ওয়্যারলেস চার্জিং যেটা তারের চার্জিং থেকেও ফাস্ট!

শাওমির এর আগেও ফাস্ট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ছিল যেটা ৫৫ ওয়াটের উপর কাজ করতো, কিন্তু সেটা যথেষ্ট ফাস্ট ছিল না। কোম্পানিটি রিসেন্টলি ৮০ ওয়াটের সুপার ফাস্ট ওয়্যারলেস চার্জিং টেক সামনে এনেছে যেটা মাত্র ১৯ মিনিটে ব্যাটারি ১০০% চার্জ করতে সক্ষম। মজার ব্যাপার হচ্ছে, বাজারের যতো তারের চার্জিং টেক রয়েছে সেগুলো বেশিরভাগই কেমন ১৮, ৩৩, বা ৬৫ ওয়াট পর্যন্ত। হ্যাঁ আরো ফাস্ট চার্জার রয়েছে তারের কিন্তু বেশিরভাগ ডিভাইজ সেগুলো সাপোর্ট করে না। এরমানে এবার ওয়্যারলেস চার্জিং টেক তারের চেয়েও ফাস্ট হিসেবে পরিক্ষা দিলো।

কোম্পানির VP একটি ভিডিও পোস্ট করেন যেখানে বর্তমান ওয়্যারলেস স্ট্যান্ড এর মতোই একটি চার্জিং স্ট্যান্ড দেখতে পাওয়া যায়। তিনি দাবি করে এটা দুনিয়ার ওয়্যারলেস চার্জিং স্পীদ এর সকল রেকর্ড ব্রেক করবে। যেখানে হুয়াওয়ের চার্জিং সুপার চার্জ ওয়্যারলেস স্ট্যান্ড কেবল ৪০ ওয়াট পর্যন্ত সাপোর্ট করে সেখানে শাওমি এর এই নতুন চার্জিং টেক ৮০ ওয়াটের এক অসাধ্য্য সাধন করেছে।

আগস্ট মাসে মি ১০ আলট্রা এর সাথে শাওমি ৫৫ ওয়াটের ফাস্ট চার্জারের পরিচয় করিয়ে দেয়। যেটা একটি 4,500 mAh এর সেল ০ থেকে ১০০% চার্জ করতে সময় লাগে ২৬ মিনিট। শাওমি এবার আরো বেটার টেকনোলজি উন্নত করেছে জার ফলে ৮০ ওয়াটের মতো মারাত্তক সংখ্যা অর্জন করতে সক্ষম হওয়া গেছে। যাইহোক, ভিডিওতে দেখানো ডিভাইজটি মি ১০ আলট্রা এবং ৪০০০ mAh এর প্রটোটাইপ ব্যাটারিতে একে পরিক্ষা করা হয়। এই টেকনোলজি ক্লবে নাগাদ বাজারে আনবে শাওমি এই ব্যাপারে কোন নির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।


Images: Shutterstock.com

About the author

তৌহিদুর রহমান মাহিন

Add comment

Categories