আজ ১৪ ডিসেম্বর, ২০২০ তারিখ সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় ধরে গুগলের বিশ্বব্যাপী আউটেজের শিকার হয়েছে ইউটিউব, প্লে স্টোর এবং জিমেইলসহ গুগলের অধিকাংশ ওয়েব সার্ভিস। DownDetector এবং গুগলের অফিসিয়াল আপটাইম চেকার টুল দ্বারা ভেরিফাই করা হয়েছে যে, গুগলের অধিকাংশ সার্ভিস বর্তমানে গ্লোবাল আউটেজের শিকার। গুগলের কিছু কিছু সার্ভিস এখনো ঠিকভাবে অ্যাক্সেস করা সম্ভব হলেও অধিকাংশ সার্ভিসই বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়াসহ পৃথিবীর অধিকাংশ দেশ থেকেই অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না।
গুগলের সার্ভিসগুলো ডাউন হওয়ার ৭ মিনিটের মধ্যেই টুইটারে #YouTubeDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে গিয়েছে। গুগলের অফিসিয়াল ডাউন ডিটেক্টর ওয়েবসাইটটি থেকে জানা গিয়েছে যে গুগল এই আউটেজ সম্পর্কে অবগত আছে এবং তারা যত দ্রুত সম্ভব গুগলের সকল সার্ভিস আবার লাইভ করার চেষ্টা করছে।
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!