আপকামিং গুগল পিক্সেল 6 হতে পারে ফ্ল্যাগশিপ কিলার স্মার্ট ফোন গুলোর একটি, যেখানে এখন পর্যন্ত গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো অ্যাপল। যার কারণে বছরের শুরুতেই গুগল জানিয়েছে পিক্সেল 6 হতে পারে তাদের বর্তমান সময়ের টার্নিং পয়েন্ট। মূলত এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, পিক্সেল ৬ এ গুগলের প্রথম সিস্টেম-অন-চিপ ব্যবহার করা হবে যার কোডনেম রাখা হয়েছে “জিএস১০১” হোয়াইটচ্যাপেল (“GS101”)। খুব সম্ভবত পিক্সেল ৬ একমাত্র মার্কিন অ্যান্ড্রয়েড ফোন হতে পারে যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়নি।
আরো জানা যাচ্ছে যে, নতুন এই চিপটি তৈরির ক্ষেত্রে স্যামসাং গুগলকে কিছু বিষয়ে সহায়তা করছে। যেমন অতীতে স্যামসাং অ্যাপলের প্রথম দিকের বেশ কয়েকটি এ-সিরিজ চিপ তৈরি করেছিল। মূলত পিক্সেল ফোনে গুগলের নিজস্ব চিপসেট ব্যবহারের ফলে গুগল তাদের ফোনের হার্ডওয়্যার, সফটওয়্যারকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। যার ফলে গুগল তাদের যেকোন অ্যাপ বা সেবার পারফরম্যান্স আরো কয়েক গুন বাড়াতেও সক্ষম হবে।
তাই ধারণা করা হচ্ছে পিক্সেল ৬ অনেকাংশেই আইফোনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যদিওবা আপডেটের ক্ষেত্রে গুগোল তেমন কোন ভূমিকা রাখে না, তবে ধারণা করা হচ্ছে গুগোল পিক্সেল 6 এ দীর্ঘ সময়ের জন্য আপডেট এভেলেবেল করা হতে পারে। তবে এই নতুন চিপটি স্ন্যাপড্রাগন ৮৮৮ এর মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর হবে, নাকি পিক্সেল ৫ এর স্ন্যাপড্রাগন ৭৬৫ এর মতো মিডরেঞ্জ প্রোসেসর হবে তা এখনো পরিষ্কার নয়। আরো জানা যাচ্ছে যে, চিপটি কিছু ক্রোমবুককেও ব্যবহার করা হতে পারে, যা অ্যাপলের এম ১ চিপের সমতুল্য হতে পারে। তাই এটা পরিষ্কার যে, চিরপ্রতিদ্বন্দ্বী আইফোন কে টেক্কা দেওয়ার ব্যাপারে পিক্সেল 6 হতে পারে গুগলের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
No Comment! Be the first one.