চীনের জায়ান্ট শাওমি তাদের নিজেদের দেশে সম্প্রতি একটি ইভেন্টে, রেডমি নোট ১০ প্রো ৫ জি এবং রেডমি এয়ারডটস ৩ প্রো এর লঞ্চ করেছে। রেডমি এয়ারডটস ২ লঞ্চের প্রায় এক বছর পর রেডমি এয়ারডটস ৩ লঞ্চ করলো সংস্থাটি। এবারের এয়ারডটসে গেমিং ফিচার অ্যাড করা হয়েছে। রেডমি এয়ারডটস ৩ প্রো যেহেতু এয়ারডটস ২ এর আপডেট মডেল সেহেতু এয়ারডটস ৩ প্রো এর ডিজাইন অনেকটা এয়ারডটস ২ এর মতোই রাখা হয়েছে। রেডমি এয়ারডটস ৩ প্রো মূলত প্রথম রেডমি টিডব্লিউএস ইয়ারবডস যাতে ৩৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেশন রয়েছে।
এয়ারডটস ৩ প্রো-তে গেমিং মোডের জন্য প্রায় ৬৯ মিলি সেকেন্ড কম-লেটেন্সি কাজ করে। যার ফলে ইউজার এয়ারডটস ৩ প্রো-তে অনেক ভালো গেমিং এক্সপেরিয়েন্স পেতে পারেন। চার্জিং এর জন্য একটি ইউএসবি-সি পোর্টও রয়েছে। এছাড়াও, এয়ারডটসটিতে ওয়্যারলেস চার্জিং সিষ্টেম রয়েছে যা ডিভাইসকে কিউ-সামঞ্জস্যপূর্ণ ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ করতে দেয়। এয়ারডটস ৩ প্রো এর ইয়ারবডগুলি এক চার্জে প্রায় ৬ ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। তবে চার্জিং এর সাথে মিলিয়ে মোট ২৪ ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়। শাওমি চায়নাতে এয়ারডটস ৩ প্রো ভার্সনটি ৩৪৯ ইউয়ান বা বাংলাদেশি টাকায় ৪৬৬২ টাকা মূল্যে লঞ্চ করেছে। জানা যাচ্ছে যে, ১১ জুন এর পর থেকে চায়নার বাইরের বাজারে প্রোডাক্টটি কিনতে পাওয়া যাবে।
No Comment! Be the first one.