আপনি যদি একজন কম্পিউটার ইউজার বা ইভেন কোন স্মার্টফোন ইউজারও হয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি ভাইরাস নামটি অনেকবার শুনেছেন। কারণ, এই উন্নত প্রযুক্তির দুনিয়ায়, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস ব্যাবহার করছি, এখানে কম্পিউটার ভাইরাস অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে অনেকেই বেশ ভালো ধারণা রাখি এ বিষয়ে এবং অনেকে একটু কম জানি। আপনি যদি ভালভাবেই জেনে থাকেন যে কম্পিউটার ভাইরাস কি এবং কিভাবে কাজ করে এবং এটার থেকে বাঁচার উপায় কি, তাহলে আপনি এই লেখাটি অ্যাভয়েড করে যেতে পারেন।
কিন্তু ভাইরাসের বিষয়ে আপনি যদি শুধু এইটুকুই জেনে থাকেন যে এটি খারাপ জিনিস এবং এটি পিসির জন্য ক্ষতিকর, আর এটির থেকে বাঁচতে হলে জাস্ট একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইন্সটল করতে হয়, তাহলে আমি বলছিনা যে আপনি ভুল। আপনি নিশ্চই সঠিক, কিন্তু আপনি ভাইরাস সম্পর্কে এখনো খুব বেশি জানেন না। আমিও দাবী করছিনা যে আমি সবকিছু জানি ভাইরাসের বিষয়ে, কিন্তু আমি যেটুকু জানি, সেই স্বল্প জ্ঞান থেকেই আপনাদেরকে সহজ ভাষায় এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো যে কম্পিউটার ভাইরাস কি এবং কিভাবে কাজ করে এবং কেনই বা তৈরি করা হয় এসব।
প্রথমেই সহজ ভাষায় এবং সংক্ষেপে জানা যাক,
কম্পিউটার ভাইরাস কি?
আমরা সবাই অন্তত এইটুকু জানি যে ভাইরাস (VIRUS) কোন বাংলা শব্দ নয়। উৎপত্তিগতভাবে এটি একটি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ বললেও কিছুটা ভুল বলা হবে। এটি মূলত ইংরেজি কয়েকটি শব্দের শর্ট ফর্ম যাকেপ্রথম অক্ষর নিয়ে তৈরি করা একটি আমরা অ্যাব্রিভিয়েশন বলে থাকি। VIRUS শব্দটির পূর্ণরূপ হচ্ছে, Vital Information Resources Under Seize। এই টার্মটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই ভাইরাস কি জিনিস তার একটি ছোট সংজ্ঞা পাওয়া যায়। নামটির দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝবেন এখানে আপনার কোন ধরনের ভাইটাল ইনফরমেশন সিজ করার বা কেড়ে নেওয়ার বা চুরি করার মত একটি বিষয়কে নির্দেশ করা হচ্ছে। ভাইরাসের কাজ অনেকটা এটাই।
No Comment! Be the first one.