওয়ার, দ্য লাস্ট অফ আস এবং আনচার্ট, মোবাইল গেমিং প্ল্যাটফর্মে রিলিজ হতে পারে, যা মোবাইল গেমারদের জন্য বেশ বড় একটি নিউজ হতে চলেছে।
No Comment! Be the first one.