যারা স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখেন, তারা হয়তো খেয়াল করেছেন যে ইউটিউব অ্যাপে কোন ভিডিও সর্বোচ্চ ১০৮০পি এবং ১৪৪০পি-এর ওপরের কোন রেজুলেশনে ভিডিও প্লে করা সম্ভব হয়না। এতদিন পর্যন্ত ইউটিউবের মোবাইল অ্যাপে ৪কে ভিডিও প্লে করা সম্ভব ছিলো না, যেহেতু ন্যাটিভ ৪কে স্ক্রিন রেজুলেশনের ডিভাইসগুলো ছাড়া আর সব ডিভাইসেই ইউটিউব ৪কে প্লেব্যাক সাপোর্ট বন্ধ রেখেছিলো। আর, বর্তমানে মার্কেটে খুব কম স্মার্টফোনই আছে যেগুলোর ন্যাটিভ স্ক্রিন রেজুলেশন ১৪৪০পি এর বেশি। তাই হাতেগোনা কয়েকটি স্মার্টফোন ছাড়া আর কোনো স্মার্টফোনেই ৪কে রেজুলেশনে ইউটিউব অ্যাপে ভিডিও দেখা সম্ভব ছিলো না।
যদিও অনেক থার্ড পার্টি ইউটিউব অ্যাপ যেমন- NewPipe কিংবা YouTube Vanced অ্যাপে ৪কে রেজুলেশনে ভিডিও প্লে করা যায়, তবে তা কখনোই পারমানেন্ট সল্যুশন ছিলো না। যাইহোক, এবার ইউটিউব তাদের স্মার্টফোন অ্যাপের লেটেস্ট আপডেটেই ন্যাটিভ ৪কে প্লেব্যাক সাপোর্ট যোগ করেছে। অর্থাৎ, এখন থেকে আপনি চাইলে ১০৮০পি স্ক্রিন রেজুলেশনের ডিভাইসেও সরাসরি অফিসিয়াল ইউটিউব অ্যাপেই ১৪৪০পি এবং ৪কে রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন, যদি আপনার ইন্টারনেট স্পিড ৪কে ভিডিও প্লে করার জন্য যথেষ্ট হয়। তবে যদি আপনার ডিভাইসের হার্ডওয়্যার ৪কে ভিডিও প্লে করার জন্য যথেষ্ট পাওয়ারফুল না হয়, সেক্ষেত্রে আপনি স্মুথ ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন না।
এছাড়াও ৪কে কোয়ালিটির অপশনটি সেটিংসে পাওয়ার জন্য আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটিও ৪কে রেজুলেশনে আপলোড করা হতে হবে। আপনি যদি এখনো পর্যন্ত ইউটিউব অ্যাপে ৪কে রেজুলেশনের অপশন না পেয়ে থাকেন, তাহলে আপনার ইউটিউব অ্যাপটি অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আপডেট করে নিন। আর যদি এখনো পর্যন্ত প্লে স্টোরে আপনার জন্য ইউটিউব অ্যাপের লেটেস্ট আপডেট এভেইলেবল না হয়ে থাকে, তাহলে Apmirror ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি ইউটিউব অ্যাপের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
নাইচ ইনফরমেশন। ধন্যবাদ ভাই ।