WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home কম্পিউটিং

ফাইল সাইজ লিমিট : একটি ফাইল সর্বোচ্চ কত বড় হতে পারে?

সিয়ামbyসিয়াম
09/01/2022
in কম্পিউটিং, প্রযুক্তি ব্যাখ্যা
0
ফাইল সাইজ লিমিট : একটি ফাইল সর্বোচ্চ কত বড় হতে পারে?

আপনি যদি এখন থেকে আর ১০ বছর আগের কথাই চিন্তা করেন তাহলে দেখবেন যে এখন থেকে আর ১০ বছর আগেও আমরা এখনকার প্রযুক্তি ঠিক কেমন হবে বা ঠিক কতটা উন্নত হবে, তা ধারণাও করতে পারতাম না। এখন থেকে কিছু বছর আগেও আমরা ১ টেরাবাইট বা ২ টেরাবাইট হার্ড ড্রাইভ এর কথা চিন্তাও করতে পারতাম না। আর এখন ১-২ টেরাবাইট স্টোরেজও অনেকের কাছেই কম হয়ে যায়। আমার এখনো মনে আছে, আমি আমার লাইফে প্রথম যে এসডি কার্ড কিনেছিলাম, সেটির সাইজ ছিল মাত্র ১ জিবি। আর এখন আপনি ১ জিবির এসডি কার্ড হয়ত কোথাও খুঁজেও পাবেন না। মডার্ন ডিভাইসগুলোর প্রতিনিয়ত যুগান্তকারী উন্নতির সাথে সাথে আরো যে জিনিসটি বেড়েই চলেছে তা হচ্ছে ফাইল সাইজ এবং নিশ্চিতভাবেই এটি ভবিষ্যতে এভাবে বাড়তেই থাকবে। কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে যে, আপনি এইমাত্র পিসিতে বা স্মার্টফোনে যে ২-৩ জিবি সাইজের মুভিটি দেখে শেষ করলেন, এমন একটি মুভির সাইজ সর্বোচ্চ কত বড় হতে পারে? অথবা কখনো কি সাধারণভাবেই মনে প্রশ্ন এসেছে যে পিসিতে বা স্মার্টফোনে বা যেকোনো ডিভাইসে একটি সিঙ্গেল ফাইলের সাইজ সর্বোচ্চ কত হতে পারে? ১০ জিবি? ১০০ জিবি? নাকি ১ টেরাবাইট? নাকি আনলিমিটেড? নাকি এটি আপনার হার্ড ড্রাইভের সর্বোচ্চ ক্যাপাসিটির ওপরে নির্ভর করে? যদি কখনো আপনার মনে এমন কোন প্রশ্ন এসে থাকে, তাহলে চলুন, আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করা যাক। কিন্তু এই ফাইল সাইজ লিমিট সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমেই যেটা জানতে হবে তা হচ্ছে,

ADVERTISEMENT

ফাইল সিস্টেম

এখন যদি সহজ ভাষায় উত্তর দেই, তাহলে হ্যাঁ, ফাইল সাইজের লিমিট আছে। কোন ফাইল সাইজই আনলিমিটেড হতে পারবে না। কিন্তু লিমিট কতটুকু? একটি সিঙ্গেল ফাইল সাইজ সর্বোচ্চ কত বড় হতে পারে? এই বিষয়টি নির্ভর করে আপনার ফাইল সিস্টেমের ওপরে। আপনি হয়ত “ফাইল সিস্টেম” নামটি অনেকবার শুনে থাকবেন। কিন্তু ফাইল সিস্টেম কি? এর কাজই বা কি? সহজ ভাষায় বলতে হলে, ফাইল সিস্টেম হচ্ছে একটি স্কিম যেটি আপনার হার্ডড্রাইভ, আপনার মেমরি কার্ড বা আপনার পেনড্রাইভ ব্যাবহার করে থাকে আপনার স্টোরেজে থাকা ফাইলগুলোকে অরগানাইজ করতে এবং আপনার ফাইলগুলো সকল ডিটেইলস এর হিসাব রাখতে। যেমন, এখনকার অধিকাংশ ফাইল সিস্টেম একটি কাজ করে থাকে, তা হচ্ছে আপনার ফাইলগুলোর সাইজের হিসাব রাখা এবং আপনাকে সরাসরি আপনার ফাইলের সাইজ দেখানো। যাতে করে, আপনি কোন ফাইল কপি বা ট্রান্সফার করার সময় এসটিমেটেড টাইম দেখতে পারেন, আপনার ডিস্ক স্পেস নিজের ইচ্ছামত ম্যানেজ করতে পারেন এবং আপনার স্টোরেজ সম্পর্কিত সব ধরনের প্রোগ্রেস বার দেখতে পারেন। ফাইল সাইজের হিসাব না রাখলে এসব কিছুই সম্ভব হবেনা।

এই সাইজ ভ্যালুগুলোকে সাধারণত ৩২ বিট এবং ৬৪ বিট- এই দুই ধরনের ভ্যালু হিসেবে স্টোর করে রাখে। আপনি সাধারনত দুটি ফাইল সিস্টেমের নাম শুনে থাকবেন। একটি হচ্ছে Fat32 এবং আরেকটি হচ্ছে NTFS। Fat32 ফাইল সিস্টেম এখনকার হিসেবে কিছুটা পুরনো। কারণ, এখনকার কোন পিসিতেই Fat32 ফাইল সিস্টেম ব্যাবহার করা হয়না। কিন্তু ১৯০০ শতকের শেষের দিকে এবং ২০০০ শতকের প্রথম দিকের পিসিগুলোতে Fat32 ফাইল সিস্টেমই ব্যাবহার করা হত। এখনকার শুধুমাত্র কিছু কিছু মেমরি কার্ড এবং পেনড্রাইভেই আপনি Fat32 ফাইল সিস্টেম দেখতে পাবেন। কিন্তু মডার্ন প্রায় সকল পিসিতেই এখন NTFS ফাইল সিস্টেম ব্যাবহার করা হয়। কেন ব্যাবহার করা হয়? ফাইল সাইজ লিমিটই হচ্ছে এর প্রধান কারণ। চলুন, এবার জানা যাক,

ফাইল সাইজ লিমিট

আগেই বলেছি, আগেকার প্রায় সকল পিসিতে Fat32 ফাইল সিস্টেম ব্যাবহার করা হত যেটির নাম শুনেই বুঝতে পারছেন যে এটি একটি ৩২ বিট ভ্যালুর ফাইল সিস্টেম। শুনলে অবাক হবেন যে, একটি ৩২ বিট ফাইল সিস্টেমে রাখা একটি সিঙ্গেল ফাইলের সর্বোচ্চ সাইজ হতে পারে ৪.২ জিবি, এর বেশি নয়। তার মানে, আগেকার অনেক পিসিতে যেগুলোতে Fat32 ফাইল সিস্টেম ব্যাবহার করা হত, সেগুলোতে একটি ফাইলের সর্বোচ্চ সাইজ ৪.২ জিবি পর্যন্তই লিমিটেড ছিল। কারণ, Fat32 এর থেকে বড় ফাইল সাইজ সাপোর্ট করেনা। এবং, এখনকার যেসব মেমরি কার্ড এবং পেনড্রাইভে Fat32 ফাইল সিস্টেম ব্যাবহার করা হয়, সেগুলোতেও একটি সিঙ্গেল ফাইলের সাইজ ৪.২ জিবি পর্যন্তই লিমিটেড। এবার নিশ্চই ধারণা করতে পারছেন যে ঠিক কি কারণে মাঝে মাঝে অনেক পেনড্রাইভে ৪.২ জিবির থেকে বড় কোন সিঙ্গেল ফাইল ট্রান্সফার কপি করা যায়না বা সেন্ড করা যায়না। তখন পেনড্রাইভটিকে NTFS ফাইল সিস্টেমে ফরম্যাট করার দরকার পড়ে।

এবার আসি NTFS ফাইল সিস্টেমের বিষয়ে, মানে যে ফাইল সিস্টেমটি এখনকার সব মডার্ন পিসিতে ব্যাবহার করা হয়। উইন্ডোজ এক্সপি রিলিজের পরের থেকেই মাইক্রোসফট ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে NTFS ফাইল সিস্টেম ব্যাবহার করে আসছে। আর এই ফাইল সিস্টেম টি ৬৪ বিট সাইজ ভ্যালু সাপোর্ট করে। আর এই ফাইল সিস্টেমে টেকনিক্যালি একটি সিঙ্গেল ফাইলের সাইজ হতে পারে সর্বোচ্চ ১৮ এক্সাবাইট পর্যন্ত যাকে গিগাবাইটে কনভার্ট করলে হয় ১৮ বিলিয়ন গিগাবাইট এবং টেরাবাইটে কনভার্ট করলে হয় ১৮ লক্ষ টেরাবাইট, যা এখনো আমাদের কল্পনারও বাইরে। এখনো হিসাব করতে কঠিন মনে হচ্ছে? নিচের চার্টটি দেখুন।

সাইজ ভ্যালু
১ মেগাবাইট ১০০০ কিলোবাইট
১ গিগাবাইট ১০০০ মেগাবাইট
১ টেরাবাইট ১০০০ গিগাবাইট
১ পেটাবাইট ১০০০ টেরাবাইট
১ এক্সাবাইট ১০০০ পেটাবাইট

এটা নিশ্চিত যে ১৮ লক্ষ টেরাবাইটের এত বড় একটি ফাইল এখনকার যুগে আপনি কোথাও খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ, সেই সম্পূর্ণ ফাইলটিকে একটি ড্রাইভে বা স্টোরেজে স্টোর করার মত এত বড় স্টোরেজ এখনো তৈরি হয়নি এবং খুব তাড়াতাড়ি তৈরিও হবেনা। এখন থেকে হয়ত আরো ১০০ বছর পরে এত বড় ড্রাইভ তৈরি হলেও হতে পারে। কিন্তু এত বড় ফাইল সাইজের কথা বলার আগে আমি ” টেকনিক্যালি ” শব্দটি লিখেছি। অর্থাৎ, টেকনিক্যালি বা খাতা কলমের হিসাবে এমনটাই হওয়ার কথা। কিন্তু, ধরলাম আপনার পিসিতে ১৮ এক্সাবাইটের ফাইল রাখার মত জায়গা আছে। কিন্তু, তবুও আপনি এখনকার কোন পিসিতেই এত  বড় ফাইল রাখতে পারবেন না (জায়গা থাকলেও)। এর কারণ হচ্ছে মাইক্রোসফট এর নির্ধারিত লিমিটেশন। মাইক্রোসফট তাদের প্রায় সব উইন্ডোজেই তাদের নির্ধারিত একটি ফাইল সাইজ লিমিট রেখেছে। যেমন, উইন্ডোজ ১০ এ এই ফাইল সাইজ লিমিট হচ্ছে  ১৭.৫ টেরাবাইট। অর্থাৎ, যদিও টেকনিক্যালি আপনার ১৮ এক্সাবাইট পর্যন্ত সাইজের ফাইল রাখতে পারার কথা, আপনি ওএস লিমিটেশনের কারনে ১৭.৫ টেরাবাইট সাইজের  বেশি একটি সিঙ্গেল ফাইল রাখতে পারবেন না। অর্থাৎ, সবকিছু বিবেচনা করে সর্বশেষ উত্তর  হিসেবে বলা যায় যে, এখনকার মডার্ন পিসিতে আপনি সর্বোচ্চ ১৭.৫ টেরাবাইটের একটি সিঙ্গেল ফাইল রাখতে পারবেন এবং এটাই বর্তমান সময়ে ফাইল সাইজ লিমিট। কিন্তু ভবিষ্যতে এটি অবশ্যই চেঞ্জ হবে। কারণ, প্রযুক্তির উন্নতির সাথে সাথে ফাইল সাইজও আরো বেড়েই চলেছে। তাই এখনকার যুগে আপনি ১০ টেরাবাইটের থেকে বড় একটি সিঙ্গেল হার্ডডিস্ক বাজারে খুঁজে না পেলেও, হয়ত আর কয়েক বছর পড়ে ২০ টেরাবাইটের হার্ড ডিস্কও পাবেন। তখন এই ১৭.৫ টেরাবাইটের ফাইল সাইজ লিমিট বাড়ানোর একটি প্রশ্ন এসেই যায়।

টেকনিক্যালি আপনার পিসিতে ১৮ এক্সাবাইট পর্যন্ত সাইজের ফাইল রাখতে পারার কথা। কিন্তু আপনি ওএস লিমিটেশনের কারনে ১৭.৫ টেরাবাইট সাইজের  বেশি একটি সিঙ্গেল ফাইল রাখতে পারবেন না। অর্থাৎ, সবকিছু বিবেচনা করে সর্বশেষ উত্তর  হিসেবে বলা যায় যে, এখনকার মডার্ন পিসিতে আপনি সর্বোচ্চ ১৭.৫ টেরাবাইটের একটি সিঙ্গেল ফাইল রাখতে পারবেন এবং এটাই বর্তমান সময়ে ফাইল সাইজ লিমিট।

Images: Shutterstock.com

Tags: কম্পিউটিংটেক চিন্তাটেকনোলজিপ্রযুক্তিহার্ডওয়্যার
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
সিয়াম

সিয়াম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
কেন লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশি ব্যাকআপ দিতে সক্ষম হয়? আবার কেন বিস্ফোরিতও হতে পারে?

কেন লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশি ব্যাকআপ দিতে সক্ষম হয়? আবার কেন বিস্ফোরিতও হতে পারে?

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান