গতমাসে ওয়ানপ্লাস ৭টি ও ৭টি প্রো এর ডিজাইন লিক থেকে ডিভাইজ দুইটির ডিজাইন সম্পর্কে আমরা অবগত হই। আর এবার কল্পনা থেকে বের হয়ে আসতে লিকার ডিভাইজ দুইটির পুরো স্পেসিফিকেশনই লিক করে দিয়েছে।

দুইটি ডিভাইজেই স্ন্যাপড্রাগন 855+ এসওসি থাকছে, এবং ৮জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। উভয় ফোনই অ্যান্ড্রয়েড ১০ এ পরিচালিত হবে উপরে OxygenOS এর স্কিন থাবে অবশ্যই! উভয় ফোনেই ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ধরা পরলেও স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা সেটআপ আলাদা আলাদা থাকবে। নিচ থেকে বিস্তারিত স্পেসিফিকেশনটি দেখে নিতে পারেন;
Model | OnePlus 7T | OnePlus 7T Pro |
---|---|---|
CPU | ||
RAM | ||
GPU | ||
Operating System | ||
Display | 6.55″ FHD+ (2400×1080 px) Fluid AMOLED with 402 ppi pixel density, 90Hz refresh rate, and HDR10+ | 6.65″ QHD+ (3100×1440 px) Fluid AMOLED with 516 ppi pixel density, 90Hz refresh rate, and HDR10+ |
Rear Camera | 48MP (f/1.6, EIS, OIS) + 12MP telephoto (f/2.2, 2x zoom), 16MP ultra-wide (f/2.2, 120° FOV) | 48MP (f/1.6, EIS, OIS) + 8MP telephoto (f/2.4, 3x zoom), 16MP ultra-wide (f/2.2, 120° FOV) |
Front Camera | ||
Internal Storage | 128GB, 256GB | 256GB |
Other | In-Display Fingerprint Reader, Macro Mode, New Nightscape Mode, 960 FPS Slow Motion video recording in 720p resolution | |
Battery | 3,800 mAh with Warp Charge 30T | 4,085 mAh with Warp Charge 30T |
সেপ্টেম্বরের ২৬ তারিখে এই দুইটি ডিভাইজ অফিশিয়ালভাবে সামনে আসবে, ঐদিনে ওয়ানপ্লাস টিভি ও সামনে আসবে। কিন্তু লিক বলছে, এই দুইটি ফোন নাকি অক্টোবরের ১০ তারিখে রিলিজ হবে আর ১৫ই অক্টোবর থেকে বিক্রি শুরু হবে!
WiREBD এখন ইউটিউবে, নিয়মিত টেক/বিজ্ঞান/লাইফ স্টাইল বিষয়ক ভিডিও গুলো পেতে WiREBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুণ! জাস্ট, youtube.com/wirebd — এই লিংকে চলে যান এবং সাবস্ক্রাইব বাটনটি হিট করুণ!
Feature Image: Oneplus 7 pro (Credit: Shutterstock.com)