রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরে ভারতীয় সরকার গতকাল মোট ৫৯ টি চাইনিজ মোবাইল অ্যাপ ব্যান করেছে। এই ব্যান হওয়া অ্যাপ লিস্ট এর মধ্যে রয়েছে অত্যন্ত জনপ্রিয় কিছু চাইনিজ অ্যাপ যেমন; ইউসি ব্রাউজার, টিকটক, উইচ্যাট, শেয়ারইট ইত্যাদি।
ইন্ডিয়ান মিলিটারি এবং চাইনিজ ফোর্সের মধ্যে এক সংঘর্ষ চলছে এটা বর্তমান সময়ে প্রায় সকলেই জানেন। এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন ইন্ডিয়ান সৈনিক মারা যান এবং ৭৫ জনেরও বেশি আহত হন। ভারতের নিউ দিল্লি সরকার দাবি করেন যে এই ৫৯ টি চাইনিজ অ্যাপ ইন্ডিয়ান ইউজারদের ডাটা চুরি করছে এবং চায়নাতে পাচার করছে।
ইন্ডিয়ান অফিশিয়ালস রা এটা বিশ্বাস করেন যে, ডাটা গুলো ব্যবহার করে ইন্ডিয়ান ইউজারদের প্রোফাইল তৈরি করা হচ্ছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি স্বরূপ। তাই গতকাল ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি ৫৯ এই চাইনিজ অ্যাপ গুলোর উপরে ব্যান কার্যকর করে।
তবে এটা এখনো অপরিষ্কার যে ইন্ডিয়ান সরকার এই ব্যান কে কিভাবে প্রসেস করবে, বিশেষ করে টেকনিক্যাল লেভেল থেকে। এ রিপোর্ট টি লেখার সময় এখনো অ্যাপগুলো অ্যাপ স্টরে রয়েছে এবং দেশটির ভেতর থেকে সম্পূর্ণ ঠিকঠাক ভাবেই কাজ করছে। এটা এখনো নিশ্চিত করে জানা যায়নি যে, অ্যাপগুলোকে লোকাল ইন্ডিয়ান অ্যাপ স্টোর থেকে রিমুভ করতে বলা হবে নাকি আইএসপি লেভেল থেকে অ্যাপগুলোর ডোমেইন গুলো ব্লক করা হবে।
টেকনিক্যাল ভাবে কোন অ্যাপ কে ব্যান করা অত্যন্ত কঠিন কাজ। রাশিয়াতে দুই বৎসর থেকে টেলিগ্রাম ব্যান ছিল কিন্তু পরবর্তীতে সেটা আন ব্যান করে দেয়া হয়। আইএসপি লেভেল থেকে টেলিগ্রাম কে ব্যান করা হলেও টেলিগ্রাম সর্বদাই এ ব্যান কে বাইপাস করার মেথড বের করেই ফেলত। কোন অ্যাপ কে আইএসপি লেভেল থেকে ব্যান করা হলে সাধারণ ভিপিএন সফটওয়্যার ব্যবহার করেই আরামে সেই অ্যাপ কে রান করানো যায়।
ভারতীয় সরকার যে চাইনিজ অ্যাপগুলোকে ব্যান করেছে তার সম্পূর্ণ লিস্ট নিচে দেওয়া হল;
- TikTok
- Shareit
- Kwai
- UC Browser
- Baidu map
- Shein
- Clash of Kings
- DU battery saver
- Helo
- Likee
- YouCam makeup
- Mi Community
- CM Browers
- Virus Cleaner
- APUS Browser
- ROMWE
- Club Factory
- Newsdog
- Beutry Plus
- UC News
- QQ Mail
- Xender
- QQ Music
- QQ Newsfeed
- Bigo Live
- SelfieCity
- Mail Master
- Parallel Space
- Mi Video Call – Xiaomi
- WeSync
- ES File Explorer
- Viva Video – QU Video Inc
- Meitu
- Vigo Video
- New Video Status
- DU Recorder
- Vault- Hide
- Cache Cleaner DU App studio
- DU Cleaner
- DU Browser
- Hago Play With New Friends
- Cam Scanner
- Clean Master – Cheetah Mobile
- Wonder Camera
- Photo Wonder
- QQ Player
- We Meet
- Sweet Selfie
- Baidu Translate
- Vmate
- QQ International
- QQ Security Center
- QQ Launcher
- U Video
- V fly Status Video
- Mobile Legends
- DU Privacy
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Image: Shutterstock
অনলাইনে কাজ করে এমন অ্যাপ তো সহজেই ব্যন করা যায় (যদিও ভিপিএনে সমাধান হতে পারে), কিন্তু ES File Explorer এর মতো অফলাইন অ্যাপগুলো কীভাবে ব্যন করা সম্ভব হতে পারে ?
আসলে কোনো অ্যাপ এতো সহজেই ব্যান করা সম্ভব না। যদিও ব্যান করে ফেললেও তারপর একই স্থান বা লোকেশন থেকে এটা খুব সহজেই ব্যবহার করা যায় ভিপিএন দিয়ে। আর এখানে কিছু অফলাইনের অ্যাপ রয়েছে এগুলা বন্ধ করলে কি হবে এটাই আমি বুজতে পারছি না।