কম্পিউটিং এর প্রতি ভালোবাসা বাড়ছে মানুষের দিনের পর দিন। শুধু ভালোবাসা নয়, কম্পিউটার আরো এবং আরো প্রয়োজনীয় বিষয় হয়ে উঠছে ধীরেধীরে। কিন্তু কোন জিনিষ থেকে শুধু সুবিধায় পাওয়া যাবে, সেখানে কোন সমস্যাই হবে না, এমন তো হতে পারে না, তাই না? তাই সাইবার ক্রাইম, ব্ল্যাক হ্যাট হ্যাকিং, ডিডস অ্যাটাক, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার —ইত্যাদি বিষয় গুলোও কম্পিউটিং জগতে আগের চেয়ে অনেক বেশি বিস্তার লাভ করেছে। যেমন সমাজে অপরাধ বেড়ে গেলে সমাজ শাসকের প্রয়োজন হয়, ঠিক তেমনি সাইবার ওয়ার্ল্ডে প্রয়োজনীয় হয় সিকিউরিটি স্পেশালিষ্ট বা এথিক্যাল হ্যাকারদের। সবচাইতে ভালো কথা হলো এটা যে, আপনাকে একজন এথিক্যাল হ্যাকার হয়ে উঠতে স্কুল কলেজের মতো বছরের পর বছর ধরে পড়াশুনা করে তারপর যোগ্যতা বা জীবিকার জন্য চিন্তা করতে হবে না। সঠিক জ্ঞান আর প্রশিক্ষণ গ্রহন করার মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যেই একজন দক্ষ এথিক্যাল হ্যাকার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
স্কুলের প্রথম দিনে প্রথম ক্লাসে যেমন নাম আর পরিচয় জানতেই দিন শেষ হয়ে যায়, আজকের আর্টিকেলও ঠিক তেমনি শেষ হবে। আমি বছর ২ আগে যখন প্রথম সাইবার সিকিউরিটি নিয়ে পোস্ট করেছিলাম, সেখানে উল্লেখ্য করেছিলাম এথিক্যাল হ্যাকিং সম্পর্কে, আর তখন থেকেই আপনাদের মাঝে অনেক আগ্রহ লক্ষ্য করেছি। তাই শেষমেষ সম্পূর্ণ কোর্স রিলিজ করবো হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর দেখুন আজ সেই সিদ্ধান্তের ১ম ক্লাস! অনেকেই হ্যাকার হতে চায়, খুব ভালো কথা—কিন্তু হ্যাকিং শেখার আগে অবশ্যই এথিক্যাল হ্যাকিং বিষয়টির উপর আপনার ভালো ধারণা থাকা প্রয়োজনীয়। আমি নৈতিক হ্যাকিং; বিষয়টি বুঝাতে একটি বিস্তারিত আর্টিকেল পূর্বেই প্রকাশ করেছি, সেটা সর্ব প্রথম পড়ে নেওয়ার জন্য অনুরোধ করবো। যাই হোক, এই সূচনা পর্বে আমি আলোচনা করবো এই সম্পূর্ণ ফ্রী কোর্সে আমরা কি কি শিখতে চলেছি, এবং আমাদের লক্ষ্য আসলে কি হবে।
এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্স
আপনি যদি যথেষ্ট সময় এই ব্লগের সাথে সম্পৃক্ত থাকেন, তবে অবশ্যই জানেন যে, ওয়্যারবিডি কখনোই কোন নলেজ শেয়ার করার জন্য অর্থের ডিম্যান্ড করে নি, আর ভবিষ্যতেও করবে না। আর যদি বলি আমার কথা, সেক্ষেত্রে আমি জ্ঞান শেয়ার করতে ভালোবাসি, আর অবশ্যই কোয়ালিটি কনটেন্ট তৈরি করতেও ভালোবাসি। আমি কোন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার নই, হ্যাকিং প্র্যাকটিস করি ২০১০ সালের দিক থেকে। আজ পর্যন্ত যা কিছু শিখেছি সব কিছুই অনলাইনের সাহায্য নিয়ে, কখনো কোন পেইড কোর্সও জয়েন করিনি। আসলে, আপনার যদি বেসিক গুলো জানা থাকে, সেই ক্ষেত্রে ওপেন ওয়েবেই এতো বেশিকিছু পেয়ে যাবেন, আপনার পেইড কোর্স জয়েন করার প্রয়োজন পড়বে না, তবে সার্টিফিকেটের জন্য পেইড কোর্স প্রয়োজনীয় হতে পারে। এই ফ্রী এথিক্যাল হ্যাকিং কোর্সে আমি বিগেনার থেকে গীক টাইপ পর্যন্ত এক একটি বিষয় পর্ব আকারে পোস্ট করতেই থাকবো। আসলে নলেজ অর্জন করার কোন শেষ নেই, তাই এই কোর্স কবে শেষ হবে সেটারও কোন নিশ্চয়তা নেই, প্রতিনিয়ত এখানে পর্ব গুলো পোস্ট করেই যাবো। আর হ্যাঁ, এই কোর্সে যতো কিছু শেখানো হবে, সেটা অবশ্যই আগে থেকেই ইন্টারনেটে মজুদ রয়েছে, তবে ইন্টারনেট থেকে সরাসরি শিখতে গেলে আপনি এলোমেলো হয়ে যাবেন। আমি সবকিছু স্টেপ-বাই-স্টেপ গুছিয়ে এখানে বর্ণনা করবো। তবে কোন পেইড কোর্সে সাথে এই ফ্রী কোর্সটিকে তুলনা করবেন না, পেইড কোর্সে অনেক বড় বড় স্পেশালিষ্ট এবং এক্সপার্ট দ্বারা ট্রেইন করা হয়, আমি কোন এক্সপার্ট নয়, তবে যতোটুকু জ্ঞান আমার মধ্যে রয়েছে, আমি সবটুকুই এই কোর্সে ঢেলে দেওয়ার চেস্টা করবো। তো চলুন, এবার জেনে নেওয়া যাক, এই এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্স থেকে আপনারা আসলে কি কি শিখতে চলেছেন…
কি কি থাকছে এই ফ্রী কোর্সে?
ওয়েবসাইট হ্যাকিং— ইন্টারনেটে তথ্য সংরক্ষিত থাকার সবচাইতে বিশাল বড় সিন্দুক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট গুলো। হাইলি ট্র্যাফিক, হিউজ ডাটাবেজ সমৃদ্ধ ওয়েবসাইট গুলো সহজেই ব্ল্যাক হ্যাটদের টার্গেট হয়ে যেতে পারে। আর ওয়েবসাইট বলতেই কিন্তু ওয়েবসাইট নয়। আজকের দিনে না জানি ততো প্রকারের ল্যাংগুয়েজ আর কতো প্রকারের স্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েবসাইট গুলোকে তৈরি করা হয়। আজকের সবচাইতে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম হচ্ছে সিএমএস গুলো, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি। আর এই সিএমএস গুলো ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট গুলোর ত্রুটির শেষ নেই। এই কোর্সে আমরা বিভিন্ন টাইপের ওয়েবসাইটের ত্রুটি গুলোকে খুঁজে পাওয়ার পদ্ধতি গুলো আয়ত্ত করবো এবং ত্রুটি গুলোর প্যাচ ফিক্স করা শিখবো। সাথে কোন ওয়েবসাইট’কে টার্গেট করে কিভাবে তার উপর কেস স্ট্যাডি করতে হয় সে ব্যাপার গুলো সম্পর্কেও বিস্তারিত জানবো। কোর্সে আমি সহজ ব্যাপার গুলোকেও বারবার আলোচনা করার চেষ্টা করবো, হয়তো তার জন্য যারা সেগুলো আগে থেকেই জানেন, তারা বিরক্ত হতে পারেন, কিন্তু এখানে আমাকে সকল পাঠকের কথা চিন্তা করতে হবে।
হাতে কলমে হ্যাকিং অ্যান্ড সিকিউরিটি টেস্টিং— যে পর্বে সরাসরি প্র্যাক্টিক্যাল হ্যাকিং দেখানো প্রয়োজন পড়বে সেগুলো স্ক্রীনশট বা ভিডিও তৈরি করে হাতে কলমে দেখানো হবে। এই ফ্রী হ্যাকিং কোর্সে আমি থিয়োরি একটু কমই বোঝাবো, প্রাক্টিক্যাল বেশি দেখাবো। অনেক অনলাইন ফ্রী এথিক্যাল হ্যাকিং কোর্সে দেখা যায় শুধু থিয়োরি বুঝিয়েই কোর্স শেষ করে দেয়, ব্যাট এখানে সেটা করা হবে না। আমি আগে থেকেই অনেক বেসিক নলেজ এখানে শেয়ার করে রেখেছি, যদি আপনি কিছুই না জানেন, সেক্ষেত্রে সেগুলো আগে পড়ে নিন। (নিচে সব প্রয়োজনীয় আর্টিকেল লিঙ্ক সরবরাহ করা হয়েছে!) প্রয়োজনে অবশ্যই বেসিক বিষয় গুলোর উপর আলোকপাত করা হবে, কিন্তু প্রাক্টিক্যাল’কে বেশি প্রাধান্য দেওয়া হবে।
কালি লিনাক্স (এ-জেড)— কথা বলা হবে হ্যাকিং নিয়ে আর কালি লিনাক্সের প্রশ্ন আসবে না, সেটা কি হতে পারে? আপনার যদি সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হওয়ার চিন্তা ভাবনা থাকে আর আপনি যদি এই চিন্তার সাথে অত্যন্ত সিরিয়াস হোন, অবশ্যই আপনাকে কালি লিনাক্স এ-জেড পর্যন্ত আয়ত্ত করতে হবে। এই অপারেটিং সিস্টেমটি বিশেষভাবে সাইবার সিকিউরিটি প্রদান করার জন্যই ডিজাইন করা হয়েছে। এই নিয়ে এখানে আর বেশি কিছু বলবো না, তবে এতোটুকু বলে রাখছি, কালি লিনাক্স ছাড়া কখনোই হ্যাকার বলে নিজেকে পরিচিতি দেওয়া আপনার উচিৎ হবে না। ফ্রী কোর্স হয়েছে তো কি হয়েছে, কালি সম্পর্কে এ-জেড নলেজ থাকবে এখানে!
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং— এই লাইন বহুবার উল্লেখ্য করেছি বিভিন্ন আর্টিকেলে, “কম্পিউটারের চাইতে মানুষকে হ্যাক করা অনেক বেশি সহজ” আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে মানুষের মস্তিষ্ক’কে হ্যাক করা বুঝানো হয়। অনেক হ্যাক অ্যাটাক কখনোই সম্ভব হতো না যদি সেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর সাহায্য না নেওয়া হতো। বিশাল বড় সিস্টেম সেটআপ করে আর বহু লাইনের কোডিং করার পরেও একটি সিস্টেম হ্যাক করা ততোটা সহজ হয়না, যতোটা সহজে কাউকে বোকা বানিয়ে পাসওয়ার্ড হাতানো যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্যায় থেকে এখানে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত আলোচনা করার চেষ্টা করা হবে। যদিও আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট নয়, কিন্তু তারপরেও চেষ্টা করবো কিছু আর্টিকেল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট দ্বারা লিখিয়ে নেওয়ার।
কমপ্লিট নেটওয়ার্ক টেস্টিং অ্যান্ড হ্যাকিং— হ্যাকিং আর নেটওয়ার্কিং এক মায়ের পেটের দুই ভাই। আপনি নেটওয়ার্কিং এ যতোবেশি পারদর্শী হবেন হ্যাকিং আপনার জন্য ততো সহজ ব্যাপার হয়ে উঠবে। নেটওয়ার্কিং এর প্রত্যেকটি কোনা এখানে কভার করার চেষ্টা করবো, অন্তত প্রয়োজনীয় বিষয় গুলো। আমরা যেকোনো নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিং সম্পর্কে শিখবো, ত্রুটি খুঁজে বেড় করবো, নেটওয়ার্ক অ্যাক্সেস গ্রহন করতে জানবো। এই কোর্সে ত্রুটি পূর্ণ নেটওয়ার্ক বাইপাস করার কমপ্লিট গাইড শেয়ার করা হবে, সাথে অবশ্যই ত্রুটি ফিক্স করার প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করা হবে। ফায়ারওয়াল টেস্টিং থেকে শুরু করে, প্যাকেট ক্যাপচারিং, প্যাকেট এনালাইসিস, ওয়াইফাই টেস্টিং কোন কিছুই বাদ যাবে না এই কোর্সে।
ক্রিপটোগ্রাফি— অনলাইনে ডাটা সিউকিউর করার জন্য এনক্রিপশনের কোন তুলনা হয়না। ক্রিপটোগ্রাফি এমন এক টেকনিক যেটা সাধারণ পড়ার যোগ্য ভাষাকে পরিবর্তন করে পড়ার অসম্ভব করে তোলা হয়। যেহেতু ক্রিপটোগ্রাফি আমাদের প্রয়োজনীয় ডাটা গুলোকে সিকিউরিটি প্রদান করে, তবে অবশ্যই ক্রিপটোগ্রাফি’তে দুর্বলতা থাকলে সেটা সম্পূর্ণ ডাটাকেউ ত্রুটি পূর্ণ করে দিতে পারে। এই কোর্সের সবচাইতে অ্যাডভানস লেভেলের আর্টিকেল গুলো হবে এই ক্রিপটোগ্রাফির উপরে। আমরা এনক্রিপশনের মধ্যের ত্রুটি খুঁজে পাওয়া সম্পর্কে জানবো এবং এনক্রিপশনকে আরো মজবুদ করার পদ্ধতি গুলো রপ্ত করবো। এই এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্স এ সকল বহুল ব্যবহৃত এনক্রিপশন ম্যাথড গুলো যেমন- AES(Advanced Entyption Standard), DES(Data Encryption Standard), RSA(Name of the creators), MD5(Message Digest -5), SHA(Secure Hash Algorithm), SSL (Secure Socket Layer) —নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
হ্যাকিং উইথ অ্যান্ড্রয়েড— আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে কিন্তু যেমন তেমন ভাববেন না, যদি আপনার কাছে কোন কম্পিউটার না থাকে এই মুহূর্তে, অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করেও অনেক কিছু শিখতে পারবেন। এই কোর্সে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইজটিকে একটি কমপ্লিট হ্যাকিং মেশিনে তৈরি করেই ছাড়বো। সাথে রাসবেরি-পাই ব্যবহার করে হ্যাকিং করা নিয়েও আলোচনা করবো।
প্রোগ্রামিং (বেসিক)— প্রোগ্রামিং এ ভালো আয়ত্ত থাকা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। যেহেতু আমি নিজেই ভালো প্রোগ্রামার নই, তাই অ্যাডভানস প্রোগ্রামিং এখানে শেয়ার করতে পারব না। তবে বেসিক সবকিছু নিয়েই এখানে আলোচনা করে পোস্ট থাকবে। বিশেষ করে এখানে পাইথনের উপর বেশি জোর দেওয়া হবে।
ডাটাবেজ টেস্টিং অ্যান্ড হ্যাকিং— বর্তমানে অনেক কোম্পানি তাদের ডাটাবেজ’কে লোকাল কম্পিউটারে ইন্সটল করে রাখে, অথবা ইন্টারনেট সার্ভার থেকে ডাটাবেজ অ্যাক্সেস করে। আর হ্যাকার বড় ধরণের অ্যাটাক চালানোর জন্য প্রথমে ডাটাবেজ’কেই টার্গেট করে। ডাটাবেজে থাকা ত্রুটি সম্পূর্ণ ডাটাবেজটির তথ্য গুলোকে লিক করে দিতে পারে, তাই ডাটাবেজ টেস্টিং এবং ডাটাবেজ ত্রুটি প্যাচ করা সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজনীয়। এই কোর্সে আমরা MySQL এবং Oracle ডাটাবেজের সিকিউরিটি চেকিং শিখবো, সাথে ডাটাবেজ অ্যাটাক, ডাটাবেজ ডাটা কালেকশন, ওয়েব নির্ভর ডাটাবেজ সিকিউরিটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আপনার প্রতি কিছু কথা
আপনি এই আর্টিকেলটি পড়ছেন এবং সামনের পর্ব গুলোর জন্য উৎসাহিত হয়ে রয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আমি বা অন্য কোন হাজার ডলারের পেইড কোর্স কখনোই আপনাকে ভালো হ্যাকার/সিকিউরিটি স্পেশালিষ্ট বানাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে চেস্টা করবেন। আপনাকে সকল বিষয় গুলো সঠিক অনুশীলন করতে হবে। সাথে বলে রাখি, আপনি যদি অলরেডি অনেক কিছু জানেন বা হ্যাকিং এর যেকোনো একটি বিষয় সম্পর্কে আপনার ভালো আয়ত্ত থাকে, সেক্ষেত্রে এই কোর্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়্যারবিডি’কে সাহায্য করুণ। এথিক্যাল হ্যাকিং এর এতো বিশাল কোর্স আমার একার দ্বারা কভার করা একটু বেশিই কস্ট কর, সাথে অনেক পরিশ্রমের কাজ। যদিও আমি পরিশ্রম করতে বা কাজ করতে ভয় পাই না। কিন্তু তারপরেও আপনার সাহায্য এই কোর্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার এই কোর্সের সাথে কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা থাকলে অবশ্যই আমাকে মেইল করুণ; techubs[dot]net[at]gmail.com —এই ঠিকানায়।
আর এই কোর্সের কোন হ্যাকিং টেকনিক ব্ল্যাক হ্যাট কাজে ব্যবহার করা যাবে না। ওয়েবসাইট, ডাটাবেজ, মোবাইল অপারেটিং সিস্টেম হ্যাক, কম্পিউটার অ্যাক্সেস ইত্যাদি হ্যাকিং এর জন্য আমি নিজেই ওয়েবসাইট বা ডাটাবেজ প্রদান করবো যেখানে আপনি টেস্টিং করতে পারবেন। কিন্তু অন্যের ওয়েবসাইটের উপর হ্যাক অ্যাটাক চালানো যাবে না। এথিক্যাল হ্যাকিং এর মূল মন্ত্র ভুলে গেলে কখনোই চলবে না, অবশ্যই আপনাকে সর্বদা ১০০% সৎ থাকতে হবে। আর যদি আপনি কোন অসৎ উদ্দেশ্য়ে এই কোর্সের শেখানো হ্যাকিং ম্যাথড গুলোকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তার দ্বায়ভার শুধু আপনার হবে।
আমি এতো কষ্ট করে সকল কোর্স ফ্রী’তে পাবলিশ করবো আর আপনি কিছুই করবেন না, সেটা হলে কিন্তু চলবে না। অবশ্যই আপনাকেও এখানে কিছু করতে হবে, আমাদের সকলের জন্য করতে হবে। অবশ্যই আপনাকে কোর্সের আর্টিকেল গুলো যতোটা সম্ভব শেয়ার করতে হবে। আমি যতো ভালো রেসপন্স পাবো আপনাদের কাছ থেকে ততো দ্রুত সব পর্ব গুলো পাবলিশ করবো। আমার অনুপ্রেরণা হলেন আপনারা। আর আমাকে অনুপ্রেরণা জোগানর দায়িত্ব আপনাদের।
অবশ্যই এই ব্লগের কম্পিউটিং, ইন্টারনেট, সিকিউরিটি, মোবাইল, হার্ডওয়্যার, টেক এক্সপ্লেইন্ড ক্যাটাগরি থেকে সকল পোস্ট গুলো পড়ে নিন। একটি পোস্টও বাদ দেবেন না, এখানে প্রচুর বেসিক জ্ঞান গুলো পেয়ে যাবেন। আর মনে রাখবেন, আপনি ততোই ভালো স্পেশালিষ্ট হতে পারবেন, যতো ভালো বেসিক মজবুদ করতে পারবেন। ওয়েবসাইট সিকিউরিটি টেস্টিং করার পর্বে যদি কমেন্ট করেন, “ভাই আইপি অ্যাড্রেস কি জিনিষ?” সেটা কিন্তু গ্রহন করা হবে না। তাই আগে এই ব্লগের যতোটা সম্ভব পোস্ট গুলো পড়ে নিন, এতে আপনার বেসিক সক্ত হয়ে উঠবে। আরো যেসব বেসিক ব্যাপার আসবে সেগুলোকে আমি ঐ পর্বেই আলোচনা করে নেবো।
তো ব্যাস এই ছিল আজকের সূচনা পর্ব, আপনি নিশ্চয় পরিষ্কার ধারণা পেয়ে গেলেন আমরা কি কি বিষয়ের উপর বিস্তারিত জ্ঞান পেতে চলেছি। এটা একটি ব্লগ, তাই অবশ্যই আপনার মনে যেকোনো প্রশ্ন এখানে মন খুলে প্রকাশ করার সুবিধা রয়েছে। অবশ্যই আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করুণ। আর হ্যাঁ, আমি সপ্তাহে কয়দিন কোর্সের আর্টিকেল পাবলিশ করবো এই ব্যাপারে আপনাদের মতামত জানান। তবে আমি চেষ্টা করবো অন্তত সপ্তাহে ৩টি পর্ব প্রকাশ করার। সাথে অবশ্যই বেল আইকন প্রেস করে এই ব্লগের আর্টিকেল নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনার কখনোই নতুন আর্টিকেল গুলো মিস না হয়। খুব শীঘ্রই কোর্সের ২য় পর্ব প্রকাশ করা হবে, তাই সর্বদা সাথেই থাকুন! ~ধন্যবাদ!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
ইমেজ ক্রেডিট; Shutterstock
আসসালামু আলাইকুম তাহমিদ বোরহান ভাইয়া আপনার পোষ্ট এত বেশি ভালো লিখেছেন যে আমি এক নিঃশ্বেসে এক মনোযোগে এত দ্রুত আর্টিকেলটি পড়ে ফেলেছি যা বলার মতো নয়। আমি অনেক এক্সাইটেড অসম্ভব এবং ভয়ংকর রকমের সুন্দর ছিলো উহহ!!! আমি প্রতিজ্ঞা করছি আপনার সকল শিখানো বিষয় অবশ্যই ভালো কাজে ব্যাবহার করবো ইনশাল্লহ। ভাই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, বেল আইকন বাজিয়ে রেখেছি এবং শেয়ার করেছি। আপনার পাশে ছিলাম,
আছি, থাকবো ইনশাল্লাহ
Onar youtube channel er name ta ki?
এক কথায় এক্সিলেন্ট। অনেক ধন্যবাদ।
You’re just awesome brother! Aar kicu bolar nai. But apnar free course list a kono paid course theke kom kicu noi. Caliye jan bhaiya. Pashe cilam and thakbo bhai.
আপনার মত উদার মনের মানুষ মাত্র কয়েকটা আছে এই পৃথিবীতে। চরম পোস্ট পাই তো প্রতিদিন তারপরে আবার এডভান্সড কিছু জানব এখন থেকে। খুশির মাত্রা চরমে******
আপনার পেজ, পোস্ট, সাইট, ইউটিউব চ্যানেল, সব কিচু শেয়ার করলাম। পাশে আসি ভাই।
Awesome vai osamnmmmm.
Apni ekta geneusssss proved?
Very well written bro. I m ur regular readr. Reply me pleaxe!!
Bole bujhte parBo Na koto koto koto valoleGece vai.
Bhai apni sotti GOD er tech representative. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sarajibon paase thakbo, kotha dilam…..❤❤❤❤❤❤❤❤❤❤❤
GOD apnar mongol koruk & apnake aaro boro kore tuluk, amader ei blog aaro boro hok….❤❤❤❤❤❤❤❤
Apnake samne pele joriye dhortam bhai…..mukhe kono bhasha nei comment korar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
সাথেই ছিলাম সাথেই থাকব। চালিয়ে যান ভাই আপনার জন্য রইল শুভ কামনা???
অসাধারণ লিখেছেন দাদা। মনে হচ্ছিলো আপনি সরাসরি এসে আমাদের কথা গুলো বলছিলেন। মুগ্ধ হলাম…
ভাই আমি আপনার ডাই হার্ট ফ্যান। প্রথম যেদিন আপনার ব্লগ ইউয়ারএল পেয়েছি তারপর থেকে কখনোই কোন পোস্ট মিস করিনি। সময়ের জন্য কখনো কখনো কমেন্ট করতে পারিনি…… কিন্তু কখনোই আপনার সাথ ছারিনি। কিভাবে ছাড়া সম্ভব…………!! প্রযুক্তির প্রতি যদি সামান্য মায়া কারো থাকে টে-ক-হা-ব-স ছেড়ে সে থাকতে পারবে না গ্যারান্টি দিলাম। সারাজীবন পাশে রয়েছি ভাইয়া। আপনার জন্য অনেকে অনেক কিছু শিখেছে আর এবার অনেকের ক্যারিয়ার তৈরি হবে। আপনি আমাদের অসম্ভব ট্যালেন্টেড টিচার! ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
onek bhalo hoyece.apnar sathei roycei haking sikhte cai bhai.ami ekdm begener. plz course gulo sohoj kore banaben jate amader moto anarider bujhte osubidha na thake bhaia.thank you.
এক বস্তা ধন্যবাদ ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অবশেষে শুরু হয়ে গেলো আমাদের কাঙ্ক্ষিত কোর্স সিরিজ………………………………………!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কি লিখছি জানিনা,,,, কিবোর্ডে ওয়ার্ড নাই…।
apni projuktir bap seta onek agei meneci. and jani apnar knowledge procur. may Allah bless you via. pase aciiii.
ধন্যবাদ তাহমিদ ভাইকে এত মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আপনি প্রথম পর্বে যেভাবে ফাইটিয়ে দিয়েছেন বাকি পর্ব গুলো পাবলিশ করার আগেই বোঝা যাচ্ছে সেখানে কি পেতে চলেছি আমরা। ব্যাট তাহমিদ ভাই একটা মতামত দেওয়ার ছিল। আপনি বিভিন্ন ক্যাটেগরি থেকে পোস্ট গুলো পড়তে বলছেন। কিন্তু যদি এই কোর্সের প্রয়োজনীয় পোস্ট গুলো এই পোস্টে লিঙ্ক লিস্ট আকারে প্রকাশ করতেন সেটা অনেক বেশি ভালো হতো। আমি ক্যাটেগরি গুলো ওপেন করে দেখছি একসাথে প্রচুর পোস্ট তাছাড়া একই পোস্ট আলাদা ক্যাটেগরিতে রয়েছে তাই একটু সমস্যা হচ্ছে। এটা আমার মতামত। তবে আপনি লিস্ট না করে দিলেও কোন সমস্যা নাই ভাই। আমি এমনি সব পড়ে নেবো।
২য় পর্বের অপেক্ষায় থাকলেম। আল্লাহ্ হাফিয ভাইয়া।
সাথে না থেকে কোথায় যাবো গুরু??? আমাদের কি আর পথ আছে আপনি ছাড়া?? চালিয়ে যান, আছি আমরা। আর আপনি তো জানেন্নি আপনার পোস্ট পড়ে আর কিছু বলার ভাষায় থাকে না। অনেক আগে থেকেই ভাষা শেষ হয়ে গেছে। নতুন আর কিছু বলার নাই। অনির্বাণ ভাইয়ের মতো আমারো ভাষা শেষ।
তাহমিদ স্যার কে অসংখ্য ধন্যবাদ
ভাই অনেক আগ্রহ নিয়ে পুরো কোর্চটা কম্পিলিট করার চেষ্টা করব। আমার এরকম নৈতিক হ্যাকিং গুলো শিখতে খুবই ভাল লাগে। যদিও মাঝে মাঝে কিছু ব্লাক হ্যাকিং শেখা হয়ে যায়, কিন্তু সেগুলো কখনও কারো উপর প্রয়োগ করি নি। আর না করারই চেষ্টা করব। আর ভাই সপ্তাহে 3 দিনই ঠিক আছে। তবে আপনার তো ভাই অনেক কষ্ট হয়ে যাবে, 2 দিন হলে আপনার জন্যও বেটার হত। বাই দ্যা রাস্তা পোষ্ট টি শেয়ার দিলাম। আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা কম্পিলিট কোর্চ ফ্রি আমাদের উপহার দেয়ার জন্য?
thanks tahomid brother
Thanks a lot bro. Go ahead..
You’re a legend vi. Only the one tch God.
টেকহাবস থেকে যতো কিছু শিখেছি কখনো ঋণ শোধ করতে পারব না। সিএসই ক্লাসেও এতো বেস্ট এক্সপ্লাইন্ড করা হয় না। যখন কথা আসবে হাতে কলমে কিছু শেখার টেকহাবস অবশ্যই বেস্ট কিছু প্রভাইড করবে এটার বিশ্বাস আছে। আমরা এই ব্লগকে ১নং হিসেবে দেখতে চাই।
We are always with you brother. Forever..
সময় স্বল্পতায় টেক হাবস আসি কিন্তু কমেন্ট করা হয়না। বাট আজ কমেন্ট না করে থাকতে পারলাম না। অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন ভাই। আমি বাংলা ব্লগে বলতে শুধু টেক হাবস চিনি আর মনে প্রানে ভালোবাসি।
ohhhhhhhh!!!!!!!!!!!! great bossss!!!!!!!!!! LOVE You BosS!!
Seriously Tahmid vai? Egulo free te deben? AWESOME ?? Thanks.
thanx vhaiya … ami networking somporke jante chai .. onek eccha ciloo seta akhon puron hobe bole mone hocche …. ami age kuchui jantam naaa .. ami apnake techtunes theke cinii ,, apnar sob tune mon diye portam .. sudhu ak matro apni akjon jar post er oppekkha kortam … ken jani valoi lagtasee thanx again vai …
তাহমিদ ভাই আমি পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে আপনাকে ভালবাসি। আমি ক্লাস সেকেন্ড ইয়ার পরি। হ্যাকিং খুব ভালবাসি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশে আছি।
Vaia ek kotha te oshadharon hoise
বাহ্,,, একদম বলার বাইরে।
ভাই আপনার এই কোর্সগুলো কোথায় পাব
,,,,,, আমি নতুন,,, অত কিছু জানিনা,,, কোর্সগুলো কোথায় পাব একটু জানাবেন ,,,
ভাই আমার হাত খরচ চালানোর টাকা বাসা থেকে নেই।
তাই এই কোর্স টি করার জন্য টাকা ছিলো না
আপনার উদারতার কারনে আমি এটা পারবো ইনসা আল্লাহ
দোয়া করবেন ভাই
??????
Vai Amar onek iccha hacking course korar apnar aikhan theke valo kisui asha korbo
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
I phone 6 দিয়ে কী এই কোর্সগুলো করা যাবে আর গেলেও কি কোনো app এর প্রয়োজন হবে ?