ফটোশপ এর বিকল্প | ৫টি সেরা ফ্রি অনলাইন ফটো এডিটিং টুলস [২০১৮]

প্রতিদিন নানা কাজে আমাদের টুকিটাকি ইমেজ বা ছবি এডিট করার প্রয়োজন পড়ে। ছবি ব্লারিং করা,রিসাইজিং করা ইত্যাদি নানা কারনে আমরা ফটোশপ,পিক্সেলমেটর, পিক্সআর্ট এমনকি গিম্প এর মত ম্যানুপুলেশন সফটওয়্যার ব্যবহার করি। তবে আপনি যদি কেনো প্রোফেশনাল ফটো এডিটর না হন বা কোনে প্রোফেশনাল কাজের জন্য যদি না হয় এবং অকারনেই  এসব ভারী  ভারী ফটো ম্যানুপুলেশন সফটওয়্যার ব্যবহার করার কোনো মানেই হয়না। আজকে আমি পাঁচটি ফ্রি অনলাইন ফটো এডিটিং টুলস সম্পর্কে আলোচনা করব যা আপনার প্রতিদিনকার টুকিটাকি ইমেজ এডিটিংকে অনেকটা সহজ করে দিতে পারবে।


এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

ImageBlur

আমাদের সবারই অনেকক্ষেত্রে নানাকাজে স্ক্রীনশট শেয়ার করার প্রয়োজন পড়ে। অনেকক্ষেত্রে আপনি হয়ত ব্লগ পোস্টে বা ইউটিউব ভিডিওতে টিউটোরিয়াল এর স্বার্থে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোকারনে যখন স্ক্রীনশট শেয়ার করেন, তখন সেই স্ক্রীনশটে অনেকসময় এমন কিছু অংশ থাকে যা হয়ত আপনি সবার সাথে শেয়ার করতে চাননা; আর এসময় হয়ত আপনি বেশিরভাগ ক্ষেত্রে ফটোশপ এর মত সফটওয়্যার এর সরনাপন্ন হন এবং আপনি যে সকল অংশ চান তা ব্লার করে ফেলেন। তবে আপনি খুবই সহজে অনলাইনে একটি সিম্পল ফ্রি ফটো ব্লারিং টুলস ব্যবহার করে এই কাজটি সহজেই করতে পারেনন। এর ঠিকানা হল imageblur.io; আপনার হার্ড ডিস্ক থেকে বা ফোল্ডার থেকে যেকোন ছবি ড্র্যাগ এবং ড্রপ করে এখানে আপলোড করতে পারবেন।

কাজটি করার জন্য এই টু্লটি অত্যান্ত সহজ। স্ক্রিনশট বা ছবির যে যে অংশে আপনি ব্লার ইফেক্ট প্রয়োগ করতে চান তার অপর চারকোনা একটা বক্স একে সিলেক্টেড করে দিন অতঃপর উপরে ডানপাশে থাকা Blur It বাটনে ক্লিক করুন। এভাবে ছবির যে যে অংশে আপনি ব্লার ইফেক্ট প্রয়োগ করতে চান একই প্রক্রিয়া অনুসরন করে ব্লার করতে পারেন। অতঃপর আপনি ফ্রি আপনার ছবিটি ডাউনলোড করতে পারেন। আর যেহেতু এখানে কোনোরকম ইমেইল প্রদান সর্বপরি সাইন আপ করতে হয় না ; তাই অনেকটা ঝামেলামুক্ত ভাবে কয়েক সেকেন্ড এর ভেতর ঠিক যে কাজটা করা দরকার ছিল তা সমাধা করা যায়।

AddText

অনেক ক্ষেত্রে অনলাইন মিম বানানোর ক্ষেত্রে বা ছবিতে যেকোন রকম লেখা বা টেক্সট যুক্ত করার ক্ষেত্রে আমরা অনেকে ফটোশপ এর মত ফটো এডিটিং সফটওয়্যার ইউজ করি। আর কেবল এই ছোট্ট কাজের জন্যই কেবল ফটোশপ বা গিম্প এর মত ভারী সফটওয়্যারকে ব্যবহার করা আমার কাছে ভালো লাগে না। আর সে কারনে অনলাইন মিম বানানোর ক্ষেত্রেই হোক বা ছবিতে ক্যাপশন যুক্ত করার ক্ষেত্রেই হোক AddText নামক এই অনলাইন যেকোনো ছবিতে টেক্সট যুক্ত করার টুলসটি আপনার খুব কাজে দেবে!

যেকোন ছবি আপনি এখানে আপলোড করার পরপরই আপনি ছবিতে অনেক টেক্সট অ্যাড করতে পারবেন। একেকটি টেক্সট বক্স হতে পারে একেক ফন্ট, একেক স্টাইল বা ইফেক্ট এমনকি একেক ডিজাইন এর। এখানে আগে থেকে অনেক প্রিসেট ফন্ট ডিজাইন অপশন পাওয়া কারনে আপনার ছবিতে দারুম ডিজাইন এর টেক্সট অ্যাড করতে বেশি বেগ পেতে হবেনা। আর মোবাইল ফোনে এই ওয়েবসাইটে কাজ করা হয়ত আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। তবে চিন্তার কিছ নেই AddText এর অনলাইন ভার্সনের এর বিকল্প হিসেবে আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে এর মোবাইল অ্যাপলিকেশন খুঁজে পাবেন। আর মজার ব্যাপার হল অনলাইন ভার্সনের মত এর মোবাইল ভার্সনও নো সাইন-আপ অ্যাপ; যার ফলে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আপনি আপনার কাঙ্খিত কাজটি সম্পন্ন করতে পারবেন।

Social Image Resizer Tool

সামাজিক মাধ্যমে আমরা ছবি আপলোড করিনা এরকম খুবই কমই আছি,অনেক ক্ষেত্রে একদম নেই বললেই চলে। বিশেষ করে আমরা যারা বিজনেস পেইজ পরিচালনা করি তাদেরকে এই বিষয়টি অনেক বেশি মাথায় রাখতে হয়। বিভিন্ন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একেক ছবির স্কেল একেক সাইজে নির্ধারিত করে থাকে। আর সবচাইতে ভালো হয় এসব নির্দিষ্ট স্কেলে প্রতিটি ছবিকে ক্রপ করে তারপর আপলোড করা। যেমন ফেসবুকে প্রোফাইল ফটো এর স্কেল হওয়া উচিত ১৮০*১৮০, পোস্ট ইমেজ এর সঠিক স্কেল হওয়া উচিড ১২০০*৬৩০ আবার কভার ফটো এর স্কেল হওয়া উচিত ৮৫১*৩১৫ ; এরকম ভাবে টুইটার,গুগল প্লাস এমনকি লিংকড ইন এর জন্য আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া চিট সীট রয়েছে। তবে সত্যি কথা বলতে গেলে এগুলো মনে রেখে তারপর ফটোশপ ওপেন করে ইমেজ ক্রপ করা বড্ড ঝামেলার বিষয়। তারপর অনেক সময় এসব সোশ্যাল মিডিয়া একেক আপডেটে তাদের এসব ইমেজ এর স্ট্যান্ডার্ড স্কেলকে পরিবর্তনও করে থাকে। আর ঠিক এইখানে আপনার সহযোগিতা করতে পারে সোশ্যাল ইমেজ রিসাইজার টুল। এখানে আপনি আপনার ইমেজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাপেক্ষে তার স্ট্যান্ডার্ড ইমেজ ডাইমেনশন স্কেল আকারে ক্রপ করতে পারবেন। আর সোশ্যাল মিডিয়া কোনোকারনে তাদের ইমেজ এর ডাইমেনশন স্ট্যান্ডার্ড পরিবর্তন করলেও আপনাকে চিন্তা করতে হবেনা এখানেও তা আপডেট হয়ে যাবে।

BIRME

BIRME এর পূর্নরূপ হল Bulk Image Resizing Made Easy। আর এটি অনেক কার্যকরী এবং উপকারী একটি অনলাইন ইমেজ এডিটিং টুল। অনেক সময় আপনার অনেক গুলো ইমেজকে একসাথে রিসাইজ বা একসাথে একই ধাচের নামকরন দেয়ার প্রয়োজন হতে পারে। আর সেক্ষেত্রে এই ফ্রি অনলাইন ফটো এডিটিং টুলসটি আপনার জন্য। এখানে আপনি একসাথে কয়েকটি ছবি আপলোড করতে পারবেন এবং তা একযোগে রিসাইজ অথবা রিনেম করতে পারবেন। ধরুন আপনি এখানে অনেকগুলো ছবি এড করলেন আর এগুলোর নামের একটার সাথে আরেকটার মিল নেই অথবা আপনি চেনার সুবিদার্থে ছবিগুলো একই রকম নামককরন করতে চান; সেক্ষেত্রে Rename এর ট্যাবে আপনাকে লিখতে হবে MyImage-xx এখানে আপনি ৫ টি ইমেজ এর একসাথে রিনেম করলে সেগুলোর নাম এবার হয়ে যাবে; MyImage-01,MyImage-02,MyImage-03 এরকম।

রিসাইজিং এর ক্ষেত্রে আপনি এখানে ছবির উচ্চতার ক্ষেত্রে অটো প্রসস্থতা বা প্রসস্থতার সাপেক্ষে অটো উচ্চতা সিলেক্ট করে নিতে পারবেন। মজার ব্যাপার হল আপনি এখানে ইমেজ কোয়ালিটি কেমন চান তাও সিলেক্ট করে দিতে পারবেন, যা আমার কাছে সত্যিই দারুন লেগেছে। পাশাপাশি ইমেজে ইচ্ছেমত কালারের বর্ডার যুক্ত করার ফিচারটা এই টুলসটির জন্য একটি বড় প্লাস পয়েন্ট। আপনি আপনার কাজ শেষে প্রত্যেকটি ছবিকে আলাদা আলাদা ফাইল আকারে বা একেবারে জিপ ফোল্ডার আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। এই অনলাইন টুলসটি ব্যবহার করার ক্ষেত্রেও আপনার কোনোরকম সাইন আপ করার প্রয়োজন পড়ে না।

Screely

আপনি এই আর্টিকেলে উপরে যে স্ক্রীনশটগুলো ব্যবহার করা হয়েছে লক্ষ্য করেছেন হয়ত; অনেকে ভাবতে পারেন এগুলো হয়ত ফটোশপ দিয়ে করা; সুন্দর উইন্ডো এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড। তবে আমি স্ক্রীনশট এরকম সুন্দর করার জন্য ব্যবহার করেছি একটি অনলাইন টুলস যার নাম হল স্ক্রিলি।

স্ক্রিলি অনলাইন টুলসটি ব্যবহার করে আপনি খুবই সহজে যেকোন ছবি বিশেষ করে করে স্ক্রিনশটকে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারবেন; যা ফটোশপেও করা যেত তবে তা হত অনেক সময় সাপেক্ষ।

আশা করি আজকের আর্টিকেলটি উপরে আলোচ্য বিষয়গুলি আপনার ইমেজ এডিট করার ক্ষেত্রে অনেক কাজে দেবে এবং আপনার অনেক মূল্যবান সময়কে বেঁচে দিবে। আর এটি আপনার প্রতিনিয়ত কার্য পরিচালনারর জন্য হয়ত একটু সহায়জ হয়েও থাকবে। নিচে এই আর্টিকেলটি সম্পর্কে আপনার যেকোন মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
Images: Shutterstock.com

About the author

ওয়্যারবিডি স্টাফ

Add comment

Categories