আমাদের দেশের কথা বলতে পারবো না, কিন্তু আপনি যদি বাইরের দেশের ইউটিউব চ্যানেল গুলো অনুসরণ করে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করেছেন, ইউটিউবে প্রতিনিয়ত হাজারো লাখো শপিং লিংক শেয়ার করেন ইউটিউবাররা। হতে পারে সেটা ডিজিটাল প্রোডাক্ট, হতে পারে কোন অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক, বা হতে পারে কোন ইউটিউবারের নিজস্ব মার্চেন্ডাইজিং ওয়েবসাইট। — মূল কথা হচ্ছে, ইউটিউবে শপিং বেশ জনপ্রিয়, হয়তো জিনিসটা আমরা সেই ভাবে লক্ষ্য না করলেও গুগলের চোখ এড়াতে পারেনি।
ইউটিউব থেকে বাইরের লিংক লিংক করে কোটিকোটি ক্রেতা প্রতিনিয়ত শপিং চালিয়ে যাচ্ছেন। তবে এই আইডিয়া গুগল আর পছন্দ করছে না। গুগল হয়তো চিন্তা করছে, “আমাদের প্লাটফর্ম উন্নত করার জন্য আমরা সারাদিন রাত কাজ করছি, আর সব সেল নিয়ে যাচ্ছে অ্যামাজন বা বাইরের যেকোনো শপিং সাইট?” তাহলে কেমন হয় যদি ইউটিউবের ভেতরেই বিল্ড-ইন শপিং কার্ট থাকে?
হ্যাঁ, এই আইডিয়ার উপরেই কাজ করতে শোনা যাচ্ছে গুগল কে। আপনি ইউটিউবে যে গ্যাজেট রিভিউ দেখেন, বা যে স্মার্টফোন রিভিউ দেখেন কিংবা যেকোনো দৈনন্দিন প্রোডাক্ট ইউটিউবে দেখে তারপরে কিনতে সিদ্ধান্ত নিতে চান, সেটা সরাসরি ইউটিউব থেকেই হয়তো কিনতে পাওয়া যাবে সামনে। আপনাকে লিংক ক্লিক করে আলাদা ই-কমার্স ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে না।
পৃথিবীর সর্ববৃহৎ এই ভিডিও শেয়ারিং সাইটের কাছে আগে থেকেই কাস্টমার বেসের কোন অভাব নেই। তাই নিজস্ব শপিং ফিচার যুক্ত করতে আগ্রহী এই ভিডিও হোস্টিং ওয়েবসাইটটি। — ইউটিউব কিন্তু তার কন্টেন্ট ক্রিয়েটর দের ইউটিউব সফটওয়্যার ব্যাবহার করে শপিং প্রোডাক্ট গুলো ট্র্যাক করতে আহ্বান জানায় বর্তমানে। এই ট্র্যাকিং ডাটা গুলো সরাসরি গুগল অ্যানালিটিকস এর সাথে যুক্ত করা। মানে গুগল ভালোভাবেই জানতে পারছে তাদের প্লাটফর্মে কোটিকোটি টাকার বিজনেস হচ্ছে যেগুলো অন্য কোম্পানির পকেটে চলে যাচ্ছে।
আবার এমনও কিন্তু দেখতে পাওয়া যায়, লাইভ স্ট্রিমিং করে অনেকে প্রোডাক্ট সেল করে। এটা আমাদের দেশে ইউটিউবে কতটা জনপ্রিয় জানি না, কিন্তু ফেসবুকে ব্যাপারটা ঘটতে দেখেছি। তারা আলাদা কোন শপিং অ্যাপ থেকে এটা না করে সরাসরি লাইভে এসে প্রোডাক্ট সেল করে। ক্রেতারা লাইভ কমেন্টে তাদের অর্ডার সাবমিট করে। তো এই ব্যাপার গুলো গুগল হয়তো তদন্ত করেছে আর দেখতে পাচ্ছে শপিং এ উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ইউটিউবের জন্য।
ইউটিউবের এক কর্মকর্তা অলরেডি জানিয়েছেন, তারা লিমিটেড কিছু চ্যানেলের উপরে এই টেস্ট চালাচ্ছেন যেখানে ক্রিয়েটররা প্রোডাক্টের উপরে নিয়ন্ত্রণ পাবেন। মানে ইউটিউবাররা ভিডিওতে প্রোডাক্ট যুক্ত করতে পারবেন, আর সেখান থেকেই সরাসরি সেল করতে পারবে। আলাদা কোন ইকমার্স সাইটের লিংক ধরিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না।
এমনিতেই ইউটিউব, মানে গুগল অনলাইন বিজ্ঞাপন সেবায় দুনিয়ার সবার সেরা। আর এই নতুন ফিচারের মাধ্যমে ইউটিউব বিজ্ঞাপনের দুনিয়া থেকে ইকমার্স এর দুনিয়ায় পা রাখতে চলেছে যেখানে গুগল সরাসরি অ্যামাজন বা আলিবাবার মত ইকমার্স ওয়েবসাইট গুলোর প্রতিদ্বন্দ্বীতে পরিণত হবে।
যাইহোক, ব্যাপারটা এখনো পরিষ্কার নয় যে এই সেল গুলো থেকে গুগল কতটা কমিশন গ্রহণ করবে। তবে তারা কিন্তু ভবিষ্যৎ স্পষ্ট ভাবেই দেখতে পাচ্ছে। এই প্রাদুর্ভাবের সময় গোটা দুনিয়াতে অনলাইন শপিং নির্ভরশীলতা বেড়েছে। বড় বড় ইকমার্স সাইট গুলোর ইনকাম বহু গুণে বৃদ্ধি পেয়েছে, আর গুগল নিশ্চয় এই দৌড়ে পেছনে থাকতে চাইবে না!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: Shutterstock