ক্লাবহাউজ খুবই অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এক সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই সম্পর্কে তেমন কিছুই জানে না। তাদের জন্য, ক্লাবহাউজ হলো এমন একটি অডিও-কেন্দ্রিক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ইউজার বিভিন্ন লাইভ অনুষ্ঠান বা পডকাস্টে অংশগ্রহণ করে তার মতামত পেশ সহ যেকোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আর তা হতে পারে যে কোন ভাষার বা যে কোন দেশের।
তবে এখন পর্যন্ত ক্লাবহাউজ এর পক্ষ থেকে অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রাখা হয়েছে। যেমন, অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার ইনভাইট বা আমন্ত্রণের প্রয়োজন হবে। তাছাড়াও অ্যাপটি শুধুমাত্র অডিও কেন্দ্রিক। আর অ্যাপটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল যে এটি শুধুমাত্র আইফোনের অ্যাপ স্টোরে এভেইলেবল ছিলো। তবে সম্প্রতি ক্লাবহাউজ তাদের এই সীমাবদ্ধতা কে কাটাতে এবং তার সাথে অ্যাপটিকে আরও জনপ্রিয় করে তুলতে ক্লাব হাউজ এর অ্যান্ড্রয়েড সংস্করণ বাজারে এনেছে।
এর মানে, আপনি চাইলে এখন ক্লাব হাউজ অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে এখনো আপনার ইনভাইট বা আমন্ত্রণের দরকার পড়বে। যদিওবা এখন পর্যন্ত অ্যাপটির বিটা ভার্সন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এভেইলেভবল করা হয়েছে। তবে ক্লাবহাউজ এর পক্ষ থেকে এক অফিশিয়াল ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, খুব তাড়াতাড়ি ক্লাবহাউজকে ইংরেজি ভাষার অন্যান্য দেশের জন্য গ্রীষ্মের দিকে এভেলেবেল করা হবে। এবং খুব শীঘ্রই অ্যাপটিকে সব দেশের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যেও উন্মোচন করা হবে।
এর সাথে আরও ধারণা করা হচ্ছে সুদূর ভবিষ্যতে কোন প্রকার আমন্ত্রণ বা ইনভাইট ছাড়াই ক্লাব হাউজ ব্যবহার করা যেতে পারে। তবে এই মুহূর্তে আপনি চাইলে অ্যাপটিকে যেকোনো APK ডাউনলোডার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোন ক্লাব হাউজ ইউজারের ইনভাইট বা আমন্ত্রণের প্রয়োজন পড়বে।
No Comment! Be the first one.