WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home কম্পিউটিং

৩২ বিট বনাম ৬৪ বিট প্রসেসর | আপনার কোনটি কেনা উচিৎ?

তাহমিদ বোরহানbyতাহমিদ বোরহান
09/01/2022
in কম্পিউটিং, হার্ডওয়্যার
0
৩২ বিট বনাম ৬৪ বিট প্রসেসর | আপনার কোনটি কেনা উচিৎ?

৩২ বিট প্রসেসর এবং ৬৪ বিট প্রসেসর সম্পর্কে আপনি অবশ্যই শুনেছেন। আজ আমরা এই দুই প্রকারের প্রসেসরের মধ্যে পার্থক্য এবং কোনটির কি বিশেষ সুবিধা রয়েছে সে বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। ৬৪ বিট প্রসেসর সর্বপ্রথম ২০০৩ সালে এএমডি নিয়ে এসেছিলো কম্পিউটারের জন্য। এবং এর ঠিক ১০ বছর পরে অ্যাপেল ২০১৩ সালে তাদের আইফোন ৫ এস এ তাদের নিজস্ব প্রসেসর অ্যাপেল এ৭ উন্মুক্ত করে, যেটি একটি ৬৪ বিট প্রসেসর ছিল। আর এর পর থেকে ২০১৪, ২০১৫ এবং আজকের দিনে আপনি হয়তো লখ্য করে দেখবেন যে প্রায় প্রত্যেকটি ফোনের স্পেসিফিকেশনে উল্লেখ্য থাকে যে ঐ ফোনটির প্রসেসর ৩২ বিট না ৬৪ বিট। তো এই অবস্থায় একজন সাধারন গ্রাহকের জন্য এটা জানা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে যে ৩২ বিট প্রসেসর এবং ৬৪ বিট প্রসেসরের মধ্যে কি পার্থক্য এবং আমরা একে কীভাবে তুলনা করতে পারি [আরো জানুনঃ মোবাইল প্রসেসর বৃত্তান্ত | আপনি কোন প্রসেসরটি নির্বাচন করবেন?]। তো আজ আমি আপনাদের ৩ টি এমন পয়েন্ট সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি খুব ভালোভাবে ৩২ বিট এবং ৬৪ বিট প্রসেসরের মধ্যে পার্থক্য করতে পারবেন। তো চলুন, আলোচনা শুরু করা যাক;

ADVERTISEMENT

এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

  • মেমোরি অ্যাড্রেসিং
  • ক্যালকুলেশন স্পীড
  • অপারেটিং সিস্টেম সাপোর্ট
  • শেষ কথা

মেমোরি অ্যাড্রেসিং

 

সর্বপ্রথম যে পয়েন্ট টি নিয়ে আলোচনা করবো তা হলো মেমোরি অ্যাড্রেসিং। এখানে মেমোরি বলতে র‍্যামকে বোঝানো হয়েছে [আরো জানুনঃ র‍্যাম কি? স্মার্টফোনের জন্য কতটুকু র‍্যাম দরকার? বিস্তারিত]। দেখুন একটি ৩২ বিট প্রসেসর শুধু মাত্র ৪ জিবি র‍্যামকেই কাজে নিতে পারে। যদি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে ৪ জিবির উপর র‍্যাম ব্যবহার করেন তবে আপনাকে একটি ৬৪ বিট প্রসেসর ব্যবহার করতে হবে। এমনটা কেন হয়, দেখুন একটি ৩২ বিট প্রসেসরে ৩২ বিট থাকে। অর্থাৎ সেখানে ৩২ টি এমন ভাল্যু থাকে যা আলাদা আলদা জিরো এবং ওয়ান দ্বারা পরিবর্তন করা যায়। এবং এই ৩২ টি ভাল্যু শুধু মাত্র ৪ জিবি পর্যন্ত মেমোরি অ্যাড্রেসিং স্টোর করতে পারে। যেখানে একটি ৬৪ বিট প্রসেসর ১৬ বিলিয়ন গিগাবাইটস মেমোরি অ্যাড্রেসিং স্টোর করতে পারে। হয়তো সামনের ৪-৫ বছরেও এতো মেমোরির প্রয়োজন পড়বে না, কিন্তু আপনি যদি ৪ জিবির উপর র‍্যাম ব্যবহার করেন তবে অবশ্যই একটি ৬৪ বিট প্রসেসরের প্রয়োজন পড়বে।

ক্যালকুলেশন স্পীড

দ্বিতীয় পয়েন্ট হলো প্রসেসর ক্যালকুলেশন স্পীড। দেখুন যেহেতু ৬৪ বিট প্রসেসরে ৬৪ টি আলাদা আলদা ভাল্যু থাকে তাই এটি ৩২ বিট প্রসেসর থেকে বেশি কাজ করতে পারে। এবং বেশি স্পীডে সকল প্রসেস সম্পূর্ণ করতে পারে। তাই একটি ক্যালকুলেশনের জন্য একটি ৬৪ বিটের প্রসেসর একটি ৩২ বিটের প্রসেসর হইতে উন্নত। কিন্তু তৃতীয় পয়েন্ট টি এই বিষয়টিকে সামান্য ঢেকে ফ্যালে।

অপারেটিং সিস্টেম সাপোর্ট

তৃতীয় পয়েন্ট টি হলো, আপনার অপারেটিং সিস্টেম, আপনার ব্যবহারকৃত সফটওয়্যার বা অ্যাপস যদি ৬৪ বিট প্রসেসর সমর্থন না করে তবে আপনার একটি ৬৪ বিটের প্রসেসর এবং একটি ৩২ বিটের প্রসেসর এক সমান হয়ে যায়। এমনটা কেন, উদাহরণ স্বরূপ মনে করুন একজন বক্সার আছে যিনি খুব ভালো বক্সিং করেন। কিন্তু যদি এমন কোন কোচ না থাকে যে তার থেকে ভালো বক্সিং করাতে পারে তবে সেই ভালো বক্সার টি হওয়া বা না হওয়াতে কোন যায় আসে না। অ্যান্ড্রয়েড ফোনে ললিপপ এবং মার্সম্যালোতে ৬৪ বিট প্রসেসরের সমর্থন পাওয়া যায় এবং আইফোনে আইওএস ৭ এর পর থেকে ৬৪ বিট সমর্থন পাওয়া যায়। এখন মনে করুন আপনার কাছে একটি কিটক্যাট ওয়ালা ফোন আছে এবং সেখানে যদি ৬৪ বিটের প্রসেসর লাগানোও থাকে তবে সেটি কোন কাজের না। কেনোনা না তো আপনার ঐ ফোনের র‍্যাম ৪ জিবি থেকে বেশি আর নাই বা আপনার ফোন যতটা ক্যালকুলেশন করতে পারে সেই ক্যালকুলেশন করানোর ক্ষমতা তার অপারেটিং সিস্টেমে আছে।

এর মানে যখন আপনার ফোনে ৪ জিবির উপর র‍্যাম থাকবে তখন অথবা আপনি যদি এমন কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন যা ৬৪ বিট সমর্থন করে যেমন ললিপপ বা মার্সম্যালো, তখন আপনার ৬৪ বিট প্রসেসরের প্রয়োজন পড়বে। তাছাড়া ৬৪ বিট প্রসেসর থাকার তেমন কোন সুবিধা নেই।

আরেকটি বিষয় হলো আপনার ফোনের অ্যাপসের। দেখুন আপনার অপারেটিং সিস্টেম হয়তো ৬৪ বিট সমর্থন করলো কিন্তু আপনি যে অ্যাপ গুলো আপনার ফোনে রান করাবেন সেগুলো যদি ৬৪ বিট সমর্থন না করে তবে আপনার ফোনে ৬৪ বিট প্রসেসর হওয়ার কোন মূল্য নেই। আজকের দিনে যদি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলি তো এখানে আপনি প্রায় সকল প্রকার প্রসেসরের ফোন দেখতে পাবেন। এদের ভেতর কিছু ফোন চলে ৩২ বিটের উপর আবার কিছু চলে ৬৪ বিটে। এবং প্লে স্টোরে অ্যাপ গুলোর সব গুলো কিন্তু ৬৪ বিটে পাওয়া যায় না। কিছু কিছু অ্যাপস আছে যারা ৬৪ বিট সমর্থন করে এবং ৬৪ বিট প্রসেসরকে সম্পূর্ণ ভাবে ব্যবহার করে। কিন্তু এমন অ্যাপসই বেশি দেখা যায় যা এখনো পর্যন্ত ৩২ বিট প্রসেসরকেই সমর্থন করে। তো এই অবস্থায় আপনি কখনোয় ৬৪ বিট প্রসেসরের সম্পূর্ণ ফাইদা উঠাতে পারবেন না।

শেষ কথা

WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!

বন্ধুরা আশা করছি এই পোস্ট পড়ে আপনারা এটুকু বুঝে গেছেন যে, আপনার শুধু তখনই ৬৪ বিট প্রসেসর প্রয়োজন পড়ে যখন আপনার ফোনের র‍্যাম ৪ জিবি থেকে বড় হবে বা আপনার অপারেটিং সিস্টেম ৬৪ বিট সমর্থন করবে কিংবা আপনার ব্যবহার করা অ্যাপস ঠিকঠাক ৬৪ বিটের উপর কাজ করবে। যদি কোন কোম্পানি বলে যে আমাদের ফোনে ৬৪ বিটের প্রসেসর রয়েছে কিন্তু ফোনটি চলে কিটক্যাট অপারেটিং সিস্টেমের উপর, এরমানে ঐ কোম্পানিটি আপনাকে ঠকাবার চেষ্টা করছে। কেনোনা ঐ ফোনে ৬৪ বিট প্রসেসর দিয়ে কোন কাজ হবে না। তো আমার পুরো বিশ্বাস যে এখন থেকে আপনি সঠিক প্রসেসর পছন্দ করতে সক্ষম হবেন এবং সঠিক ভাবে জানতে পারবেন যে আসলেই সেটি প্রয়োজনীয় কি না। আমাকে যদি এ ব্যাপারে জিজ্ঞাস করেন, তবে বলবো ৬৪ বিট প্রসেসরের ফোন নেওয়াটাই ভালো হবে, কিন্তু অবশ্যই ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত। আপনার যেকোনো আলদা প্রশ্নে অবশ্যই কমেন্ট করুন আর শেয়ার বাটনে ক্লিক করে ধ্বংস করে ফেলার বিশেষ অনুরোধ নিয়ে এখানেই শেষ করছি 😀 ।

Images: Shutterstock.com

Tags: ৩২ বিট প্রসেসর৬৪ বিট প্রসেসরকম্পিউটার প্রসেসরকম্পিউটিংমোবাইলমোবাইল প্রসেসরহার্ডওয়্যার
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
তাহমিদ বোরহান

তাহমিদ বোরহান

আমি তাহমিদ বোরহান, বেশিরভাগ মানুষের কাছে একজন প্রযুক্তি ব্লগার হিসেবে পরিচিত। ইন্টারনেটে বাংলায় টেক কন্টেন্ট এর বিশেষ অভাব রয়েছে, তাছাড়া উইকিপিডিয়ার কন্টেন্ট বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়েই যায়। ২০১৪ সালে প্রযুক্তি সহজ ভাষায় প্রকাশিত করার লক্ষ্য রেখেই ওয়্যারবিডি (পূর্বের নাম টেকহাবস) ব্লগের জন্ম হয়! আর এই পর্যন্ত কয়েক হাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আর্টিকেল প্রকাশিত করে বাঙ্গালীদের টেক লাইফ আরো সহজ করার ঠেকা নিয়ে রেখেছি! সারাদিন প্রচুর পরিমাণে গান শুনি আর ইউটিউবে র‍্যান্ডম ভিডিও দেখি। ওয়ার্ডপ্রেস, ক্লাউড কম্পিউটিং, ভিডিও প্রোডাকশন, এবং ইউআই/ইউএক্স ডিজাইনের উপরে বিশেষ পারদর্শিতা রয়েছে। নিজের গল্প, মানুষের গল্প, আর এলোমেলো টপিক নিয়ে ব্যাক্তিগত ব্লগে লিখি। খাওয়া আর ঘুম আমার আরেক প্যাশন!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
ক্যাশ মেমোরি (Cache Memory) কি? | এর গুরুত্ব কতটুকু?

ক্যাশ মেমোরি (Cache Memory) কি? | এর গুরুত্ব কতটুকু?

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান