বিশ্ব পাসওয়ার্ড দিবসে গুগল তার ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একটি অফিশিয়াল ব্লগ পোস্টে গুগল জানিয়েছে যে, খুব শীঘ্রই গুগল ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা দ্বি-পদক্ষেপ যাচাইকরণকে ডিফল্টরূপে সমস্ত ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করবে।
মূলত গত বছর থেকে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে গুগল। গুগল বলছে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৬৬ শতাংশ মানুষ অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করে, যার ফলে ব্যবহারকারীর পাসওয়ার্ড কোন ভাবে হ্যাক হলে তার সমস্ত তথ্য ঝুঁকির মুখে পড়ে যায়। তাছাড়াও গুগলের দ্বারা নিয়ন্ত্রিত অ্যান্ড্রয়েড ফোন গুলোকে আরো নিরাপদ করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA সেবা চালু করা হচ্ছে।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন এমন একটি সেবা যার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার অথবা ই-মেইলকে যাচাই করে ব্যবহারকারীকে অনলাইন নিরাপত্তা প্রদান করা হয়। গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর, মার্ক রিশার এর মতে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোবাইল ফোন ব্যবহারকারীদের সাধারণ পাসওয়ার্ড এর চেয়ে অনেক বেশি নিরাপত্তার’ অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।
তাই যদি কোন ইউজার গুগল দ্বারা নিয়ন্ত্রিত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে সে ক্ষেত্রে ব্যবহারকারী তার স্মার্টফোনটিকে টু-ফ্যাক্টর প্রমাণীকরণ ডিভাইস হিসাবে ব্যবহার করতে পারবে, পাশাপাশি ব্যবহারকারী নিজের গুগল অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করতে সক্ষম হবে। যা ইতিমধ্যেই আইফোন ব্যবহারকারীরা পেয়ে থাকে। ইতিমধ্যেই গুগল এর পক্ষ থেকে তাদের ব্যবহারকারীদের কিছু বিষয় সম্পর্কে সচেতন করা হয়েছে যেমন, ব্যবহারকারীর পাসওয়ার্ড কোন ভাবে হ্যাক হয়েছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকা, পাসওয়ার্ডটি পুনরায় সেট করা, সাথে সমস্ত অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা, এবং অতিরিক্ত সুরক্ষার জন্য পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশন ব্যবহার করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুর্বল পাসওয়ার্ড বা ছোট পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকা।
No Comment! Be the first one.