বেশ কয়েক সপ্তাহ ধরে গুগলের আপকামিং পিক্সেল ৬ নিয়ে ইন্টারনেট জগতে অনেক জল্পনা কল্পনা চলছে। তাছাড়া গুগলের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে তারা পিক্সেল ৬ এ প্রথম বারের মত নিজেস্ব চিপসেট ব্যবহার করতে চলেছে। যার কোড নেম রাখা হয়েছে “হোয়াইটচ্যাপেল”। এবং আরো জানা গেছে যে, এই নতুন চিপসেট তৈরির ক্ষেত্রে স্যামসাং গুগলকে সাহায্য করছে। তবে সম্প্রতি গুগলের আপকামিং পিক্সেল ৬ নিয়ে আরো কিছু তথ্য ফাঁস হয়েছে। লিকস্টার ওনলিক্স এর পক্ষ থেকে পিক্সেল ৬ সম্পর্কে আরো জানা যাচ্ছে যে, গুগল পিক্সেল ৬ সিরিজের দুটি নতুন ডিভাইস রিলিজ করবে। যা হলো পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো।
গুগল এবার XL এর পরিবর্তে ‘প্রো’ নামে ব্র্যান্ডিং করতে চলেছে। এর সাথে পিক্সেল ৬ লাইনআপের কয়েকটি মূল স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। যেমন, পিক্সেল ৬ প্রো তে একটি বড় ৬.৬৭-ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সাথে ডিভাইসটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাঞ্চ-হোল ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরা বাম্প সহ ১১.৫ মিমি হবে। তাছাড়াও আরো জানা গেছে, বিগ ডিসপ্লে ব্যতীত পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো এর মধ্যে বড় পার্থক্য হলো ক্যামেরা। মূলত পিক্সেল ৬ এ ডুয়াল ক্যামেরা ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, তবে প্রো ভেরিয়েন্টটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানা গেছে।
ক্যামেরা সেটআপটিতে প্রাথমিকভাবে ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, সাথে একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং এলইডি ফ্ল্যাশের পাশাপাশি একটি থার্ড জেনারেশন সেন্সর থাকতে পারে। লিকস্টার ওনলিক্স এর পক্ষ থেকে পিক্সেল ৬ সম্পর্কে আরো জানা গেছে, পিক্সেল 6 প্রো তে স্টেরিও স্পিকার এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। সাথ সিম স্লটের অবস্থানটিও সামান্য পরিবর্তন করা হয়েছে। জানা যাচ্ছে, পিক্সেল ৬ ডিভাইস দুটি তে গুগলের ৫ ন্যানোমিটারের “হোয়াইটচ্যাপেল” চিপসেট ব্যবহৃত হয়েছে, যা স্যামসাংয়ের LPE প্রযুক্তির উপর নির্মিত।
No Comment! Be the first one.