WiREBD
  • সম্পর্কে
  • রিসোর্স
  • ক্লাউড
সাবস্ক্রাইব
WiREBD

লেটেস্ট

ট্রেন্ডিং

ক্যাটাগরি

টেক নিউজ

প্রযুক্তি ব্যাখ্যা

উইন্ডোজ

লিনাক্স

অ্যান্ড্রয়েড

ইন্টারনেট

সাইবার সিকিউরিটি

হার্ডওয়্যার

নেটওয়ার্কিং

প্রোগ্রামিং

৫টি সেরা

এথিক্যাল হ্যাকিং

ওয়ার্ডপ্রেস

কুইক টেক

ক্লাউড কম্পিউটিং

টিউটোরিয়াল

কিভাবে?

বিজ্ঞান

রিভিউ

ওয়েব হোস্টিং

সফটওয়্যার ও অ্যাপস

অনলাইন সার্ভিস

Home কম্পিউটিং

ডিডিআর ৫ র‍্যাম : নতুন যা যা থাকছে

সিয়ামbyসিয়াম
13/01/2022
in কম্পিউটিং, হার্ডওয়্যার
0
ডিডিআর ৫ র‍্যাম : নতুন যা যা থাকছে

গত বছরের জুলাই মাসের ১৪ তারিখে JEDEC অ্যানাউন্স করেছে ডেক্সটপ র‍্যামের নতুন জেনারেশন, ডিডিআর ৫।  ডিডিআর ৫ মেমরি পারফরমেন্স ইনপ্রুভমেন্টের পাশাপাশি আরো বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে যা সব মিলিয়ে পূর্ববর্তী জেনারেশনেগুলোর তুলনায় অনেক বড় একটি ইমপ্রুভমেন্ট। অদূর ভবিষ্যতে কনজিউমার লেভেলে আসতে চলেছে ডিডিআর ৫ মেমরি, যা আপনি বা আমি আমাদের নতুন ডেক্সটপে ব্যবহার করতে পারবো।

ADVERTISEMENT

নতুন ডেক্সটপ বলার কারন হচ্ছে, ডিডিআর ৫ মেমরিতে ব্যাকওয়ার্ড কম্পিটেবলিটি নেই। অর্থাৎ, আপনি আপনার পুরনো সিস্টেমে যেখানে ডিডিআর ৪ র‍্যাম ব্যবহার করতেন, সেখানে ডিডিআর ৫ মেমরি ব্যবহার করতে পারবেন না। তবুও নতুন জেনারেশনের মেমরিগুলোতে নতুন কি কি থাকছে এবং কি কি ইম্প্রুভমেন্টস থাকছে, এগুলো জেনে রাখা ভালো। চলুন জানা যাক ডিডিআর ৫ মেমরির ব্যাপারে।

তবে, ডিডিআর ৫ মেমরির বাপারে জানার আগে এর পূর্ববর্তী জেনারেশনগুলো ব্যাপারে আপনার জানা উচিত। ডিডিআর ২, ৩ এবং ৪ এর বাপারে জানার জন্য নিচের পোস্টটি একবার পড়ে নিতে পারেন।

  • ডিডিআর ২ vs ডিডিআর ৩ vs ডিডিআর ৪ র‍্যাম : কোনটি উপযুক্ত?

এবার জানা যাক আপকামিং ডিডিআর ৫ র‍্যামের বাপারে।


এই আর্টিকেলের বিষয়বস্তু সমূহ

  • স্পিড
  • লো ভোল্টেজ
  • নতুন পাওয়ার আর্কিটেকচার
  • নতুন চ্যানেল আর্কিটেকচার
  • ডির‍্যাম ক্যাপাসিটি
  • রিলিজ এক্সপেক্টেশন

স্পিড

প্রথমেই ডিডিআর ৫ এর সবথেকে হাইলাইটেড ফিচারটি জানা যাক। অবশ্যই, এটা হচ্ছে ডাটা ট্র্যান্সফার স্পিড। ডিডিআর ৫ মেমরির ডাটা ট্র্যান্সফার স্পিড আগের জেনারেশনের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি ফাস্ট। গত জেনারেশনের মেমরি, অর্থাৎ ডিডিআর ২ এর সর্বোচ্চ ডাটা ট্র্যান্সফার স্পিড ছিলো ৩.২ গিগাবিট প্রতি সেকেন্ড, যেখানে ক্লক রেট ছিলো ১.৬ গিগাহার্জ।

তবে ডিডিআর ৫ ইনিশিয়ালি ৪.৮ গিগাবিট প্রতি সেকেন্ড স্পিডে ডাটা ট্র্যান্সফার করতে সক্ষম, যা পূর্ববর্তী জেনারেশনের তুলনায় ৫০% বেশি ফাস্ট। তবে আল্টিমেটলি ডিডিআর ৫ মেমরিতে সর্বোচ্চ ৬.৪ গিগাবিট প্রতি সেকেন্ড স্পিড পাওয়া সম্ভব হবে, যা ডিডিআর ৪ এর তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে ডিডিআর ৪ ইউজাররা ডিডিআর ৫ মেমরিতে আপগ্রেড করলে নিশ্চিতভাবেই অনেকটাই বেটার পারফরমেন্সের আশা রাখতে পারেন।

লো ভোল্টেজ

ডিডিআর ৫ মেমরির আরেকটি মেজর চেঞ্জ ইম্প্রুভমেন্ট হচ্ছে, আগের জেনারেশনের তুলনায় এটির অপারেটিং ভোল্টেজ কিছুটা কমানো হয়েছে, যার অর্থ হচ্ছে ডিডিআর ৪ এর তুলনায় ডিডিআর ৫ মেমরি কিছুটা কম পাওয়ার ব্যাবহার করবে। ডিডিআর ৫ মেমরির ক্ষেত্রে ডির‍্যাম, বাফার চিপ রেজিস্টারিং ক্লক ড্রাইভার এবং ডাটা বাফার ভোল্টেজ  ১.২ ভোল্ট থেকে কমিয়ে ১.১ ভোল্ট করা হয়েছে, যার কারণে আগের জেনারেশনের র‍্যামের তুলনায় ডিডিআর ৫ র‍্যাম কিছুটা পাওয়ার এফিশিয়েন্ট।

নতুন পাওয়ার আর্কিটেকচার

ডিডিআর ৫ র‍্যামের আরেকটি মেজর ইম্প্রুভমেন্ট হচ্ছে এর নতুন পাওয়ার আর্কিটেকচার। পূর্ববর্তী ডিডিআর ৪ মেমরির ক্ষেত্রে যত ধরনের পাওয়ার ম্যানেজমেন্টের দরকার হতো, সবকিছুই করা হতো মাদারবোর্ডে। পাওয়ার ম্যানেজমেন্টে র‍্যামের নিজের কোন হাত ছিলো না।

তবে, ডিডিআর ৫ মেমরির ক্ষেত্রে পাওয়ার ম্যানেজমেন্টকে মাদারবোর্ড থেকে সরিয়ে সরাসরি র‍্যাম স্টিকে নিয়ে আসা হয়েছে। ডিডিআর ৫ মেমরিতে থাকবে ১২ ভোল্টের একটি পাওয়ার ম্যানেজমেন্ট আইসি বা ভোল্টেজ রেগুলেটর, যার ফলে ডিডিআর ৫ মেমরিতে পাওয়া যাবে আগের জেনারেশনের তুলনায় আরো বেটার পাওয়ার লোডিং গ্রানুলারিটি।

নতুন চ্যানেল আর্কিটেকচার

ডিডি আর ৫ মেমরির আরেকটি মেজর ইম্প্রুভমেন্ট হচ্ছে, মেমরি মডিউলের নতুন চ্যানেল আর্কিটেকচার। পূর্ববর্তী জেনারেশনের মেমরি, অর্থাৎ ডিডিআর ৪ মেমরি মডিউলে ছিল ৭২ বিট বাস, যা তৈরি করা হয়েছিলো ৬৪ ডাটা বিটস এবং ৮ ইসিসি বিটসের সাহায্যে। তবে ডিডি আর ৪ মেমরির প্রত্যেকটি মডিউলে থাকবে দুটি করে চ্যানেল।

দুটি আলাদা আলাদা ছোট চ্যানেল থাকার কারণে আগের তুলনায় মেমরি অ্যাক্সেস করা আরো বেশি এফিশিয়েন্ট হবে। দুটি চ্যানেল থাকার কারণে ডিডিআর ৫ র‍্যামের এই ইম্প্রুভড রিড এবং রাইট স্পিডের সুবিধা আরো এফিশিয়েন্টলি নেওয়া যাবে।

ডির‍্যাম ক্যাপাসিটি

ডিডিআর ৫ মেমরির আরেকটি বড় ইম্প্রুভমেন্ট হচ্ছে এর ডির‍্যাম ক্যাপাসিটি আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। ডিডিআর ৫ এর বাফার চিপের কারণে আপনি একটি সিঙ্গেল প্যাকেজে আগের তুলনায় আরো অনেক বেশি ক্যাপাসিটির র‍্যাম ব্যবহার করতে পারবেন। সহজ কথায়, এর মানে হচ্ছে আপনি আরো বেশি ক্যাপাসিটির সিঙ্গেল র‍্যাম স্টিক পাবেন। ডিডিআর ৫ ব্যবহার করলে আপনাকে পাশাপাশি কয়েকটি আলাদা আলাদা র‍্যাম স্টিক বসিয়ে আপনার র‍্যামের ক্যাপাসিটি বাড়াতে হবে না।

ডিডিআর ৫ র‍্যামের ক্ষেত্রে একটি সিঙ্গেল প্যাকেজে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ডির‍্যাম ব্যবহার করা সম্ভব হবে। পূর্ববর্তী জেনারেশনের সাথে এর তুলনা করলে দেখা যায় যে, ডিডিআর ৫ এর ডির‍্যাম ক্যাপাসিটি ডিডিআর ৪ এর তুলনায় ৪ গুন বেশি। ডিডিআর ৪ এর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটি স্টিকে ৩২ জিবি পর্যন্ত ক্যাপাসিটি পেতে পারতেন। এর ফলে একটার পর একটা র‍্যাম স্ট্যাক করলেও অধিকাংশ সিস্টেমেই কিছুটা লিমিটেশন থেকে যেত, যদি সিস্টেমটি অনেক বেশি হাই এন্ড করার পরিকল্পনা থেকে থাকে, বিশেষ করে সার্ভার কম্পিউটারগুলোর ক্ষেত্রে।

কিন্তু ডিডিআর ৫ এর ক্ষেত্রে যেহেতু আপনি একটি সিঙ্গেল স্টিকে সর্বোচ্চ ৪ গুন বেশি ডির‍্যাম ক্যাপাসিটি পাচ্ছেন, তাই ডিডিআর ৫ ব্যবহার করে আপনি চাইলে ভবিষ্যতে একটি স্টিকে সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত ক্যাপাসিটি পাওয়া সম্বব হবে। এর ফলে ডিডিআর ৫ মেমরি ব্যবহার করে আগের তুলনায় আরো অনেক বেশি হাই এন্ড সিস্টেম তৈরি করা সম্বন হবে।

হায়ার ক্যাপাসিটি ডির‍্যামের জন্য ডিডিআর ৫ র‍্যামে কিছু ফিচারস আছে যেগুলো আগের জেনারেশনের র‍্যামে নেই। যেমন- এরর ট্রান্সপারেন্সি মোড, পোস্ট-প্যাকেজ রিপেয়ার এবং রিড-রাইট সিআরসি মোড।

রিলিজ এক্সপেক্টেশন

আপনি লিডিং স্মার্টফোন ম্যানুফ্যাকচারারগুলোর লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর স্পেকসের দিকে লক্ষ্য করলে দেখবেন যে, অলরেডি তারা ডিডিআর ৫ র‍্যাম ব্যবহার করছে। সেগুলো স্মার্টফোন কোম্পানিগুলোর ইন-হাউজ র‍্যাম। তবে আপনি যদি ডেক্সটপ র‍্যামের কথা বলেন, তাহলে শুধুমাত্র ডিডিআর ৫ মেমরি স্টিক তৈরি করলেই হবে না, এই মেমরি স্টিকগুলো ব্যবহার করার জন্য কম্পিটেবল সিস্টেমও আপনার দরকার হবে। ডিডিআর ৫ মেমরি ব্যবহার করার জন্য আপনার ডিডিআর ৫ সাপোর্টেড সিপিইউ এবং মাদারবোর্ডও দরকার হবে।

এর ফলে ভবিষ্যতে আপনার নিজের ডেক্সটপে ডিডিআর ৫ র‍্যাম ব্যবহার করতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে ইন্টেল এবং এএমডি’র জন্য, যতক্ষন না তারা ডিডিআর ৫ সাপোর্টেড সিপিইউ বাজারে আনে। শুধু তাই নয়, এরপরেও আপনাকে মাদারবোর্ড ম্যানুফ্যাকচারারদের জন্য অপেক্ষা করতে হবে যতক্ষন না পর্যন্ত তারা ডিডিআর ৫ মেমরি সাপোর্টেড মাদারবোর্ড বাজারে আনছে। তাই আশা করা যায়, খুব দ্রুত আপনি ব্যবহার করতে পারবেন না ডিডিআর ৫ র‍্যাম। তবে আশা রাখা যায় যে চলতি বছরের শেষের দিকে কনজিউমার লেভেলে ডিডিআর ৫ র‍্যাম সকল কম্পিটেবল কম্পোনেন্টসের সাথে ব্যবহার করা সম্ভব হবে।

Images: Shutterstock.com

Tags: কম্পিউটারডিডিআর ৫র‍্যাম
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
ADVERTISEMENT
সিয়াম

সিয়াম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
চকলেটি প্যাকেজ ম্যানেজার : উইন্ডোজে লিনাক্সের স্বাদ!

চকলেটি প্যাকেজ ম্যানেজার : উইন্ডোজে লিনাক্সের স্বাদ!

  • যোগাযোগ
  • নিরাপত্তা ও গোপনীয়তা
  • আমাদের জন্য লিখুন
© 2015-2021 WiREBD Made With ❤️
No Result
View All Result
  • টেক নিউজ
  • মোবাইল ও পিসি
    • অ্যান্ড্রয়েড
    • উইন্ডোজ
    • লিনাক্স
    • ইন্টারনেট
    • সাইবার সিকিউরিটি
    • নেটওয়ার্কিং
    • হার্ডওয়্যার
    • প্রোগ্রামিং
  • সিরিজ
    • কুইক টেক
    • এথিক্যাল হ্যাকিং
    • ৫ টি বেস্ট
    • ওয়ার্ডপ্রেস
    • ক্লাউড কম্পিউটিং
  • রিভিউ
    • ওয়েব হোস্টিং
    • সফটওয়্যার ও অ্যাপস
    • অনলাইন সার্ভিস
  • আরো
    • প্রযুক্তি ব্যাখ্যা
    • কিভাবে
    • টিউটোরিয়াল
    • বিজ্ঞান