ইউজারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী দুটি বড় আপডেট এর উপর কাজ করছে সংস্থাটি। যার একটি হলো, হোয়াটসঅ্যাপের ফোন নম্বর পরিবর্তন। অর্থাৎ একজন ইউজার যে ফোন নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেছেন, নতুন এই আপডেটের পর একই অ্যাকাউন্টে আগের নম্বর পরিবর্তন করে নতুন নম্বর যুক্ত করতে পারবেন। একদমই ফেসবুকের মতো। আর দ্বিতীয়টি হলো, দুটি প্ল্যাটফর্মের মধ্যে চ্যাট হিস্ট্রি ট্রানস্ফার।
বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ একজন ইউজারকে শুধুমাত্র তার চ্যাট হিস্ট্রি অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েডে অথবা আইওএস থেকে অন্য এক আইওএস ডিভাইসে ট্রানস্ফার করার সুযোগ দেয়। যার ফলে ইউজার অ্যান্ড্রয়েড এর গুগল ড্রাইভ থেকে আইফোনে অথবা আইক্লাউড থেকে অ্যান্ড্রয়েড ফোনে তার হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ব্যাকআপ করতে পারেন না। মূলত এই সমস্যার সমাধানেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেটে কাজ করছে। নতুন এই আপডেটের পর ইউজার তার হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি গুলি অ্যান্ড্রয়েড থেকে আইওএসে এবং আইওএস থেকে এন্ড্রয়েডে ট্রানস্ফার বা স্থানান্তর করতে সক্ষম হবে। হোয়াটসঅ্যাপ এর ভাষায় যাকে ক্রস প্লাটফর্ম চ্যাট বলা হচ্ছে।
No Comment! Be the first one.