বেশ কিছু বছরের ব্যবধানে যখন ফোল্ডেবল ফোন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল, ঠিক তার কিছু বছর পরই স্যামসাং ফোল্ডেবল ফোনের নতুন সংস্করণ বাজারে আনে। যার ফলে ফোল্ডেবল ফোন আবার নতুন গতি পায়। এখন যখন স্যামসাং তাদের ফোল্ডেবল ফোনের তৃতীয় সংস্করণ বাজারে আনতে চলেছে, একইসাথে রিউমর শোনা যাচ্ছে, টেক জায়ান্ট গুগলও ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করতে তাদের প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আনতে চলেছে। জানা গেছে গুগলের এই নতুন ফোল্ডেবল ফোনের কোডনেম রাখা হয়েছে “পাসপোর্ট” (Passport), যা গুগল এর নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। ৯ টু ৫ গুগল (9To5Google) জানিয়েছে যে, তারা ২০২১ সালের বেশ কয়েকটি নতুন পিক্সেল ফোনের মডেল নাম্বার খুঁজে পেয়েছে। তবে এই মডেল নাম্বার গুলি জাপানিজ ভেরিয়েন্ট এর জন্য নামকরণ করা হয়েছে।
যেমন:-
Barbet (Pixel 5a 5G) – G4S1M
Oriole (Pixel 6 family) – GR1YH
Raven (Pixel 6 family) – GF5KQ
Passport (Pixel foldable) – GPQ72
জানা যাচ্ছে গুগলের এই নতুন ফোল্ডেবল ফোন তৈরির ক্ষেত্রে স্যামসাং তাদের সাহায্য করছে, বিশেষ করে ফোল্ডেবল ডিসপ্লের ক্ষেত্রে। কিন্তু এখন পর্যন্ত “Passport” (Pixel foldable) – GPQ72 সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় নি। তবে ২০২১ সালের মধ্যেই যে গুগল তাদের এই লক্ষ্য পূরণ করতে চাইছে, তা বলা বাহুল্য। তবে আমরা নিকট ভবিষ্যতে ডিভাইসটি সম্পর্কিত আরও তথ্য জানতে পারবো।
No Comment! Be the first one.