যেভাবে আপনার ফোনের জন্য পারফেক্ট গুগল ক্যামেরা খুঁজে বের করবেন

গুগল ক্যামেরা কি তা বোধহয় বর্তমানে অধিকাংশ মডার্ণ অ্যান্ড্রয়েড ইউজাররাই জানেন। সবাই না জানলেও মুলত স্ন্যাপড্র্যাগন চিপসেটের অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজাররা প্রায় সবাই জানেন গুগল ক্যামেরার ব্যাপারে। ফর স্টার্টারস, গুগল ক্যামেরা হচ্ছে গুগল পিক্সেল ফোনে যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ ব্যবহার করা হয়েছে, সেই অ্যাপটিই। ইতমধ্যে আমরা প্রায় সবাই জানি যে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে গুগল পিক্সেল সবার সেরা দুটি কারনে, একটি হচ্ছে হাই এন্ড ক্যামেরা হার্ডওয়্যার এবং আরেকটি হচ্ছে , AI বেজড ইমেজ প্রোসেসিং অ্যালগরিদম যা গুগল তাদের তৈরি এই ক্যামেরা অ্যাপে ইন্টিগ্রেট করেছে। এই ইমেজ প্রোসেসিং অ্যালগোরিদমের কারণে পিক্সেল ফোনে ক্যাপচার করা ইমেজের কোয়ালিটি ডিটেইলস, শার্পনেস, ডায়নামিক রেঞ্জ সবদিক থেকেই অধিকাংশ ফোনের থেকে অনেকটাই বেটার হয়ে থাকে।

তবে, এই ইমেজ প্রোসেসিং অ্যালগরিদমটি প্রথমে পিক্সেল এক্সক্লুসিভ থাকলেও বর্তমানে প্রায় সব স্ন্যাপড্রাগন প্রোসেসর চালিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পোর্ট করেছে ডেভেলপাররা, অ্যান্ড্রয়েডের দুনিয়ায় যা সবসময় হয়ে থাকে আর কি! অবশ্যই গুগল অফিসিয়ালি অন্যান্য ডিভাইসের জন্য পোর্ট করেনি এই গুগল ক্যামেরা অ্যাপ, তবে অনেক থার্ড পার্টি ডেভেলপাররাই পোর্ট করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন।

মূলত আপনার যদি একটি স্ন্যাপড্রাগন ৬২৫ এবং এর ওপরের প্রোসেসরগুলো চালিত কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ডিভাইসেও গুগল ক্যামেরা ব্যবহার করতে পারার চান্স রয়েছে, যদিও ১০০% নিশ্চয়তা নেই। ব্র্যান্ডের কথা বললে, সবথেকে বেশি গুগল ক্যামেরা পোর্ট করা হয়েছে শাওমি ডিভাইসগুলোর জন্য। তাই আপনার যদি ২০১৮ সাল বা এরপরে রিলিজ হওয়া কোনো মিডরেঞ্জ কিংবা হাইএন্ড স্মার্টফোন থাকে, তাহলে আপনি গুগল ক্যামেরা ব্যবহার করতে পারেন। তবে যদি আপনার ডিভাইস মিডিয়াটেক প্রোসেসর চালিত হয়, তাহলে আপনার আর পড়ার দরকার নেই, কারন এটা শুধুমাত্র স্ন্যাপড্রাগন প্রোসেসর চালিত ডিভাইসেই কাজ করবে।

আর হ্যা, গুগল ক্যামেরা ব্যবহার করলেই আপনার ফোনে গুগল পিক্সেলের মতো একই কোয়ালিটির ছবি তুলতে পারবেন, এমনটা ভাববেন না। অবশ্যই আপনার ডিফল্ট ক্যামেরা অ্যাপে যেমন কোয়ালিটির ছবি তোলেন, তার থেকে কিছুটা বা অনেকটাই বেটার কোয়ালিটির ছবি পাবেন, কিন্তু গুগল ক্যামেরা ব্যবহার করলেই গুগল পিক্সেলের মতো ছবি পাবেন না। কারন, গুগল পিক্সেলের ইমেজ প্রোসেসিং অ্যালগরিদম একা একাই ভালো ছবি জেনারেট করে না, বরং ভালো ইমেজ কোয়ালিটির সবথেকে বড় কারন হচ্ছে টপ অফ দ্যা লাইন ক্যামেরা হার্ডওয়্যার ব্যবহার করা। যাইহোক, আর কথা না বাড়িয়ে মেইন টপিকে আসা যাক!


কিভাবে খুঁজবেন গুগল ক্যামেরা

অবশ্যই জাস্ট Google Camera লিখে গুগলে সার্চ করেই এপিকে ফাইল ডাউনলোড করে ফোনে ইন্সটল করলেই গুগল ক্যামেরা পেয়ে যাবেন, ব্যাপারটা এতটা সহজ নয়। এত সহজ হলে অবশ্যই সময় নষ্ট করে এই টপিকে পোস্ট লিখতে বসতাম না! তবে এতটা কঠিন কিছু নয়। আপনাকে প্রথমত নিশ্চিত হতে হবে যে আপনার ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রোসেসর ব্যবহার করে। ধারণা করছি আপনি অলরেডি তা জানেন এবং এটাও জানেন যে আপনার ডিভাইসটি স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরটি ব্যবহার করে।

একেবারে এন্ট্রি লেভেলের প্রোসেসর ব্যবহার করলে হয়তো আপনার ডিভাইসের জন্য গুগল ক্যামেরা খুঁজে পাবেন না। বাট যদি স্ন্যাপড্রাগন ৬২৫ এর পরে রিলিজ হওয়া কোন প্রোসেসর হয়ে থাকে, তাহলে আশা করা যায় আপনার ডিভাইস সহজেই গুগল ক্যামেরা রান করতে পারবে। এরপর আপনাকে জানতে হবে যে আপনার ডিভাইসে Camera2api সাপোর্ট আছে কিনা। যদি আপনি অলরেডি এটা না জেনে থাকেন, তাহলে নিচের লিংক থেকে Manual Camera Compatibility অ্যাপটি ইন্সটল করুন। এবার অ্যাপটি ওপেন করে যদি অ্যাপে থাকা সবগুলো চেকবক্স সবুজ দেখতে পান, তাহলে আপনার ফোনে Camera2api সাপোর্ট আছে। আর যদি লাল দেখেন, তাহলে সাপোর্ট নেই। শুধুমাত্র Camera2api সাপোর্ট থাকলেই গুগল ক্যামেরা সার্চ করবেন। না থাকলে করবেন না। কারণ, Camera2api সাপোর্ট না থাকলে গুগল ক্যামেরা ওপেনই হবে না।

আপনার ফোনের জন্য পারফেক্ট গুগল ক্যামেরা খুঁজে পেতে নিচের কয়েকটি ওয়ে ফলো করুন!

ইউটিউব সার্চ

এটা গুগল ক্যামেরা খুঁজে পাওয়ার সবথেকে সহজ উপায়। যদি আপনার ডিভাইসের জন্য গুগল ক্যামেরা পোর্ট করা হয়ে থাকে, তাহলে কেউ না কেউ আপনার আগে সেটা খুঁজে বের করেছে এবং কেউ না কেউ সেটা ইউটিউবে শেয়ারও করেছে। তাই ধরুন, আপনার ফোন যদি হয়ে থাকে Xiaomi Redmi Note 8, তাহলে আপনি জাস্ট সিমপ্লি ইউটিউবে সার্চ করতে পারেন, Gcam for Redmi Note 8। উল্লেখ্য, গুগল ক্যামেরাকে সব অ্যান্ড্রয়েড কমিউনিটিতে Gcam নামেই ডাকা হয়ে থাকে।

এভাবে সার্চ করলে আপনি সহজেই আপনার ফোনের জন্য ওয়ার্কিং গুগল ক্যামেরার এপিকে ফাইল পেয়ে যাবেন, যা অনেক ইউটিউবাররাই তাদের ভিডিওতে শেয়ার করেন। তবে এভাবে খুঁজে বের করার একটি ডাউনসাইড হচ্ছে, পোর্টেড অ্যাপটির লেটেস্ট ভার্সন অনেকসময় খুঁজে পাওয়া যায়না। অধিকাংশ ভিডিওতেই হয়তো দেখবেন যে শেয়ার করা এপিকে ফাইলটি ৬-৭ মাস পুরনো। এটা কোন সমস্যা নয়, তবে অনেক সময় ওল্ড ভার্সনে কোন বাগ থাকতে পারে বা অনেক নতুন ফিচারস মিসিং থাকতে পারে। তাই আমি এভাবে সার্চ করতে সাজেস্ট করবো না।

XDA-Developers সার্চ

আপনারা অনেকেই হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পর্কিত সবথেকে বড় কমিউনিটি, XDA Developers এর নাম শুনেছেন বা পূর্বে ভিজিটও করেছেন কোন দরকারে। হ্যা, মূলত XDA Developers হচ্ছে ফোনের জন্য গুগল ক্যামেরা খোঁজ করার পারফেক্ট প্লেস। যেসব ডেভেলপার কোন ফোনের জন্য গুগল ক্যামেরা পোর্ট করেন, তারা সাধারনত প্রথম অ্যানাউন্সমেন্টটাও এখানেই করে থাকেন। আপনার ফোনের জন্য গুগল ক্যামেরা পোর্ট করা হয়েছে কিনা তা জানতে পারবেন এই ওয়েবসাইটে থাকা আপনার ফোনের ফোরামে, বা XDA এর ভাষায় আপনার ফোনের থ্রেডে।

ওয়েবসাইটে ঢুকে ওপরে সার্চ অপশনে আপনার ফোনের মডেল নাম্বার লিখলেই সার্চ রেজাল্টে আপনার ফোনের অফিসিয়াল থ্রেড পেয়ে যাবেন। আপনার ফোনের জন্য গুগল ক্যামেরা পোর্ট করা থাকলে এই থ্রেডেই আপনি তা জানতে পারবেন এবং এখানেই ক্যামেরা অ্যাপের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। যদি সম্পূর্ণ থ্রেড ঘুরেও গুগল ক্যামেরা পোর্ট খুঁজে না পান, তাহলে প্রায় ৯০% নিশ্চিত হতে পারেন যে আপনার ফোনের জন্য এখনো কোন ডেভেলপার গুগল ক্যামেরা পোর্ট করেনি।

celsoazevedo ওয়েবসাইট

এই বিদঘুটে নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি গুগল ক্যামেরা সার্চ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটির স্পেশালিটি হচ্ছে এখানে আপনি প্রায় সব ডেভেলপারদের পোর্ট করা সব গুগল ক্যামেরার সব ভার্সন পেয়ে যাবেন। হতে পারে আপনার ডিভাইসের জন্য একজন ডেভেলপার নয়, কয়েকজন ডেভেলপার তাদের নিজেদের মতো করে আলাদা আলাদা গুগল ক্যামেরা পোর্ট করেছেন। এই ওয়েবসাইটে আপনি গুগল ক্যামেরা নিয়ে কাজ করা সব ডেভেলপারদের কাজ দেখতে পারবেন।

আপনাকে শুধুমাত্র নিচের লিংক থেকে খুঁজে বের করতে হবে যে কোন কোন ডেভেলপার আপনার ফোনের মডেলের জন্য জিক্যাম পোর্ট করে। খুজে পেলে আপনি সেই স্পেসিফিক ডেভেলপারের সেকশন থেকেই আপনার ডিভাইসের জন্য তার ডেভেলপ করা সব গুগল ক্যামেরা ভার্সন দেখতে পাবেন। সেখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে অনেকসময় অনেক ভার্সনে বাগস থাকতে পারে, এর জন্য আপনাকে সেম ডেভেলপারের মাল্টিপল রিলিজ ইন্সটল করে ট্রাই করতে হবে এবং দরকার হলে একজন ডেভেলপারের পোর্ট ট্রাই না করে কয়েকজন ডেভেলপারের পোর্ট ট্রাই করে দেখবেন। এভাবে কয়েকটি এপিকে ফাইল ইন্সটল করে করে ট্রাই করলে এবং কমন সেন্স ব্যবহার করলেই আশা করি আপনি আপনার ফোনের জন্য পারফেক্ট জিক্যাম পেয়ে যাবেন!

Images: Shutterstock.com

About the author

সিয়াম

Add comment

Categories