শাওমির সবচেয়ে জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি, তাদের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন রেডমি নোট ৮/২০২১ এর নতুন ভার্সন রিলিজ করতে চলেছে। মূলত ২০১৯ সালে শাওমি তাদের মিডরেঞ্জ ডিভাইস হিসেবে রেডমি নোট ৮ লঞ্চ করে। যা পরবর্তীতে শাওমির সবচেয়ে বিক্রিত স্মার্টফোন মডেল হয়ে ওঠে। মডেলটি সারা বিশ্বে প্রায় ২৫ মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড তৈরি করেছিল যা শাওমির ইতিহাসে সর্বোচ্চ। আর এই সফলতার কারণেই শাওমি ২০২১ সালে রেডমি নোট ৮ এর একটি নতুন সংস্করণ বাজারে আনবে বলে জানা গেছে।
নতুন রেডমি নোট ৮ এ চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি ৮৫, যেটিতে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১১ এর সাথে মিইউআই ১২.৫ ব্যবহার করে রিলিজ করা হবে। দুইটি ভেরিয়েন্টে সহ তিনটি কালার থাকছে রেডমি নোট ৮ ২০২১ এর জন্য। যা হলো, ৪ জিবি র্যামের সাথে ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তিনটি কালারের মধ্যে থাকছে নেপচুন ব্লু, মুনলাইট হোয়াইট এবং স্পেস ব্ল্যাক। তবে নতুন এই মডেলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে ক্যামেরা ও ডিসপ্লের ক্ষেত্রে।
স্মার্টফোনটিতে ৬.৩ ইঞ্চি গরিলা গ্লাস ৫ এর সাথে থাকছে ১০৮০*২৩৪০ রেজুলেশনের ১২০ হার্জ এলসিডি টাচস্ক্রিন। ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল মেইন এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড + ২ এমপি ম্যাক্রো + ২ এমপি depth সেন্সিং ক্যামেরা। এবং সেলফি শুটার হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল কাট ক্যামেরা, যা একটি ডিসপ্লে কাটআউটে প্লেস করা হয়েছে। আরো থাকছে রিয়ার মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 18W চার্জিং সহ 4,000 এমএএইচ ব্যাটারি। তবে স্মার্টফোনটির রিলিজ ডেট এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায় নি।
No Comment! Be the first one.