একটু পেছনে ফিরে দেখা যাক! যখন মোবাইল জগতে জাভা রাজত্ব করতো, ঠিক ঐ সময় অ্যান্ড্রয়েডের ডিজাইন খুব একটা আকর্ষণীয় ছিলো না। তবে ২০১৪ সালে গুগল ম্যাটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজ রিলিজের পর তাদের সব প্রোডাক্টের ইউআই ইমপ্রুভ করতে সক্ষম হয়। এটি একটি ইউআই ডিজাইন গাইডলাইন, যার মাধ্যমে গুগলের সমস্ত অ্যাপ্লিকেশন গুলো এক নতুন ইউনিফাইড লুক পায়। অ্যাপ্লিকেশনের অ্যানিমেশনগুলি আরো সহজ ও সুন্দর রুপ নেয়। এবং সময়ের সাথে সাথে ম্যাটেরিয়াল ডিজাইনের ভাষাটি বিগত বছরগুলিতে আরও বিকাশ লাভ করতে থাকে। কিন্তু সমস্যা হলো ম্যাটেরিয়াল ডিজাইনের ভাষাটি ব্যবহারকারিকে ব্যক্তিগত কাস্টোমাইজেশনের তেমন একটা নিয়ন্ত্রণ দেয় না।
বছরের পর বছর ধরে এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে কঠোর পরিশ্রমের পরে, এখন গুগল মনে করছে যে তারা এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। সম্প্রতি গুগল তাদের অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে যে, গুগল ২০২১ সালে তাদের নতুন ম্যাটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজ ৩.০ লঞ্চ করবে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে। গুগলের মতে, অ্যান্ড্রয়েড ১২ গুগলের সবচেয়ে অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ভার্সন হতে চলেছে। গুগলের এই নতুন ম্যাটেরিয়াল ডিজাইন ল্যাঙ্গুয়েজের নাম রাখা হয়েছে “ম্যাটেরিয়াল ইউ” (Material You)। মনে করা হচ্ছে “ম্যাটেরিয়াল ইউ” ব্যবহারকারীকে মোবাইল ব্যবহারে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দেবে। “ম্যাটেরিয়াল ইউ” তে এক জন ইউজার তার স্মার্টফোনটিকে সম্পূর্ণ নিজের মত কাস্টোমাইজ করতে পারবে। এর সাথে স্মার্টফোনটিও ইউজারের ব্যবহার অনুযায়ী তার কালার স্কিম পাল্টাতে সক্ষম হবে।
যেমন, ইউজার তার স্মার্টফোনটিতে যে ওয়ালপেপার ব্যবহার করছে, স্মার্টফোনটি ইউজারের পছন্দ করা ওয়ালপেপার অনুযায়ী ফোনের লেআউট,কালার সহ ফোনের আইকন নিজে নিজে পরিবর্তন করতে সক্ষম। তাছাড়া এটির দ্বারা খুব সহজেই ইউজার স্মার্ট ওয়াচ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিকারকে আগের চেয়ে আরো দ্রুত কমিউনিকেট করতে পারবে। গুগল জানিয়েছে “ম্যাটেরিয়াল ইউ” শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য ডিজাইন করা হয়েছে সাথে এটি ইউজারকে পূর্বের তুলনায় অনেক বেশি নিরাপত্তা বা প্রাইভেসি দিতে সক্ষম। আরও জানা গেছে, চলতি বছরের শেষ মুহূর্তে অ্যান্ড্রয়েড ১২ দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে পিক্সেল ইউজাররা চাইলে অ্যান্ড্রয়েড ১২ বেটা ভার্সন ব্যবহার করতে পারেন।
No Comment! Be the first one.