চীনা স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ২ নিয়ে প্রায় এক বছর ধরে অনেক জল্পনা কল্পনার পর এক ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ওয়ানপ্লাস নর্ড ২ নিয়ে কিছু নির্ভরযোগ্য সূত্র পাওয়া গেছে। ফাঁস হওয়া তথ্যগুলো নিশ্চিত করছে যে, সংস্থাটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ এর সাথে ওয়ানপ্লাস নর্ড ২ বাজারে আনবে। এর আগে এক প্রতিবেদনে ওয়ানপ্লাস নর্ড ২ এর পাশাপাশি ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ভার্সন ২০২১ সালে বাজারে আসার ব্যাপারে কয়েকটি বিবরণ প্রকাশিত হয়েছিল। কারো কারো মতে ৩০ সেপ্টেম্বরের আগেই ওয়ানপ্লাস নর্ড ২ বাজারে দেখা যেতে পারে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ বর্তমান সময়ের মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ চিপসেট। এটি স্নাপড্রাগণ ৮৮৮ অথবা ৮৭০ এর কাছাকাছি বা সিমিলার পারফরমেন্স দিতে পারে বলে মনে করা হয়। আরো জানা গেছে, ওয়ানপ্লাস নর্ডে 90Hz রিফ্রেশ রেট, একটি 48-মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, একটি ওয়ার্প চার্জ 30W দ্রুত চার্জে সক্ষম ৪১১৫ এমএএইচ ব্যাটারি এবং ৬.৪৪-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে একটি সিঙ্গেল পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তবে এখন পর্যন্ত স্মার্টফোনটির ডিজাইন সংক্রান্ত তেমন কোন ছবি পাওয়া যায় নি। জানা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতে অফিসিয়াল ভাবে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ হিসেবে ওয়ান প্লাস নর্ড ২ রিলিজ করা হবে।
No Comment! Be the first one.