বেশ কয়েক বছর আগে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম হিসেবে ফিউশিয়া ওএস এর ওপর কাজ করা শুরু করে। ধারণা করা হচ্ছিলো যে, ফিউশিয়া ওএস হতে পারে অ্যান্ড্রয়েড কিলার। তবে বেশ কিছু বছর এটি আন্ডার-ডেভেলপমেন্ট থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করে। ফিউশিয়া ওএস কি? যাদের ফিউশিয়া ওএস সম্পর্কে কোন ধারণা নেই তাদের জন্য, গুগল সর্বপ্রথম ২০১৬ সালে ফিউশিয়া ওএস নামে এক অপারেটিং সিস্টেমের কথা এনাউন্স করে। মূলত বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গুগল এখনো অ্যান্ড্রয়েড এর মধ্যে তেমন ভাবে তাদের ইকোসিস্টেম তৈরি করতে পারেনি। যেমনটা আইওএস ডিভাইসে সচরাচর দেখা যায়। অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড টিভি, ঘড়ি, স্মার্টহোম ইন্সট্রুমেন্ট, সবকিছুতেই এখন পর্যন্ত অনেক বেশি সমস্যা রয়ে গেছে।
তাই গুগল চেষ্টা করছে কিভাবে খুব সহজে সকল প্রকার স্মার্ট ইলেকট্রনিক্সের মধ্যে একটি প্রোপার ইকোসিস্টেম তৈরি করা যায়। আর এখান থেকেই ফিউশিয়া ওএস এর আবির্ভাব। বেশ কয়েক বছর পর সম্প্রতি জানা যাচ্ছে যে, খুব শীঘ্রই গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ফিউশিয়া ওএস বাজারে আনতে চলেছে। 9to5Google জানিয়েছে, গুগল তাদের ২০১৮ সালের প্রথম প্রজন্মের স্মার্টহোম ডিভাইস, নেস্ট হাবের একটি আপডেট রিলিজ করতে চলেছে, যা ফিউশিয়া ওএস দ্বারা প্রথম বারের মত নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। বলা হচ্ছে, নতুন আপডেটটি নেস্ট হাবের ফাংশনালিটি এবং ফিচার ইম্প্রুভমেন্টের পাশাপাশি নেস্ট হাবকে এক নতুন জীবন দান করবে।
এখন পর্যন্ত নেস্ট হাব লিনাক্স ভিত্তিক “কাস্ট ওএস” দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে। জানা গেছে যে, নেস্ট হাবের জন্য ফিউশিয়া ওএস এর নতুন আপডেটটি আগামী কয়েক মাসের মধ্যেই রোলআউট করা হবে। এর সাথে আরও ধারণা করা হচ্ছে এটি স্মার্ট হোম স্টাফের পাশাপাশি ক্রোমবুক সহ বিভিন্ন ডিভাইস যেমন স্মার্ট ওয়াচে ব্যবহার করা হতে পারে। একটা বিষয় স্পষ্ট যে ফিউশিয়া ওএস কে এন্ড্রয়েডের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয় নি। তবে অদূর ভবিষ্যতে ফিউশিয়া ওএস ও অ্যান্ড্রয়েডকে কম্বাইন করে গুগল তাদের ইকোসিস্টেম তৈরি করতে পারে।
No Comment! Be the first one.