মাইক্রোসফট অবশেষে তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৫ সালে মাইক্রোসফ্ট তাদের প্রথম ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার তৈরি করে, পরে ব্রাউজারটির ফিচারস এবং স্পিড নিয়ে অনেক বেশি সমস্যা থাকায় এবং ক্রোম ও ফায়ারফক্সের সাথে প্রতিযোগিতায় তেমন সুবিধা করতে না পারায় মাইক্রোসফ্ট ইন্টারনেট এক্সপ্লোরের মডার্ন ভার্সন মাইক্রোসফ্ট এজ ব্রাউজার রিলিজ করে। অবশেষে বুধবার উইন্ডোজ ১০ এর ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, ২০২২ সালের ১৫ই জুনে, ইন্টারনেট এক্সপ্লোরার ১১ অ্যাপ্লিকেশনটির সব ধরনের আপডেট সহ অবশেষে বন্ধ করা হবে।
মাইক্রোসফ্ট জানিয়েছে, উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফট এজকে ভবিষ্যতের ইন্টারনেট এক্সপ্লোরার তৈরিতে কাজ করা হচ্ছে। মূলত ২০১৫ সালে মাইক্রোসফ্ট তাদের নতুন ব্রাউজার হিসেবে মাইক্রোসফ্ট এজ রিলিজ করে। মাইক্রোসফ্ট আরো জানায় যে, মাইক্রোসফ্ট এজ কেবল ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে দ্রুতই নয় বরং আরও সুরক্ষিত এবং আধুনিক ব্রাউজিংয়ের অভিজ্ঞতা দেয়।
যেহেতু মাইক্রোসফ্ট এজ একটি “আইই মোড” (IE mode) দ্বারা নির্মিত ব্রাউজার সেহেতু আপনি এখনও এজ ব্রাউজার থেকে লেগেসি এক্সপ্লোরার ভিত্তিক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলি অ্যাক্সেস করতে পারেন। তবে গত বছরেই মাইক্রোসফ্ট বলেছিল যে তার মাইক্রোসফ্ট ৩৬৫ অ্যাপস স্যুটটি ১৭ ই আগস্ট ২০২১ এ ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এর জন্য আপডেট বন্ধ করে দেবে। আরো জানা যাচ্ছে যে, উইন্ডোজ ১০ এর পরবর্তী আপডেটের সাথে মাইক্রোসফ্ট এজকে আরো ইমপ্রুভ করা হবে।
No Comment! Be the first one.