পিসির গেমিং পারফরমেন্স ইমপ্রুভ করতে এই টিপসগুলো অবশ্যই ফলো করুন!

যারা পিসিতে গেম খেলেন এবং গেম খেলতে ভালোবাসেন, তাদের অন্যতম একটি চিন্তা থাকে, তা হচ্ছে কিভাবে আপনার পিসির গেমিং পারফরমেন্সকে আরও একটু ইমপ্রুভ করা যায় যাতে আপনি গেম খেলার সময় আরেকটু বেশি স্মুথ গেমপ্লে এবং একটু বেশি এফপিএস পেতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই এখানে হার্ডওয়্যার লিমিটেশন একটি বড় ব্যাপার। কারন, আপনার পিসির হার্ডওয়্যার আপনাকে যে ম্যাক্সিমাম পারফরমেন্স অফার করতে পারে, এর থেকে আরও ভালো পারফরমেন্স পেতে চাইলে আপনার হার্ডওয়্যার আপগ্রেড করা ছাড়া কোন উপায় নেই।

তবে অনেকক্ষেত্রে দেখা যায় যে আপনি গেম খেলার সময় আপনার হার্ডওয়্যার সেই গেমে আপনাকে সেই গেমে যে ম্যাক্সিমাম পারফরমেন্স দিতে পারার কথা, সেই পারফরমেন্সটিও আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে সমস্যাটি হতে পারে আপনার পিসির হার্ডওয়্যারের, কিংবা আপনার অপারেটিং সিস্টেমের অথবা আপনি যে গেমটি খেলছেন সেই গেমটির কোন সেটিংস  কিংবা অপটিমাইজেশনের। ধরুন আপনার পিসির যে হার্ডওয়্যার সেই অনুযায়ী আপনার জিটিএ ফাইভ গেমে সলিড ৬০ এফপিএস পাওয়ার কথা সাধারনভাবেই। তবে আপনি গেমটি খেলার সময় ৪০-৫০ এফপিএস এর বেশি পাচ্ছেন না। এই ধরনের অবস্থায় আপনি গেমিং পারফরমেন্স বেটার করতে যা যা করতে পারেন সেগুলো নিয়েই মুলত আলোচনা করবো আজকে।

লেজিট গেম খেলার চেষ্টা করুন

ভালো গেমিং পারফরমেন্স পেতে চাইলে ক্র্যাক গেমস থেকে ১০০ হাত দূরে থাকুন

আপনি যদি টিপিক্যাল বাংলাদেশি গেমার হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চই গেমের দরকার হলেই টরেন্ট অথবা কোনো এফটিপি সার্ভার থেকে ক্র্যাক গেমস ডাউনলোড করেন এবং ক্র্যাক গেমস খেলেই নিজেকে গেমার বলে দাবী করেন। তবে হ্যা, ক্র্যাক গেমস খেলে নিজেকে গেমার বলে দাবী করা বোকামি ছাড়া আর কিছুই না। যাইহোক, কাজের কথায় আসি। আপনি বলতে পারেন যে ক্র্যাক গেমস এবং লেজিট গেমসের মধ্যে পারফরমেন্সের কোন ডিফারেন্স নেই, এই ধারনাটি অনেকক্ষেত্রেই ভুল। হ্যাঁ, আমি স্বীকার করি যে ক্র্যাক গেমস এবং লেজিট গেমের মধ্যে পার্থক্য একটাই তা হচ্ছে, ক্র্যাক গেম আপনি ফ্রি ডাউনলোড করে খেলতে পারবেন এবং লেজিট গেম আপনাকে টাকা খরচ করে কিনতে হবে। তবে আরো একটি পার্থক্য হচ্ছে, লেজিট গেমসে আপনি টাইমলি আপডেটস পাবেন যেগুলো আপনার গেমটিকে প্রত্যেক আপডেটেই আরেকটু বেশি অপটিমাইজ করবে এবং প্রত্যেক আপডেটই আপনার গেমটি যাতে আরও বেশি স্ট্যাবল হয় এবং আরও ভালোভাবে আপনার পিসিতে রান করে।

তবে ক্র্যাক গেমে আপনি কোন আপডেটই পাবেন না। যার ফলে এসব অপটিমাইজেশন এবং সবধরনের ইম্রপুভমেন্ট থেকেই আপনি বঞ্চিত থাকবেন। এর ফলে আপনি ক্র্যাক গেমস খেলে হয়তো ভালো পারফরমেন্স পাবেন  ঠিকই (যদি আপনার হার্ডওয়্যার ভালো হয়), তবে লেজিট গেমাররা আপনার থেকে নিশ্চিতভাবেই আরও ভালো পারফরমেন্স পাবে। এছাড়া গেমে কোন সমস্যা হলে লেজিট গেমাররা ডেভেলপার থেকে সাপোর্টও পাবে যা আপনি ক্র্যাক গেম খেললে পাবেন না।

এছাড়া টরেন্ট থেকে ক্র্যাক গেমস ডাউনলোড করলে অনেকসময় আপনার অজান্তেই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে আপনার পিসি যেটা লেজিট গেমে কখনোই হবে না। আপনি অনেকসময় খেয়াল করলে দেখবেন যে ক্র্যাক গেম ইন্সটল করার পরে আপনার পিসি কিছুটা স্লো হয়। তবে সেই একই গেম যদি আপনি স্টিম থেকে কিনে খেলেন, তাহলে আপনার পিসি স্লো হওয়ার তেমন কোন চান্স নেই। তবে তা সবক্ষেত্রে নয়। তবে ভালো পারফরমেন্স পেতে চাইলে আমি বলবো ক্র্যাক গেমস থেকে ১০০ হাত দূরে থাকতে।

সফটওয়্যার অপটিমাইজেশন

গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডে রানিং থাকা প্রোসেসগুলো লিমিট করে রাখুন

তবে লেজিট গেমস খেললেও অনেকসময় আপনি হার্ডওয়্যারের তুলনায় আশানুরুপ পারফরমেন্স পাবেন না, যদি সমস্যা থাকে আপনার সফটওয়্যারের বা আপনার অপারেটিং সিস্টেমের। অনেকসময় আপনি কোন সিপিইউ ইন্টেনসিভ গেম লঞ্চ করার পরে যদি দেখেন যে আপনি আশানুরুপ পারফরমেন্স পাচ্ছেন না, তাহলে হতে পারে আপনার পিসিতে ব্যাকগ্রাউন্ডে অনেকরকম প্রোগ্রামস এবং সফটওয়্যারের কোন প্রোসেস রানিং রয়েছে এবং সেগুলো আপনার সিপিইউ এর প্রোসেসিং পাওয়ারকে ব্যবহার করছে। তাই আপনি যে গেমটি রান করছেন সেই গেমটির জন্য খুব বেশি প্রোসেসিং পাওয়ার আপনার প্রোসেসর প্রোভাইড করতে পারছে না। এই সমস্যাটি সবথেকে বেশি দেখা যায় যদি আপনার এক্সটারনাল কোন গ্রাফিক্স কার্ড না থাকে এবং আপনি আপনার ইন্টাগ্রেটেড ইন্টেল জিপিইউ ব্যবহার করেই গেম খেলেন।

আপনি গেম খেলার সময় আপনার পিসিতে কোন কোন ব্যাকগ্রাউন্ড প্রোসেস রানিং রয়েছে এবং আপনার গেমিং পারফরমেন্সকে খারাপ করে দিচ্ছে, সেসর খুঁজে বের করা খুবই সহজ। আপনি উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন করলেই সেসব প্রোসেস দেখতে পাবেন এবং যেগুলো আপনার দরকার হচ্ছেনা সেগুলো ক্লোজ করে দিতে পারবেন। যদি ইন্টাগ্রেটেড গ্রাফিক্সেই গেম খেলতে চান, তাহলে কোন সিপিইউ ইন্টেনসিভ গেম ওপেন করার আগে রানিং প্রোসেসগুলো ক্লোজ করে নেওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ। তার মানে কিন্তু এই নয় যে, আপনাকে কোন র‍্যাম ক্লিনার বা এই ধরনের কোন কিছু ব্যবহার কর‍তে হবে।

এছাড়া অনেকসময় দেখা যায় যে, আপনি আপনার গেমের ফাইলসগুলো আপনার হার্ডডিস্কের যে ড্রাইভে সেভ করেছেন, সেই ড্রাইভটি যদি ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে তা আপনার গেমিং পারফরমেন্সের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আপনার সম্পূর্ণ হার্ডড্রাইভটিকে সবসময় ডিফ্র্যাগমেন্টেড রাখার চেষ্টা করুন। ডিস্ক ডিফ্র্যাগ করার জন্য থার্ড পার্টি কোন প্রোগ্রাম ব্যবহার করার কোন দরকার নেই। কারন, উইন্ডোজ ১০ এ ডিস্ক ডিফ্র্যাগ করার জন্য বিল্ট ইন ডিফ্র্যাগমেন্ট টুল আছে যা আপনি উইন্ডোজ সার্চ বারে Defrag লিখে সার্চ করেই ওপেন করতে পারবেন।

আপনি যদি কোন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করেন, তাহলে আপনি জানেন যে মডার্ন প্রায় সব অ্যান্টিভাইরাস প্রোগ্রামেই একটি ডেডিকেটেড গেমিং মোড বা এই ধরনের কিছু থাকে। এই গেমিং মোডটি সাধারনত গেম খেলার সময় আপনার পিসির ম্যাক্সিমাম রিসোর্স আপনি যে গেমটি খেলছেন ওই গেমটির জন্য অ্যালোকেট করে দেয় যাতে আপনি আরও ভালো গেমিং পারফরমেন্স পেতে পারেন। একইসাথে এই গেমিং মোড গেম খেলার সময় আপনার উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড প্রোসেসগুলোকে কিছুটা লিমিট করে রাখে এবং সব উইন্ডোজ আপডেট সাময়িকভাবে বন্ধ করে রাখে যাতে আপনি আরও ভালো গেমিং পারফরমেন্স পান। তাই গেম খেলার সময় আপনার অ্যান্টিভাইরাস প্রোগ্রামের এই গেমিং মোডটি এনাবল করে রাখা অবশ্যই বেটার।

এছাড়া উইন্ডোজ ১০ এ নিজেরই একটি ডেডিকেটেড সেটিংস রয়েছে গেমিং এর জন্য। এখানেও একটি গেমিং মোড আছে যা আপনার গেমিং পারফরমেন্সকে অপটিমাইজ করতে সাহায্য করে। তবে উইন্ডোজ ১০ এর এই ডিফল্ট গেমিং মোডটি খুব বেশি কাজের নয়। তবুও গেম খেলার সময় এটা অন রাখলে লাভ ছাড়া ক্ষতির কিছু নেই। জাস্ট সবসময় মনে রাখবেন, আপনি যদি ইন্টাগ্রেটেড জিপিইউ এর সাহায্যে গেমিং করেন, তাহলে গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডে যত কম প্রোসেস রানিং রাখবেন, ততই বেটার গেমিং পারফরমেন্স পাবেন।

গ্রাফিক্স ড্রাইভার আপডেটেড রাখুন

আপনি যদি ইন্টাগ্রেটেড গ্রাফিক্স ব্যবহার করেন, কিংবা এক্সটারনাল গ্রাফিক্সও ব্যবহার করেন, সবক্ষেত্রেই আপনার একটি গ্রাফিক্স ড্রাইভার থাকবে যেটি আপনাকে পিসিতে ইন্সটল করতে হবে। গেমিং এর ক্ষেত্রে সবথেকে  গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাফিক্স। তাই গেমিং এর সময় বেস্ট পারফরমেন্স নিশ্চিত করতে চাইলে অবশ্যই গ্রাফিক্স ড্রাইভার আপডেটেড রাখতে হবে আপনাকে। এছাড়া আপনি যদি এনভিডিয়ার কোন এক্সটারনাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, তাহলে আপনাকে গ্রাফিক্স ড্রাইভারের সাথে সাথে আরেকটি এক্সট্রা সফটওয়্যার (Geforce Experience) দেওয়া হবে যেটি একটি গেমিং সুইটের মতো কাজ করে।

এই সফটওয়্যারটি আপনার পিসির কনফিগ, হার্ডওয়্যার এবং গেমের ডিমান্ড অনুযায়ী আপনার পিসির প্রত্যেকটি Geforce সাপোর্টেড গেমকে বা গেমের সেটিংসগুলোকে অপটিমাইজ করবে যাতে গেমটি আপনার পিসিতে বেস্ট পারফর্ম করতে পারে। তাই ভালো গেমিং পারফরমেন্স পেতে চাইলে আপনার এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভারের সাথে এই Geforce Experience সফটওয়্যারটিকেও নিয়মিত আপডেটেড রাখুন এবং প্রত্যেকটি গেমকে অপটিমাইজ করে তারপর রান করুন।

গেমের সেটিংস অপটিমাইজ করা

আমরা সাধারনত কোন গেম খেলার সময় গেমটিকে জাস্ট শর্টকাট থেকে ডাবল ক্লিক করে রান করি এবং এরপর গেমটি খেলা শুরু করি। এরপর গেমটিতে ভালো পারফরমেন্স না পেলে আমরা ধরেই নেই যে এই গেমটি এমনই অথবা আপনার পিসিতে এই গেমটি এর থেকে ভালো পারফর্ম করবে না। কিন্তু ব্যাপারটি ঠিক তেমন নয়। গেমের বেস্ট পারফরমেন্স নিশ্চিট করতে হলে আপনাকে গেমের গ্রাফিক্স সেটিংস নিয়ে কিছুটা ঘাটাঘাটি করতে হবে। আপনি যতগুলো গেম খেলবেন, প্রত্যেকটি গেমেই একটি ডেডিকেটেড গ্রাফিক্স সেকশন থাকে যেখান থেকে আপনি গেমের গ্রাফিক্স সেটিং নিজের ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন।

এখানে আপনি অনেক ধরনের সেটিংস দেখতে পাবেন যেমন View Distance, Shadows, Textures ইত্যাদি। এটা মনে রাখবেন যে, প্রত্যেকটি সেটিংস যত হাই করবেন আপনার গেমটি তত বেশি রিসোর্স চাইবে এবং যত গ্রাফিক্স সেটিংস কমাবেন গেমটি তত কম রিসোর্স হাংরি হবে। এর ফলে গ্রাফিক্স কমাবেন, গেমটি তত বেশি স্মুথ রান করবে, তাই যদি গেম ওপেন করার পরে দেখেন যে গেমটিতে আশানুরুপ পারফরমেন্স আপনি পাচ্ছেন না, তাহলে গেমটির কয়েকটি গ্রাফিক্স সেটিংস একটু কমিয়ে নেবেন। তাহলে দেখবেন গেমটি আরো বেশি স্মুথলি রান করছে। যদি এর থেকেও আরো স্মুথ চান, তাহলে কোয়ালিটি আরো একটু কমিয়ে নেবেন। এভাবে কিছুক্ষন গেমের সেটিংস নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি বুঝতে পারবেন যে ঠিক কোন ধরনের সেটিংসে গেমটি সবথেকে ভালো পারফর্ম করে।

তো এই ছিলো কয়েকটি টিপস যা আপনার পিসির গেমিং পারফরমেন্সকে আরেকটু ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। পরবর্তীতে গেমিং করার সময় এসব টিপস ফলো করলে আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরেকটু বেটার হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের আর্টিকেলটিও আপনাদের ভালো লেগেছে। কোনো ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories